দেখুন সমস্তটাই নির্ভর করছে কতজন যাচ্ছেন তার উপরে। যদি 7-9 জন যান আর একটু বুদ্ধি করে প্ল্যানিং করেন তাহলে 12000 per হেড এ হয়ে যাবে। আর যদি একা যান সেক্ষেত্রে কোনো গ্রুপের সাথে যুক্ত হয়ে গেলেই ভালো হবে। এছাড়াও খরচ কমানোর কয়েকটি জায়গা বলে রাখি - 1) চেষ্টা করুন রুম ভাড়া নেবার, জন প্রতি 1000-1200 থাকা খাওয়া সমেত এরকম প্যাকেজ এ না যাবার চেষ্টা করুন। 2) প্রয়োজন মতো খাবার হোমস্টে থেকে কিনে খান 3) ব্যাগ এ maggie র প্যাকেট রাখুন, অল্প খরচ দিয়ে বানিয়ে নিন 4) ব্যাগ এ মুড়ি চানাচুর বিস্কুট এসব শুখনো খাবার রাখুন। মোটামুটি এভাবে প্ল্যান করতে পারলে per হেড এ 2-3হাজার টাকা আপনার বাঁচবে। আমরা 9 জন ছিলাম, মাথাপিছু 9000 করে খরচ হয়েছে। ধন্যবাদ ভালো থাকবেন 🙏। এছাড়াও কোন জিজ্ঞাস্য থাকলে অবশ্যই জানাবেন
@mondalrahul123415 күн бұрын
Nijer tent niya giyachiley ?
@TREK_MATE4 ай бұрын
আমরা এবার গাইড ছাড়াই হাঁটলাম।
@abashok39923 ай бұрын
Black 🐈⬛ dog amader satha chelo phaltu thaka Gorkhey.. Remember this day ...
@MohammadMonir-o7x2 ай бұрын
এই রুটে কি কোন ট্রাভেল গ্রুপ ট্যুর প্যাকেজ করে থাকে কি? আর বাংলাদেশীরা কি এই পথে ট্রেকিং করতে পারবে?
@TheBoldExplorer2 ай бұрын
@@MohammadMonir-o7x হ্যা বহু এজেন্সী খুব কম খরচে এই ট্রেকটি করান। বাংলাদেশীদের ক্ষেত্রেও কোন সমস্যা নেই, কয়েকটি জায়গাই সামান্য কিছু টাকা বেশি লাগবে এই জা। আর আপনারা আমার দেখানো নিয়ম অনুযায়ী নিজেরাও ট্রেকিংটা করতে পারেন একজন লোকাল গাইড নিয়ে। যদি কোন এজেন্সী মারফত যেতে চান, সে ক্ষেত্রে একজনের নাম্বার দিচ্ছি যোগাযোগ করতে পারেন - 9123820359 | ধন্যবাদ 🤝🙏
@MohammadMonir-o7x2 ай бұрын
@@TheBoldExplorer ধন্যবাদ
@sanchitachakraborty921111 ай бұрын
Minimum koto cost lagbe ektu janaben sob diye!
@TheBoldExplorer11 ай бұрын
দেখুন সমস্তটাই নির্ভর করছে কতজন যাচ্ছেন তার উপরে। যদি 7-9 জন যান আর একটু বুদ্ধি করে প্ল্যানিং করেন তাহলে 12000 per হেড এ হয়ে যাবে। আর যদি একা যান সেক্ষেত্রে কোনো গ্রুপের সাথে যুক্ত হয়ে গেলেই ভালো হবে। এছাড়াও খরচ কমানোর কয়েকটি জায়গা বলে রাখি - 1) চেষ্টা করুন রুম ভাড়া নেবার, জন প্রতি 1000-1200 থাকা খাওয়া সমেত এরকম প্যাকেজ এ না যাবার চেষ্টা করুন। 2) প্রয়োজন মতো খাবার হোমস্টে থেকে কিনে খান 3) ব্যাগ এ maggie র প্যাকেট রাখুন, অল্প খরচ দিয়ে বানিয়ে নিন 4) ব্যাগ এ মুড়ি চানাচুর বিস্কুট এসব শুখনো খাবার রাখুন। মোটামুটি এভাবে প্ল্যান করতে পারলে per হেড এ 2-3হাজার টাকা আপনার বাঁচবে। আমরা 9 জন ছিলাম, মাথাপিছু 9000 করে খরচ হয়েছে। ধন্যবাদ ভালো থাকবেন 🙏। এছাড়াও কোন জিজ্ঞাস্য থাকলে অবশ্যই জানাবেন।
@sangitadutta52019 ай бұрын
যদি একা হঠাৎ করে চলে যাই ধোত্রে কিংবা মানেভঞ্জন তাহলে কি সেখান থেকে একা একা ট্রেকিং করে যাওয়া সম্ভব? গাইড কি গেলেই পাওয়া যায়?
@TheBoldExplorer9 ай бұрын
একা হটাৎ গেলেও অবশ্যই ট্রেকিং করতে পারবেন। গাইড ও পেয়ে যাবেন কোন সমস্যাই হবে না, কিন্তু খরচটা বেশি হবে। গাইড দিনপ্রতি 1200 টাকা সে একজন হলেও জা আর দশজন হলেও তাই। 🙏
@sangitadutta52019 ай бұрын
@@TheBoldExplorer Thank you 😊
@infinitelimit510011 ай бұрын
Trek book কথা থেকে করলে
@TheBoldExplorer11 ай бұрын
আমরা সম্পূর্ণ ট্রেকটা কোন এজেন্সীর সাহায্য না নিয়ে নিজেদের প্ল্যান অনুযায়ী, নিজেরাই করেছি 🙏