আপনার দেওয়া ব্যাখ্যা অত্যন্ত সুন্দর হয়েছে আমি আপনার দেওয়া ব্যাখ্যার সাথে সম্পূর্ণ একমত
@MatiarRahmanSarkarАй бұрын
মুক্তিযোদ্ধা সম্পর্কে আপনার বক্তব্যে আমি সহমত পোষণ করছি।
@MdfarukMia-t5kАй бұрын
আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা কিন্তু এখনো কিছুটা নেই তাই দয়া করে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের কাছে আবেদন করছি তারা যেন ব্যাপারটা খতিয়ে দেখে
@kaziabdussatter7012Ай бұрын
অশং ধন্যবাদ জানাই আপনাকে সত্য ঘটনা গুলি তুলেধরার জন্য।
@mhrahman5814Ай бұрын
তথ্য সঠিক হওয়া উচিত
@MasudRana-qx2nkАй бұрын
এরশাদ সরকার একটি তালিকা করেছিল যার নাম জাতীয় তালিকা তার সংখ্যা ছিল ৮০ হাজার।
@harunsharif5093Ай бұрын
ভারতীয় তালিকায় যাদের নাম আছে তাদের সর্ব প্রথম তালিকা হবে।পরবর্তীতে বিভিন্ন মাধমে প্রমানিক তথ্য পাওয়া গেলে তাদের ব্যাপারে দ্বিতীয় তালিকায় নাম আসতে পারে। জেঃ ওসমানি সাহেবের স্বাক্ষরিত সার্টিফিকেট সের দরে পাওয়া যেতো মুক্তিযোদ্ধা নয় তাদের কাছেও ঐ সার্টিফিকেট আছে সুতারা এটার মুল্যায়ন ক্ষিন।
@NazrulIslam-zx8zjАй бұрын
প্রতিটি তালিকা প্রকাশ করার পর বলে এটাই সর্বশেষ চুড়ান্ত তালিকা, তারপরেও আবার যাচাই-বাছাই করে।
@kabirahmed1395Ай бұрын
মুক্তিযোদ্ধা হিসেবে ব্যাখ্যা দেওয়া খুব সুন্দর হয়েছে কিন্তু ১৯৯০ সালের পরে যত মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছে অর্ধেক সঠিক হবে না বলে আমার মন্তব্য এর ভিতর যদি ওসমানী স্বাক্ষরকৃত সনদ থাকে তাহলে আসল মুক্তিযোদ্ধা হিসাবে গণ্য হবে আমার কথাগুলি ভেবে দেখার জন্য অনুরোধ করেছিলাম
@kanizfatema3033Ай бұрын
আমার বাবার সব কাগজ পএ আছে এবং বংগ বন্ধু যোদ্ধের পর ১ হাজার টাকা করে পাঠিয়ে ছিল। সব থাকা সত্ত্বেও কেনো আমার বাবার নাম হলো না। আমার এলাকায় একনো অনেক যুদধা ও বিরংগমা ভিখ্খা করে খাচ্ছে।
বরাবর, মহা পরিচালক জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা ও মুক্তিযোদ্ধা বিষক উপদেষ্টা মহোয়দ দৃষ্টি আকর্ষণ করছি ।। স্যার মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেও আজও বীর মুক্তিযোদ্ধা হতে পারিনাই সব খানে দরখাস্ত করেছি আমি আমার কোনো খবর নাই কারন আমার টাকা নাই কেউ শুনেনা কেউ বোঝেনা আমার বুক ফাটা আর্তনাদ সকলে চায় শুধু টাকা কর্ম করে খেটে খাই আমি টাকা কোথায় পাই আমার বলতে কিছু নাই শাসকষ্টে মারা যাই ঔষধ খাওয়ার টাকা নাই দুঃখে দুঃখে জীবন পারি আল্লাহ শুকুরিয়া আদায় করি নবীজির দরুদ পরি সবার জন্য দোয়া করি আমিন একাওরের গেরিলা মুক্তিবাহিনী সাটির্ফিকেট নং ৮৯৩২৬ স্যার আপনার দয়া চাই বকেয়া ভাতা সহো গেজেট কাগজ চাই 01772913131
