এ কালের চেয়ে সে সময়ের প্রতিটি গান আমার কাছে বেশী ভালো লাগলো।একজন নিচু গ্রেডের শিল্পী হয়েও এমন মন্তব্য করার সাহস দেখালাম।জনাব হেমন্ত মুখোপাধ্যায়ের গান আমার খুব ভালো লাগে।মান্নাদে সহ অন্যান্য গুনি শিল্পীরাতো আছেই।প্রত্যেকের গান পরিবেশন হৃদয়কে নাড়িয়ে দেয়।হেমন্ত দাদার গাওয়া রবীন্দ্রনাথ এর গানও মন ভরে দেয়।
@sikhagayen83114 жыл бұрын
যাঁর গান শোনার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করেছি আজ তাঁকে দেখছি। এসব ই ইউটিউব এর কল্যাণে। কি অসাধারণ তিনি। আমার প্রিয়তম তিনি। কিংবদন্তি তিনি । ঈশ্বরের আশীর্বাদ তিনি।
@Sandipdas3697 ай бұрын
শুধু কি ইউটিউবের কল্যাণে? যিনি এই ভিডিও আপলোড করেছেন, তাঁকেও ধন্যবাদ দিতে এত দ্বিধা কেন?
@pradiproychowdhury44193 жыл бұрын
শতবর্ষে উপনীত পরম শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়কে আমার প্রণাম জানাই । তাঁর মত প্রতিভাধর সঙ্গীত শিল্পী ও অনন্য সুরকার আমাদের বাংলা দেশে বিরল । অপূর্ব এই অনুষ্ঠান দেখে মন ভরে গেল । সত্যি হেমন্ত তুলনাহীন ।
@anandamondal19442 жыл бұрын
এক কথায় অনবদ্য, অপূর্ব। এরকম dedication, devotion, determination, খুব কম পাওয়া যায়। আমি সৌভাগ্যবান ওনার function এ attend করেছিলাম ,ডাক্তারী পড়ার সময়ে ।
@sanjaykdas94172 жыл бұрын
সর্বময় কণ্ঠকে হারিয়েছি। স্মৃতিতেই চিরভাস্বর হয়ে আছেন।তাঁর মহাপ্রয়াণে(১৯৮৯,সেপ্টেম্বর) আমি অঝোর ধারায় কেঁদেছিলাম,ঢাকায় হোস্টেলে বসে, ২৫ বছর বয়সে। আহা, কি হারালাম।
@anjanadebnath30866 ай бұрын
😢😢
@Joyramakrishna3 жыл бұрын
গান টি শুনতে শুনতে আমি বাকরুদ্ধ হয়ে যায়, কতবার যে শুনেছি তার হিসাব নেই। উনি আজ আমাদের মধ্যে নেই কিন্তু ওনার সৃষ্টি কয়েকশো বছর বেঁচে থাকবে। আমি চিরকাল থাকবো না, একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব, পরের জেনারেশন কে অনুরোধ করে যায় হেমন্ত মুখোপাধ্যায়ের গান শোনার জন্য। 🙏🙏🙏🙏🙏
@proproot2 жыл бұрын
নীল আকাশের নিচে এই পৃথিবী, গানটা প্রথম বার শোনার সময় ই আমি অনুভব করতে পারছিলাম যে উনি এটি খুব ভালোবাসেন।
@tarunkumarmondal4683 жыл бұрын
ওনার সম্পর্কে কিছু বলতে গেলে ভাষা আর শেষ হবে না। শুধু জানাই অজস্র 🙏🌹🌹🌹♥️♥️♥️
Hemanta Mukherjerjee I Is the greatest singer that the mus ic world has ever producerd.❤❤❤
@manazirislam7856 Жыл бұрын
হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনলে এখনো শরীরে কাটা দেয়। অমর সব গানের এই স্রষ্টাকে জানাই বিনম্র শ্রদ্ধা।
@nirmalkumarsarkar22268 ай бұрын
সমগ্র সঙ্গীতের ইতিহাস যেদিন লেখা হবে হেমন্ত মুখোপাধ্যায়ের গান সেদিন থাকবে সবার শীর্ষে!
@kamaleshchowdhury83885 ай бұрын
e bhabe soroli koron kora jay na!
@suprabhatmajee91863 ай бұрын
Indeed real justice Asansol HP CollegeRd
@somnathmitra24482 жыл бұрын
হে মহান শিল্পী আগামী পৃথিবী অবশ্যই কান পেতে তোমার গান শুনবে। আমার মাথা নত করলাম তোমার চরন ধূলার তলে।
@sandipdas6654 ай бұрын
এই শিল্পী তুলনা হয় না
@lalchandray Жыл бұрын
I had opportunity to go in touch with my respected Hemanta Da in my college life, I remember all these my golden days. My pranam to this legendary Artist
@utpaladhikary42972 жыл бұрын
কি অসাধারন কন্ঠ। মানুষটার পা ছুঁতে না পারার আক্ষেপটা আজীবন রয়ে গেল। 🙏
@GDUniqueIdeas Жыл бұрын
Amaro
@bengalismriti9 ай бұрын
Good morning every one
@bengalismriti9 ай бұрын
❤76
@subhasgupta6417 Жыл бұрын
আমি একজন অন্ধ ভক্ত। ওনার গান শুনে বড়ো হয়েছি।
@somnathbanerjee21452 жыл бұрын
"আমার কণ্ঠ আমার নয়, ঈশ্বর এর কণ্ঠ '". কত বড় মনে র মানুষ হলে এমন কথা বলতে পারেন. এখানে ই তিনি মহৎ,, মহাপ্রাণ 🙏🙏🙏
@purnimachakraborty9307 Жыл бұрын
বিরল কন্ঠ ঈশ্বরের অবদান আমরা ধন্য
@rebadas7120 Жыл бұрын
1😊😊
@krishnabanerjee9951 Жыл бұрын
Bhagomaner Moto ManUsh O Chilen Tini.
