"তারই করুণায় ভিখারিনী তুমি হয়েছিলে একা একা, আমিও কাঙাল হলাম আরেক কাঙালের পেতে দেখা" আগামী কয়েক হাজার বছরে এমন লিরিকঃ লেখার সাধ্যি মনে হয় না আর কোনো শিল্পীর হবে! কুর্নিশ সুমন দা🌼
@sandipanchakraborty24303 жыл бұрын
মাঝে মাঝে এই মহান শিল্পী কে অস্বীকার করতে ইচ্ছে করে(হয়তো তাঁর রাজনৈতিক ও ব্যাক্তিগত জীবনের জন্য),কিন্তু এই সৃষ্টির জন্য শ্রদ্ধায় এমনিতেইমাথা নত হয়ে যায়।
@lilabiswas90842 жыл бұрын
এই গানটা শুনলেই একটা আলাদা অনুভুতি হয়।যা ভাষায় বর্ননা করা যায় না
@ishitadutta48822 жыл бұрын
@@lilabiswas9084 WAa
@jayantakrghosh Жыл бұрын
মনের কথা বললেন দাদা।❤
@indranilchakraborty325 Жыл бұрын
ওনার শিল্পী সত্বা কে আলাদা করে দেখুন 😊
@rafiulhasan7500 Жыл бұрын
ব্যক্তিগত জীবন কারো সৃষ্টির সাথে সম্পৃক্ত নয়। আর সবাই মানুষ, ভালো-খারাপ, শক্তি-দূর্বলতা নিয়েই মানুষ।
These lines r the best of best in this monumental composition.
@nirmalyajash41052 жыл бұрын
❤️
@kingdomofjoy7726 Жыл бұрын
এই কথামালা ৪ মিনিট দৈর্ঘ্যের গান হতে পারেনা, এটা গানের মহাকাব্য। প্রতিটা শব্দ এক একটি কাব্য, যতবার তুমি জননী হয়েছো ততবার আমি পিতা, কত সন্তান জ্বালালো প্রিয়সী তোমার আমার চিতা। এমন গান শোনার জন্য হলেও আমি বাঙালী হয়েই জন্মাতে চাই বারবার।
@subhasisbhattacharya37213 жыл бұрын
এই অবিশ্বাস্য লাইনগুলি যিনি লিখতে পারেন তাঁর ধর্ম,রাজনীতি,ব্যক্তিগত জীবন চুলোয় যাক। শুধু কথাগুলি গান হয়ে আমার জীবনে বেঁচে থাক।
@suchoritadas96933 жыл бұрын
Suchintito, sundor montobyo ti like na kore parlam na, akdom amar moner kotha likhechhen
@amulyajena69563 жыл бұрын
আধুনিক বাংলার সেরা প্রতিভা?হয়তো ১০০ বছর পর সঠিক মূল্যায়ন হবে। সময়ের থেকে অনেক এগিয়ে।
@rakeshguha97833 жыл бұрын
হ্যাঁ
@muhammadjafor84823 жыл бұрын
@@suchoritadas9693 Hi!
@shohelchowdhury2053 жыл бұрын
Great dada
@themetaenigma4 жыл бұрын
অমরত্বের প্রত্যাশা নেই, নেই কোনো দাবি দাওয়া এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া মুহূর্ত যায় জন্মের মতো, অন্ধ জাতিস্মর গত জন্মের ভুলে যাওয়া স্মৃতি বিস্মৃত অক্ষর ছেঁড়া তাল পাতা পুঁথির পাতায় নি:স্বাস ফেলে হাওয়া এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া কালকেউটের ফনায় নাচছে লখিন্দরের স্মৃতি বেহুলা কখনো বিধবা হয় না, এটা বাংলার রীতি ভেসে যায় ভেলা এবেলা ওবেলা একই শবদেহ নিয়ে আগেও মরেছি আবার মরব প্রেমের দিব্যি দিয়ে জন্মেছি আমি আগেও অনেক মরেছি তোমারি কোলে মুক্তি পাই নি শুধু তোমাকেই আবার দেখব বলে বার বার ফিরে এসেছি আমরা এই পৃথিবীর টানে কখনো গাঙ্গর, কখনো কোপাই, কপোতাক্ষর গানে গাঙ্গর হয়েছে কখনো কাবেরী কখনো বা মিসিসিপি কখনো রাইন কখনো কঙ্গো নদীদের স্বরলিপি স্বরলিপি আমি আগেও লিখিনি, এখনো লিখি না তাই মুখে মুখে ঘেরা মানুষের ভীড়ে শুধু তোমাকেই চাই তোমাকে চেয়েছি ছিলাম যখন অনেক জন্ম আগে তথাগততার নি:সঙ্গতা দিনের অস্তরাগে তাঁরই করুনায় ভিখারিনী তুমি হয়েছিলে একা একা আমিও কাঙ্গাল হলাম আর এক কাঙালের থেকে