আপা আমার ৩৭নম্বর ওয়ার্ড পূর্ব বাড্ডা এলাকায় ড্যাবের রাস্তা ব্যতিত জোর পূর্বক জমি এবং বাড়ি উচ্ছেদ করে রাস্তা তৈরি করা কতটুকু যুক্তিসঙ্গত। অধিগ্রহণ না করে এলাকার প্রভাবশালী লোকদের যোগসাজশে নিজেদের স্বার্থ রক্ষায় রাস্তা তৈরি করছে। অনুদান দিচ্ছে না।এটা কতটা যুক্তিসঙ্গত।
@funnyvideos-dc2ur3 ай бұрын
আসসালামু আলাইকুম প্রিয় ভাই আমার ৫ ডিসিমল জায়গা বিক্রি করছি সেহ্মেএে দলিলের পড়ের পৃষ্ঠা তে লিখা আছে ৫ শতাংশ ভুমি বাদ এ চলাচল এর জন্য ৫ ফিট রাস্তা বরাদ্দ থাকিবে এখন আমার কথা হলো সে রাস্তা কি একক মালিকানা রাস্তা হলো? আমাকে জানাবেন
@Ayubali-bp8hf Жыл бұрын
লিমা আপু is the best.
@md.khorshedalam9041 Жыл бұрын
Apu ,jomi odigohoner khetre bon bai ke notarir maddome na dabi dile,porobortite oi joni, bon dabi korte parbe ki na?
@PJSarkar-x6z11 ай бұрын
Madam cs e river sa o rs owner record hole government ki after 60 years mamla korthe parbe
@priyachowdhury-pq1bl10 ай бұрын
আসসালামুয়ালাইকুম ম্যাডাম আমার বাড়ির দিয়ে যে রাস্তা গেছে কিন্তু রাস্তা দুইপাশ থেকে জায়গা নেয়। কিন্তু আমার বাড়ির রাস্তার সব জায়গা আমার বাড়ি থেকে নেওয়া হয়েছে।আমার কি করণীও
@miznurrhmnxewel90428 ай бұрын
আপু, পৌরসভা যদি ব্যাক্তি মালিকানাধীন জায়গায় রাস্তা নির্মান করলে কি জমি অধিগ্রহণ করতে হয়। আমরা কি সরকার থেকে ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারবো?😊
@SojibSheikh-o2g8 ай бұрын
ভাই আমারও একই প্রশ্ন
@MDMahfuzAlamalam-q6u8 ай бұрын
আমাদের ও জমি নিবে পৌরসভা। কিন্তু টাকা দিবে কি না জানি না।
@aburayhan50194 ай бұрын
স্যার আমারা যে খানে বসবাস করি থাকি ওই খানে জমি টা খাস ছিলো পরে আমাদের না জানিয়ে আমাদের বড় চাচা তার বউ নামে ৯৯ বছর জন্য লিজ নিয়া নিছে আমারা ওই জমি তে বাস করি ৪০+ বছর হয়া গেছে আমার আব্বু চাচারা মিলে ৪ ভাই। এখন আমার বড় চাচা মারা গেছে। তার পরিবার ছেলে মেয়ে এখন আমাদের মেরে ওই খান থেকে তুলে ওই জাইগা এক নিতে চাচ্ছে এখন এই সব জামেলা মাঝে আমাদের কি করণীয় প্লিজ..
@faisalhaqueturzo7 ай бұрын
সরকারী রাস্তা সরকারী রেকর্ড এর রাস্তার উপর দিয়ে না গিয়ে ব্যক্তি মালিকানাধীন ভুমির উপর দিয়ে গেলে এখন কি করার একটু বুঝিয়ে দিবেন
@SetufurnitureSetufurnitu-ct2rd Жыл бұрын
আসসালামুয়ালাইকুম আপু সরকারি স্ট্রাক ইয়ারের সম্পত্তি ফিরে পাবার উপায় কি
@ShantiKumar-x6w4 ай бұрын
আমি একটা জায়গা কিনেছি তাতে এক সরকারের দেওয়া আবাস আছে ওটা আমি ভাঙতে চাই কিছু অসুবিধা হবে
@Aktibari8 ай бұрын
স্যার আমার জায়গার উপর দিয়ে বিশাল রাস্তা নিয়েছে কিন্তু আমার পাশে অন্য জমি আছে তাদের জমি থেকে কোন রাস্তা নেয় নি কিন্তু সেই রাস্তার জমি আমার নামেই আছে সরকারি খাস বা সরকারের নামে রাস্তা ওঠে নি এখন আমার কি করনিয়?
