আগামী দিনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও এই ইউটিউব চ্যানেলে আসতে চলেছে, তাই.. এই চ্যানেলটি কে অবশ্যই সাবস্ক্রাইব (subscribe) করে রাখুন। ধ্বনিই হচ্ছে সুর, ধ্বনিই হচ্ছে চৈতন্য বা বিবেক - এরই অপর নাম হচ্ছে বেদ বেদ কেউ রচনা করেনি - কোন গ্রন্থের লেখাতেই তা নিবদ্ধ নয় বেদ হচ্ছে বেদী - আর প্রকৃতি নিজেই সেই বেদীর উপর প্রতিষ্ঠিত প্রতিটি বস্তুর বস্তুত্ব নিয়েই বেদ বেদের অর্থই হলো জ্ঞান বেদ নীতিই হলো জিবনীতি পূজা হবে ব্যাপ্তির, ব্যক্তির নয় বেদের সৃষ্টি হল সত্য থেকে বেদ ভিত্তিক সমাজের মূলকথা হলো - এক জাতি, এক নীতি, একভাবে চল, একভাবে বল সাম্যবাদ ও সাম্যনীতিই বেদের মূল কথা ধ্বনিই হচ্ছে সুর, ধ্বনিই হচ্ছে চৈতন্য বা বিবেক - এরই অপর নাম হচ্ছে বেদ বেদের প্রতিটি কথা, প্রতিটি নীতি, বাস্তবের উপর প্রতিষ্ঠিত বেদ হচ্ছে দর্পণ স্বরূপ যেখানে নেই কোন ভেদাভেদ, তাইতো বেদ বেদ হচ্ছে সাম্যবাদের প্রকৃত শিক্ষক সকল রহস্যের সমাধানই হচ্ছে বেদ বেদে নেই দলাদলি, হানাহানি ও সাম্প্রদায়িকতা বেদের ধর্মের মূলনীতি হলো সেবা, শ্রম, শৃঙ্খলা, সমন্বয় ও সহাবস্থান বেদ বলেছে এই পৃথিবী হচ্ছে সত্যিকারের আশ্রম বেঁচে থাকবার প্রয়োজনে যে ন্যায় কে নীতি - সেটাই বেদের ধর্ম সমবন্টন অর্থে মাথাপিছু সমান ভাগ নয়, সমবর্তন এর প্রকৃত অর্থ হলো প্রয়োজন ভিত্তিক বন্টন বেদ বলেছে - সাধু বেসেই হোক, আর ভদ্রবেশেই হোক, যারা বেদের সুর বিকৃত করে জনগণের মধ্যে প্রচার করছে আর সমাজকে বিভ্রান্ত করছে, তারাই অসুর, আর রাক্ষস হচ্ছে তারা, যারা স্বার্থের জন্য সবকিছু মজুত করে, জনগণের রক্ত শোষণ করে নিজেদের সঞ্চয় বাড়িয়ে চলেছে, বেদজ্ঞরা যা প্রচলন করেছিলেন তা ব্যক্তি ও সমাজের উন্নতির উদ্দেশ্যে করেছিলেন, শৃঙ্খলার সঙ্গে দেশ শাসন করার জন্যই করেছিলেন, তাই বেদজ্ঞদের মত বেদ মন্ত্র প্রচার করে যাও, সর্বত্র বেদের সুর ছড়িয়ে দাও..
@sodeep-yt5sh Жыл бұрын
Ok NC ki😅
@kantiranjanbanerjee3157 Жыл бұрын
রামো নারায়ণো রাম।
@nirmalasing1767 Жыл бұрын
000
@kajalmandal6937 Жыл бұрын
I'd 1007@ gimal king 👑👑👑 eddting india spical police officer 📱 hindu gorment