দেখা নতজানু হয়ে ছিলাম তখনো, এখনো যেমন আছি মাধুকরী হও নয়নমোহিনী স্বপ্নের কাছাকাছি ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড করো প্রেমের পদ্যটাই বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই আমার স্বপ্নে বিভোর হয়ে জন্মেছ বহুবার আমি ই ছিলাম তোমার কামনা বিদ্রোহ চিত্কার দুঃখ পেয়েছ যতবার, জেনো আমায় পেয়েছ তুমি আমি ই তোমার পুরুষ আমি তোমার জন্মভূমি যতবার তুমি জননী হয়েছ ততবার আমি পিতা কত সন্তান জ্বালালো প্রেয়সী তোমার আমার চিতা বার বার আসি আমরা দুজন বার বার ফিরে চাই আবার আসব আবার বলব শুধু তোমাকেই চাই
@erd95663 жыл бұрын
Like dilam. Kotha lekhar jonno
@goutamsaha74393 жыл бұрын
ওই লাইনেটা হবে -- মুখে মুখে ফেরা মানুষের গানে শুধু তোমাকেই চাই
@avishekdutta32533 жыл бұрын
Last er ager line er শেষে hobe jai, chai er জায়গায়. 🙏
@faisalahmed84543 жыл бұрын
ধন্যবাদ
@ajoynath69213 жыл бұрын
এটা কবীর বাউলের পক্ষেই লেখা সম্ভব???
@sajibbairagi341 Жыл бұрын
আহা রে! কি দারুন প্রকাশ। অন্তর আত্মার কথা এইভাবে এই মানুষ টা প্রকাশ করল কিভাবে? জাতীয় পুরস্কার তো এই গানের পাওয়ার কথা ছিল। এটা নিশ্চয়ই পুরস্কারের উর্ধ্বে।
@durjoyde15219 ай бұрын
এক অসাধারণ কন্ঠস্বরের অধিকারী এই শিল্পী। ভালো মন্দ মিলিয়ে এই মানুষটি কিন্তু সত্যি নমস্ব।
@onlywaste1061 Жыл бұрын
প্লাটনিক লাভ কতখানি তীব্র, কি রকমের অবিনশ্বর তার সবচেয়ে শ্রেষ্ঠ অনুধাবন হচ্ছে এই গানটা। প্রেমহীন প্রত্যেক প্রেমিক মনের বুকে সুতীব্র হাহাকার জাগাতে এই গানই যথেষ্ঠ।
@MaxWilson-mr3td7 ай бұрын
Aj jodi Plato beche thakten..?? Jodi ai gaan ti sunten..???
@Reevision0403 Жыл бұрын
"ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড করো প্রেমের পদ্যটাই... বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই।" ❤️
@shreyosheehalder3741 Жыл бұрын
বাংলার এই অহংকারগুলো কেন যে সবাই উপলব্ধি করে না! উফফ! গায়ে কাঁটা দিয়ে গেল। কোন ধন্যবাদই যথেষ্ট নয় আপনার জন্য Kobir Suman sir.
@qumrulamin5434 Жыл бұрын
কি গানের কথা রে বাবা । বাংলা গান কে এক নতুন উচ্চতায় নিয়ে গেলেন । নিজে উঠলেন এক অসাধারণ উচ্ছতায় । কবির সুমন চির কালের । জয় হোক ।
@ZayadHossain10 ай бұрын
❤
@emenglish1712 жыл бұрын
কি দারুণ শব্দচয়ন! সত্যি আমরা শ্রোতারা মুগ্ধ। যত দিন পৃথিবী থাকবে ততদিন এই গান থাকবে।
@krishnendudas60923 жыл бұрын
আমি একটা অপদার্থ,,,, এতো কাছের গান, এত্তো বুকের গান,,,,এতো দিন পর শুনছি 🙏🙏🙏🙏🙏🙏
@Socutebd3 жыл бұрын
Love you
@greenbd12752 жыл бұрын
আমরা আসলেই অপদার্থ আমাদের ধারনাতেই ছিল না বাংলা গানের মধ্যে যে এত সুন্দর গান থাকে
@kamalbasu69553 жыл бұрын
কোনও বিশেষণই যথেষ্ট নয় এই গানের জন্য। শুধু ভাবি এইরকম সৃষ্টি উনি করলেন কীভাবে!!!! কবীর সুমন আপনাকে আমার সশ্রদ্ধ প্রণাম 🙏🙏
@shibanisamanta55872 жыл бұрын
এতো ট্যালেনটেড হয় যে মানুষ টি,যাঁর থেকে এমন সৃষ্টি তৈরী হয় তিনি কিভাবে হারিয়ে গেলেন ভাবলেও অবাক লাগে।
@talesofipsita3 жыл бұрын
