প্রায় ২৫ কিমি দূরে হৈমন্তিদির প্রোগ্রাম শুনতে গেছি।সন্ধ্যা থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি।মন খারাপ।অবশেষে রাত ৮টা নাগাদ স্টেজে উঠে এই গানটাই প্রথম গাইলেন।আমি ভাগ্যবান সেদিন ওনার গান সরাসরি উপভোগ করেছিলাম।
হেমন্ত- হৈমন্তী -- একজন অপরূপ সুরসৃষ্টিকর্তা এবং অপরজন অপরূপ সুকন্ঠী! এমন গান তো তৈরি হবেই।।
@gchakraborty86734 жыл бұрын
Rightly said...you are very true ,sir...
@anupbera60002 жыл бұрын
কম বয়স থেকে শুনছি। এখনও সমান ভাবে জনপ্রিয়।অমর,অমর সৃষ্টি। যেমন কথা, তেমন সুর, তেমন গায়কী। যতদিন জগৎ থাকবে, ততদিন এই গান থাকবে। আমরাও সুরের মূর্ছনায় সিক্ত হতে থাকছি এবং থাকব। ধন্যবাদ।
@payelsutar78852 жыл бұрын
ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না আমার এতো সাধের কান্নার দাগ ধুয়ো না সে যেন এসে দেখে পথ চেয়ে তার কেমন করে কেঁদেছি ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না দোহাই গানের বীণা মনকে ভরে তুলো না দোহাই গানের বীণা মনকে ভরে তুলো না দেখেই তাকে ব্যথার এ গান ভুলো না সে যেন এসে শোনে তার বিরহে কী সুর আমি সেধেছি ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না ক্লান্ত প্রদীপ ওগো হঠাৎ আলোয় ফুটো না ক্লান্ত প্রদীপ ওগো হঠাৎ আলোয় ফুটো না দেখেই তাকে উজল হয়ে উঠো না সে যেন এসে জানে কোন আঁধারে এ রাত আমি বেঁধেছি ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না আমার এতো সাধের কান্নার দাগ ছুঁয়ো না সে যেন এসে দেখে পথ চেয়ে তার কেমন করে কেঁদেছি ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না
@remanreman78603 жыл бұрын
যখন ছোট্টো ছিলাম বাড়িতে এই গান গুলো শুনে শুনে বড় হয়েছি.. এখন হঠাৎ করে যখন গান গুলো কোথাও শুনি.. মনে হয় কত ই মিষ্টি.. কত ই মধুর ছিল গান গুলো
@johirtelecom77132 жыл бұрын
সেই ছোটে থেকে শুনে আসছি, এখনো শুনি, আমাদের সন্তান রা এসে শুনবে, তাদের বাবা দের, রুচি কতটা মধুর
@tapanmajumder41079 ай бұрын
অনেক অনেক ধন্যবাদ। তবে অবশ্যই আপনাদের মতো ভদ্র বা উন্নত মনের বাবা মায়েদের পরিবারেই তাদের সন্তানদের ক্ষেত্রে এমনটা হবে। বর্তমানে হয়তো আমাদের অধিকাংশ বাবা মায়েদের অধঃপতন ঘটেছে।
@zillurrahman25992 жыл бұрын
হৈমন্তী শুক্লা ~ অসাধারণ গানের কথা ও কন্ঠ! শত বছরেও পুরাতন হবার নয়। ❤️....
@dilipkumargupta.33743 жыл бұрын
এই অপূর্ব অসাধারণ কণ্ঠস্বর বারবার শুনতে ইচ্ছে করে।
@AbdulHakim-yb1mu2 жыл бұрын
আমি এ প্রজন্মের। আগ্রহ নিয়ে পুরনো গান শুনতে এসেছি। শুনতে এসে অভিভূত হয়েছি। এত সুন্দর গান! এতো সুন্দর গানের কথা! অনবদ্য। চমৎকার। ❤️
@ironclawyt43912 жыл бұрын
🥺 আমার দাদুভাই এইসব গান শুনতে খুব ভালবাসত কিন্তুু উনি এখন আর নেই ২১ এর ঢেউ উনাকেও চিরকালের জন্য নিয়ে গেল এখন এইসব গান শুনে উনাকে স্মরন করি 😔
@afranonuvob2 жыл бұрын
আমার মতো আর কে কে আছো যারা আগেকার দিনের গান শুনতে ভালোবাসো🥰
@mamunbarman6122 жыл бұрын
🙋
@gopasingha6910 Жыл бұрын
Ami
@pangkojsarker6468 Жыл бұрын
আমি আছি ভাই।
@sukhimoni7826 Жыл бұрын
🖐️🖐️🖐️🖐️🖐️
@nabarunroy1763 Жыл бұрын
Ami sunchi
@Sajjad14363 жыл бұрын
শিল্পীর কণ্ঠ শুনব নাকি গানের কথা??.সত্যি অসাধারণ.... ❤️❤️❤️❤️❤️❤️❤️
@ShashiRahman3 жыл бұрын
বৃষ্টির দিনে বৃষ্টির গান শুনতে কার না ভালো লাগে??? আহা কি সুর!❣️
@mdjahangirkabir56592 жыл бұрын
Touch my heart.
