প্রত্যক্ষ ভাবে, স্বয়ং মা সরস্বতী _র আশির্বাদ না থাকলে এমন সৃষ্টি অসম্ভব!!
@julhasuddin5123 Жыл бұрын
আশাজি অপ্রতিদ্বন্দ্বী, অতুলনীয় যার কন্ঠের তুলনা করা যায় তার নিজের সাথেই। লতাজির চাইতে কন্ঠের কারুকাজ, ধারালো, বহুমাত্রিক, ক্লাসিক্যাল,আর ভুবন ভোলানো সুর লহরী যা তাকে অমরত্ব দিয়েছে। ভারত সরকারের উচিত জীবদ্দশায় তাকে ভারতরত্ন পুরস্কারে ভূষিত করা।না হলে খুব অবিচার করা হবে তার সাথে।
@shakemahafujurrahman36016 ай бұрын
2:43
@Zeitakuofficial25 ай бұрын
Ekdomi tai
@unseensomething7332Ай бұрын
গোটা পৃথিবী বলে লতা মঙ্গেশকর সুর সম্রাজ্ঞী। কিন্তু আশা ভোঁসলের গাওয়া অসাধারণ গানগুলো শুনলে আমি সত্যিই দ্বিধায় পড়ে যায়
@mihirdas74083 жыл бұрын
আমরা ভাগ্যবান আমাদের সময়ে এই অপূর্ব সংগীত সৃষ্টি হয়েছে
@PradipChattraj-iz8zt Жыл бұрын
কতটা গভীরতা নিয়ে গীতিকার এই গান রচনা করেছিলেন। আর আপনাদের রুচি কে ধন্যবাদ জানাই। কি সব ছবি দিয়ে আপনারা গান টি কে উপস্থাপন করেছেন ?
@HaradhanSaha-f3o3 ай бұрын
কথা সুর কন্ঠ সবকিছু মিলিয়ে এক মায়াবী নেশা যেন, সত্যি এসব দিন আর কোনদিন ফিরবে না।
@subhankarpaul33243 жыл бұрын
যেমন কথা তেমন সুর তেমন আশাজী সেরকম সুচিত্রা সেন। সব মিলেমিশে রসে রঙে একাকার।
@sabujroy5788 Жыл бұрын
এত সমৃদ্ধ লেখনী, সুর। এদের উত্তরসূরি হয়েও আমরা এই নতুন প্রজন্ম এত কেন পিছিয়ে পড়লাম...!😥😥😥😥
@saberasultana27673 жыл бұрын
যতোই শুনি তৃষ্ণা মেটে না। "তুমি যা দিয়েছো আমারে রবে লুকানো। হৃদয়ের দান যাইনা কখনো ফেরানো"। 🥰🥰।
@azamkhan50352 жыл бұрын
আসোলে ই কখনো ই যাবেনা ফিরানো, ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য জন্য।
@GitaSarkar-ms3mm6 ай бұрын
Excellent song.
@utsavmanna18393 жыл бұрын
গানের কথাগুলো সত্যিই চিরন্তন সত্য।যুগে যুগে প্রেমের ক্ষেত্রে তা সত্যি হয়ে থাকবে।
@nilufaryasmin6102 жыл бұрын
যেমন সুন্দর কথা ও সুর, তেমনই হৃদয়ের গভীর থেকে গায়কী। আচ্ছন্ন হয়ে গেলাম।
@pralaykantijana69173 жыл бұрын
তখনকার এইসব গুণীজনদের জানাই হাজার কোটি প্রণাম।আমি আশা করব প্রজন্মের পর প্রজন্ম যেন এ গান শুনতে পায়।
এই গানটির আবেদন সুরের মূর্ছনায় প্রাণের গভীরে এলো দৈব দান হয়ে সম্মোহিত আবেশিত করলো !❤❤
@shikhahalder12937 ай бұрын
খুব সুন্দর করে গাইলে মনটা ভরে গেল
@jugalkishorroy43462 ай бұрын
জীবনের চলার পথে মায়ের কাছে সন্তানের এই আকুতি চিরন্তন, যা জীবনের পর জীবনকে প্রজন্মের পর প্রজন্মকে বাঁচার ইন্ধন যোগাবে 🌹
@dilipkumargupta.33742 жыл бұрын
🌹 এই ভালোবাসা কোনদিনও হারিয়ে যাবার নয়, এই ভালোবাসা চিরন্তন। যার কোন শেষ নেই, এরকম এই গানটি শুনে, ফেলা আসা জীবনের অনেক স্মৃতির কথা বহুদিন পরে মনে পড়ে গেল এই 69 বৎসর বয়সে।