@mokterhossen424225 күн бұрын
বরাবর, মহা পরিচালক জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা ও মুক্তিযোদ্ধা বিষক উপদেষ্টা মহোয়দ দৃষ্টি আকর্ষণ করছি ।। স্যার মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেও আজও বীর মুক্তিযোদ্ধা হতে পারিনাই সব খানে দরখাস্ত করেছি আমি আমার কোনো খবর নাই কারন আমার টাকা নাই কেউ শুনেনা কেউ বোঝেনা আমার বুক ফাটা আর্তনাদ সকলে চায় শুধু টাকা কর্ম করে খেটে খাই আমি টাকা কোথায় পাই আমার বলতে কিছু নাই শাসকষ্টে মারা যাই ঔষধ খাওয়ার টাকা নাই দুঃখে দুঃখে জীবন পারি আল্লাহ শুকুরিয়া আদায় করি নবীজির দরুদ পরি সবার জন্য দোয়া করি আমিন একাওরের গেরিলা মুক্তিবাহিনী সাটির্ফিকেট নং ৮৯৩২৬ স্যার আপনার দয়া চাই বকেয়া ভাতা সহো গেজেট কাগজ চাই 01772913131
@Dreamqueen-sm10pk20 күн бұрын
😮😅😅😅😅😅😅😅
@mokarommokarom3559Ай бұрын
আমার জানা মতে সেই সময়ে অর্থাৎ যুদ্ধকালীন সময়ে যারা ভারতে গিয়ে ট্রেনিং সমাপ্ত করেছে এবং যুদ্ধ করেছে তাছাড়াও মাসিক ৫০ টাকা করে বেতন পেয়েছে এবং ভারতে ট্রেনিং করা কালীন সময়ে হয়তো তাদের ছবিসহ এফএফ নাম্বার নয়তো তাদের ভারতীয় তালিকার নাম্বার থাকতে হবে এবং তারাই প্রকৃত মুক্তিযোদ্ধা। এই তালিকাটা ভারতীয় সরকারের কাছে অবশ্য অবশ্যই আছে। সেটা ওখান থেকে বাংলাদেশে আনতে হবে তাহলেই প্রকৃত মুক্তিযোদ্ধা কারা সেটা বুঝা যাবে।
@smraza7259Ай бұрын
একশো ভাগ সঠিক
@SAlam-z2iАй бұрын
It will be a great advise to find out the actually freedom fighters.
@AbdulHuq-vu9yjАй бұрын
ভারতীয় তালিকা পদ্মা ও মেগনা সঠিক বলে মনে করি
@mizanurrahaman4996Ай бұрын
মুক্তিযোদ্বারাই গ্রামে এখন বয়স্ক এবং মুরব্বি।
@Yeadunentertainment22 күн бұрын
আমি একজন মুক্তি যোদ্ধা , কিন্তু তালিকায় অন্তর্ভুক্ত হতে পারি নাই I আমার কাছে প্রমাণের কাগজপত্র আছে I আমি এখন তালিকায় অন্তর্ভুক্ত হতে চাই। ভুয়াদের বিচার করা উচিত। Reply
@চলেমুসাফির11 күн бұрын
মুওিযুদ্ধ যারা যুদ্ধ করেছে হাতিয়ার নিয়েতারাই মুওিযোদ্ধা বাকি সব সহযোগি মুওিযোদ্ধা হতে পারে তবে তারা মুওিযোদ্ধা নন এটা সত্য এটা করুন।
@amintalukder1718Ай бұрын
মুক্তিযুদ্ধ সম্পর্কে দেও বক্তব্য আমি শতভাগ সমর্থন করি। এখনো সময় আছে। নতুন করে যাচাই-বাছাই করলে এবং সেনাবাহিনীর মাধ্যমে তাহলে দেখা যাবে অর্ধেকই টিকবে না।
@drisratjagansadiya732Ай бұрын
সেনাবাহিনীর মধ্যেই আছে মুক্তিযুদ্ধ না করেও মুক্তি যোদ্ধা।তারাই করবে যাছাই বাছাই, কি করবে সম্ভব?