@kuntalghosh4399 Жыл бұрын
খুব ভালো একটা গান, যত বার শুনি মনটা ভরে যায়, অনেক প্রনাম ভালোবাসা হৈমান্তিক দিদি, খুব ভালো থাকবেন 🙏
👍অপূর্ব! এক কথায় এত মধুর কণ্ঠস্বর ও মধুর সুর বর্তমান দিনের গানের মধ্যে পাওয়া খুবই দুর্লভ। অসাধারণ! 👌👌👌
@StudyforGovtjobs-rj8vu3 жыл бұрын
হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠ ঈশ্বরপ্রদত্ত বলি আমরা,আর এইরকম অসামান্য সুর যে কত সৃষ্টি করেছেন উনি !
@milankantidebmilandeb6477 Жыл бұрын
প্রখ্যাত কণ্ঠশিল্পী মাননীয়া হৈমন্তী শুক্লার এইসব সুমধুর গান গুলো বারবার শুনতে ইচ্ছে করে। উনাকে প্রণাম ❤❤🎉🎉🎉
@krishnenduparmanik96793 жыл бұрын
অসাধারণ লিরিক্স,প্রাণ ঢালা গাওয়া।সত্যি মৃত মানুষও জীবিত হয়ে উঠবে।দারুন লাগল।দারুন!
@merinakter83142 жыл бұрын
মনের অজান্তেই কখনো কখনো গানটা গেয়ে ফেলি। অসম্ভব ভালো লাগার একটা সংগীত।
@sinalsabab85453 жыл бұрын
এই গান গুলোর মর্ম সবাই বুঝবে না।সেটাও ভালো কিছু জিনিস আড়ালে থাকাই ভালো।প্রায়ই শুনি অন্যরকম ভালোলাগে।
@sadhinsardar4780 Жыл бұрын
সূর্য উদয় আর গানের সুরের খুব মিল খুঁজে পাই। সকালের মিষ্টি রোদের কোমলতা আর সুরের কোমলতা যেন সকালের মহূর্তকে আরও সুন্দর করে তোলে।মনে হয় আধুনিক যুগেও যেন হারিয়ে যায় অতীতের স্বর্ণ যুগে।মাঝে মাঝে মনে হয় সেই জন্ম বুঝি সেই অতীতের স্বর্ণ যুগে।এতো বন্ধু স্বজন থাকলেও তাদের মাঝে আমি শুধু এমন গান শুনে থাকি।তবে বেশ ভালোই লাগে।
@dr.debiprasadpal46423 жыл бұрын
Immortal enthralling song of the world. The female voice setting is properly choice for the song. Long live Haimanti Sukla.