@azamkhan50352 жыл бұрын
ধন্যবাদ, আপনার সুন্দর মন্তব্য দেখলাম মন ভরে গেল, আসলেই পুরনো সৃতি ভুলে যাওয়া বড়ো কঠিন, আমি একজন প্রবাসী, আমার বয়স ৫৯ বৎসর, আমার একান্ত ইচ্ছা আপনার সংগে যোগাযোগ করতে, যদি সম্ভব হয় কমেন্ট এর উত্তর দিবেন ধন্যবাদ।
@dilipkumargupta.33742 жыл бұрын
@@azamkhan5035 আমারও খুব ভালো লাগলো আপনার আন্তরিক সুন্দর কথাগুলি আমি পেয়ে। এই গানের যে মর্মার্থ আমাদের প্রত্যেকের জীবনে কমবেশি আমরা পেয়ে থাকি অর্থাৎ এই রূপ ভালোবাসার ঘটনা, অনেকের জীবনে ঘটে থাকে। আমরা অনেকেই গোপনে সেগুলো স্মৃতির আঙিনায় ধরে রাখি। আবার অনেকেই সেই স্মৃতির কথা প্রকাশ্যে প্রকাশিত করে তাঁর মনের অন্তরের ভালোবাসার লুকিয়ে থাকা ব্যথা বহিঃপ্রকাশ করে নিজেকে অনেকটা হালকা করতে চাই। ঠিক আমারও ফেলে আসা জীবনে এরকমই কিছু স্মৃতির কথা এই গানটি শুনে আমার চোখের সামনে এনে দিয়েছে। ফলে আমি, আমার আবেগেই এইভাবে মন্তব্য প্রকাশ করতে পেরেছি। আমি জানিনা আমার জানা নেই আমার এই মন্তব্যে ও বক্তব্যে আপনি কতটা খুশি হলেন। যদি জানান আমিও অত্যন্ত খুশি হবো । আমার আন্তরিক নমস্কার অভিনন্দন ধন্যবাদ নেবেন।🙏🙏🙏
@JayanthKDass Жыл бұрын
খুব ভালো বলেছেন ভাই! একদম খাঁটি কথা!❤😊
@alpanadhali6081 Жыл бұрын
@@azamkhan5035😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊n7
@parthoray669910 ай бұрын
অসাধারণ কথা গুলি ❣️🌿❣️
@kalyanpaul44013 жыл бұрын
on-screen lyrics এ কয়েকটি সংশোধন : 2:02 -- কুড়ায়ে ( 'পুড়ায়ে' না ) 2:33 -- পরশে ( 'পরশ' হবে না) 3:06 -- হৃদয়ের দান ( 'দাম' না)
@kobitakar66212 жыл бұрын
Akdam sathik Katha bolechen 💯
@MsShanku2 жыл бұрын
🙃😮💨
@kalyanpaul44012 жыл бұрын
@@minitex1844" কুসুমের মতো আমারে 'পুড়ায়ে' লয়েছ ".... বললে কোন মানে হয় ? গানের কথাটা ফলো করুন....
@minitex18442 жыл бұрын
হ্যা হ্যা আপনি ঠিকই বলেছেন, আমি অতটা খেয়াল করিনি ভাবলাম গীতিকার এতো বড় ভুল হয়তো করবেন না আশা জী অবাঙালি তাই হয়তো এই ভুল অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে। ধন্যবাদ কল্যান বাবুকে আমাকে ভুল ধরিয়ে দেবার জন্য। ভালো থাকবেন।
@ashokeroy93663 жыл бұрын
ভালো বাসার এই গান হৃদয় জুড়ে রয়েছে। এতো ভালো লাগলো বলার নয়। সেই কলেজ জীবনে আবার ফিরে গেলাম ।
@pradipsamanta989 Жыл бұрын
অসাধারণ , কালজয়ী গান । পৃথিবী যতদিন থাকবে ততদিন এই গান বেঁচে থাকবে ।
@dulalchandrabera2374 Жыл бұрын
এত সুন্দর দরদী কন্ঠ যা কথা সুর ও তার অর্থ মিলে মিশে একাকার করে শ্রোতাদের মুগ্ধ করেছে। এই গান এই কন্ঠ ছাড়া অন্য কোনো কন্ঠে মানায় না। ধন্যবাদ হরেকৃষ্ণ।
@swapankumarjana2943 Жыл бұрын
যেমন হৃদয় ছোঁয়া কথা, তেমনই আবেগমথিত মিষ্টি মধুর সুর,বার বার শুনি।কি দরদ দিয়ে গাওয়া! এমন গান আর হয়না কেন?
