Thousands of #SidNaaz fans wanted the song immediately. Who are we to come in the way? #HABIT OUT NOW ♥️ Link: kzbin.info/www/bejne/f5q6q6KQobargdE
@kalyankumarsinha45383 жыл бұрын
Asadharon
@bonokishorechowdhury70043 жыл бұрын
@@kalyankumarsinha4538 aaaa Aaaaaaa Aaa Aaaaaaaaa Aa Aaaaa Aa Qqqqqqaqqqqqqqqqqqqqaqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq qqqqqqqqqqqqqqqqqqqqq Aa\aaaaaaaaa\a\aaaaaaaaaaaaa\aaaaaaaaaa\\aaaaaaaaaaaaaa\aaaaaaaaaaa
@Taste_for_health3 жыл бұрын
@@kalyankumarsinha4538 to the principal
@gouriacharya21503 жыл бұрын
@@kalyankumarsinha4538 ni ni cabin n8n8n
@gouriacharya21503 жыл бұрын
Ñ8nini ki ni8 ni ni 8 ni need n888 ni n8i ni union in8 ni 88888
@kumardebu1010 ай бұрын
আহা, সত্যিই কি অসাধারণ এবং অনবদ্য এক গায়কী! বার বার শুনেও মন ভরে না! মনোমুগ্ধকর এই অনবদ্য গায়কীতে শুধুই মুগ্ধতা আর মুগ্ধতা! ভারতীয় বাংলা গানের স্বর্নযুগের সপ্তরথী শিল্পীদের এক অন্যতম কিংবদন্তি শিল্পী মানবেন্দ্র মুখার্জি বাংলা ধ্রুপদী সঙ্গীতের এক অবিস্মরণীয় শিল্পী এবং নজরুল সংগীতের একচ্ছত্র সম্রাট ও প্রবাদপ্রতিম এক বিশেষজ্ঞ শিল্পী। ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের প্রবাদপ্রতিম এক অবিস্মরণীয় শিল্পী কিংবদন্তি মানবেন্দ্র মুখার্জি এর অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধাঞ্জলি ও শতকোটি প্রণাম।♥️🙏
@jaya77083 жыл бұрын
কি অসাধারণ সৃষ্টি , যতবার শুনি মুগ্ধ হয়ে যাই 👍👍
@debanjalidutta70033 жыл бұрын
sei somoy er sob shilpi rai Osadharon, sudhu je shilpi ta noy surokar,geetikar sobai ....Enader sobar modhey Manabendra Mukhopadhyay amar khub pochonder ekjon shilpi... Ei gaan sob Sudhui sunte ichhe hoy.Jamon kontho, tamon kothar ontornihitio ortho, bhashar proyog, tamon manansoi sur,jano mone hoy ei ek ekta ganer jonnoi nirdistho sur guloi tule rakha chilo..Tokhon Sangeet er "Swarna Jyug" e chilo.. Pronam sei sobai k jara sobai mile ekta gaan k jeebonto rup diye eto sundor kore tule che.🙏🏻🙏🏻
@malaymadhu49633 жыл бұрын
আহা...কি যে মধুর, সুরের ঝংকার তুলতে আবার আসুন পৃথিবীতে হে..মহান। 🙏🙏
@bhaskarbose98562 жыл бұрын
এক মুহূর্ত চিরদিনের অসাধারণ কালজয়ী শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গান এইরকম ই
@rajasrichakraborty62044 жыл бұрын
অসাধারণ মধুর কন্ঠ । তেমনই কথা , তেমনই সুর আর তুলনাহীন গায়কি । এক কথায় অনির্বচনীয় । প্রণাম শিল্পীকে । শুধু চোখ বুজে অনুভব করার সময় ।
@prabirbose10273 жыл бұрын
8
@সুরসঙ্গীত-ন৮ড2 жыл бұрын
মা ন ব দা এমন একজন শিল্পী যার কথাগুলি ই অনায়াসলবদধ সুর তাই গানগুলিই সুরময় লয় ও তালময়।
@nilanjanaroy49683 жыл бұрын
Evergreen Songs! যেমন কথা, তেমনি সুর, আর মানবেন্দ্র মুখাপাধ্যায়ের গলা, গোল্ডেন ভয়েস! কোনোদিন পুরোনো হবে না এই সব গান।
@koushikidatta62713 жыл бұрын
তাই তো এই সব গান গুলোকেই বলা হয় Eveegreen Song
@mitradasgupta2233 жыл бұрын
আজ ভাষা হারিয়ে ফেলেছি । শুধু মুগ্ধতা । আমার আন্তরিক শ্রদ্ধা্ জানাই । 🙏🙏🙏
@joyaslife61392 жыл бұрын
Khub sundar .. darun .Mon vote galo
@aruneswardas72922 жыл бұрын
Praner gan. Pranam shilpeeke. Abhinandan apnader. Aruneswar das, islampur, Uttar Dinajpur, west bengal, india.
