বার বার শুনতে ইচ্ছে করে। এতো সুন্দর ভাষায় প্রকাশ করা হয়েছে তাইতো আমি আমার বোনের জন্য শ্রদ্ধা জানাই।
@ujjwalroy6414 ай бұрын
অসাধারণ মামনি। সুন্দর কন্ঠ, গানের কথা ও সুর। এই ভাবেই প্রতিবাদ করে যেয়ো জীবনে। ভালো থেকো।
@spdhua69654 ай бұрын
অপূর্ব polite প্রতিবাদী গান। আমিতো তিন তিনবার শুনলাম। তুমি আমার মেয়ের মত, ভারী হৃদয়ে বলতে পারি, ভালো থেকো চিরজীবন।
@tiyanabiswastathoi94883 ай бұрын
তোমার এই প্রতিবাদী গানের কথা সবার মনে শক্তি জোগাক, ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত এই আন্দোলন যেন থেমে না যায়।❤
@sanchitakonar41373 ай бұрын
সঞ্চয়িতা তোমার লেখনী ও সুরের বহিঃ প্রকাশ অসাধারণ। এভাবেই প্রতিবাদী গানে মুখরিত হয়ে ওঠো। আমরাও আছি তোমারি সাথে। এক দিদি।
@aynulhaquesardar8083 ай бұрын
চোখ থেকে জল এসে গেল। দারুন, আরো এগিয়ে চলো মামনি।
@jyotidutta56594 ай бұрын
এত সুন্দর প্রতিবাদী গান কি নরপিশাচদের কানে পৌঁছাবে? অপূর্ব সুন্দর প্রতিবাদ।
@manajitmajumder70924 ай бұрын
How feels Nachiketa?
@arundey44773 ай бұрын
প্রতিবাদের কন্ঠস্বর কেউ বন্ধ করতে পারবে না
@ranjanapal9563 ай бұрын
অসাধারণ.....তোমার এই প্রতিবাদ সঞ্চারিত হোক নবীন প্রজন্মের মধ্যে.... Great👍
@mukulsaha76993 ай бұрын
😂
@tapasknatichatterjee83483 ай бұрын
👌👍🙏
@sumitkumarmondal18403 ай бұрын
@@mukulsaha7699 এতে হাসার কী আছে..? জোকার নাকি..🤡🤡?? লজ্জা করে না আপনাদের?? আপনার বোনের সাথে এটা হলে এখানে এসে হাসির ইমোজি দিতে পারতেন..? প্রশ্ন করুন তো নিজের বিবেক কে নাকি সেটাও লকারে তুলে রেখেছেন
@shipramitra78363 ай бұрын
Xcellenlt.very well nd appropriately worded ñd sang.Hats off to u young lady.
@SamarjitMondal-l3y4 ай бұрын
খুব সুন্দর একটা প্রতিবাদী গান শুনলাম।
@jranjandatta47713 ай бұрын
অপূর্ব প্রতিবাদ। সুন্দর গেয়েছ।শরীরের রক্ত টগবগিয়ে ওঠে,চোখেজল ধরে রাখা যায়না।এই আওয়াজ কি নবান্নের কানে পৌঁছায়না!নবান্ন কি আরও পৈশাচিক , বর্বর ও নির্মম হতে চায়? তুমি এই ভাবে তোমার প্রতিবাদী আওয়াজ নিয়ে এগিয়ে যাও ,তোমার প্রতিবাদী আন্দোলন দীর্ঘ জীবি হোক।
@suvankarroy22174 ай бұрын
জাস্ট অসাধারণ, এই প্রতিবাদ গান সব বাঙালির রক্তে জেগে উঠুক
@GoraSengupta-xj9zu4 ай бұрын
দূর্দান্ত অনেক আশীর্বাদ। আসা রাখলাম এই রকম অনেক প্রতিবাদী গান শোনার।
@dilipkumarghosh15643 ай бұрын
আমি একজন ডাক্তার । তোমার মঙ্গল কামনা করি। জীবনে প্রতিবাদে সফল হও।
@batauri3 ай бұрын
Congratulations!!!!