"জন্মেছি আমি আগেও অনেক মরেছি তোমারই কোলে, মুক্তি পাইনি শুধু তোমাকে আবার দেখবো বলে" 🥀
@Imamulkhan733 жыл бұрын
প্রেম, বিদ্রোহ, প্রতিবাদ তিনটি একসাথে. আহা! মৃত্যুহীন গান 💜
@miltonroy52863 жыл бұрын
কাল-কেউটের ফনায় নাচছে লখিন্দরের স্মৃতি বেহুলা কখনো বিধবা হয় না এটা বাংলার রীতি
@tumkyahijanogebabu37683 жыл бұрын
আমার শোনা সুমন চাটুজ্জের প্রথম গান এটা ,আমার শোনা প্রিয় বাংলা গান এটাই। মানুষটাকে খারাপ ভাবতাম , আজ বুঝলাম যে মানুষটা এরকম গান লিখতে পারে আর যাই হোক খারাপ নয়💓💓
@sudiptaid10 күн бұрын
aro anek kichu sunun
@jonakbippi2 жыл бұрын
বহু হাজার বার শুনলেও এই গান পুরোনো হয়না... এই অসাধারণ সৃষ্টির সাথে কোথায় যেন ভাবের মিল পাই বিমল করের অপূর্ব উপন্যাস 'স্থাবর' এর
@debjitbiswas2050 Жыл бұрын
Aro besi mil khuje paben bibhutibhusan bandopadhyay er lekha " দেবযান" porle..by the way..sthabor..bimal kar er lekha noi..bonoful er lekha
@MaxWilson-mr3td7 ай бұрын
Yes.. Bibhuti Bhushan Bondapadhya r DEBJAN. Sei Puspo ar Jotin er golpo..🌌🌌🌌
@AbdulBari-lu6yz3 жыл бұрын
কোথায় ছিলাম এমন একটা গান থেকে বঞ্চিত হয়ে। অনেক অনেক সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য সুমন দাদাকে ধন্যবাদ ❤️
@mahbubsiddiqee3434 жыл бұрын
হাজার বছরে এমন একটা গান তৈরি হয় কি না সন্দেহ আছে!
@suchoritadas96933 жыл бұрын
Akdom thik kotha... montobyo ti khub bhalo laglo
@swapankumardey20763 жыл бұрын
হাজার বছরেও নয়।
@Socutebd3 жыл бұрын
right
@subodhdas41979 ай бұрын
Sondehor kono obokasoi nei
@riponhrishi99462 ай бұрын
নিঃসন্দেহে দাদা।
@MDAYMULHASAN Жыл бұрын
সেই কলেজ জীবন ২০০১ সালে ময়মনসিংহের নাসিরাবাদ কলেজ হোস্টেলে প্রথম শুনা এই অবিনশ্বর গান । গানশুনতে যে ব্যাকরণ বই লাগে সেটা এই গান না শুনলে জানতাম না । জাতিস্মর শব্দের অর্থই জানতাম না । বাংলা ব্যাকরণ বই বললো জাতিস্মর মানে যে পূর্বজন্মের কথা স্মরণ করতে পারে । গাঙর অর্থ বড় নদী । এই মহাকাব্যিক গানের সূম্পর্ণ ভাবার্থ আমি এখনো জানি না । কেউ ব্যাখ্যা করলে কৃথার্থ হইবো। এই গানটি আনমনে কথায় যেন নিয়ে যায় আমারে । এটিকে গান না বলে সাধনা সংগীত বা ধ্যান সংগীত বলা ভালো । ________________ অ্যাডভোকেট আয়মুল হাসান সুমন - জুন ২৭, ২০২৩ খৃ: ।
@royalkumar22466 ай бұрын
এই গানটিতে অতীত বর্তমান ও ভবিষ্যতে শৈশব কৈশোর যৌবন ও বার্ধক্য এবং প্রেম দর্শন বিচ্ছেদ ও বিরহের যন্ত্রণা কিংবা ভালোলাগ সব বিরাজমান।
@riponhrishi99462 ай бұрын
দাদা, অসাধারণ মন্তব্য।
@saberasultana50297 күн бұрын
অসাধারণ বললেন
@shibanisamanta55873 жыл бұрын
এই গানটি প্রায় প্রতিদিন ই শুনি।এই গান উনি ছাড়া কেউ পারবেন না।গানের কথা👌👌👌।যুগে যুগে হয়তো একটা এই রকম গান স্মৃষ্টি হয় কিনা জানি না।কি ভরাট গলা👌👌এই গান এক অন্য অনুভূতি তৈরী করে।ভালো থাকবেন গায়ক।
@proshantkarmaker22034 жыл бұрын
এ জীবনে যত বাংলা গান শুনেছি সেরা তালিকায় এটা দ্বিতীয় অবস্থানে রেখেছি। লা জবাব।
@subhadippaul.99054 жыл бұрын
Prothom e konta rekhechen sir.
