ধন্যবাদ তথ্যবহুল এপিসোড করার জন্য। আপনাদের সব এপিসোড গুলোই খুবি গুরুততপূর্ণ, এতে মানুষ খুবি উপক্রিত হচ্ছে, বিনা টাকায়। আমাকে কিছু তত্ত দিয়ে উপকিত করলে কৃতজ্ঞ থাকবো। আমার বাবা মারা গেছেন তার কথাই কি জমি আছে আমি কিভাবে জানবো? আমাদের কাছে কোন দলিল নেই, নেই কোন কাগজপত্র, আমাদের সৎ ভাইরা সেগুলকে ভোগ করে খাচ্ছে। আমাদের আর আমাদের সৎ ভাইদের দুরুত্ত অনেক, আমরা থাকি সিলেট আর সৎ ভাইরা থাকে বরিশাল। আমাদের অয়ারিশিয়ান সার্টিফিকেট আছে ভোটার আইডি কার্ড আছে তার পরেও আমরা আমাদের জায়গা জমি থেকে বঞ্চিত।
@NayanBhuiyan-bd8jt3 ай бұрын
ধন্যবাদ তথ্যবহুল এপিসোড করার জন্য - @LawTubeBD - be our guide @user-cx6eb6mv7n - Thanks a Wonderful comments
@aminulislamfarazi43366 ай бұрын
ধন্যবাদ তথ্যবহুল এপিসোড করার জন্য। ভূমি খেকোরা একজন সরকারি কর্মচারীর জমি আত্নসাধ করার জন্য একের পর এক মিথ্যা মামলা করেন। এর প্রতিকার ও প্রতিরোধ সম্পর্কে এপিসোড চাই
@LawTubeBD6 ай бұрын
মামলাগুলো যে মিথ্যা- এটা আগে প্রমাণ করতে হবে। তবে মামলা মিথ্যা প্রমাণ করতে হলে আমাদের দেশে যেই দীর্ঘ এবং নানান তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয় তাতে আর কেউ এই বিষয়ে আগ্রহবোধ করে না। ভুক্তভোগী যেহেতু একজন সরকারি কর্মচারী সেহেতু উনি এমন আইনি প্রতিদ্বন্দ্বিতাটা করতে পারবেন হয়তো! অন্যথায় বর্তমানে কোনো ভূমিদস্যুর সাথে লড়াই করে জমি রক্ষা করা খুবই কঠিন কাজ বটে!
@aminulislamfarazi43366 ай бұрын
@@LawTubeBD তাহলে কি জমি ছেড়ে দিতে?
@LawTubeBD6 ай бұрын
@@aminulislamfarazi4336 না আমরা তা বলিনি। আমরা সামগ্রিক চিত্র তুলে ধরেছি অল্প কথায় আর আপনি যে মিথ্যা মামলাগুলোর কথা বলছেন সেগুলো যে মিথ্যা মামলা তা প্রমাণ করার কথা বলেছি। পাশাপাশি আমরা সরকারি কর্মচারীকে ওই ভূমিদস্যুর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা মানে লিগ্যাল ফাইট করতে পরামর্শ দিয়েছি।
যদি গার্মেন্ট শ্রমিকদের বেসিক বেতন যা আছে, তার থেকে বেশিক কমিয়ে দেয়
@junjunaktar75246 ай бұрын
Helpful episode
@LawTubeBD6 ай бұрын
Thanks a lot
@NayanBhuiyan-bd8jt3 ай бұрын
@@LawTubeBD 💖💖💖
@iqbalhossain99794 ай бұрын
bangabandhur sonar bangla akhon joy bangla
@MofizulIslam-sz8hu6 ай бұрын
সার ফোসদারী মামলা করবো কত ধারা য়া সব ডকুমেন্ট আছে দলিল ও বি আর এস খতিয়ান রেকর্ড করে ভোগ দখল করে খাইতাছে কি করবো বলেন তো
@mdripon-ow9lc4 ай бұрын
আমি সরকারি মামলা করতে চাই আমার স্বামী আমাকে কথায় কথায় মারধর করে দুইবার তো ফাঁস ও দিতে গেছিলো কিভাবে কি করব যদি বলতেন
@Nirobota-bengejago24 күн бұрын
আমার বাবার দুটি সংসার। ৩৫ বছর মায়ের সাথে সংসার। আমার সৎ ভাইয়েরা। আওয়ামীলীগের প্রবাবশালী ছিলো। তাই আমরা কোনো দিন। তাঁদের বিরুদ্দে বিচার পাইনি। তাই ১৯ তারিখে লীগেল এইডস যাই। তারা আমার বাবাকে ফোন দিয়ে কঠিন বার্তা দেয়। পরে আমার বাবা তাঁদের উকিল দিয়ে কি করলো যে। তারা বলে আমাদের উপকার করলোনা