আপনাকে অভিনন্দন। আপনার জন্য অনেক গাছের তথ্য পাচ্ছি।
@sirajulmonir96522 ай бұрын
আপনার জন্য গ্রাম বাংলার অনেক গাছ পালার অনবদ্য বর্ণনা ও তথ্য পাই।
@rajklxvkgfjaeg59292 ай бұрын
দাদা আপনার ভিডিও দেখে শান্তি পাই। এক নির্মল আনন্দে মন ভরে ওঠে। গ্রাম বাংলার গাছ গাছালি আর লতাপাতায় মনটা আবেগে ভেসে যায়। যন্ত্রযুগে প্রকৃতি মায়ের থেকে আমরা কতই না দূরে চলে এসেছি। পল্লীর সেদিনের কথা আজ সবই যেন স্বপ্নের মত। গ্রামে তেঁতুল, খেজুর, শেওড়া হাতে গোনা সংখ্যাও আর নেই। হিজল ছাতিম মান্দার এরা দূর অস্ত। প্রিয়জনের প্রতি বিরহের মত এদের প্রতিও আমার হৃদয়ে বিরহ জাগে আজ।
@hatiengineer26512 ай бұрын
"সপ্তপর্ণীর সাতকাহন" দেখে শুনে আমি ধন্য ------- অজস্র ধন্যবাদ ------- এই প্রতিবেদনটির জন্য।। ❤❤🎉🎉
@ziniapanja49202 ай бұрын
এর গন্ধটা আমার খুব ভালো লাগে এর গন্ধ না পেলে পূজো এসেছে বলে মনে হয় না।
@joyeetasardar81242 ай бұрын
ছাতিম, আমার খুব প্রিয় একটা গাছ।।। ঠাকুর দেখতে গিয়ে একটি গাছ থেকে এক গোছা ফুল তুলে এনেছি।।।
@timirdas-e8u2 ай бұрын
Aaj sokale amio tai korlam😊
@swapnabiswas9872 ай бұрын
শান্তিনিকেতনে অনেক আছে। আমাদের পাড়ায salt Lake এ আছে। দিল্লীর রাস্তার ধারে অনেক লাগানো আছে।এর ফুলের তীব্র গন্ধ সন্ধ্যা বেলা সমস্ত পাড়া ম ম করে।
@ranjanadhar93452 ай бұрын
খুব ভালো লাগলো। ছাতিম গাছের এতো ইতিহাস জানা ছিল না।
@RANJANDATTA1002 ай бұрын
খুব ভাল লাগল আপনার এই আলোচনা. আনেক কিছু জানতে পারলাম। আমার খুব প্রিয় ফুল এই ছাতিম ফুল। এর গান্ধ ভিশন ভাল লাগে।
@ascetic21452 ай бұрын
এই গাছের নিচে কিছু খন থাকলেই মাথা ধরে যাবে দেড় কিলোমিটার দূরে ও এর সুগন্ধি পাওয়া যায়।
@TVYork2 ай бұрын
খুব ভালো লাগলো, বাংলাদেশে থেকে।
@alamgirhossain35272 ай бұрын
সুন্দর আলোচনা
@BhumiputraMahidulIslam2 ай бұрын
Apnar video dekhe ase paser gach gulo k aro valo vabe dekhte, jante chesta kori..onek dhonnobad.