@mahadkhan5297Ай бұрын
ভারতিয় তালিকা আমি সঠিক বলে মনে করি
@amintalukder1718Ай бұрын
@@mahadkhan5297 ওটা ও সঠিক বলে আমার মনে হয় না। তার কারণ আমি ভারতে প্রশিক্ষণ গ্রহণ করেছি। আবার ভারতের বীরভূমে প্রশিক্ষক হিসেবে কাজ করেছি তারপরও আমার ভারতীয় তালিকায় নাম নাই হতে পারে এটা এক্সেপশনাল তারপরেও প্রশ্ন তো থেকেই যায়। আমার কাছে যদি বাংলাদেশ আর্মস ফোর্সেস এর এইট সেক্টরের g4 বি কোম্পানির নিয়োগপত্র না থাকতো তাহলে একজন যুদ্ধকালীন কমান্ডার হিসেবে নিজেকে প্রমাণ করা কঠিন হতো। আমি ভারতে প্রশিক্ষণ চলাকালীন যে পকেট মানে গ্রহণ করেছি এবং যে ট্রাভেলিং জার্নি রেশন এলাওন্স নিয়েছি তার রেকর্ড অফ পেমেন্ট এখনো আমার কাছে আছে যার জন্য আমি নিজেকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণ করেছি। এরকম সমস্যা থাকতেই পারে।
@angelruma2168Ай бұрын
ভারতীয় তালিকায় প্রকৃত মুক্তিযোদ্ধা
@hasanuzzaman6718Ай бұрын
আমরা যারা রনাংগনের মুক্তিযোদ্ধা আমাদের একটি তালিকা সংগ্রীহিত আছে, বর্তমানে মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে। এই তালিকা করা হয়েছিল ১৯৭২ সনে।প্রথম গেজেটের কাজ শুরু করার সময় সরকার যদি এই তালিকা অনুসরনকরে গেজেট করতেন তা হলে আমাদের আর হয়রানির শিকার হতে হতো না। ধন্যবাদ।
@ShainaBegum-k2c26 күн бұрын
অন্য জেলা যানি না, কিন্তু টাংগাইল জেলার মুক্তি যোদ্ধার তালিকায়, কর্নেল ওসমানী সাহেবের সার্টিফিকেট, যাচাই বাছাই্ এ দরকার নাই কারণ ঐ সার্টিফিকেট টাংগাইলে এখনো পাওয়া যায়।
@mirzamdshaalam9412Ай бұрын
😂ধন্যবাদ,আপনি সঠিক কথা বলেছেন। তাই হওয়া উচিত।
@bashirahmed4241Ай бұрын
আমি একজন মুক্তি যোদ্ধা আমার জন্ম ১৯৫৩ সালে কিন্তু গত সরকারের আমলে বৈষম্যের শিকার আমাকে মুক্তি যোদ্ধা ভাতার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারি নাই আমি এখন আমি অসুস্থতায় ভোগতেছি আমার এলাকায় অনেক লোক ভাতা পাচ্ছে যাদের বয়স ৭১ সালে ৫/৬ বছর বর্তমানে আমার কাছে প্রমাণের জন্য কোন কাগজপত্র নাই অর্থাৎ তখন প্রয়োজন মনে করিনি আমার সিনিয়র কোন মুক্তি যোদ্ধাও জীবিত নাই ২/৩ লোক আছে তাদের সাক্ষীর দিলে হবে জানতে চাই।
@nishatbanu1357Ай бұрын
শুধু বয়স দিয়ে প্রকৃত মুক্তি যোদ্ধাদের সনাক্ত করা সম্ভব নয় । অমুক্তি যোদ্ধার মৃত্যুর পরে তার পরিবারের সদস্য অর্থের বিনিময়ে মৃত ব্যাক্তকে মুক্তিযোদ্ধা বানিয়ে সুবিধা ভোগী দের কিভাবে সনাক্ত করা সম্ভব ?
@abdursalam-o6mАй бұрын
আমার ভাই একজন মুক্তিযোদ্ধা এযাবত বহুবার চেষ্টাকরেও মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত করতে পারলাম না দুর্নীতির কারনে সব দপ্তরে দৌড়েও কোন কাজ হলোনা কারন ঘুষদিতে পারলাম না তাই
@MdSahin-vo3siАй бұрын
সঠিক ভাইয়া তাহলে এইরকম যেগুলো এখনো গেজেট হয়নি সেগুলোর কি হবে
@MdSahin-vo3siАй бұрын
আপনার কোন জেলা
@masudrana-up1qrАй бұрын
মুক্তিযোদ্ধাদের পুনাঙ্গ তালিকা কবে নাগাদ প্রকাশ করা হবে?