@MarufHasan-zn5mu7 ай бұрын
জায়গা প্রকল্প রা কি এখন এই জায়গা প্রকল্প কি মালিকের ক্ষতিপূরণ না দিয়ে নিতে পারেন জমি নিতে পারে
@mostofakamal85038 ай бұрын
আসসালামু আলাইকুম স্যার , আমাদের জমি এস এ ও আর এস রেকর্ড আমাদের নামে রাস্তা বড় করবে তার জন্য জমি অধিগ্রহণ করছে কিন্তু আপনার পাঁচ বছর যাবত খাজনা ও খারিজ করার চেষ্টা করছি কিন্তু তারা আমাদের জমির খাজনা ও খারিজ কোনটাই করে দিচ্ছে না এসিলেন্ড স্যারের সাথে কথা বলছি করে দিব কিন্ত পাঁচ বছর যাবত ঘুরাচ্ছে কিন্তু দিচ্ছে না, এখন এই জমি অধিগ্রহণ করছে এখন কী আমরা খাজনা ছাড়া কী অধিগ্রহণের টাকা উঠাতে পারবো জমি আমাদের দখলে আছে ও সবগুলো ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া দেওয়া ,স্যার দয়া করে একটু জানাবেন অনেক উপকৃত হব
@mdsamrat90183 ай бұрын
আসসালামু আলাইকুম
@jiaulhoq45752 жыл бұрын
বিউটিফুল লেডি - বাট - যাক এমনই আমার পছন্দ - আপনার প্রপেশন ল এবং পছন্দও ল - সরি - হিংসা নই পছন্দ থেকেই এমনটা বললাম - ভুল হলে মাপ করবেন
@fardinislamfardin7321 Жыл бұрын
যদি খাস জমির ওপর রোড হয় তাহলে সরকারের কি ব্যবস্থা, জমিতে বসবাস কারির কি হবে
@mdmozahidprodhan35562 жыл бұрын
sir,সরকার যা টাকা দিচ্ছে তাতে তো আসলেই আসে না।যেমন,আমরা ১০ শতক জমি কিনছি ১০,০০,০০০টাকা দিয়া,আর এলাকার মৌজা হিসেবে,[১১,০০০*৩=৩৩,০০০]টাকা,তাহলে মোট ১০ শতক হয় [৩৩,০০০*১০=৩,৩০,০০০] টাকা।আমার তো ৬,৪০,০০০,থাকে না,তাহলে তো আসলেই থাকে না।এখন করনীয় কি।
@arhamstudio.1180 Жыл бұрын
😅😅😅😅ড়ড়ঢ়ঘঘঘঘখ
@kabirkabir14962 жыл бұрын
ম্যাডাম ঢাকা-সিলেট রুটে জমি অধিগ্রহণ হচ্ছে। নতুন রেকর্ড আর এস রেকর্ড এর উপর আমার নামজারি করা নাই। আরএস রেকর্ড আমার দাদার নামে। আমি ভূমি অফিসে গিয়েছিলাম নামজারি করার জন্য। ভূমি অফিস থেকে বলেছে জমি অধিগ্রহণের কথা বলে নামজারি বন্ধ আছে। জমি অধিগ্রহণ হলে কি নাম জারি করা যায় না?
@habibkuwait894 Жыл бұрын
ভাই আপনার জমি কি অধিগ্রহণ হয়ে গেছে, প্লীজ আপনার জেলার নামটা বলবেন
@UttamKumar-ju2xt9 ай бұрын
প্রকৃত মালিকে নোটিশ না দিয়ে স্হানীয় প্রতারক, জালিয়াত,বাটপার কতৃক প্রভাবিত হয়ে ক্ষতিপূরণ অর্থ বাটপার ও জালিয়াতকে দেয়া যাবে কি না?