@bengalismriti9 ай бұрын
@r❤khub valo khatho❤
@bengalismriti9 ай бұрын
Tini khub valo manush o.chilen .amar to unake visan valo lage. Ami unar.gun o khub valobasi. Khub dekhte ichha kare amon manushke .sabai khub valo thakben
@maheswarhalder874110 ай бұрын
বাঙালির সৌভাগ্য যে এমন একজন মহান শিল্পী বাংলায় ছিলেন।
@md.enamulquaderkhan79294 жыл бұрын
হেমন্তদার টিভি অনুষ্ঠান মনে হয় আরেকটি আছে। যা বাংলাদেশে করা। মৃত্যুর আগে। এত বড় শিল্পীর মাত্র দুটি অনুষ্ঠান, ভাবা যায়? অসাধারণ এ অনুষ্ঠান আপলোড করার জন্য অসংখ্য ধন্যবাদ।
@gautamsdey4 жыл бұрын
Salute to this greatest music & singer maestro. Across the generations- my dad, myself & now my son, being probashi, love to hear & hum this legend's composition & songs in Bengali which connects us to our culture. His Hindi & Marathi renditions are off course loved to no end!
@prodipdas28963 жыл бұрын
Hamanta is. Hamanta
@lekhachakraborty82032 жыл бұрын
@@prodipdas2896 Anedin par ali pogram sune man pran bhare galo chokher samnesmirti bhese uthlo samnasamni sai dintar katha
@RanaDas-zh3fw Жыл бұрын
Buy😃
@santanadas5590 Жыл бұрын
😊Yes Hemata is Hemata. Best of luck.
@Ferdous-123 Жыл бұрын
কন্ঠের মাধুর্যতা, সুরের বৈচিত্র্য এবং গায়কী , সব যেনো একেবারে মিলেমিশে একাকার! এমন ক্ষণজন্মা শিল্পী, এই পৃথিবীতে সত্যি বিরল! এই মহান শিল্পীর স্মৃতির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইলো নিরন্তর।
@mdgofran54283 жыл бұрын
বিধাতা তোমার মতো শিল্পী বাংলা ভাষা ভাষীদের জন্য সত্যি আর্শীবাদ। সেই কবে ৫২ বছর আগে তোমার রবিনদ্র সংগীত শুনে মোহিত হয়েছি আজও একই সাথে তুমি বেছে আছো আমাদের হ্রদয়ে।
@budhanbhattacherjee3799 Жыл бұрын
১৯৭৫সালে মে মাসে আদ্রার SERSA Stadium এ শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায় একের পর এক ৩৭খানা গান গেয়ে আমাদের সকলকে মন্ত্রমুগ্ধ করেছিলেন। কোনো গানই খাতা দেখে গাইলেন না। সকালের ট্রেনে আদ্রায় এলেন, সারাদিন ওনার সাথে কথোপকথন আমি জীবনে ভুলতে পারবো না।
@akmshamsuzzamanashrafy83688 ай бұрын
স্মৃতিতেই চিরভাস্বর হয়ে আছেন ... আমি একজন অন্ধ ভক্ত। ওনার গান শুনে বড়ো হয়েছি।
@badalmeghmondal31493 жыл бұрын
আজও আমার সবচেয়ে প্রিয় শিল্পী... আমার গানের জগৎ শুধুই হেমন্তময় ------♥️♥️♥️
@amitdey777 Жыл бұрын
Khub mughda halam amar vasha gana nai
@তাপসীরপাতাপসীরপা4 жыл бұрын
অপূর্ব! অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সকলের কাছে এই গান গুলোর সংগ্রহ কষ্ট সাধ্য ছিল।
@TanayBarai-s8v11 ай бұрын
Ratnagarva Aamar Bharat Maa Tini Tar Garva Asankha Ratnar Shristi Karachhan.Hemanta Mukhopadhyay Tar Garvar akti Amullaya Ratna., AshimTaar Shristi.Ae Mahan Gayakar Shri CharnaAamar Bhaktipurna 🙏🙏 O Shrodhanjali Railo💐💐 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@BhaswatiChattopadhyay Жыл бұрын
মনে আছে,বলেছিলেন,"আমার ঈশ্বরপ্রদত্ত কণ্ঠস্বর, কখনো গলা সাধিনি এমনিতেই এতো সুন্দর।"
@nasimulapon4 жыл бұрын
0:00 - মুছে যাওয়া দিনগুলি 6:27 - জানিতে যদিগো তুমি 7:57 - কথা কইয়ো নাগো শুধু শুন 12:15 - স্মরণেরও এ বালুকা বেলায় 15:02 - আমার আর হবে না দেরী 19:10 - কোন এক গায়ের বধূ 19:29 - রানার 19:57 - অবাক পৃথিবী 22:42 - কিতনা দুখ ভুলায়া 24:19 - না ইয়ে চাঁদ 25:10 - এ রাত এ চাঁদনী 27:47 - বসে আছি পথ চেয়ে 29:02 - এই বালুকা বেলায় 30:20 -নীলাকাশের নীচে এই 34:15 - দোতারা দারিয়া কা রাজা 38:18 - আমার গানের স্বরলিপি লেখা
@bepositiveandhealthy19813 жыл бұрын
eta koto bochor age tv te broadcast hoyechilo???