@dibakarsen19694 жыл бұрын
অসাধারণ কন্ঠের অধিকারী ছিলেন তিনি। উনার গানের মধ্যে এতো মাধুর্য পাওয়া যায় তা বলে বোঝানোর মতো ভাষা আমার নেই।
@koushikchatterjee61762 жыл бұрын
Pd
@koushikchatterjee61762 жыл бұрын
Dibakarsen
@krishnadasbanerjee753 Жыл бұрын
@@koushikchatterjee6176qqqqq
@krishnadasbanerjee753 Жыл бұрын
@@koushikchatterjee6176k. B v.6bt6😢 Cnnbbbvvgy⁶6767uuuuiiii.m878ui Mjhy
@mihirchatterjee6732 Жыл бұрын
@@krishnadasbanerjee753 😊
@IraIsHira3 жыл бұрын
Amader somoyer gaan..takhon anurodher asor, pujo sonkhar gaan amra shunei mukhosto kore feltam.. aaj o bhulini. Thanks to Whats App and Saregama. Ki sur ki Katha ki gayoki sunle mon pran bhore jai.
@korbanali52733 жыл бұрын
এইসব গানের মৃত্যু নেই ্সাথেশিলপিও।আহা কিঅপূরব।আললাহ প্রদত্ত।
@debasischakravorti17962 жыл бұрын
Chokh diye Jol ese jay. Marvelous songs
@ranendas44113 жыл бұрын
এই শিল্পীর কণ্ঠে পাওয়া যায় ঐশ্বরিক প্রেম, প্রীতি, ভালবাসা ও অদম্য সৃজনীশক্তি। সব মিলিয়ে যেন হীরক হারানো।
@Dimma-pe8cc Жыл бұрын
অসাধারণ কন্ঠ স্বর ।এখনও আমরা মন্ত্র মুগ্ধ
@krishnadey50194 жыл бұрын
এই গানগুলো kahanoi বর্তমানের আধুনিক গানের স্রোতে হারিয়ে না যায়।
@gopalroy76902 жыл бұрын
যতদিন বাংলা গান থাকবে ততদিন এই গান থাকবে অমর হয়ে বুঝেছেন। এই রকম কথা লিখবেন না।
@gopalroy76902 жыл бұрын
আর কিছু বলার নেই।
@bimolsaha74033 жыл бұрын
সেই চোখ কোথায় তোমার, যে চোখ দিয়ে আমায় প্রথম দেখেছিলে, এরকম অনেক অসাধারণ গানে সুন্দর কণ্ঠে শ্রুতা দের মন মুগ্ধ করেছে, আমি এতো যে তোমায় ভালো বেসেছি, অসাধারণ আরো একটি গান যত বার শুনি ততই মুগ্ধ হই, শিল্পী প্রতি গভীর শ্রদ্ধা রইলো।।।।।।
@abhijitchakraborty36682 жыл бұрын
Osadharon 🙏
@susantasen92023 жыл бұрын
শিক্ষা ,সংস্কৃতি,গান বাজনা ,অভিনয় ,খেলা ধুলা সবদিক দিয়েই ৬০এবং ৭০এর দশক ছিল " স্বর্ন যুগ "।আমরা যারা ঐ সময় টার স্বাক্ষী থাকতে পেরেছি , আমরা এক অর্থে গর্বিত ।
@banglaganerdali68912 жыл бұрын
তাঁর গান শোনার জন্য রেডিওর অনুষ্ঠানের অপেক্ষায় থাকতাম। সে এক যুগ। বাড়তি পাওনা আলিপুরদুয়ারের জলসার পর (কলেজের) রাজলক্ষ্মী হোটেলে সারারাত কাটানো। দেবব্রত চট্টোপাধ্যায় (বিধায়ক, কুমারগ্রাম), দীপুদা(ঘোষ) আর আমি। আমাদের সঙ্গে সংগীত জগতের তিন নক্ষত্র। মানবেন্দ্র মুখোপাধ্যায়, রাধাকান্ত নন্দী, মনোজ রায়। তাঁদের সংগীত জীবনের অজস্র গল্প শুনে শুনে কেটে গেল রাত। সকাল হলে এয়ারপোর্ট।