@hridayharon2 ай бұрын
সত্যি দারুন লাগে আপনার এই বিভিন্ন ধরনের গাছের কথা জানতে শুনতে এবং দেখতে, আমার ও ইচ্ছা এই ধরনের ভিডিও আপলোড করার কারণ আমরা ধীরে ধীরে সব ভুলে যাচ্ছি । আপনার ভিডিও আমাকে খুব অনুপ্রাণিত করেছে।। অনেক অনেক ধন্যবাদ,
@barunneogi9852 ай бұрын
আমাদের বাড়ির থেকে খানিকটা দূরে দুটি ছাতিম গাছ আছে । সেই গাছের ফুলের অপূর্ব গন্ধ। খুব ভালো লাগলো আপনার উপস্থাপনা। ধন্যবাদ স্যার।
@lunadas23222 ай бұрын
অনেক অজানা কথা জানতে পারলাম। ধন্যবাদ দাদা
@aritrasaha88612 ай бұрын
স্যার, আমি শান্তিনিকেতন এর বাসিন্দা তাই আমার সৌভাগ্য হয়েছে শান্তিনিকেতন এর সমাবর্তন অনুষ্ঠান নিজের চোখে দেখার, তাছাড়া ও আমার বাবা এখানকার প্রাক্তন ছাত্র। বিশ্বভারতীর প্রতীক হল ছাতিম পাতা। স্যার, আমি আপনার সমস্ত ভিডিও দেখি, আমি একজন বিজ্ঞান এর ছাত্র হলে ও আপনার ভিডিও গুলি আমাকে খুব আকৃষ্ট করে। আপনি আমার প্রণাম নেবেন।🙏🙏
@md.ikramulislam16342 ай бұрын
রাতের ঢাকায় বের হলে প্রচুর সুগন্ধ পাওয়া যায় আর আমাদের গ্রামের বাসায়ও আছে চুয়াডাঙ্গায়
আমাদের ঢাকার হাতিরঝিল এর আশে পাশে আছে | রাতে রাস্তায় চলার সময় গন্ধে ম ম করে চারপাশ , কিছুটা যেনো দারুচিনির সাথে মিল পাই প্রথমটায় |
@mdshafiqulislam90412 ай бұрын
From Bangladesh..
@daipayansarkar25322 ай бұрын
আমাদের কল্যাণী শহরের বহু রাস্তায় পরিকল্পিত ভাবে লাগান আছে।
@dipankargupta5502 ай бұрын
রবিঠাকুরের প্রিয় গাছ -- ছাতিম ।
@ziniapanja49202 ай бұрын
অনেক কিছু জানলাম 😊ধন্যবাদ স্যার ❤
@ranjankumarbala2672 ай бұрын
আন্দামানের পোর্টব্লেয়ার শহরের 'ভি আই পি রোডে' একটি বড় গাছ আছে ; শরৎ কালে রাত্রে, এর ফুলেরপ্রচন্ড গন্ধ বহু দূর থেকেও টের পাওয়া যায় ৷
@kohinoorsultana51822 ай бұрын
ভাই, ছাতিম গাছের যখন ফুল ফোটে, তখন এই ফুলের সুবাসের জন্য এই ছাতিম গাছের তলায় বেশি সময় থাকা যায় না। বিশেষ করে সন্ধ্যার দিকে,রাতের বেলা তীব্র এই ছাতিম ফুলের সুবাসের জন্য। এমনিতে এই ছাতিম গাছ দেখতে সুন্দর। আপনাকে অনেক ধন্যবাদ।
@santanukarmakar70992 ай бұрын
শিউলী - রাজ্য ফুল। ছাতিম - রাজ্য গাছ।
@ARNABOSS2 ай бұрын
❤
@amirm.zakaria17042 ай бұрын
Very nice discussions. Thanks.
@kousikpore2 ай бұрын
স্যার বাবলা গাছ কীরকম সেটা একদিন দেখাবেন ????? ❤❤
@papiyajaiswal54592 ай бұрын
Amader elakai onek achhe.
@Sabyasachi_212 ай бұрын
স্যার চিকনি শাক নিয়ে একটা ভিডিও বানান। চিকনি শাকের আসল নাম কী, সংস্কৃতে একে কী বলে, ভেষজ গুণ কতখানি, আয়ুর্বেদিক পরিচয় ইত্যাদি।
স্যার, আপনি গ্রামবাংলার এত সুন্দর জায়গা দেখান মন ভরে যায়। ঠিকানাগুলো যদি বলেন, একবার যাওয়ার চেষ্টা করতে পারি। ধন্যবাদ।
@shuklachaturvedy28582 ай бұрын
Ei chatim gach amader Sindri te bhora
@pintupramanik48272 ай бұрын
আমার স্কুলে আছে এই গাছ।
@beinginsan4602 ай бұрын
কয়েকদিন ধরে এর ফুলের সুগন্ধ পাচ্ছিলাম রাস্তায়, প্রথমে বুঝতে পারছিলাম না । পরে বাড়িতে ঘরের মধ্যে পাচ্ছিলাম, ভয় পাচ্ছিলাম একটু একটু, কারণ একটি বড় গাছ পাশের করস্থানে আছে । মনে হচ্ছিল ভূতুড়ে জিনিস 😁😅🤣 এটা আমাদের এদিকে ( বাদুড়িয়া ) রাস্তার ধারে বেশ কিছু গাছ আছে ।