@TheBengalian4 жыл бұрын
দাদা প্রথমে কোন টা রেখেছেন ??
@mrrajughosh95584 жыл бұрын
দাদা 20 বছর পর শুনলাম গান টা অসাধারণ একটি গান
@debdasdigar52657 ай бұрын
প্রথম কোনটা?
@TomarSchool2 жыл бұрын
কবির সুমনকে মনে রাখতে এই একটা গানই যথেষ্ট। সারাজীবন মনে থাকবে। বিনম্র শ্রদ্ধা ❤️❤️
@moshiur00004 жыл бұрын
অমরত্বের প্রত্যাশা নেই নেই কোন দাবী দাওয়া এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে চাওয়া। মুহূর্ত যায় জন্মের মতো অন্ধ জাতিস্মর গত জন্মের ভুলে যাওয়া স্মৃতি বিস্মৃত অক্ষর ছেঁড়া তাল পাতা পুঁথির পাতায় নিঃশ্বাস ফেলে হাওয়া এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া। কাল-কেউটের ফনায় নাচছে লখিন্দরের স্মৃতি বেহুলা কখনো বিধবা হয় না এটা বাংলার রীতি ভেসে যায় ভেলা এবেলা ওবেলা একই শবদেহ নিয়ে আগেও মরেছি আবার মরবো প্রেমের দিব্যি দিয়ে। জন্মেছি আমি আগেও অনেক মরেছি তোমারই কোলে মুক্তি পাইনি শুধু তোমাকে আবার দেখবো বলে বার বার ফিরে এসেছি আমরা এই পৃথিবীর টানে কখনো গাঙর কখনো কোপাই কপোতাক্ষর গানে। গাঙর হয়েছে কখনো কাবেরী কখনো বা মিসিসিপি কখনো রাইন কখনো কঙ্গো নদীদের স্বরলিপি স্বরলিপি আমি আগেও লিখিনি এখনও লিখিনা তাই মুখে মুখে ফেরা মানুষের গানে শুধু তোমাকেই চাই। তোমাকে চেয়েছি ছিলাম যখন অনেক জন্ম আগে তথাগত তার নিঃসঙ্গতা দিলেন অস্তরাগে তারই করুনায় ভিখারিনী তুমি হয়েছিলে একা একা আমিও কাঙাল হলাম আরেক কাঙালের পেতে দেখা। নতজানু হয়ে ছিলাম তখন এখনো যেমন আছি মাধুকরী হও নয়নমোহিনী স্বপ্নের কাছাকাছি ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড কর প্রেমের পদ্যটাই বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই। আমার স্বপ্নে বিভোর হয়েই জন্মেছ বহুবার আমি ছিলাম তোমার কামনা বিদ্রোহ চিৎকার দুঃখ পেয়েছ যতবার জেনো আমায় দিয়েছো তুমি আমি তোমার পুরুষ আমি তোমার জন্মভূমি। যতবার তুমি জননী হয়েছ ততবার আমি পিতা কতো সন্তান জ্বালালো প্রেয়সী তোমার আমার চিতা বার বার আসি আমরা দুজন বার বার ফিরে যাই আবার আসবো আবার বলবো শুধু তোমাকেই চাই।
@mathclass15643 жыл бұрын
Emn gaan sumon er pokhkhei lekha somvab
@kallolmukherjee9553 жыл бұрын
Sumon apni mone hoy ei rokom r 1ta lekhar dorkar nei , Jebone r kono mullyabodh ache ki?
