সরকারি নির্মাণে কংক্রিটের ব্লক ব্যবহার; মানা হয় না চাঁদপুরে | Concrete Block

  Рет қаралды 36,457

Jamuna TV

Jamuna TV

Жыл бұрын

সরকারি স্থাপনা নির্মাণে কংক্রিটের ব্লক ব্যবহারের নির্দেশনা থাকলেও চাঁদপুরে গত ৩ বছরে তা বাস্তবায়ন হয়নি। ব্যবহার করা হচ্ছে প্রচলিত ইট। অথচ ২০২২-২৩ অর্থবছরে সকল কাজের ৬০ ভাগ ব্লক ব্যবহারের কথা। সরকারের অবকাঠামোগত উন্নয়নের সাথে জড়িত দপ্তরগুলো বলছে, ঊর্ধ্বতনদের সুস্পষ্ট নির্দেশ না পাওয়া এবং চলমান অনেক প্রকল্পের টেন্ডার নির্দেশনা জারির আগে হওয়ায় ব্লক ব্যবহার করা যায়নি।
- Subscribe to our channel: / jamunatvbd
- Follow us on Twitter: / jamunatv
- Find us on Facebook:
- Check our website: www.jamuna.tv
#JamunaTelevision #JTV #Concrete_Block #corruptionnews