@ajitkumarkar66112 ай бұрын
এই গাছ ঝাড়গ্রামে দেখা যায়। এখন প্রচুর ফুল হয়েছে।
@ritikachoudhury19742 ай бұрын
Amader Malda te pochur gach
@sejutibagchi74432 ай бұрын
Ha thik tai
@rajeshpan37312 ай бұрын
❤❤❤❤
@alamgirhossain35272 ай бұрын
এরপর থেকে প্রতিটি ভিডিও শুরুর সময় আগে জায়গার নামটা উল্লেখ করবেন।
@fahadchowdhury1308Ай бұрын
এই গাছটি আমি দুমাস ধরেই খুঁজেছি,এখনও খুঁজে চলেছি কিন্তু কোথাও পেলাম না।
@mousumi20962 ай бұрын
দক্ষিণ কলকাতায় রাস্তার ধারে এই গাছ অনেক আছে। এই শরৎ কালে ফুলে ভরে যায়। মাঝে মাঝে গন্ধটা ভালো লাগে কিন্তু বেশিক্ষণ হলে গা গোলায়।
@blm4ind2 ай бұрын
উত্তর প্রদেশে এই গাছ কে বলা হয় 'চিলবিল' । রাস্তার দুধারে এই সপ্তপর্ণী গাছ হয়, গ্রীষ্মকালে রাত্রে অসাধারণ সুগন্ধ হয়।
@songramroy32492 ай бұрын
ছাতিম আমাদের এলাকায় ভরি ভরি আছে
@tankadas85142 ай бұрын
Vision vision vision vision aakarshak gondho
@SahenshaMondal-tj4pc2 ай бұрын
ছাতিম গাছ
@ShidarthaDas2 ай бұрын
Kaku er fol ta ekdom borbotir moton lomba hoy, kintu borboti theke 2-3gun mota hoy
@Se-ek-mojar-deshe2 ай бұрын
হ্যাঁ, শীত কালে ফল হবে।
@prakashkumarkumar956Ай бұрын
Hello sir ap beal ka video banaya the n ap us se number de ge
@abusayedmdanwarhasan12372 ай бұрын
ছাতিম
@anantapalit77822 ай бұрын
Amar barite ache, ekhan ful futche.
@timirdas-e8u2 ай бұрын
In Tripura it is called chetuang in local kokborok language. There is a famous mythological story in local belief. Can see film chetuang
@souravdas8452 ай бұрын
Sungondho noy durgondho !!! Discusson was nice .
@habibhabibe28072 ай бұрын
আমার লাগানো গাছটা অনেক বছর পর অভাবের কারণে বিক্রি করে দিছে
@cmkingdom712 ай бұрын
প্রফেসর শঙ্কুর সপ্তপর্ণী
@SagarDhara_5352 ай бұрын
প্রফেসর শঙ্কুর কাহিনি 'স্বর্ণপর্ণী'।
@cmkingdom712 ай бұрын
@@SagarDhara_535 সঠিক।
@anantapalit77822 ай бұрын
Amader barite achr Ekhan ful futche
@shirshendu012 ай бұрын
cancer niramoy hobe erokom jodi kichu gachh ar fruits er naam bolten bhalo hoto
@nazmussakib21602 ай бұрын
ছাতিম ফুল বাংলা কোন মাসে ফোটে ?
@Se-ek-mojar-deshe2 ай бұрын
এই শরৎকালে।
@Utopia_No_One2 ай бұрын
🌸🤍
@Janar-Ace-Onek-Kicu2 ай бұрын
নাম ছাতিম। কিন্তু আমাদের আন্ঞ্চলিক ভাষায় এর নাম বলি ছাইতন এর গাছ 😂😂
@jayantisarkar8812 ай бұрын
Khub ugro gonddho
@manasnaskar14472 ай бұрын
"এই গাছ'টি খুব একটা দেখা যায় না বটে"-এমন-টা নয়।আপনার জানার স্বার্থে বলে রাখি,কলকাতার ফুটপাথে অন্যান্য গাছের থেকে ছাতিম গাছের সংখ্যা বেশী।একটু ভালো করে লক্ষ্য করলে বোঝা যায়।
@MdRafiq-ym5xh2 ай бұрын
Thank you sir
@anupamsarkar58552 ай бұрын
দুর্গাপুরের বিধাননগর এলাকায় আসুন । মাথা ধরে যাবে।😡