@muhammadjafor84823 жыл бұрын
❤️❤️❤️
@moazzamkhan8404 Жыл бұрын
বাংলা গানের এক দিকপাল। অনবদ্য সৃস্টি অসাধারণ সৃস্টি । শ্রদ্ধা শ্রদ্ধা কবির সুমন
@jayantapathak46043 жыл бұрын
এ গান শুনেছি প্রকাশ হতেই। সময়ের দাবিই তো এই সৃষ্টি করে। কতটা অভিমুখী হলে,তবে সুমন হতে পারেন দিশাপথিক। গান টি শুনে, বিভূতিভূষণের "দেবযান" উপন্যাস সারা দেয়। সর্বাথে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই, স্রষ্টা, শিল্পী, কলাকুশলী ও প্রচারকদের। নিজের মতো করে জীবন ও যাপন সহজ নয়। যা সুমনের সহজাত। ভালো থেকো বন্ধু।
@DulalChMaity-te6vy Жыл бұрын
অসাধারণ।অনেক বড় মাপের মন,মেধা।অন্যসব কিছু তুচছ।গানের ভাষা,সাহিত্য চিরনতন জীবন বোধ।কবি সুমন তুমি অমর হয়ে থাকবে।
@martinfisher820011 ай бұрын
Thik bolechhen dada... Bibhuti bhuson er DEBJAN er kotha mone porlo..❤❤
@tilakkumarpuilya63504 жыл бұрын
এই গান শুনে হৃদয় ভোরে উঠে, মুমুর্ষু মানুষ তার আয়ু ফিরে পায় । এই গানের নোটেশন টিউটোরিয়াল ক্লাসে দিন দয়া করে আমি শিখতে চাই । অসাধারণ গান ।
@ashishrahman49553 жыл бұрын
প্রেম, বিদ্রোহ, প্রতিবাদ তিনটি একসাথে. আহা! মৃত্যুহীন গান
@kabita8629Күн бұрын
বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই।❤
@sumaiyaroshni75274 жыл бұрын
বার বার আসি আমরা দুজন বার বার ফিরে যাই ,যতবার এই গান টা শুনি ততোবার এর প্রেম নতুন করে পড়ি।I love the song ❤
@targetwbcs637 Жыл бұрын
অসাধারণ একটা সৃষ্টি l যে সৃষ্টির কেবল শুরু আছে, কোন শেষ নেই!🙏
@ApurbaPaul3 жыл бұрын
গানটা প্রথম শুনি জাতিস্মর সিনেমাতে, তারপর অনেক খুঁজেছি অফিসিয়াল ভার্সন। প্রথমে অবাক হয়েছিলাম যে জাতিস্মর সিনেমার সব গান গুলো থাকলেও এই গানটা এখনো নাই, তারপর জানলাম যে এটা অনেক আগের লেখা গান। তা সত্ত্বেও অফিসিয়াল ভার্সন অনেকবার খুঁজেছি, উনফিসিয়াল ভার্সন পেলেও শুনতে মন হতো না। এর মাঝে কবে যে অফিসিয়াল ভার্সন টা আপলোড করা হয়েছে খেয়ালই করিনি, যাইহোক, অফিসিয়াল ভার্সন আপলোড করার জন্য ধন্যবাদ।
@sauvikpaul38233 жыл бұрын
আমিও খুজছিলাম এই অসামান্য সৃষ্টি।
@goutamsaha74393 жыл бұрын
সুমন নিজেও হয়তো আর নিজেকে অতিক্ৰম করতে পারবেন না| প্রতি প্রজন্ম যেন একজন সুমন পায়|
@SouravDas-mk6pz Жыл бұрын
বাঃ খুব সুন্দর বললেন
@mainulbappe87242 жыл бұрын
আহা.. কি দারুন কথামালা! যেনো হাজার বছরের প্রতিটি প্রেমিক মনের গুপ্ত হাহাকারের কথা গুলো যেনো.. সুমন তার ঈশ্বরের দানে প্রাপ্ত দূর্লভ ও মহান সৃষ্টিশীল ক্ষমতার মাধ্যমে কোটি কোটি ভক্ত শ্রোতার মধ্যে ছড়িয়ে দিতে পেরেছেন। 👌👍😍❤️❤️ ধন্যবাদ ও কৃতজ্ঞতা সুমন কবীর কে.. এমন চির স্মরনীয় দারুন সৃষ্টির মাধ্যমে....!!! 🌹🌹❤️❤️
@SubhaDiary2 жыл бұрын
এক কালজয়ী প্রেমের গান। যার প্রকাশ আর কোনও শব্দে সম্ভবপর নয়। প্রণাম কবীর সুমন!!
@goutamduttabaduria88692 жыл бұрын
অপূর্ব গান , হাজার বার শুনলেও বিরক্ত বোধ করবো না ۔۔۔ ধন্যবাদ সুমন দা কে
@jobaerahmed70714 жыл бұрын
এটা গান না। এটা একটা জীবনবোধ। এত সুন্দর একটা গান লিখতে পারলে বা গাইতে পারলে এই নশ্বর জীবনে আর কিছু চাওয়ার থাকে না।
@suchoritadas96933 жыл бұрын
Sombhob sundor apnar montobyo ti
@choton20073 жыл бұрын
Cinema(jatiswar) ta sesh hobar por ei gan ta. Ahh cinema ta bhalo laglo kintu gaan ta jeno book bhoriye dilo. Suman sir ke dhonnobad emon ek ta gaan upohar debar jonno🙏🙏🙏
@দিশারীআইকেয়ারলক্ষ্মীপুর3 жыл бұрын
স্মৃতির পাতায় মন্তব্য রেখে গেলাম।পরিচিতরা এসে দেখবে গানগুলো আমাদেরও কত প্রিয় ছিলো। I left a comment on the memory page. Acquaintances will come and see how much the songs were dear to us.