@tuhinghosh86783 жыл бұрын
@@bepositiveandhealthy1981 1984
@debajyoti.guha_bong3 жыл бұрын
অনেক ধন্যবাদ
@sankarbhattacharjee88133 жыл бұрын
0⁰⁰⁰
@atribhattacharyya2631 Жыл бұрын
Oshankyo Dhonnobad..
@ramenchakrabarti40283 жыл бұрын
I took Hemanta Mukherjee to Ali Akbar Khans College of Music. in San Francisco Bay Area. Khan Sahib greeted him and introduced him to his students that he was a more famous musician than him. What an introduction.
@udaynarayanmandal23223 жыл бұрын
অসাধারণ। এ এক স্বর্গীয় কন্ঠস্বর। দুঃখের বিষয় বাঙালি আজ তাকে ভুলতে বসেছে। প্রণাম জানাই এই কিংবদন্তি শিল্পীকে। 🙏🙏
@amlan17102 жыл бұрын
ওনার গানের মধ্যে উনি সারা জীবন বেঁচে আছেন আর থাকবেন ,ওনাকে কেউ ভুলতে পারবেন না....
@AsifKhan-bq7wf2 жыл бұрын
ভোলেনি
@khokonmimikhan26582 жыл бұрын
তাঁকে কে ভুল্লো? তিনি অদ্বীতিয়। ছিলেন ও থাকবেন।
@kamalachatterjee41212 жыл бұрын
Lķ
@palanhaldar78122 жыл бұрын
এ দু স্বপন না সত্যি, একি মেনে নেওয়া যায় সুরের সূর্য় গেছে অসতা চলে গভীর ব্যথায় হিরদয় অশান্ত চির বিদায় নিয়ে গেলে বড় অসময়ে বাঙালির গর্ব তুমি হেমন্ত।।
@SupriyoDasOnGoogle9 жыл бұрын
Indeed, apnaar gaaner swarolipi, aajo lekha aachhe, ebong robe... Those 30 minutes spent with you will remain one of the most memorable memoirs of my life.... even after 40 years, I cannot control my emotions ...
স্মৃতি বেদনাদায়ক। প্রতিভাধর ,বাংলা গান অলংকৃত এই মহান ব্যক্তির অবদান। প্রণাম জানাই।
@partharoysarkar81487 жыл бұрын
sunil ganguly
@hemantamukherjeehiscontemp54544 жыл бұрын
এই হল হেমন্ত মুখোপাধ্যায়ের যাদু! স্বর্ণযুগের বিভিন্ন শিল্পীর কণ্ঠে দুষ্প্রাপ্য গান শুনতে হলে একবার ঘুরে আসুন আমাদের চ্যানেল থেকে। আশা করি নিরাশ হবেন না! ধন্যবাদ।
@sukantadas67575 жыл бұрын
আজো এভাবে কিংবদন্তি হেমন্ত মুখোপাধ্যায়কে পাওয়া ভাগ্যের ব্যাপার। ধন্যবাদ ইউটিউব।
@dipakkumargarani84324 жыл бұрын
হেমন্ত মুখোপাধ্যায় সঙ্গীত জগতের ঈশ্বর, উনি চিরদিন আমাদের হৃদয়ের গভীরে থাকবেন। উনি অনেক বড় মনের শিল্পী মানুষ ।
@AlMamun-lp1ep3 жыл бұрын
অতুলনীয়
@kaberiroy20056 ай бұрын
অসাধারণ। আমার সশ্রদ্ধ অফুরান শ্রদ্ধা ও ভালবাসা।
@hindoldasgupta25012 жыл бұрын
যদি কোনোদিন ঈশ্বরের কন্ঠ শুনতে পেতাম মনে হয় এইরকমই কন্ঠস্বর হতো।সত্যিই এক স্বর্গীয় কন্ঠস্বর।এই কিংবদন্তি শিল্পীর চরনে আমার শতকোটি প্রনাম।🙏🙏
@santusumi93682 жыл бұрын
Hemanta mukhopadhya not to mention the most remembered never compared the voice of our beloved goddes voice only.we pay respect to this immortal soul.may RIP.