@debashisghosh32694 ай бұрын
অসাধারন , কোনো প্রশংসাই যথেষ্ট নয়। ভালো থাকো । আরো এরকম প্রতিবাদী গান শুনতে চাই।
@somnathbiswassb3 ай бұрын
Thank you ❤ সমাজকে এত সুন্দর একটা বার্তা দেওয়ার জন্য। Great 👍
যুক্তি সংগত প্রতিবাদ গানের মাধ্যমে এই ছোট্ট মেয়েটির। মন ছুয়ে গেল।প্রতিবাদের কণ্ঠ যেন স্তব্ধ না হয়ে যায়।ভালো থেকো।
@haradhan91073 ай бұрын
গানটি শুনলেই বুকে কাঁপন ধরে ।কারন আমার ছোট্ মেয়েটি ও একটি সরকারি মেডিক্যাল কলেজের 3rd year এর ডাক্তারি পাঠরতা ছাত্রী।
@avijit1603 ай бұрын
অসাধারন একটি প্রতিবাদী কন্ঠস্বর, গানটি এই আন্দোলনকে আরো উদ্ভুত করবে, বোনটির জন্য অসংখ্য ধন্যবাদ এবং আশীর্বাদ রইলো, এইভাবে আরো প্রতিবাদী কন্ঠস্বর দিয়ে সমাজকে জাগ্রত করো, এই আশা রাখি ❤❤❤❤❤
@arundey44773 ай бұрын
আরও হোক এই রকম প্রতিবাদী গান বোন তুমি গেয়ে যাও যত দিন না সব মানুষ রাস্তায় নামছে বিচারের জন্য,অনেক শুভেচ্ছা রইল তোমার জন্য।
@NayanChakraborty3303 ай бұрын
গানের লিরিক্স খুব প্রাসঙ্গিক। গান প্রতিবাদে জোরালো ভূমিকা পালন করে। এবং সেটাই সঠিক ও সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে। খুব খুব ভালো লাগলো।
@smritihaque39454 ай бұрын
খুব ভালো লাগলো। অসাধারণ উপস্থাপনা।
@sushantabhadra58833 ай бұрын
খুব খুব ভাল লাগল। অসাধারণ প্রতিবাদী গান তোমার! এই সময়, এই গানটি সবাইকে উজ্জীবিত করবে।
@UNBREAKBLE8284 ай бұрын
অসাধারন, অতুলনীয় হয়েছে এই প্রতিবাদী গান..❤
@kamalduttachaudhuri46044 ай бұрын
অসাধারন এই গান। তোমাকে অশেষ ভালোবাসা ও স্নেহ। এই ভাবেই প্রতিবাদে সামিল হতে হবে।
@pradiptarouth9943 ай бұрын
আমাদের পরের প্রজন্ম, তোমাকে অনেক অভিনন্দন। এই ভাবেই নিজের কথা, নিজেদের কথা চিরকাল গলা ছেড়ে বলে যেও।
@binoybhushankabishekhar87853 ай бұрын
ভীষণ ভালো লেগেছে তোমার আর জি কর মেডিক্যাল কলেজে সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষন ও খুনের প্রতিবাদে পরিবেশিত গান খানি সত্যি প্রশংসনীয় ।
@uusr86263 ай бұрын
অসাধারণ ! দিগভ্রান্ত সমাজের জন্য তোমার এই অবদান চিরকালীন দলিল হয়ে থাকল। আবার -ও বলি অসাধারণ।
@nivamandal86803 ай бұрын
তুমি যতই প্রতিবাদী গান গাও না কেন নরপিশাচদের কানে কিছুতেই পৌঁছাবে না। তবু বলব প্রতিবাদ চালিয়ে যাও❤❤
@surekhakali89423 ай бұрын
দারুণ সুন্দর প্রতিবাদী গান। গান টা শুনতে শুনতে হৃদয় থেকে কান্নার জল এসে চোখ থেকে গাল বেয়ে গড়িয়ে পড়লো। ভালো থেকো। তিলোত্তমার চোখের রক্ত কান্নার বিচার হোক আশায় রইলাম
@prabirpanjal87614 ай бұрын
খুব ভাল লাগল। প্রতিবাদ সারা বাংলার প্রতিবাদ সারা ভারতের। একটা মুখ্যমন্ত্রী যে কেউ হতে পারে । হাত তালি মেরে মুখ্যমন্ত্রী বানিযেছে। একটা ডাক্তার হতে অনেক শ্রম লাগে।
@5misale3 ай бұрын
Asadharon asadharan hoyechhe ❤️❤️❤️
@apurbalalmajumder38743 ай бұрын
খুব ভালো লাগলো, এমনি করেই তোমার এবং তোমাদের মিলিত প্রতিবাদী শক্তি আগামীতে আনবে নতুন ভোর ........