@mr.soumarya35442 жыл бұрын
হাজার বছরেও কেউ এত ভালো লিখতে পারবেনা। আপনি সত্যিই ঈশ্বরপুত্র
@ahammedomershorif13032 жыл бұрын
পুরোনো হবার নয়। সেই ২০০৬ থেকে শুনছি। গানটাও যেন জাতিস্মর হয়ে ফিরে ফিরে আসে... ❤️
@mdsanaullah25203 жыл бұрын
ধন্যবাদ জানাই কাবীর সুমন স্যার কে, এমন একটা গান উপহার দেওয়ার জন্য, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত এর পর শুধু আপনার লেখা গান গুলোই হৃদয় শুয়ে যায় ❤❤❤
@bedouin84872 жыл бұрын
এটি কোন গান নয়, এটি একটি মহাকাব্য। ❤️❤️
@riponhrishi99462 ай бұрын
সহমত।
@kamruzzamanrahat35113 жыл бұрын
আমি গর্বিত বাংগালী, কারন আমার একজন কবীর সুমন আছে।
@সাবিনাইয়াসমিন-ফ৮জ3 жыл бұрын
১৯৯৯ সালে আমার ভাইয়ের কাছ থেকে জন্মদিনের গিফট হিসেবে 'দোসর' নামে একটা অডিও ক্যাসেট পেয়েছিলাম। সেখানে চমৎকার কিছু গান ছিলো। যার মধ্যে এই গানটাও ছিলো। তখন থেকেই আমার খুব প্রিয় একটি গান জাতিস্মর।
@sridamkar24029 ай бұрын
অসাধারণ শব্দ চয়ন ও গানের সৃষ্টি যা প্রকাশ করার মত ভাষা আমার কাছে নেই। তাই কবি...প্রনাম 🎧 🙏
@parnachatterjee25383 жыл бұрын
শুধুই কবিতা হয়েই বেঁচে থাকবে। কি লেখা ! জীবন্ত কিংবদন্তী।
@tusharimran63128 ай бұрын
যতবার তুমি জননী হয়েছ ততবার আমি পিতা কত সন্তান জ্বালালো প্রেয়সী তোমার আমার চিতা বার বার আসি আমরা দুজন বার বার ফিরে চাই আবার আসব আবার বলব শুধু তোমাকেই চাই 💙💙
@riponhrishi99462 ай бұрын
এই গানটা আমার এক সহপাঠী আমাকে দিয়েছে। প্রথম বার শুনেই মনোমুগ্ধ হয়ে গেলাম। এমনও গান হতে পারে! এক গানের মধ্যেই মানব জীবনের সম্পূর্ন চিত্র ফুটিয়ে তুলেছে।
@sarmadora5482 Жыл бұрын
এতো ভালো গান..! যদি না শুনতে পেতাম সবটাই বৃথা হত 🙏 অসাধারণ পরিবেশন অন্তর থেকে মুগ্ধ করেছে প্রতিটি ছন্দ ❤❤
@rhsumon5073 жыл бұрын
সর্বকালের সেরা ৫ বাংলা গানের ১টা আজীবন থাকবে। 🧡
@Socutebd3 жыл бұрын
Right
@Adwitiyasantra2 жыл бұрын
Baki 4 te ki janar icche roilo
@avishekchaudhuri9321 Жыл бұрын
@@Adwitiyasantraআমার কাছে "প্রথম সবকিছু" আরেকটা
@sayan_tan Жыл бұрын
@@Adwitiyasantra1. Mon re krishi kaj jano na. 2. Kotoi rongo dekhi duniyay. 3. O alor pothojatri. 4. Dhono dhanye pushpe bhora.
@abdulmannan89933 жыл бұрын
বাংলা সঙ্গীতের এক অনন্য প্রখর প্রতিভা। সালাম, হাজার সালাম ও স্যালুট সুমন কবীরের জন্য।
@mralamin85825 ай бұрын
আহা !! দেহ, মন জুড়িয়ে যায়। কি মোহনীয় সুর আর কথা...
@nasimaassistantdirector35473 жыл бұрын
বলার ভাষা নেই। সব ভাষা সব এই গান দখল করে নিয়েছে। আমি শুধু তোমাকেই চাই।
@afmatiquzzaman25942 ай бұрын
হাজারবার শুনলেও আবার শুনতে মন চায়,আহ্ কি সুর, কি কথা! এই একটা গানের জন্যই অমর হয়ে থাকবেন সুমন চট্টোপাধ্যায়, প্রিয় কবীর সুমন।
@foodparavlog5262 жыл бұрын
সত্যিই এই লেখা আর অসম্ভব🥺🔥 মানুষ টা সত্যিই ঈশ্বর পুত্র❤️
@baniknipa48183 жыл бұрын
সত্যি এমন গানের কথা আর দরদে গলায় গান শুধু সুমন দাদার পক্ষেই সম্ভব
@muhammadsami45873 жыл бұрын
সুন্দর,সুন্দর,সুন্দর!! যতবার শুনি ততবার অদ্ভুত এক অনুভুতি আমার মাথার মধ্যে অনুভব করি❤️❤️
@rahuldutta863 жыл бұрын
This is not a song, this is the total jest of Bengali Literature. to understand every word of this song, one must be familiar with various bengali folk literature. This is an epic, as equal to the creations of Rabindra Nath Tagore.