@shaykhulislam63193 жыл бұрын
কি অসাধারণ সুর অসাধারণ কথা এদের মত শিল্পী আর কখনো জন্ম হবে না ।আজকাল তো সুর ও নয় কথা o nay
@learningearning19732 жыл бұрын
সে যেন এসে দেখে পথ চেয়ে তার কেমন করে কেঁদেছি কি অপূর্ব কথা। বর্তমান দিনের গানগুলো তো সমাজকে নষ্ট করছে, শুদ্ধিকরণ করতে হলে এই গানগুলো আকাশে বাতাসে মুখরিত হওয়া উচিত
@tarasankarchakraborty1288 Жыл бұрын
অনবদ্য গায়কী ।অনবদ্য সুর। প্রাণ ভরে যায়। মন ভরে যায়।
@sreeojith2239 Жыл бұрын
দিদি আপনার গান যত শুনি তথ শুনতে ইচ্ছে করে আপনার মধ্যে কী জাদু আছে ভগবান জানেন। ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি।
@চন্দ্র-প৪ঢ3 жыл бұрын
আজ বৃষ্টির দিন, বৃষ্টির গান শুনতে কার না ভালো লাগে??? আহা কি সুর, কি যে গানের অর্থ! 🥰🥰🥰
@dr.nabirhossain7353 жыл бұрын
thik bolecen
@sreeojith2239 Жыл бұрын
দিদি কী অপূর্ব সুন্দর গান পরিবেশন করলেন আপনাদের মতো শিল্পী ফিরিয়ে আসিবে না এই সংসারে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি।
@anupanto2 жыл бұрын
চিরায়ত সঙ্গীত। যতদিন সঙ্গীত থাকবে ততোদিন এসব গান থেকে যাবেই। ❤️
@mst.sharminakter8005 Жыл бұрын
তার সাথে অভিমান, বৃষ্টিস্নাত সকালবেলা... জানালার কাছে বসে বৃষ্টি দেখি আর গান শুনি♥️... সে ভালো থাকুক♥️
@sathisett67154 жыл бұрын
অপূর্ব সুন্দর কণ্ঠস্বর ও গানের কথা শুনে মন ভরে যায়।
@Md.SaidulIslam-ux2cw2 ай бұрын
"পৃথিবীর এত কোটি মানুষের ভিড়ে সেই নিদিষ্ট মানুষের জন্যই ভালোলাগা; সেই নিদিষ্ট মানুষের জন্যই মন খারাপ করা। তাকেই স্মরণ করা, তার প্রতিই মোহিত হওয়া। অদ্ভুত না বিষয়গুলো.......?? আসলেই অদ্ভুত!" (আবির আহসান)
@mdsurujali94332 жыл бұрын
বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর আমি গান টা শুনছি, আহ কি মায়াময় কন্ঠ ❤️❤️❤️ ২৩ আগস্ট ২০২২
@shahiomranrahat Жыл бұрын
এ সুর হাজার বছর ধরে বেচে থাকবে।
@mohammadrafik57873 жыл бұрын
এখন ২০২১ সাল দুইশ বছর পরও মানুষ এই গান শুনবে
@upamamajumder51283 жыл бұрын
একদম👍🏻
@shaktibarik80373 жыл бұрын
অবশ্যই
@banabithibag67753 жыл бұрын
Akdom👍❤️
@sohanurrahmanshawn85203 жыл бұрын
দুইশ বছর পরে পৃথিবীই তো নাও থাকতে পারে।
@sumantajash99423 жыл бұрын
Apni sunchen ekhon 200 years ager song ?? Pagol lok sob !!!
@shazzadsobuj8792 жыл бұрын
প্রেমের জন্য মানুষ সৃষ্টি নতুবা আল্লাহর ইবাদতের জন্য ফেরেশতার অভাব ছিল না!!
@dilipkumargupta.33743 жыл бұрын
❤️ সত্যি, সে আর এলো না, চোখের জলও দেখাতে পারলাম না, অপূর্ব! অসাধারণ! চমৎকার! দারুন কণ্ঠ, গান শুনে মন ভরে গেল।💚 🙏
পুলক বাবুর লেখা হেমন্ত দা'র যেমন সুর তেমনি হৈমন্তী শুক্লা'র কন্ঠ আহা পুরো জমে ক্ষীর😉
@sudipachowdhury68144 жыл бұрын
দারুণ।আমার খুব প্রিয় গান।ধন্যবাদ দিদি তোমাকে।অসাধারণ ।
@rabindranathsarkar7563 Жыл бұрын
আহ্ তার বিরহে সব কান্না যদি ঝরে যেত এমন কান্না - তুমি একটু তাও বলে দাও না ,,,, অনাবদ্য মিষ্টিকন্ঠী চিরকালের প্রিয় শিল্পী ❤
@debjanikhamrui76412 жыл бұрын
আজ আমাদের এখানে ২০২২ এর প্রথম বৃষ্টি হলো, আজকের দিনে এই গানটি শুনতে ভীষণ রকম ভালো লাগছে। 🌧❤🌧❤🌧
@saikatpathak86333 жыл бұрын
২০০০ সালে জন্মগ্রহণ করেছি, খুব ছোটো বেলা থেকে এসকল গান শুনেছি তাই এগুলো আমার কাছে একএকটা নস্টালজিয়া।
@alipkumar1214 жыл бұрын
2050 saler jonno comment ta korlam.. Jara akn o aey gan gulok like koro... Lovely...song...
@hsmshawonahmed3 жыл бұрын
same to you..
@debapriyachakraborty3444 жыл бұрын
Haimanti Sukla Er Bengali Gaan Gulo Khub Sundor... Ei Gaan Ta Besi Kore Valo Lage Amar... I Love Haimanti Sukla
@debashisbanerjee45272 жыл бұрын
মধুর চেয়েও মিষ্টি গলা , একেই বলে গান ।
@amichakraborty1423 ай бұрын
সুসময়ে প্রিয় মানুষ টা কে শুনিয়েছিলাম গানটা...সুসময় টা স্মৃতি হয়ে রয়ে গেলো আর প্রিয় মানুষ টা অন্য কারো......