@sreeojith2239 Жыл бұрын
কী চমৎকার এক গান পরিবেশন করলেন আপনাকে কি বলে ধন্যবাদ দিব ভাযা হারিয়ে ফেলেছি। ভালো থাকুন এই কামনা।
@bholasen2189 Жыл бұрын
হৃদয়ের গভীরে এতো প্রেমের ছোঁয়া আগে বুঝতে পারি নাই
@GuruprasadBanerjeep Жыл бұрын
আমার
@dilipkumargupta.33742 жыл бұрын
সত্তিকারের গভীর ভালবাসায় হারাবার ভয় থাকে খুব বেশি। কখন যে অজান্তে সে আপন হয়ে গেছে জানতেই পারেন নি🙏♥️♥️🙏♥️♥️
@uttamroy86073 ай бұрын
গানের প্রতিটি কথা চিরন্তন সত্য....... আশাজির অসাধারণ একটি গান...
@MsSuvo3 жыл бұрын
মেঘ কালো - ছবির গান... কি অসাধারণ সুন্দর... এই ছবিতে সুচিত্রা সেন ও বসন্ত চৌধুরীর অভিনয়.. দারুণ
@d.k.sengupta96123 жыл бұрын
A musical masterpiece. Following the law of nature, nothing is permanent. But this song will continue to be heard for ever. Very soothing, very soft, lyrics, composition, voice wise. So is the acting and lip-synching. Onoboddo.
@suniplsarkar70473 жыл бұрын
একটি সুন্দর সুখশ্রাব্য গান, যা শুধু শোনার জন্য নয়, অনুভব করার জন্য ! যেমন কথা তেমনই গায়কি-- এক কথায় অনন্য, অনবদ্য !
@azamkhan50352 жыл бұрын
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য দেখলাম মন ভরে গেল, অবিরাম ভালো বাসা রইল, আমি একজন প্রবাসী ভালো থাকবেন ধন্যবাদ।
@আনন্দময়শৈশব2 жыл бұрын
আজই প্রথম সুন্দর এই গানটা শুনলাম।পর পর শুনেই যাচ্ছি।অন্তর জুড়ান গান।
@silasfoodcorner37532 ай бұрын
আমি মূল শিল্পী সহ আরও অনেকের কন্ঠে গানটি শুনেছি ।কিন্তূ এই পরিবেশনা আমাকে রোমাঞ্চিত করল।
@taraknathbanerjee61422 жыл бұрын
বহু বছর পর এই অবিস্মরণীয় গান শুনে মনটা ভীষণ ভাবে হালকা অনুভব করছি۔۔۔۔۔সত্যি সত্যিই এই গানটা আমার হৃদয় ছুঁয়ে গেছে۔۔۔۔এ গানের সত্যি সত্যিই তুলনা চলেনা۔۔۔۔!
@azamkhan50352 жыл бұрын
অসাধারণ মন্তব্য দেখলাম তাই ধন্যবাদ না দিয়ে পারলাম না, ভালো থাকবেন ভালো ভালো গান শুনবেন শুভকামনা রইল। (আমি ৫৮ বৎসতরে এসে শুমলাম এ গান, আপনি কত বৎসর পরে শুনেছেন?)