What a coincidence. This great man died on 26th September, 1989 and I was born the very next day... 27th September, 1989. That's y I strongly feel an eerie connection and a tremendous affinity towards his music n unbelievable talent which I obviously don't possess myself . 👏👏🙌
Unparallel voice.Hats off to Hemanta Mukherji Regards from Swapan Kumar Sanyal to my beloved singer
@goutamindra54676 ай бұрын
আমার সকল শ্রদ্ধা বিনম্র চিত্তে উজার করে দিয়ে থাকি এমন অনন্যসাধারণ গায়ককে, আজ তিনি পরপারে, কিন্তু তাঁর সৃষ্ট এমন গায়কীতে কে আর গাইতে পারেন একমাত্র উনি ছাড়া। আমি তখন অনেক ছোট, স্কুলজীবনের প্রথম অধ্যায়, মনে পড়ে, তখন কেউ আবেদন ক'রলে উনি উনার ফটোগ্রাফ পাঠিয়ে দিতেন, আমার দাদা উনার কাছে চেয়েছিলেন, উনি পাঠিয়েছিলেন, এমন ভালো মানুষ আজ পর্যন্ত কম শুনেছি।
@sbbs_2 жыл бұрын
হেমন্ত মুখার্জির মত এত সুন্দর, এত মিষ্টি, এতো গম্ভীর, এত গভীর, এত স্নিগ্ধ, এতো হৃদয়স্পর্শী, এত মনোরম, এত শান্তিময় কণ্ঠ আমি আজ অবধি পৃথিবীর কোনো মানুষের কন্ঠে পাইনি। ওনার সাথে পৃথিবীর কারো সাথে তুলনা হবে না।
@TarunMallick-to7fq6 ай бұрын
Kothati 100 bhag sattya. Sara prithibir vitore sera --Hemanta Mukherjee.
@ajayroy46865 ай бұрын
তাঁর গান হৃদয়ের কোথাও যেন একটা পরশ, খোঁচা কিংবা মোচড় দিয়ে যায়। তাঁর সুর চারিদিকে নিষ্পাপ ও পবিত্রতার আবহ তৈরি হতে থাকে বলে মনে হতো।।❤❤।
@মোহাম্মদমোস্তফাদেলোয়ারপ্রশিউর9 ай бұрын
একটা ব্যতিক্রমধর্মী কণ্ঠ। হৃদয় ছুঁয়ে যাওয়া কণ্ঠ।
@santiray8647 Жыл бұрын
Humble. With God gifted melodious voice brings calmness to the mind and peace ✌ the soul. May God Shower peace to the soul and Hemanta DA remain alive forever in our hearts. Pranam. Best regards ❤ S.k.roy
@zakirhusain64576 жыл бұрын
চিরদিনের গান,যা শতাব্দীর পর শতাব্দী অটুট থাকবে।
@ilabiswas60603 жыл бұрын
CTy FYIj. 9!:#
@amalendumallick50753 жыл бұрын
ঘঙ্গণ্ডঙ্গণ্ডণ্ডণঙ্গ
@nanditadas62073 жыл бұрын
Khub sundar bolechen.
@tarunbhattacharyya45263 жыл бұрын
সুপাার
@mahfuzniloy9674 Жыл бұрын
আমার প্রিয় শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। গান গুলো শুনে মন ভরে গেল। এই গান গুলো কখনো পুরানো হবে না ভাই।
@nikhilmanna8882 Жыл бұрын
Ami Akbar jodi jantam je manush ta amader motoi heite ghure beran bondhu der sathe golpo adda dan Jebhabei hok one PA chuie ashirwad nitam
@AparnaChowdhury-th3up9 ай бұрын
)@@nikhilmanna8882
@shefalimukherjee61717 ай бұрын
😊 ok 22:04 to. T 22:04 B @@nikhilmanna8882
@azizeesfishingbd88552 жыл бұрын
এ এক অসাধারন শিল্পী,আপনাকে স্যালুট,বাংলাদেশ থেকে
@dilipsarkar7886 Жыл бұрын
এপার বাংলা ওপার বাংলা। আমরা তো সবাই বাঙালি। এমনই শিল্পী বাঙলার বুকে যেন ফিরে আসে বারবার
@sumansarkar5811 Жыл бұрын
🧡🤍💚🙏
@madhusudandasdas4820 Жыл бұрын
@@dilipsarkar7886 r . No no
@tapanbose4809 Жыл бұрын
@@sumansarkar5811inbox
@barnalibiswas4664 Жыл бұрын
এই ভিডিও টি আপলোড করার জন্যে অনেক ধন্যবাদ। এই প্রজন্ম এই মানুষ টির কথা শুনতে পারছে এই অনেক। আরো কত মহান ব্যক্তিত্বের মানুষ কে আমরা হারিয়ে ফেলেছি। 🙏
@AdhikarySwarup-xp2vf Жыл бұрын
😢
@sudiptahore5489 Жыл бұрын
স্বর্ণ কণ্ঠের অধিকারী।শত কোটি প্রণাম।
@dilipkumarmukherjee16473 жыл бұрын
God gifted talent is our Hemanta Mukhopadhyay.We are proud of him.