@krishnenduchattopadhyay7825 Жыл бұрын
আপনি যথাযত লিখেছেন । আরো একটা ছিলো ঐ সময় যা এখন বিলুপ্ত প্রায় । অনুভূতি ও মানবিকতা যার জেরে তখনকার ডাক্তার বাবু ও মাস্টার মহাশয়রা আন্তরিক ভাবে সমাজ সেবায় নিয়োজিত থাকতেন বিশেষ করে আর্থিক দূর্বল শ্রেনীর মানুষজনদের সেবা করেছেন অনেককেই বিনা পারিশ্রমীকে । আজ খুবই অভাব অনুভব করি ওই জায়গায় । ঈশ্বর সবার মঙ্গল করুন ।
@dipitagoswami2043 Жыл бұрын
Thik tai. Ekhono aei ganguloi bridhha boyose monta k bhalo kore deyy.
@Er.SouravSERly Жыл бұрын
amar jonmo hoyni tokhno....tobe ami shroddha kori sei swarna jug ke r irshwanwitto hoi, keno jonmai ni sei swarna jug e❤
@debasischakraborty45911 ай бұрын
50 এর দশক বাদ দিলেন কেন?
@abbasuddinsyed34013 жыл бұрын
অসাধারণ একটি গান সুন্দর একটা সুর এক কথায় অনবদ্য
@pranabdeylici2 жыл бұрын
সর্বকালের শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী, গীতিকার ও সুরকার যখন একত্রে সৃষ্টির আনন্দে মেতে ওঠে তখন যে অনবদ্য সুরমাধুরী সৃষ্টি হয় তারই কিছু নমুনা l সারেগামাপা কে ধন্যবাদ এই অপরূপ সৃষ্টি আমাদের শোনার সুযোগ করে দেবার জন্য l
@avijitnandi62803 жыл бұрын
আধুনিক প্রজন্ম ও একদিন এই সব হীরক💎 খনির সন্ধান পাবে, সেদিন এই সব গানের মর্ম উপলব্ধি করে তারাও মোহিত হয়ে যাবে। কারণ এই সব গান কালজয়ী।😍❤️
@শ্রীম4 жыл бұрын
তখনকার কন্ঠশিল্পীরা এক একটি হীরকখন্ড যেন। দূর থেকে শুধু চেয়ে চেয়ে দেখতে হয়, কাছে যাওয়া যায় না।
@subratamaitra51173 жыл бұрын
এমন শিল্পী আবার কবে আসবে۔۔ কে জানে ۔۔ছোটো বেলা থেকে ওনার গান শুনে বড়ো হয়েছি ۔۔বর্তমানে আমার বয়স ৭৪ বছর ۔۔আজও সময় পেলে cd চালিয়ে বা you tube চালিয়ে ওনার গান শুনি
@surjashaw79063 жыл бұрын
P
@ajoymondal44073 жыл бұрын
@@surjashaw7906 I have been
@ajoymondal44073 жыл бұрын
@@surjashaw7906 I have been
@ajoymondal44073 жыл бұрын
@@surjashaw7906 ihav to me
@prabirdatta86422 жыл бұрын
আজ শিল্পীর শুভ জন্মদিনে ওনার অসাধারণ গায়কীর স্বর্ণচ্ছটা শুনছি আর ভাবছি সেই বাঙালীরা আজ কোথায় নেমে গেছে!