@sankalpasengupta11745 ай бұрын
অসাধারণ।আর কিছু বলার নেই
@udaydutta30583 ай бұрын
আজও অমর,এর মৃত্যু নেই ।❤❤❤❤❤❤❤❤❤❤❤
@joyofbharatАй бұрын
ভালোবাসা চিরন্তন, তার বাস অনেক গভীরে, সে শুধুই কষ্ট,যন্ত্রণা দেয়
@metalgaming29033 жыл бұрын
প্রাণের সবটুকু ছুঁয়ে যায় গানের কথামালা। কি যেন হারিয়ে খুঁজি।😍😍
@mousumimajumder69753 жыл бұрын
ভালোবাসার এমন অপূর্ব মধুর গান যা কোনো দিন হারাবার নয় 🙏❤🙏
অপূর্ব সুন্দর একটা গান, শুনে মনে হল যেন ভালোবাসার চিরন্তন সত্য কথা টি গানের ভাষায় প্রকাশ করে বলেছেন ... কোনো কৃত্তিমতা নেই
@gitachakraborty52169 ай бұрын
হৃদয়ের কোনায় কোনায় ভরে থাক্ এই সঙ্গীত।
@RanjitPaul-nl6meАй бұрын
এই গানটির গীতিকার এবং শিল্পীর জন্য যুগ যুগ ধরে আমাদেরকে উজ্জীবিত করে রাখবে। এত অসাধারণ কন্ঠ আর এই শিল্পিকেআরপাবনা। অনেক অনেক অনেক শুভ কামনা রইল।
@ruchiradalal11262 жыл бұрын
কি অপূর্ব গান তুলনাবিহীন অসাধারণ কন্ঠ সুর মিউজিক সবি অসাধারণ। এসব গান চিরকাল নতুন থাকবে। এভারগ্রীন। এই সমস্ত শিল্পীদের মৃত্যু নেই। এনারা অমর।
@manoranjankundu8006 Жыл бұрын
এমন সুমধুর কন্ঠস্বর ঈশ্বরের আশীর্বাদ, অপূর্ব কথা এবং সুর , গানটি শুনতে শুনতে নিজেকে হারিয়ে ফেলি বারবার। আহ্! মন ভরে যায় প্রান আনন্দে গান গায়।
@rajkumarmondal16904 жыл бұрын
অসম্ভব সুন্দর একটি মন ভালো করে দেওয়া গান
@GuruprasadBanerjeep Жыл бұрын
আমার
@prabirnath86523 жыл бұрын
আমার জীবনের একটা সেরা গান। যেমন সুর ,তে মন ভাষা ও তার মর্মার্থ।
@papiatarafder9102 жыл бұрын
Chokhe jol chole ase...cinemata kotobar je dekhe6i...asadharon suchitra sen r onar liper ei gaan gulo❤❤
@parth54412 жыл бұрын
কি সাধারন অসাধারন গান। আশা ভোঁসলের জন্যই এই গানটা তৈরি হয়েছে। চোখের জল রোধ করা যায় না।
@susmitaduttagupta6997 Жыл бұрын
তার কোন কথা নেই। এই ধরণের গান গীতা দত্তর গলাতেও খুব ভালো মানাতো।
@skkawsharali4683 жыл бұрын
অসাধারণ গলায় বিখ্যাত সংগীত শুনে ভাল লাগল ।
@shondipkarmoker8822 Жыл бұрын
গানটা খুব সুন্দ ভাবে আমার মনটাকে ছুঁয়ে নিলো😊💕
@purabimaiti29913 ай бұрын
জীবনের পথে ডাকিনি তোমায় ,সাথে সাথে তুমি রয়েছো ❤😌,23.07.2024
@debabratajana77133 жыл бұрын
We cannot stop hearing this song till the end of this universe because of its rich and calm rhythm. In fact, it is awesome. This evergreen song is really enchanting.
@sandipchattopadhyay33383 жыл бұрын
বরণীয় শিল্পীর স্মরণীয় গান।শাশ্বত সৃষ্টি।
@KakoliHalder-ts4xz5 ай бұрын
গানটি সোনার সময় যে অনুভূতি হয় সেটা বর্ণনা করা যায় না কতোটা গভীর কতোটা হৃদয়ের গান সেটা বোঝা যায় ❤❤
@ramenchandradas97323 жыл бұрын
Moner asukh sarate moner daktar lagbena...ei rokom gann sunle Mon valo hoye jabe....darunnnnnnnn
@pradipbanerjee87052 жыл бұрын
. মন ভালো হয়ে যায় এগ গান শুনলে বাংলা শেষ। বাংলা গান শেষ। মনে হয় পৃথিবী ছেড়ে চলে যাই। হায় বাংলা।
@akramulquadirsiddiqui7809 Жыл бұрын
It’s one of the finest lyrics impregnated with appropriate metaphors . Hats off to both the writer and singer.