@utpaladhikary4297 Жыл бұрын
হেমন্তবাবুকে শুধু গায়ক বললে ভুল বলা হবে। আমার মতে উনি সঙ্গীতসাধক 🥰🥰🥰🙏🙏🙏🙏🙏
@bayazidhossain30384 жыл бұрын
আল্লাহর নিজ হাতে গড়া আল্লাহর এক অনবদ্য সৃষ্টি পরপারে ভালো থাকবেন দাদা হাজার স্যালুট আধুনিক বাংলা গানের কিংবদন্তি এক মহানায়ক বাংলার গানে যার নামেই বসন্ত তিনি গায়ক সুরকার হেমন্ত
@surefulnisa50753 жыл бұрын
Nrnrp kurapaki database ekhaneakashnee @ oñ
@lakshminarayanchoudhury66813 жыл бұрын
@@surefulnisa5075 ll
@denisdcosta36773 жыл бұрын
..m
@sujatamajumder16243 жыл бұрын
Realynice.youaresotalend
@dilipsarkar7886 Жыл бұрын
খুব সুন্দর লিখেছেন
@arunsarkar3493 Жыл бұрын
অপূর্ব সাক্ষাত্কার। ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত সুর ।আমরা তাকে পেয়ে ধন্য।
@krishnadutta7092 Жыл бұрын
অসাধারণ
@pranaychakraborty89705 жыл бұрын
দুর্ভাগা আমি এবং আমার মতো বয়স এর ছেলে মেয়েরা যারা আপনাকে চাক্ষুষ দেখতে পেলাম না 😢। একবার পা ছুয়ে প্রণাম করতাম আপনাকে 😢🙏🙏❤️।
@VibinWith4 жыл бұрын
সত্যি তাই সব legend ra এত ভালো লোক ছিলো যে দেবতা তাঁদেরকে খুব জলদি জলদি তুলে নিলেন । আজ যদি এনারা সবাই থাকতো গান খারাপ হবে এই চিন্তা কেউ কি করতো তোমরাই বলো ।
@souravmukherjee66254 жыл бұрын
Akdom sotti kotha...eii akhep amaro roye ga66e...j bo6or uni chole galen seii bo6ori(1989)amr jonmo hoi..😭😭😭😭karo jonno sto mon kharap hoi na..akmatro guru hemonto k jodi akbar paa 6ue pronam na kortam..jibon dhonno hoto..
@darryfun71314 жыл бұрын
Akdom e tai
@নিশাচর-র৬ভ4 жыл бұрын
Hmm , Ekdom .
@নিশাচর-র৬ভ4 жыл бұрын
Jodio amar jonmo hoy 2003 te .
@tanimasen9947 жыл бұрын
আজ ও মন ভরিয়ে দেয় এই গান। মনে হয়না ,জীবনে কোনো দুঃখ আছে। যতদিন বাঁঙালী থাকবে ততদিন গুরু থাকবে। আমাদের জীবন হেমন্ত ময়
@janmenjoymondal53885 жыл бұрын
In in
@bitanguha60665 жыл бұрын
agreed
@asishbhattacharya46925 жыл бұрын
j
@nandamaity91675 жыл бұрын
@@janmenjoymondal5388 v x vv
@malaydas23583 жыл бұрын
@@asishbhattacharya4692 q¹
@jaminikantamahato3372 жыл бұрын
অসাধারণ এই অনুষ্ঠান টি দেখে ও শুনে হৃদয় ভরে গেল। ঈশ্বর প্রদত্ত কন্ঠে গান শুনে মুগ্ধ হলাম। 🙏🙏🙏
What a legend!!! I don't know of any other singer who would be humble enough to admit that এটা তো আমার কণ্ঠ নয়। ঈশ্বরের দেয়া কণ্ঠ। তিনি দিয়েছেন। তিনি চালাচ্ছেন। আমার কিছু নেই। Salute to u sir!!!
@amarnathkhan42437 жыл бұрын
Rituparno Mukherjee
@namitaray55275 жыл бұрын
@SAYAN SAMAJDER q.q.q.q.q.
@sumanpal78544 жыл бұрын
Iswar r srishti
@swarmagna4 жыл бұрын
He was a gentle, genuine, genius Musician and he is in our Musical Memories for years and will stay there till we last. Hope coming generations also experience his Music and realise the Magic of his Music with the same appreciation & intensity as we did.
@nityaranjandas64642 жыл бұрын
আমার গানের প্রতি যে ভালোবাসা বা ভালো লাগা আমার মনের গুরু সংগীত সম্রাট ঈশ্বর পেরিত পুরুষ হেমন্ত মুখোপাধ্যায় তোমায় শত কোটি প্রনাম এই অধমের ।
@nla40936 жыл бұрын
Salute to you sir you are an important and will remain evergreen in our heart . Who agree with me?