@subhasdatta45243 жыл бұрын
এসব গান কখনও পুরনো হয় না। সর্বদাই নতুন সবসময়েই মন কাড়া। যেমন কথা তেমনি সুর।
@manaspal3992 жыл бұрын
অসাধারণ শিল্পীর অসাধারণ গান শুনে শুধু মুগ্ধ হই নি।
@sipradey318 Жыл бұрын
Very good collection. Really that era was the golden era.
@sushila-sm5iq2 жыл бұрын
আসাধারণ!🙏
@mannathetraveller55155 жыл бұрын
এমন অসাধারণ গানেও কেউ unlike দেয়? উফ !
@kallolmisra13444 жыл бұрын
এদের গানের প্রতি আদৌ কোন শ্রদ্ধাবোধ আছে?
@mannathetraveller55154 жыл бұрын
তাহলে আপনিই সেই অভাগা!
@bishaldubey34533 жыл бұрын
@@kallolmisra1344 Qpa0
@mayakundu81193 жыл бұрын
@@kallolmisra1344Unader gan chiro nobin konodin purano habena chirosaroniyo gan
@piurit48163 жыл бұрын
যারা দেয় তারা গান এর "গ" বোঝেনা
@jaysreemukherjee44283 жыл бұрын
এই শিল্পীর গান বাস আর কীছু বলার নেই অসাধারণ অসাধারণ
এ গান অক্ষয়,অমর অব্যয়। আমার মনে হয় আজ থেকে বহু বছর পরও এ গান শোনার জন্য মানুষ উদগ্রীব থাকবে।
@nehakarmakar70033 жыл бұрын
আর এমন গান ভবিষ্যতে পাওয়া দায়।
@manojkumargharami58183 жыл бұрын
১৯৭৮ সাল। আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি। মানবেন্দ্র মুখোপাধ্যায় "আমি এতো যে তোমায়" গানটি শুরু করার আগে বলেছিলেন, "আমি যতবার গানটি গাইতে শুরু করি, ততবারই যেন মনে হয় নতুন করে গাইছি।" নিজেকে কতখানি নিবেদন করতে পারলে এই কথা বলা যায়।
@muskaankhatun60623 жыл бұрын
A
@irachakraborty33623 жыл бұрын
Very nice
@irachakraborty33623 жыл бұрын
Very nice
@milannandi72863 жыл бұрын
এনাদের গান সব সমালোচনার উর্ধ্বে। স্বর্গীয় সুখ অনুভূত হয়।
@munaijewelrydesigns25163 жыл бұрын
অনেক শুনেও মন ভরে না। সবকিছু ভুলে যাওয়া যায় এই গান শুনে।
@SubrataGhosh-qq5sx2 жыл бұрын
অতীত কখনো ফিরে আসে না। তবুও মনে হচ্ছে স্বর্ণযুগ আমাদের আনন্দ দিতে ফিরে আসবে। এই ধরনের শিল্পীদের ভুলে যাওয়া খুব কঠিন।
@arhanpaul92655 жыл бұрын
যাহারা dislike দিয়েছেন তাহাদের হৃদয় আছে বলিয়া মনে হয় না।
@susmitadey5235 жыл бұрын
Akdom thik
@rupamguptabhaya31684 жыл бұрын
ওনারা বোঝেন নি।
@nirmalyaghosh71872 жыл бұрын
It may be, your assessment doesn't matter. It is not compulsory that every person should have same taste. You like this song, none comment on you . Why do you interfere others ? It's not your duty. Thanking you.
@soumadiptasarkar2822 жыл бұрын
@@nirmalyaghosh7187 Actually this man has a great emotion for these songs Still it is not ur duty to correct him Thank you
@kyledoll32862 жыл бұрын
অসাধারণ। হৃদয়কে সিক্ত করে দেয়।
@historyguaid408323 жыл бұрын
Asadharan kanther adhikari chilen uni. Unparalled artist.