@MohorMom3 жыл бұрын
Totally agree with you.. But Sorry ekta chhotto correction kore neben, please please kichu mone korben na.. Correction ta kore Nile amar comment ta uriye dite pari .. Jest is ভাঁড়। হঠাৎ চমকে উঠলাম যে বাকী কমেন্টটা ইতিবাচক তবু ভাড়ামো বলছেন কেন? আপনি যেটা বলতে চেয়েছেন সেটা GIST. Please change Kore nin spelling ta..
@SagarPal-jk9ws Жыл бұрын
এটি একটি জীবনবোধের কাব্য। বাংলা গানের ইতিহাসে এমন গান হাজার বছরে দু'একটা পাওয়া যায়।
@kritiofficial23 жыл бұрын
এমন অবিশ্বাস্য কথার মালা দিয়ে গান সাজানো শুধুমাত্র কবীর সুমনের দ্বারাই সম্ভব।
যত শুনি ততই মুগ্ধ হয়ে যাই।অসাধারণ কথা যা কেবল কবির সুমনের পক্ষেই লেখা সম্ভব।
@sejutyislam52333 жыл бұрын
এত সুন্দর লিরিক্স। বার বার শুনলেও মন ভরে না ❤️
@danialaron506511 ай бұрын
সত্যিই ক্ষ্যাপা হতে প্রতিভা লাগে। তোমার এ ক্ষ্যাপামি থাকুক অনন্তকাল।
@erd95663 жыл бұрын
অসাধারণ কথা ।সুন্দর সুর ।আর কন্ঠ স্বর কী অপূর্ব
@pkbandopadhyaya87632 жыл бұрын
যতবার শুনি মেটেনা যে স্বাদ যায়না পূরণে চলে , জনমে জনমে জাতিস্বর হবো আবার শুনবো বলে ।।
@SURPAHELI2 жыл бұрын
"সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো সেই তো তোমার ভালো" সুমন আপনি অদ্বিতীয়🙏
@riponalbert65777 ай бұрын
জীবনে মরণে দেশপ্রেমের এক অনবদ্য কালজয়ী গান 🙏🏼
@mursalinshah754 жыл бұрын
অসাধারণ একটি গান ।মন ছুঁয়ে যায় ।কবির সুমন আপনাকে অনেক ধন্যবাদ ।
@debashischatterjee99218 ай бұрын
কোনো প্রশংসার ভাষাইআপনার জন্য যথেষ্ট নয় 👍👍
@basicideas243 жыл бұрын
এমন সব অনুভূতির প্রকাশ শ্রদ্ধেয় গৌরীপ্রসন্ন মজুমদার আপনার দ্বারাই সম্ভব ❤️
@aponbiswas20243 жыл бұрын
আমি যে কতোবার শুনি এটা,,, তবুও মন ভরেনা,,, আমি চাইনা মন ভরুক আমি প্রতিদিন শুনতে চাই এটা।।।অমর গান
@BLOGICON Жыл бұрын
ভাগ্যিস বাংলাদেশে জন্ম হয়েছে । নয়তো এ গানের কথাগুলো বুঝতেই পারতাম না। অমরত্বের জন্য একটা গানই যথেষ্ট 💙💚🤍♥️🧡
@signbd64269 сағат бұрын
অমরত্বের প্রত্যাশা নেই, নেই কোনো দাবি দাওয়া এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া । এই দুই লাইন বেস্ট...
@saikathalder54803 жыл бұрын
রাজনৈতিক প্রেক্ষাপট বাদ দিয়ে কবীর সুমনের প্রতিভা টা এখানে বড় করে দেখা হোক।
@AbhisInfoToday3 жыл бұрын
কি অসাধারণ লেখা। প্রতিটা শব্দ মনে দাগ কাটে। এই জন্যই কবির সুমন লিজেন্ড।❤️
@rasendrakumardasworker97263 жыл бұрын
আমি গানপাগল এক লোক। সব ধরনের গানই আমার পছন্দ। তারপরও আমার বিশেষ পছন্দের বিশেষ কয়েকটি গানের মধ্যে আমার প্রিয় গান এটি।
@mitabhattacharya74793 ай бұрын
...... মুক্তি পাইনি, শুধু তোমাকেই আবার দেখবো বলে,,, কোন নশ্বর মানুষ একথা কিভাবে লিখলেন!!!!!! 💞💞💞💞💞🥺🥺🥺🥺
@wahhab913 жыл бұрын
I often get goosebumps when I listen to it. I believe no one has the power to compose such a spellbinding lyric.