Пікірлер: 16
@md.habilislam3508
@md.habilislam3508 Жыл бұрын
আসলে ভাই যারা আইন তৈরি করে তারা নিজেরাই আইন মানে না এদেশে আইন থাকলেও তা বাস্তবায়ন হয়না শুধু জনগণের উপরে আইন তৈরি হয় নীতিমালা তৈরি হয় কিন্তু সরকারি লোকের উপরে আইন বাস্তবায়ন হয় না এটাই দুঃখের বিষয় আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং ইসলামের নীতি অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন আমিন
@asifvi4384
@asifvi4384 Жыл бұрын
আল্লাহ সবাইকে হেদায়েত ও সাহায্য দান করুন।দেশের উন্নয়নমূলক কাজগুলো স্বপ্ন পূরণ হচ্ছে এখন দেশের নানা রকম অপরাধ অপকর্ম বন্ধ করতে হবে।অতীত বর্তমানকে নিধারিত করে আর বর্তমান ভবিষ্যকে নিধারিত করে।আমরা অতীতে ছিলাম শিক্ষিতভাবে সুন্দর দেখতে শুদ্ধভাবে ভদ্রভাবে করে মিথ্যা আশ্বাস বাহানা দিয়ে,টাকা ক্ষমতা,চাকরি,পদ আদায় করা অনিয়ম-দুর্নীতির ঘুষ,প্রতারণা করা,নাম বিক্রি করে চাঁদাবাজি অবৈধভাবে দখল,নেশা চুরি,ধোঁকাবাজি,নোংরা অসভ্য খারাপ জাতি আমরা।দেশ পেলাম ভালো মানুষগুলো পেলাম অমানুষ।দোষ খারাপদের না দোষ আমাদের আমরা অন্যায় করার সুযোগ দিয়ে থাকি তাই তারা সুযোগ পায়।আমরা ভয়ে জুলুমের অত্যাচারের জন্য প্রতিবাদ করি না। তাই তারা সুযোগ পেয়ে থাকে তা কাজে লাগায়। যে ক্ষমতায় আসুক না কেন সবাই টাকা পদ বড় চেয়ার,ও ক্ষমতা চাকরির জন্য পেরেশানিরে। দেশের ও সাধারণ জনগণের গরীব অসহায় দুঃখী, নিরীহ মানুষের কি হলো তা দেখার সময় নেই।দেশ সেবা পরে আগে নিজের স্বার্থ জন্য কাজ করে। মুখে বলি ডিজিটাল উন্নয়ন কথা বলি তাই অন্য দেশ থেকে পিছিয়ে।পূর্বপুরুষরা যদি ১৫০/২০০ বছরের পরিকল্পনায় অনুযায়ী কাজ করতো শৃঙ্খলা নিয়মকানুন কঠোরভাবে আইন করতো তাহলে দেশে কোন অপরাধ করতে সাহস পেতো না দেশ আরো এগিয়ে যেতো।আমরা শিক্ষা শিক্ষিত দেশ প্রেমিক হতে পারলাম না।আমরা শিক্ষায় শিক্ষিত রুপে অশিক্ষিত অসভ্য অমানুষ।সিসিটিভি,গোয়েন্দাদের আড়ালে,কত কিছু হয়।আসলে আমাদের অতীত ছিলো অনিয়ম-দুর্নীতির খারাপ তো আমরা কিভাবে ভালো হবো।কোন জবাবদিহিতা নাই চাকরি হারানো ভয় নাই তাই যা খুশি তা করতে পারে। দেশ বিদেশে সম্পদে পাহাড় করেছে বিলাসিতা ভাবে ছেলেমেয়েররা চলাফেরা করছে। স্বজনপ্রীতি করছে। কেউ দেখার নেই। যারা দেখবে তারা জড়িত থাকে নানা রকম অপকর্মের সাথে। যেই ক্ষমতায় আছে ছিলো বা আসবে তারা কেউ বাংলাদেশ কে ভালো করতে পারবে না কেননা আমরা জনগণ হলাম সবচেয়ে খারাপ তাই আল্লাহ আমাদেরকে এমন রাখছে। যদি আমাদের দেশের সকল সেক্টর সততা ভাবে দেশের জন্য ও দেশের অসহায় গরীব মানুষের কষ্ট বুঝে কাজ ও সেবা করতো তাহলে দেশে কোন অপরাধ,অনিয়ম-দুর্নীতির,নিয়ম কানুন নষ্ট হতো না বিশ্বাস রাখুন। সরকার জনগনের কষ্ট টাকা দিয়ে থাকে দেশ ও দেশের অসহায় মানুষে সেবা করতে। ৮০% অসাধু আগে নিজের সেবা পরে দেশের সেবা।সকল জায়গায় হচ্ছে বেশিরভাগ অনিয়ম-দুর্নীতির চুরি হচ্ছে নিয়মশৃঙ্খলা মতো কাজ করছে না।কেউ যদি কোন ছোট বড় অপরাধ করতে ভয় পায় তার জন্য,আমাদের কঠোর আইন করতে হবে আইনের প্রতি শ্রদ্ধা করতে হবে।টেকনিক্যাল আধুনিক ভাবে সব কিছু সকল জায়গায় সঠিকভাবে বিশ্লেষণ করে নতুন সিস্টেমের আওতায় আনতে হবে। গ্যাস বিদ্যুৎ পানি ওয়াসা সহ সকল উন্নয়নমূলক বড় ছোট কাজগুলো ১৫০/২০০ বছরের জন্য পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যৎ প্রজন্ম কথা ভেবে সঠিকভাবে বিশ্লেষণ করে টেকসই মানের করতে হবে তার জন্য সেনাবাহিনীর ইন্জিনিয়ার সাথে পরামর্শ করে কাজ করতে হবে। সেনাবাহিনী ও র‍্যাব সদস্য হলো জনগণের বন্ধু। নিরাপদ সড়ক,অলিগলি ও গ্রামীণ রাস্তা ঘাটে ১২লাইনের প্রশস্ত করতে হবে তাহলে দুর্ঘটনা কম হবে।