@rabinmarik50233 жыл бұрын
এ গান চিরন্তন। যুগযগান্তর গীত প্রেমীদের মনের কোঠরে অক্ষয় হয়ে থাকবে।
@momotamukhoty39492 жыл бұрын
যত দিন পৃথিবী থাবো এই গান শুনে যাবো।
@basu41393 жыл бұрын
দূর্দান্ত। এ জীবনে আর পাবোনা
@jayantakumarray1275 жыл бұрын
I am now 55 years , when i passed Madhymik ,in the year 1981 i was asked for a gift and have a tape recorder , used to save money to purchase audio cassette to listen these types of musical gems, nowadays so much device available but quality of light songs not like before .Yet searching and listening these pure valuable gems.
@aksarkar68374 жыл бұрын
P
@aksarkar68374 жыл бұрын
}
@debashishchakrabarty71344 жыл бұрын
Same with me. I am 53 years still find this number to be magical.
@pranabbanerjee58214 жыл бұрын
So beautiful song
@champakchakrabarty29044 жыл бұрын
Yes, no doubt technology gifted us enhanced devices... But, technology failed to mimic the genius of an artiste..the romance..the pathos...the ragas..the eloquence... that is lost in the melee. None is there to carry forward the torch. Sound reproduction is best, but reproducible sound is worst. It's an unknown world!!!
@pradippanda39932 жыл бұрын
শুধুই অনুভব করা যায়। ভাষায় প্রকাশ করা যায় না।
@mitrabanerjee17613 жыл бұрын
What a wonderful singer,realy he was a heart touching singer in our country.Thanks to saregama music.
@rabeebibrat18052 жыл бұрын
সুন্দর! ❤
@keyaghosh33006 жыл бұрын
কথা সুর ও কন্ঠের সোনালী মেলবন্ধন। ছোটবেলার রেডিও র স্মৃতি মনে পড়ছে। অনবদ্য মানবেন্দ্র মুখোপাধ্যায়
@srsen34434 жыл бұрын
9
@amadpurgp84703 жыл бұрын
They were gems.
@soumyasekharbanerjee72352 жыл бұрын
B5
@PronatiSanyal7 ай бұрын
অনির্বচনীয় আনন্দ পাই প্রনাম জানাই শিল্পীকে
@pronatibanerjee84733 жыл бұрын
অসাধারন,মায়া জড়ানো গলা
@prasanjoy83313 жыл бұрын
চোখ বন্দ্ধ করে গান শুনুন শুধু। স্বর্ণযুগের গান।
@jhumadeb46433 жыл бұрын
খুবই ভাল লাগল
@BhowaniporeKol5 ай бұрын
Osadharon, apurbo.
@kabitapratihar4775 Жыл бұрын
Apurba performance ❤
@chandranarayanchowdhury67725 жыл бұрын
এখন আমার বয়স 67+। ছেলে বেলায় আকাশবাণী কোলকাতার 'অনুরোধের আসর' এ এই সব গান শোনার জন্য অধীর আগ্রহে সে যুগের ভাল্ব রেডিয়ো চালিয়ে অপেক্ষা করতাম। কত যে পুরনো দিনের কথা মনে পরে যাচ্ছে তার ইয়ত্তা নেই। খুব ভালো লাগল পুরোন স্মৃতি মনের গভীর কোনে খুজে পেয়ে। ধন্যবাদ।
@subhasishsarkar68542 жыл бұрын
মায়াময়, মন ভরানো, সম্পুর্ন শান্তি।
@mousumimullick57883 жыл бұрын
Technology may advance 10 times but real talent lies in the classical gem like him....in the originality of such evergreen classics
@hitensankardas17822 жыл бұрын
Encore
@alokeshmukherjee-7930 Жыл бұрын
He was under rated
@bhaswatirakshitroy37565 жыл бұрын
ধন্যবাদ, এনাদের বাঁচিয়ে রাখার জন্য, আজকের দিনে ।
@sanjitghosh24553 жыл бұрын
Anara sarajibon beche thakben....amader mone hridoy a
@alokedas80493 жыл бұрын
@@sanjitghosh2455 a
@soumyasekharbanerjee72352 жыл бұрын
Fszgg
@mrinaladhikari49412 жыл бұрын
অসাধারণ
@drgchaudhuri20408 жыл бұрын
Aami becheaachi Manabendra Mukherjeer gaaner jonno. Thanks to SAREGAMA Bengali. Really, these songs are atmar shanti.