@jagannathsarker92993 жыл бұрын
এমন গান একটা লিখে জীবনপাত করা যায়।
@dr.nazmulislambappi3172 ай бұрын
ইহা গান নয়, মহাকাব্য ইহা বুঝার ক্ষমতা আমার মত অধমের পক্ষে সম্ভব না বোঝা ❤ যত বা শুনি ততবারই ভালো লাগে
@neo88432 жыл бұрын
গত ৫০ বছরের মধ্যে সেরার সেরা।। কোন তুলনায় যাচ্ছি না। এই গান টি সুমন কে অমর করে দিয়েছে। অবিস্মরণীয় অবদান।।
@dipanjangupta6322 жыл бұрын
সেরার সেরা ??? নচিকেতার বৃদ্ধাশ্রম এর ধারেকাছেও নয় এটা
@Shohan-vr2db Жыл бұрын
@@dipanjangupta632 বৃদ্ধাশ্রম গানটা এই গানের একটি লাইনেরও ধারের কাছে নেই।
@shamimrezasagor25803 жыл бұрын
I never get tired listening to this song.It makes me feel like a jatiswar like Jibonanondo's "Abar asibo fire" although i don't believe in these stuffs ..The lyric and the tune will never become old.May be this song itself will be a jatiswar. and Kabir sumon has created the absolute music i feel.My heartiest respect for him.It's our luck that we lived in your era,Sir. "বারবার আসি আমরা দু'জন বারবার ফিরে যাই আবার আসবো আবার বলবো শুধু তোমাকেই চাই"
@Apu_Hasan2 жыл бұрын
উফ এই একটা গান সারাজীবন পাগল করে রাখলো! মাথায় বসে গেছে এই কথা, এই সুর, এই গান। সুমন দা আপনি গ্রেটের চাইতেও বেশি কিছু ❤️
@deephossain72132 жыл бұрын
স্বরলিপি, অনুভূতির এক অন্য মাত্রা। ❤️❤️❤️
@sonalisharma3583 жыл бұрын
" তোমাতে ডুবে যেতে পারলে ওহে মতিবিল অমরত্ব চাইবো না!" ----- এমনই মনে হয় যত শুনি এমন গান। এগুলো ঠিক গান নয় ,এগুলো নিজেকে খোঁজা, অন্বেষণ করা নিজের গল্পে নিজেকে।❣️
@reflection64952 жыл бұрын
Jotobar suni totobar mone hoi aro suni. সুমন বাবু পক্ষে এই সৃষ্টি samvab. গায়ে কাঁটা দিয়ে ওঠে.. গান আর কন্ঠ কানে আসলে.
@monymony36623 жыл бұрын
Omorotter prottasar ki’e ba proyojon, jini amon jibon gatha likhte paren tini omor na hoye ki paren! Osssadharon!!!
@champakghosh117 ай бұрын
আপনি যখন কারো স্তাবকতা করেন , বিশ্বাস হয় না!! আপনি সেই একই কবীর সুমন।।
@basudevpaul97310 ай бұрын
এ গানটা এক বার শুনলে ১০০ বার তোমার কথা মনে পড়ে। এ গানটা শুনেছি অগণিত বার,,,,,, ❤️❤️
@shahalam01973 жыл бұрын
অনেক বছর ধরে গানটা আমার প্রতিদিন সঙ্গী।জানিনা আর কোন গান এরকম আছে কিনা যেটা এতদিন শোনার পরেও তার আবেদন কমবে না বরং বাড়বে।কবীর সুমনকে তাই অন্যকোন পরিচয়ে চেনার কোন আগ্রহ নেই আমার। এরকম একটা গানের স্রষ্টা তিনি এর থেকে বড় পরিচয় আর হতে পারেনা।অমর সৃষ্টি অমর স্রষ্টা।
@modelcreationpradippaul98193 жыл бұрын
অসাধারণ গানের লেখনী, ভাবা যায়না। সত্যি কবি সুরনেই পারে এমন লিখতে
@aninditamukherjee433 жыл бұрын
"Abar asbo abar bolbo sudhu tomakei chai "...apnar gan er sad r onno keo kokhono j ditei parbena...apni apni e theke jaben ❤️
@britterbaireybengaliaudio20002 жыл бұрын
এই গান কোনো মহাকাব্যের থেকে কম নয়।এ ঐশ্বরিক ❤❤ শুধু শ্রষ্টার জন্য করুণা হয়।
@sharmista72385 ай бұрын
মুগ্ধ হলাম গায়ক তোমার স্বরে, অসাধারণ শব্দ চয়ন, 🙏🏻