@golaksarkar86693 жыл бұрын
অদ্বিতীয় এই শিল্পীকে সশ্রদ্ধ প্রনাম । তঁার বহু গান বিশেষ করে রবীন্দ্র সংগীত শুনতে পেরে আমারও জীবন ধন্য ।
@rasputin32833 жыл бұрын
ঈশ্বর প্রদত্ত কন্ঠ। বাংলা গানের লেজেন্ড এবং রেনেসাঁ র অগ্রপথিক। সাভার, ঢাকা থেকে। যদি গানের উপর নোবেল প্রাইজ থাকতো তবে হেমন্ত ই সেই। কী রোমান্টিক সুরকার, কী গান।
@ziakhan62564 жыл бұрын
🌼 বাংলা গানের জগত অনেক অনেক সমৃদ্ধ, সুপারস্টারে ভরা। ওনাকে চিনতাম না - ছোটকালে প্রথমদিন ওনার 'আজ দুজনার দুটি পথ' গানটি শোনার পর আমার ভাবনা এসেছিল - ইনি অনেক বড় কোন শিল্পী হবেন। এখন একটু জানি ওনি কে। ওনি বাংলা গানের মেগাস্টার হেমন্ত মুখোপাধ্যায়। 🌼
@debprasadbhattacharya1383 Жыл бұрын
🙏🙏😭
@banibratasaha41614 жыл бұрын
এই গান গুলি কোনোদিনই পুরানো হবে না অসাধারণ শিল্পীর কন্ঠে এক অসাধারণ গান !!!
@manasroychowdhury29266 ай бұрын
হেমন্ত মুখোপাধ্যায় হাজার বছরে একবার আসেন।
@basude43302 жыл бұрын
আশ্চর্য কণ্ঠ। আশ্চর্য সুর। আশ্চর্য সব গান। কিংবদন্তী শিল্পী । যাঁর গান শুনে বড় হয়েছি। চলেও যাব। প্রণাম জানাই।
@nurulbadsha38285 жыл бұрын
কিংবদন্তি হেমন্ত মুখার্জি। শ্রদ্ধা জানাচ্ছি বাংলাদেশ থেকে।
@dilipsaha91523 жыл бұрын
জগনাথমিস্তা
@dilipsarkar7886 Жыл бұрын
অসাধারণ
@namitadutta22954 жыл бұрын
আমার ওনার কণ্ঠে যেমন রবীন্দ্র সঙ্গীত ভালো লাগে তেমন আধুনিক গান ও ভালো লাগে । হিন্দি সিনেমার গান ও অসাধারণ, কোনটা ছেড়ে কোনটা বলব। ওনাকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম ⚘⚘🌹🌹🥀🥀🙏🙏🙏🙏
@rajkumarkundu1781 Жыл бұрын
ভাগ্যিস উনি ইঞ্জিনিয়ার হননি। হেমন্ত র স্থান মানুষের মনে ।
@ashokekumarchakraborty25895 жыл бұрын
The days which have gone have gone forever and will come never as it was in quality,sentiment, and melody.The singers,composers, lyrists of that era of musical glory are now the nostalgic stars in the sky of dreams.
@amareshmajumder15653 жыл бұрын
Sa
@TilokPaul-o1d Жыл бұрын
❤❤❤ak mohan songeet sadok ke আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানাচ্ছি I উত্তরপাড়া থেকে তিলক পাল I ❤❤❤❤
@roasterboysubha14028 ай бұрын
আমার জীবন ধন্য আপনার মতো শিল্পীর গান আমার কানে প্রবেশ করেছে
@arnab30224 жыл бұрын
কিছু বলার নেই শুধু বলবো কিংবদন্তি( legendary singer in my life)
@debanjandutta52062 жыл бұрын
শেষ গানটা শুনে আপনা হতেই চোখে জল এসে গেলো.. ওনার কন্ঠস্বরে জাদু আছে..
@dhaneswarghosh8848 Жыл бұрын
উনি আমার অন্তরে ভগবান ওনার সম্পর্কে অনেকে সুন্দর সুন্দর মন্তব্য করেছেন বেশ ভালো লাগলো,.. ভগবানের গান গাইবার ইচ্ছা হয়েছিল, সেইজন্য ভগবান নিজেই এই পৃথিবীতে হেমন্ত মুখোপধ্যায় রূপে এসেছিলেন। ওনাকে শত কোটি প্রণাম 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@satchatful7 жыл бұрын
সত্যি হেমন্ত মুখার্জী এমন একজন শিল্পী,যাঁর গান তো স্বর্গীয় অনুভূতি, সাধারণ কথা বললেই মন্ত্রমুগ্ধের মত শুনতে ইচ্ছে করতো শ্রোতাদের। তাঁর সুধাক্ষরা কণ্ঠের এমন সম্মোহনী শক্তি ছিল ।
@bishnupadasardar37766 жыл бұрын
Very nice
@tapankumardutta47465 жыл бұрын
Asadharan progamme I have ever seen and lot of thanks
@kajalmukherjee8785 жыл бұрын
আমি ভালো সব থেকে বেশি হেমন্তের গান পছন্দ করি । কাজল মুখার্জ্জী, আমোদ পুর ।গোঘাট ।হুগলি জেলা ।
@falconeagle36555 жыл бұрын
Most importantly he was the music director as well. Such a talented person.
@parthibgoswami11025 жыл бұрын
Hemant babu o manna dey dujonei ishwar ..akjon Vishnu arek Jon maha dev....