@kabitakhan46738 жыл бұрын
Manabendra r gan amar khub priya . Uni amar Bandhabi Belur Husband
@angshumandatta7737 жыл бұрын
উত্তরপ্রজন্মের কাছে এ সম্পদ পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। শ্রদ্ধার সাথে স্মরণ করি এই মহান শিল্পী ও তাঁর সৃষ্টিকে।
@pronatibanerjee84733 жыл бұрын
অসাধারন
@studyroom21643 жыл бұрын
Whenever I listen to these Golden Compositions.. I can't stop tears coming from my eyes.. Don't know why..
@anildutta89792 жыл бұрын
গানের মধ্যে দিয়ে হৃদয় জাগ্রত হয়।
@suprabhatsingha84526 жыл бұрын
এই গানের ভাষা ও শীল্পীর কন্ঠ চিরদিন মানুষের হৃদয়ে স্মরনিয় হয়ে থাক
@MrLitonbabu6 жыл бұрын
এই গান গুলি আমি অনেক আগে থেকেই শুনে আসছি। আর যার কন্ঠে শুনে আসছি, তিনি আমার খুব প্রিয় শিল্পী।
@ashalatatapnan14683 жыл бұрын
Unbeaten unforgettable unparalleled songs in bengali from Manabendra Mukherjee. Legendary melodious. Heart touching mind glowing. Ever lasting songs
@pareshnathganguly3099 Жыл бұрын
একটি মাত্র কথা "" আহ্ আহ্ আহ্ ""
@indirakanjilal18394 жыл бұрын
এইসব মধুর গান আর ফিরেআসবেনা।মন কাড়া গান বার বার শুনতে ইচ্ছা করে।
🥀💔 অপূর্ব! অসাধারণ! মনকাড়া! গান শুনে, খুব ভালো লাগলো।💙🥀🙏 দিলীপ কুমার গুপ্ত। গুপ্ত নীড়। রামজীবনপুর 72 12 42, পশ্চিম মেদিনীপুর। পশ্চিমবঙ্গ।
@arundede70162 жыл бұрын
এই গান মানুষের মণকে শান্তি প্রদান করে।
@lekhasen46583 жыл бұрын
এনার গানগুলোতে হীরে মানিক ঝরে পড়ে। বারবার শুনি, তবুও মন ভরে না। আরও শুনতে ইচ্ছে করে।
@supriyakrsarangi51444 жыл бұрын
প্রয়াত শিল্পীকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। শিল্পীর এই অবিস্মরনীয় গাওয়া গান গুলোর মধ্যে যেন জাদু আছে।অবাক হয়ে শুনতে থাকি।অসাধারণ। 👏🙏🙏🙏
@indranidasgupta89994 жыл бұрын
🙏
@swapanpal5686 Жыл бұрын
কেমন যেন মুগ্ধতার সঙ্গে শান্ত করে দেয় মন প্রাণ। আমার পরম সৌভাগ্য তাঁর সান্নিধ্য পেয়েছিলাম, কোন অনুষ্ঠানে দেখা হলেই বলতেন চলে যাবে না এক সঙ্গে গাড়ি করে যাদবপুরের বাড়ি ফিরবো।
@jayantakumarghatak99523 ай бұрын
হেমন্ত,মান্না,কিশোর,লতা, আশা,হৈমন্তী,সন্ধ্যা এইসব মহান শিল্পীদের সাথে চিরকাল বাংলা সংগীতজগতের স্বর্ণালিযুগের শিল্পীদের সাথে একই সাথে স্মরণীয় হয়ে থাকবেন মানবেন্দ্র মুখোপাধ্যায়।অসাধারণ গায়কি,সুরের মূর্ছোনা ।উনি চিরদিন সংগীতের মধ্যে বেঁচে থাকবেন।
@sekharsinhagg30794 жыл бұрын
The songs of legend singers will remain forever. One of the gems is Manabendra Mukhopadhyay. He was not only skilled in Adhunik gana, his remarkable performance in Nazrul geeti had brought it in great height.