@ShainaBegum-k2c26 күн бұрын
যাচাই বাছাই অবধারিত। পারায় পারায় যাওয়া আবশ্যক।
@MdAbusayidKhan-w6pАй бұрын
রাইট
@GaziMozidАй бұрын
সেনাবাহিনীর দারা ভারতীয় তালিকা ইংরাজীতে এবং দেশীয় পরিচালকদের মাধ্যমে দেয় তালিকা নতুবা গ্রামের লোকজন (বয়স্ক) দের মাধ্যমে সঠিক তালিকা তৈরীর জন্য মহোদয়ে বরাবর, বিণীত অনুরোধ করছি 52-53 বছর পর বা বেঁচে থাকা কষ্ট হয় ।
@parvinakter9393Ай бұрын
আমার শশুর পুলিশ বাহিতে ছিল নোয়াখালীর পুলিশ হেড কোয়টারের তালিকায় নাম আছে। এদেরকে তালিকা ভুক্ত করা যায়কিনা
@NerMahedyАй бұрын
আপনারা গ্রাম পর্যায়ে গিয়ে সাধারণ মানুষ কে জিজ্ঞেস করেন তালিকায় যে ব্যাক্তি বর্তমানে ভাতা নিচ্ছে উনি কি মুক্তিযোদ্ধা ছিলেন। তাহলে পেয়ে যাবেন উনি কি আসল মুক্তিযোদ্ধা কি ন?
@drisratjagansadiya732Ай бұрын
মানুষ নষ্ট হ'য়ে গেছে, হিংসা, সুত্রুতা কেউ কারো ভাল চায় না। যারা সরকার পরিচালনা করছেন তারাও ভাল মানুষ না নিজ স্বার্থ চরিতার্থ করতেই ব্যস্ত। মুক্তি যোদ্ধাদের মঙ্গল মুক্তি যোদ্ধাই চায় না আর সাধারণ সুযোগ পেলে জবাই করে ফেলবে বর্তমান অবস্থা। এ নিকম হারাম জাতি মুক্তি যোদ্ধাদের বিতর্কিত করছে, সরকার বাহাদুর বার বার যাচাই বাছাই করার নামে তামাশা করেছে এবং করতেই আছে। আর যে কত কি হবে তার পর দেখা যাবে মুক্তি যোদ্ধায় নাই।
@abulkashem8968Ай бұрын
১৯৫০০০ কিন্তু ২৫০০০০ কোথায় পেলেন
@shamim60Ай бұрын
ভিডিও বানাচ্ছেন ভালো তথ্য দেন সঠিক তথ্য দেন। দূর ভাই আপনি কিছুই জানেন না ভুয়া তথ্য 😜 ফালতু কথা না বলাই ভালো
@nithanondodas-sk3giАй бұрын
ভাই যোদ্ধা হত বীর মুক্তিযোদ্ধা দের নবেম্বর মাসের ভাতা কবে ছারবে দয়া করে জানাবেন
@SerajIslam-e1cАй бұрын
২৮/১১ তারিখে জমা হবে ।
@Sheikhzahid-v8y15 күн бұрын
Age ekta baro facter
@MdAbusayidKhan-w6pАй бұрын
ভুয়াদের বিচার করা উচিত।
@lrahman9452Ай бұрын
Mukti judder defination ki?
@Sheikhzahid-v8y15 күн бұрын
14 batsar na hale rifle ba banduk salte parena
@khalequebiswas5432Ай бұрын
আপনি কিসের মাধ্যমে জানলেন যে আসি হাজার মুক্তি যোদ্ধা ছিল?
@drisratjagansadiya732Ай бұрын
বাণিজ্য।
@mhrahman5814Ай бұрын
ভুয়া তাড়ানো জরুরি
@firozahmedpathan8084Ай бұрын
বিভ্রান্ত তথ্য প্রচারে সতর্কহোন। বর্তমানে ১৯৫০০০ জন মুক্তিযোদ্ধা রয়েছে আড়াইলাখ কোথায় পেয়েছেন??
@SerajIslam-e1cАй бұрын
যুদ্ধাহত রা কি এর ভিতরে আছে ?
@Md.AshiqurRahman-o2kАй бұрын
মুক্তিযোদ্ধা ১৯৫০০০ বাকি গুলো যে মুক্তিযোদ্ধা মারা যায় তাদের ওয়ারিশকে ভাতাভোগির সংখ্যা বলে।
@md.obaidullah5545Ай бұрын
Do you know shonga of mukhtijudha? People died between 1st March to 25th March 71 were not mukhtijudha? And people supported that songgrame were not mukhtijudha? Locally trained judhas were not mukhtijudha? So talk in sense