আন্ডারপাস রাস্তা ও বাস ট্রেন নৌযান দখলমুক্ত অবস্থা ভালো করতে হবে আধুনিক শক্তিশালীভাবে।সাধারণ জনগণের যেন হয়রানি পেরেশানি ভোগান্তি না করতে হয়।সকল পরিবহন নিয়ম-কানুন শৃঙ্খলা ভাবে চলতে হবে।খাদ্য শিক্ষা স্বাস্থ্য নামে যে অনিয়ম-দুর্নীতির হয়রানি পেরেশানি ভোগান্তি হয় তা বন্ধ করতে হবে।দেশে আধুনিক ভাবে শক্তিশালী টেকসই মানের সেবা ব্যবস্থা করতে হবে কেউ যেন চিকিৎসা করাতে বিদেশে না যায়।খাদ্য জন্য ভিক্ষা করতে না হয়।শিক্ষা করে যেন কেউ অমানুষ জানোয়ার অসভ্য না হয়।সবাই যেন শিক্ষায় শিক্ষিত হয় ও দেশে প্রেমিক হয়।সকল খারাপ মন-মানসিকতা পরিবর্তন করতে হবে। সব কিছু সঠিকভাবে নিয়ম-কানুন শৃঙ্খলা ভাবে কাজ ও চলাফেরা করতে হবে। দেশ প্রেমিক হতে হবে।মাদকসহ যতো খারাপ কাজ হয় যেখানে অপরাধ অনিয়ম-দুর্নীতির অপকর্মে লিপ্ত জড়িত সেখানে প্রতিবাদ করতে হবে। কঠোরভাবে বিচার করতে হবে। পুটিমাছদের ধরে লোকদেখানো জন্য পরে যে লাউ সে কদু।রুইকাতলা বেঁচে যায় চোখের আড়ালে।সাময়িক বরখাস্ত,বদলি,তিন দল বিশিষ্ট কমিটি করতে করতে মূল হোতাদের আসল অপরাধীদের সিস্টেমের জন্য সিনিয়রদের জন্য ধরা যায় না তাই এইসব বন্ধ করতে হবে। র‍্যাব দিয়ে তদন্ত করা। এমপি,মন্ত্রিসহ সকল সরকারি বেসরকারি স্বায়িত্বশাসিত প্রশাসনের অফিসে কমকর্তা ও কলেজের ছাত্রদের ৪মাস সেনাবাহিনীর প্রশিক্ষণ নিতে হবে বাধ্যতামূলক দেশ প্রেমিক হতে হবে তারপর দেশ ও দেশের নিরীহ গরীব দুঃখী মানুষের কষ্ট বুঝে কাজ করতে হবে,,।।
@nijamadib2714
@nijamadib2714 Жыл бұрын
ঢাকার মধ্যে হইতাছে মিয়া আপনি চাঁদপুরের খবর আপনার ঢাকার খবর রাখে না চাঁদপুরের খবর নিয়ে লাভ আছে মিয়া
@funnybangla9112
@funnybangla9112 Жыл бұрын
আরে ভাই এটা সরকারি পতিষ্ঠানের জন্য
@mdmamun6815
@mdmamun6815 Жыл бұрын
সরকার নির্দেশনা দিয়েছে সরকারি ভবনে যখন ব্লক ব্যবহার হয় না সাধারন মানুষ কিভাবে ব্যবহার করবে
@rabbisheikh8213
@rabbisheikh8213 Жыл бұрын
Bla falai ki kre plz
@kiram4429
@kiram4429 Жыл бұрын
বাজারে বিক্রি করা ছোট ছোট পিলার আর ব্লক সেইম জিনিস। দেখবেন, দুইটাই ব্যবহার করতে না করতেই ফাটল দেখা দেয়। কিন্তু ইটে ফাটল হতে অনেক সময় লাগে। এমনকি একটা ইট কোনো রূপ আঘাত না লাগলে আপনি সহ আপনার নাতি পুতি, পুতির ঘরের নাতি সবাই ব্যবহার করতে পারবে। ব্লকে বানানো ঘরে ৭-৮ বছরের মধ্যে প্লাস্টার উঠে যাবে, আপনাকে বারবার প্লাস্টার করতে হবে, আর ইটের বানানো ঘরে বাহ্যিক কোনো কারণ ছাড়া প্লাস্টার উঠে না, প্লাস্টার উঠতে উঠতে আপনার জীবন পার হয়ে যাবে। ব্লকে বানানো ঘরে প্লাম্বিং, পাইপ ফিটিং, এবং ইলেক্ট্রিক ওয়ারিং এর কাজ করা অনেক ঝামেলা, আর ইটের বানানো ঘরে সহজে প্লাম্বিং, পাইপ ফিটিং, এবং ওয়ারিং এর কাজ করা যায়। ইট আপনি ১০০ বছর পরেও কেনা দামের চেয়ে বহুগুণ বেশি দামে বিক্রি করতে পারবেন, এমনকি ইটের ভাঙা গুঁড়া যাকে কংকর বলে সেটাও বিক্রি করতে পারবেন, কিন্তু ব্লক হলো ওয়ান টাইম ইউজ।
@abusyed8674
@abusyed8674 9 ай бұрын
এই দলিল কই পাইলেন! মনগড়া কথা বললেই হল! যে সকল দেশে ইটের পরিবর্তে ব্লক ব্যবহার করছে তাদের কি ৭-৮ বছর পর সব ভেঙ্গে পরেছে!
@fakrulalam3016
@fakrulalam3016 Жыл бұрын
Kotai hocce
@dhariyayt2655
@dhariyayt2655 Жыл бұрын
Hi
@channelvision4362
@channelvision4362 6 ай бұрын
ব্লক কয়েক বছর পরে ড্যাম হয়ে জাই
@gamingwithhamim487
@gamingwithhamim487 Жыл бұрын
fst comment
@abusyed8674
@abusyed8674 9 ай бұрын
মাটির তৈরি ঘর থেকে ইটের উদ্ভাবন হয়। এখন কনক্রিট এর তৈরি ফর্মুলা থেকে ব্লক এসেছে।
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 38 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 7 МЛН