@69playstation Жыл бұрын
No extra word, when #Manobendra's song....... Just listen the enchanted melody❣❣❣❣ My one of the most favourite singer ever💞💞💕💕
@neelimasultana5 жыл бұрын
অসাধারণ গান। যতবার শুনি আরও শুনতে ইচ্ছা হয় এবং ততবারই নতুন মনে হয়।
@sudipanathdas38605 жыл бұрын
Apurba
@tapaskumarbhar62065 жыл бұрын
দেবদত্ত গলা । কিন্তু এটাই দুঃখ যে , এইসব গায়করা আর আমাদের মধ্যে নেই। আর শুধু গায়ক কেন এইসব গানের গীতিকার সুরকার কেউই নেই । তবুও তাঁরা ছিলেন, আছেন, থাকবেন।।
@supritiroychowdhury58814 жыл бұрын
Hi Tapas. একদম ঠিক কথা বলেছেন। এইসব গায়ক চির অমর।
@Greatmaaever_3 жыл бұрын
Darun 🎶🎵🎼🎼🎺🎷🎤❤️💓💗💟🎻🎸🎸🎻
@moonstream1111 жыл бұрын
Ajo apurba,Chotobelay suntaam ki bhalo lagto koishore,aaj anek smriti tobu e gaan apurba Dhanyabad you tube.
@sujansatpathy2 жыл бұрын
কিছু বলার নেই। এনারা ছিলেন বলে হয়তো আজ বাংলার সংস্কতি নিয়া আমরা গর্ব করতে পারি।
@asmitachakraborty82787 жыл бұрын
মন ছুঁয়ে যায় মনে হয় যতবারই শুনি কোনো দিন পুরনো হবে না এই গান গুলো
@Soumen.20212 жыл бұрын
মন প্রাণ ভরে গেল। এই সব গান আর তেরি হয় না। চিরন্তন প্রিয় গান।
@pankajray27313 жыл бұрын
Kanther ato jadu sudhu suntei mon chai
@SantanuDas-hh4sn2 жыл бұрын
মানুষ এতো দিন বাঁচবে না,কিন্তু এ গান হাজার বছর - বাঙালিকে বাচিয়ে রাখবে!!
@sekharsengupta29873 жыл бұрын
Good old songs remembering old days!!
@sarbanianeja9 жыл бұрын
thank you saregama for collecting these wonderful melodies.... i will be forever greatful.. as it brought a smile to my father's face of real pleasure
@samirmukherjee87604 жыл бұрын
Thanks again for manabendra songs
@kasturisen97014 жыл бұрын
@@samirmukherjee8760 1q1q
@bharatitalukder62712 жыл бұрын
হৃদয় জুড়ানো গান।
@nasiruddin2087 жыл бұрын
Manobendro will shine as a bright star in the firmament of music world till the civilization exists.
@ritabanerjee62114 жыл бұрын
Radio te ai gaangulo suntam konodin purono hobena Amader favourite manabendrada
@umachakraborty1363 Жыл бұрын
আমার চির প্রিয় গায়ক ।ওনার গান আমার প্রাণে শান্তির বাতাস😇😇😇😇😇🙏🙏🙏🙏🙏
@tanmayroy1238 жыл бұрын
awesome rendering............with equally soulful lyrics.............timeless and ever-live..............oh! what a creation................bow to all in all reverance
@abdurrahamanbiswas6575 жыл бұрын
*অপূর্ব সব গান* ... *আমি এত যে তোমায় ভালবেসেছি* ...
@dulalchandradatta10373 жыл бұрын
Amiatjetomaibhalobasasi
@anupchatterjeekind2342 жыл бұрын
Unparalal and outstanding
@manabendrasar15733 жыл бұрын
Awesome
@prasenjitbasu9749 жыл бұрын
This is one of the best modern(adhunik) bengali song ever sung and composed by a singer and music director of bengal. The bengal era of music had ended with the demise of Hemanta, Manabendra,Dhananjoy,Satinath,Shymal,Subir even those who sang one or two songs like Dipen Moitra
@sanju75752 жыл бұрын
It's Dipak Moitra, not Dipen.
@jyotirmoychakraborty70313 жыл бұрын
A great artist a great human being and a great singer
@khandokerislam96473 жыл бұрын
Gangulo shunle mon utala hoye jai Ami ato je tomai.....ganti amar prothom Premer jonmo day