@gourangadas16093 жыл бұрын
অসাধারণ! অসাধারণ!
@gdutta19674 жыл бұрын
Pabitra chatterjee Pranab roy and Asha ji hats off. Ever green song.
@somnathbanerjee73323 жыл бұрын
কি অপূর্ব গান শুনলেই মন ভাল হয়ে যায়।
@panchugopalmondal5823 жыл бұрын
Sei prem r nei......god bless you. Mon vore ghieychey.
@enamullaskar28583 жыл бұрын
কি কথায় এই অসাধারন গানটির প্রশংসা করবো সে ভাষা আমার জানা নেই।
@pronatibanerjee3580 Жыл бұрын
আহা আহা মন ছুঁয়ে গেলো অনবদ্য
@kajalctg65762 жыл бұрын
অপূর্ব কথামালা আর সুর
@sujitdattagupta94003 ай бұрын
যেমন কথা, তেমনই সুর আর তেমনই গায়কি।
@NirmalyaChowdhury-u3y6 сағат бұрын
Pranab roy & pabitra Chattopadhyay combination apurba kichu bolar nei.
@mdabdussalam86523 жыл бұрын
অসাধারন একটি সুন্দর গান! প্রিয় প্রজন্ম তোমরা কি এ গানের সঙ্গে আসতে পারবে ? অসাধারন প্রশান্তি !!!
@angeltanusree73683 жыл бұрын
আমি আছি দাদা এই প্রজন্মের
@momdeep93002 жыл бұрын
তুমি জা দিয়েছ আমারে রবে লুকানো হ্রিদয়ের দান যায় না কখনো ফেরানো 🌹
@pankajgupta66783 жыл бұрын
খুব ভালোবাসি এই গানটা । আর লিখতে পারবো না ।
@krishnam84623 жыл бұрын
Apurbo mon chuye gelo.
@DibyenduBhunia-mg3pe3 ай бұрын
অসাধারণ , তিনি কি এই দুনিয়ায় আছেন । দেখতে ইচ্ছে হয় ।
@mdroki4140 Жыл бұрын
গানটা শুনলে আমার প্রিয়তমার কথা মনে পড়ে, সারাজিবন আমরা একসাথে থাকতে চাই। ❤
@kaustavchakraborty46063 жыл бұрын
Osadharan ekta gaan💛
@chaitalidutta53782 жыл бұрын
অসাধারণ গান,মন শান্ত হয়ে গেল
@narendranathnayek740 Жыл бұрын
গান টা অনেকটাই আমার জীবনের সাথে মিলে গেছে
@asimghosh84982 жыл бұрын
Asomvab sundor Gan sunless chok jole vote jai
@kakalimukherjee5218 Жыл бұрын
Khob sundor lagche.monta bhore gelo.
@manjusreedas5583 Жыл бұрын
সত্যি আমরা ভাগ্যবান আমাদের সময় এত সুন্দর গান তৈরি হয়েছিল
@jakirhossainraju3033 Жыл бұрын
ভাষা হারিয়ে ফেলেছি!
@anjanadey3884Ай бұрын
HOW ARE YOU MOST TOUCHING LINE OF THIS SONG. GREAT BANASHREE SENGUPTA.
@nirmalpurkait71903 жыл бұрын
কালজয়ী গান। চিরদিনের।
@mousumimandal260010 ай бұрын
যতবার শুনি আশ মেটে না
@ashimkumardas24503 жыл бұрын
এত সুন্দর গান যাহা মন কে স্পর্শ করে।
@manishadas60322 жыл бұрын
অপূর্ব মধুর সংগীত শিল্পীকে কোটি কোটি প্রনাম জানাই
@tapanbanerjee60704 ай бұрын
So seetest & heartest song that tuches heart deeply!
@sumitamukherjee5612 ай бұрын
❤❤অপূর্ব 🎉🎉
@surajitchakraborty1003 жыл бұрын
অসাধারণ...
@ManjuMondal-k5g Жыл бұрын
osadharn. amar moner kothagulo amar bondhu k ganalam.
@dalibasu60363 жыл бұрын
Ki misti valobasar gaan . ossadharon 👌 mon chuye jaoya gaan 🌹🌹🙏🙏