অপুর্ব ❤❤তোমার এই প্রতিবাদের সুর যেনো সবার মধ্যে ছড়িয়ে পড়ে,
@JibankrishnaSarkar-e1z3 ай бұрын
অভাবনীয়। ধন্যবাদ। এই গুলি তো প্রতি বাদের অক্সিজেন। প্রতি ইঞ্চি তে ইঞ্চি তে বুঝে নাও নিজেদের অধিকার।
@kakaliroyghatak48253 ай бұрын
তোমার প্রতিবাদী গান শুনে আমি আর চোখের জল ধরে রাখতে পারলাম না। সত্যিই যাদের জন্য আমরা পৃথিবীর প্রথম আলোটা দেখতে পারি, তাদের মধ্যেই একজন ডাক্তার কে পৃথিবী ছেড়ে চলে যেতে হল শারীরিক ও মানসিক যন্ত্রণা নিয়ে 😢😢😢
@banyapalit66654 ай бұрын
কি অপূর্ব প্রতিবাদ 🙏🙏🙏
@kankanamukherjee28654 ай бұрын
Adbhut sundor geyecho chotto bon...shudhu justice chai n seta hobe by the resignation of CM
@dhrubanandapaul3 ай бұрын
পৃথিবীকে সকলের বাসযোগ্য করার সফল প্রয়াসকে অভিনন্দন ।
@ProdipMondal-qx8oq3 ай бұрын
বোন তোমাকে হাজার হাজার শুভেচ্ছা, স্নেহাশীষ ও ভাল বাসা এই গানটির জন্য।
@kabita32743 ай бұрын
হোক প্রতিবাদ এভাবেই। ছোট্ট মনি অসাধারন তোমার প্রতিবাদের ভাষা এবং গায়কী।❤❤
@kekaghosh35802 ай бұрын
অসাধারন দূর্দান্ত লাগলো। আর কিছু বলার নেই। এইভাবেই প্রতিবাদ করা কে স্যালুট ❤❤❤❤❤
@supriyaash96223 ай бұрын
অনেক ধন্যবাদ এই প্রতিবাদী চেতনা ময় কথার কণ্ঠে..........
@swarnalihossain66233 ай бұрын
খুব ভাল লাগলো তোমার প্রতিবাদী গানটি । আমার কণ্যা ও একজন ডাক্তার । কত কষ্ট আর সাধনা করতে হয় একজন ভাল ডাক্তার হতে সেটা জানি । খুব কষ্ট পাচ্ছি এই ঘটনায় বাংলাদেশ থেকে 🇧🇩🥲🥲🥲
@bimaldey79134 ай бұрын
এই আবেদন পশুদের হৃদয়ে কোনো রেখাপাত করবে না।
@drpatitpabonhazra3 ай бұрын
এই প্রতিবাদ যেন সার্বজনীন হয়। হোক প্রতিবাদ, প্রতিবাদ হয় রং বিহীন। প্রতিবাদ হোক, প্রতিবাদ হোক বিচার চাই, বিচার চাই। 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@paromitasen22903 ай бұрын
অসাধারণ হয়েছে বোন, তোমার গানের মধ্যে দিয়ে প্রতিবাদ বজায় রাখো। এমন রোজ এই রাজ্যে রেপ হচ্ছে।
@ramadatta4803 ай бұрын
অসাধারণ হয়েছে প্রতিবাদী গান অনেক বড় হও ভাল থেকো ❤❤❤❤
@diptikanaacharya44703 ай бұрын
তোমার এই প্রতিবাদী গান আমার চোখের জল এনেদিল।এই মৃত্যু আর যেন না দেখতে হয়না।গা শিউরে ওঠে ।
@mamatadutta55934 ай бұрын
সাবাশ মেয়ে, তুমি আমার মেয়ের মতো। খুব সুন্দর প্রতিবাদ। তোমার গলা ও খুব ভালো।
@MD.NAZIMULISLAM-v3c3 ай бұрын
প্রত্যেককেই তাদের নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ জানাতে হবে। যার যে ভাষা সেই ভাষায় প্রতিবাদ জানাতে হবে। লেখক কে লিখতে হবে। সমালোচক্ষে সমালোচনা করতে হবে। বিশ্লেষককে বিশ্লেষণ করতে হবে। গবেষক কে গবেষণা করতে হবে। শিল্পী কে গাইতে হবে। অভিনেত্রীদের অভিনয়ের মাধ্যমে প্রতিবাদ জানাতে হবে। সবাই সোচ্চার হতে হবে। প্রশাসক ও সরকার ন্যায় বিচার না দিয়ে পার পাবে না
@RanjitBauri-s5g3 ай бұрын
খুব সুন্দর একটা প্রতিবাদী গান চালিয়ে যাও আপনি মা 🙏🙏 যতেখন না ওদের বিচার হচ্ছে বিচার চাই বিচার চাই 🇮🇳🇮🇳
@jagabandhuray88113 ай бұрын
অসাধারণ, সমগ্র প্লাটফর্মে প্রতিবাদ হোক
@ParitoshBhakto-ph5tm3 ай бұрын
তোমার জন্য অনেক অনেক আশীর্বাদ রইল।
@rinaball95673 ай бұрын
মাগো , সৃষ্টিকর্তার কাছে তোমার মঙ্গল প্রার্থনা করি | তোমার প্রত্যেকটি শব্দ খুবই বাস্তব সম্মত |
@RameshDebnath-he9nx2 ай бұрын
মা,অসাধারণ একটি গান, শুনে আমার চোখে জল চলে এল, এ ভাবেই প্রতিবাদ করে যাও,খুব ভালো থেকো,
@voreralo....sanjherkotha..76453 ай бұрын
Khuuuuuuuub anubhab die geye6o...... Asadharon laglo Amar.... Egiye cholo......❤ TIOTTOMAR Jonnyo Sroddha ~ Valobasa ar Tomar jonnyo o valobasa roilo........❤