@Msdcr7forever4 ай бұрын
এই গানগুলি...কানে earphones দিয়ে শোনা...আহা nostalgia কাকে বলে.....❤️❤️❤️
@himadrishekhar16677 жыл бұрын
Jo log thumbs down kie hay......wo mahan mahapurush....hemant ji ka ak bhi song pura gakar dusro ko sunay...to pata chale ga....thumbs down kisko jaroorat hay..😁😃😅😆
IN THE SKY OF MUSIC HEMANTA MUKHERJEE WILL REMIN DAZZLING LIKE MOON.HIS VOICE WAS LIKE MOONLIGHT. 👍 👌 LATAJI ALSO WAS HER ADMIRER.
@alamscanada10 жыл бұрын
A rare collection to taste live voice of Hemanta Mukherjee. Thanks you Mr. Dhrubajyoti for uploading. If you have more collection on Hemanta, please upload for sharing.
@1syeduddin7 жыл бұрын
excellent song......
@suvomoymullick81089 ай бұрын
এমন শিল্পী আর হবে না। হেমন্ত-মান্না যুগের শেষ হবে না কোনোদিন
@joybhattacharya1558 Жыл бұрын
His golden voice sang spontaneously. His style was simple and the man himself was simple, as we are told by very many persons.
@ChongXi-t9o9 ай бұрын
সত্যিই অসাধারণ প্রতিভা❤
@nahidaaktar64675 жыл бұрын
কোন কন্ঠ শিল্পীর মৃত্যুতে চোখে জল আসেনি ৷ ব্যতিক্রম হয়েছিল হেমন্ত মুখোপাধ্যায়ের বেলায় ৷ চোখের জল কিছুতেই ধরে রাখতে পারিনি ৷ বিনম্র শ্রদ্ধা কালজয়ী এই শিল্পীর জন্য ৷
@sharmilachandra59723 жыл бұрын
Kal jai silpi
@sankhanaskar35182 жыл бұрын
@@sharmilachandra5972 awesome
@tulshipada86622 жыл бұрын
প্রাণ মাতানো গানগুলোর জন্য আমার বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি এই শিল্পীর প্রতি।
@tulshipada86622 жыл бұрын
শো
@gayetrijana78402 жыл бұрын
@@sharmilachandra5972 1qq1qqqqqqqqqqqqqq ji
@user-vh1cz9gm6n4 жыл бұрын
With adoration from Russia... My favorite singer (jointly Amonkar, Bhubaneshwari Mishra, Shruti Sadolikar etc.)
@labibshefa7519 Жыл бұрын
This interview of great Hemontji reminds me of the fact that all the great people are down to earth.I found it in Salil Chowdhury , Rafi Sab, and above all in the God of Indian music Manna Dey.
@bimanchatterjee68403 жыл бұрын
চির হেমন্ত। এরকম সুকন্ঠ গায়ক আর কোনদিন আসবে না। ওনার গাওয়া গান এদেশের সঙ্গীতের সম্পদ। উনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।
@AstapadaDhara Жыл бұрын
আমার সচাইতে প্রিয় শিল্পী হেমন্ত Mukherjee ওনার গান আজও মনকে উদাস করে দেয়।
@ManishaSengupta-o2g4 ай бұрын
যখনই মন খারাপ হয় তখনই তখনই হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনি মনেপ্রাণে বল পাই।
@mohidulislam69543 жыл бұрын
সালটা 1962 মনে হয়।চাবি দেওয়া gramophone record গান শুনেছি আমার দূর সম্পর্কের(ছোট বেলা তারা আমাকে স্নেহ ও ভালবাসা দিয়ে বড় করেছেন কোন কিছুর বিনিময় ছাড়া!সারাদিন সেখানে থাকতাম।সন্ধায় আমার আব্বা কিম্বা মা বা কেউ বাড়িতে নিয়ে আসত)আত্মীয়ের বাড়িতে। সে সময় কোন বাড়িতে একটা gramophone record থাকা মানে সে খারাপ মানুষ।ঐ সময় চার গ্রামের মধ্যে এই বাড়িতে ঐ জিনিসটা ছিল।তখনও আমি স্কুলে যাই ।সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি শুধু গান শুনতাম।কিছু বুঝি বেশির ভাগই বুঝি না। ---।সে সময় উনার কন্ঠ বা গান ভাল লাগেনি।Folk জাতীয় বা বাইজী বাড়িতে যে ধরনের গান হত কিম্বা হিন্দি যা অতি সামান্য ও বুঝি না সে গুলোর সঙ্গে পরিচিতি ছিল। গ্রামের সনাতন ধর্মের লোকজন ছিলেন উনাদের সুরের সাথে পরিচিতি ছিল।উনার গান একদম ভাল লাগতোনা।1965 সালে আমার আব্বা রেডিও কিনলেন।আমি তখন six এ পড়ি।বাড়ির বাইরে থাকি। নূতন রেডিও শুনা হয় না। বাংলা সংবাদ ও পুরোপুরি বুঝি না।অজ পাড়া গায়ে মানুষ কিনা।পাক-ভারত যুদ্ধ চলছে।রেডিও তে এক মাইল দূরে খবর শুনতে যেতাম। 25% বাংলা খবর বুঝতাম।বাকি গুলো বড় ভাইরা বুঝিয়ে দিতেন।সপ্তাহের শেষে বাড়ি আসতাম।রেডিওতে সব কিছু না বুঝলেও শুনতাম।তারপর আস্তে আস্তে প্রেমে পড়া রেডিও র।গান শুনতে শুনতেই দেখলাম ও বুঝলাম আমাদের হেমন্ত কি জিনিস।উনার প্রয়ানের সম্ভবত কয়েক মাস পূর্বে বাংলাদেশে এসেছিলেন।বাংলাদেশ টেলিভিশনে একটা Programme করে ছিলেন।উনি তখন অসুস্থ ছিলেন।উনার গান গাওয়ার সময় ও বোঝা যাচ্ছিল।উনি গানে অত বেশি Interested ছিলেন না।কিন্তু উপস্থাপক ছাড়ছিলেন না। উনাকে পাওয়া আর Dream হাতে আসা আমাদের কাছে একই।উনার প্রয়ানের পর আমার ঐ গান টা বেশি মনে হয়েছিলেন সে আমার ছোট বোন,বড় আদরের ছোট বোন -----। ধন্যবাদ সবাইকে!