@greenplants45102 жыл бұрын
স্যার আমাদের জমি সরকার অধিগ্রহন করেনি তবে আমাদের জমির সামনে অধিগ্রহন করেছে পরবর্তিতে আমাদেরটাও প্রস্তাবনায় আছে। এখন আমাদের জমির শ্রেনি দলা আছে। এখন আমি যদি মাটি ভরাট করে ভিটা জমি করি তাহলে কি আগে দলা ছিল ঐ মূল্য পাাবো নাকি এখন ভিটা করছি এক্ষেত্রে ভিটার দাম পাবো। স্যার আশা করি উত্তর পাবো।
@unluckyruhul75522 жыл бұрын
ভাইয়া প্লিজ আমার কমেন্ট এর উত্তর দিয়ে হেল্প করবেন। আমার দাদার জমি আমাদের বাবা চাচা রা তিন ভাই বন্ডনামা দলিল এর মাধ্যমে ভাগ করে নিয়েছে কিন্তু খারিজ করে নি, এখন সেই জমি সরকারি রাস্তার জন্য অদিগ্রহন হচ্ছে এবং আমার দাদার নামে নোটিশ এসেছে জেলা প্রশাসক থেকে, এখন কি ভুমি অধিগ্রহণের ক্ষতিপুরনের টাকা আমাদের বাবা চাচা রা তিন ভাই মিলে একসাথে উঠিয়ে আনতে পারবে? নাকি যার যার ভাগের টাকা সে সে উঠিয়ে আনা লাগবে? দয়া করে যদি একটু বলতেন বিঃদ্রাঃ আলাদা উঠানো লাগলে ত যার যার নামে খারিজ করতে হবে।
ভুমি অধিগ্রহনের ক্ষতিপূরনের টাকা নিতে কোন ব্যাংকে একাউন্ট খুলতে হয়?
@kashemstores4395 Жыл бұрын
Chittagong চেম্বার টিকানা চাই? ফোন নং
@socialtvsujon Жыл бұрын
আসসালামু আলাইকুম আপু। আমি একটা প্রব্লমে পড়েছি। আমার জায়গা সরকার ভলিউম/ রেকর্ড এ সারে চার শতাংশ জায়গা কম উঠিয়েছে। এ বিষয় এ জানতে চাইলে বলে রাস্তার জন্য নেয়া হয়েছে। অথচ সরকার আমাকে কোন নোটিশ বা জানায়নি। অধিকরন ছাড়া সরকার কি রাস্তার জন্য জায়গা রেকর্ড থেকে কমাতে পারে। প্লিজ জানাবেন।
@MostafizMostafiz-yc8pt7 ай бұрын
আপু আমাদের হাতিরঝিলে ৭ কোটি টাকার আটকে আছে তুলতে পারছি না
@abdulmalikgaji4170Ай бұрын
কেন
@mdpolashkhan8120 Жыл бұрын
আমার কমেন্টে এর উত্তর দিবে, আমর বাবা ও চাচ রা ৩তিন ভাই জমি রেজিস্ট্রার দলিলে মালিক তিন ভাই সুদু একজন খতিপুর পাইচে আর দুই ভাই পাইনা এখন কি বাবে পাবে
@MostafizMostafiz-yc8pt7 ай бұрын
আপু আমাদের হাতিরঝিলের সাত কোটি টাকার বিল তুলতে পারছি না
@abdulmalikgaji4170Ай бұрын
কেন
@gopalghosh87212 жыл бұрын
কোন ভারতীয় হিন্দু নাগরিক ওয়ারিশ সুএে বাংলাদেশে বাবার জমি পাবে কিনা।
@footballernogorikurigram9014 Жыл бұрын
আমার দাদার ৬ সন্তানের ৪ জনের নামে নোটিশ এসেছে। জমির কোন বাটোয়ারা এখনো হয়নি। তাহলে ২ ওয়ারীশ এর করনীয় কি। যেহেতু ৬ ওয়ারীশ একসাথে খাজনা জমা প্রদান করে আসছি।
@joyprokashkundujoy51012 жыл бұрын
8dhara final
@kabirkabir14962 жыл бұрын
ম্যাডাম শুধু ৪ দ্বারা নোটিশ করছে। পাশাপাশি যৌথ অভিযান করে গেছে।
@parthadas27599 ай бұрын
ম্যাডাম, আপনি কি পশ্চিমবঙ্গের (ভারত) আইন বলছেন?
@MostafizMostafiz-yc8pt7 ай бұрын
আপু আমাদের হাতিরঝিলের সাত কোটি টাকার বিল তুলতে পারছি না