@healthiswealth90334 жыл бұрын
অসাধারণ। ছোট বেলার কথা মনে পড়ে গেল।। ধন্যবাদ।।
@amargitanjali25376 жыл бұрын
হেমন্ত মুখোপাধ্যায় তো অদ্বিতীয় । সেটা নিয়ে নতুন কথা আর কি বলব! তবে অনেক অজানা তথ্য জেনে সমৃদ্ধ হলাম । যিনি এটা আমাকে শোনার সুযোগ করে দিলেন, তাঁকেও অনেক ধন্যবাদ জানাই।
@dipakkumarghosh73354 жыл бұрын
anabadya
@animasaha84244 жыл бұрын
❤️
@jhornaroy3023 жыл бұрын
@@dipakkumarghosh7335 @@
@ratnabanerjee26353 жыл бұрын
@@dipakkumarghosh7335 llll0000iñnbnb
@skdinmohammad68943 жыл бұрын
যহযহযযযযযযযযযযযযযয
@gouriroy99097 ай бұрын
Apurbo .❤❤❤❤❤. Pratiti gan Ami mon diye shunchhi. Amar vishon priyo shilpi uni. Sahasrakoti pranam janai onake.
@ilakarmakar34573 жыл бұрын
অসাধারণ এই অনুষ্ঠানটি দেখানো র জন্য ধন্যবাদ।
@anjanadey388410 ай бұрын
HEMANTAJI NEVER PRACTICED ANY SONGS.GOD GIFTED TALENT.
@kamaleshsarker44676 жыл бұрын
সত্যিই তুলনাহীন, এমন মাধুর্যপূর্ণ কণ্ঠ আর পাওয়া যাবে না। হে কালজয়ী শিল্পি, তোমাকে স্যালুট। এই চ্যানেলের কাছে বিশেষ অনুরোধ, হেমন্ত দাদুর আর কোন সাক্ষাতকার থাকলে অবশ্যই আপলোড দিবেন।
@monerkheyaleraghu77009 ай бұрын
A rare and precious 💕 video organised by DD Bangla face to face interview respected legendary Bengalee singer Sir Hemanta Mukhopadhyay with Subir Ghosh. I miss you sir....
@AshokKumar-fv3hj4 жыл бұрын
গানের দেবতা বিশেষ করে বাংলা গানের কী ছায়া ছবি , কী আধুনিক এবং রবীন্দ্রনাথের গানকে তিনি বাংলার আকাশে বাতাসে ছড়িয়ে দিয়েছেন । শতকোটি প্রণাম ।
@subaldasgupta91938 ай бұрын
Abar asibo phire ei banglar buke HEMANTABABUR gaan shune .
@kantiroy9944 Жыл бұрын
শুধু মাত্র গায়ক হিসেবে ঈশ্বর তুল্য ণয়, মানুষ হিসেবে ও তাই। ১৯৭২ সালের সম্ভবত ২২শে ফ্রেব্রুয়ারি ণিউবারাকপুরে একটা অণুস্টাণে শিবাজী চ্যাটার্জী উপস্থিত, কিন্তু উদ্দ্যোক্তারা হেমন্ত মুখোপাধ্যায় কে মঞ্চ এ উঠিয়ে দিয়েছে এবং হেমন্ত মুখোপাধ্যায় এর একটি গান সম্পূর্ণ, হঠাৎ শিবাজী চ্যাটার্জী মঞ্চ এ উঠে হেমন্ত মুখোপাধ্যায় কে বললেন আমি আপনার কণ্ঠে গান গাই, আপনার পরে আমার গান কেউ শুণবেণা, তখণ হেমন্ত মুখোপাধ্যায় হারমোনিয়াম বাজিয়ে শিবাজী চ্যাটার্জী কে সঙ্গীত পরিবেশন করার সুযোগ দিয়েছিলেন।