@shisirhalder23653 жыл бұрын
এ গান কখনও পুরানো হবে না ❤️❤️❤️❤️
@sreeojith2239 Жыл бұрын
কী অপূর্ব সুন্দর গান পরিবেশন করলেন অসাধারণ আমি কি করবো বুঝলো না এই পাগলের দল। আপনাকে অসংখ্য ধন্যবাদ রইল।
@topicontop60155 күн бұрын
আজকের প্রজন্মের অনেকেরই এই গানটি ভীষণ পছন্দের। কিন্তু তারা হয়তো জানেও না, এই স্বর্গীয় সুর সৃষ্টি কিংবদন্তি হেমন্ত মুখোপাধ্যায়ের 🙏🙏🙏
@MdAbRohim-hf2sd3 жыл бұрын
আমার প্রিয়তমা এই গানটা স্কুলের প্রোগ্রামে গাইতো,,,আজ ২০২১ সালে এই গানটা শুনতেছি,,,কিন্তু সে এখন অন্য কারো ঘর সামলানো নিয়ে ব্যস্ত আছে ,,
@ujjwalkumarsana94213 жыл бұрын
Sriti tai onek
@dr.nabirhossain7352 жыл бұрын
Sorry
@almujahid3411 Жыл бұрын
সে যেনো এসে দেখে, পথ চেয়ে তার কেমন করে কেঁদেছি। 😭😭😭😭 আহ্ গানের কথা 😊😊😊😊
@musarofhosen96093 жыл бұрын
কষ্টের কান্না সুখের কান্না সেই অনুভব করে যে কাঁধে ।
@nillakash17232 жыл бұрын
আমার মা এর রেডিও থেকে শুনে শুনে ছোটো বেলা থেকে এসব গানের প্রতি ভালোলাগা শুরু। আর এখন তারা ভালোবাসায় পরিণত ❤️।
@bhauraogotarane43413 жыл бұрын
I dont understand i am maharashtriyan,,,,,,but music and singing is singing,,,,,,,dil ko choo lenewali aawaj ,,, god bless bless you my sister
@bazlur-Vancouver2 жыл бұрын
Because of hemant Kumars music
@arshavicbanerjee27702 жыл бұрын
কি অপূর্ব গান... সুর.. কথা... আর গেয়েছেনও তেমনি। যতবার শুনি ততবার ভালো লাখে🙏
@jvkvkvjgjcjcjco49903 жыл бұрын
এই গান কোন দিন পুরনো হয় না ❤️❤️👍🏻👍🏻
@sreeojith2239 Жыл бұрын
কী মনোরম পরিবেশে এক অসাধারণ গান পরিবেশন করলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ রইল। আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি।
@dr.nabirhossain7353 жыл бұрын
Asadharon sristi, agulo kono gaan noi, Ah! ki sundor gaoki
@mdnazmulsarder56302 жыл бұрын
ওগো বৃষ্টি আমার চোখে পাতা ছুয়ো না কি অসাধারণ গান কি অসাধারন সুর মনটা ভরে গালো 💖
@parbatimondal94993 жыл бұрын
বৃষ্টি হলেই মনের অজান্তে গানটা চলে আসে❤️
@diptopal35143 жыл бұрын
আহা সে কি সুর♥️💞অন্তরে ভালোবাসা টা রেখে দিলাম 💞💞💞
@momtasimbillah14204 жыл бұрын
২১০০ সালের জন্য আমার কমেন্ট রেখে গেলাম। যারা এই গুলো গান কে ভালবাসো তারাই মনে রেখো। আমার বয়স ২৫
@mstshewly25852 жыл бұрын
আমার বয়স ও.২৫..আমি ও.কমেন্ট রেখে গেলাম।।।
@debiprosadsarkar876211 ай бұрын
ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি ভালো থেকো আর সুন্দর সুন্দর গান গেয়ে সবার মন ভালো করে দিও, ঈশ্বর তোমাকে, পরিবারকে সুস্থ,স্বস্তি ও শান্তিতে রাখুন.
@gopikishoregopinathpaik32114 жыл бұрын
অসাধারণ গেয়েছেন দিদি, খুব মিষ্টি ভয়েস।
@mostafamahmudgolam69172 жыл бұрын
অসাধারণ
@aloarjumanbanu29379 ай бұрын
আহ্, কি আরাম। শান্তি।কি প্রকাশ।কথা,গায়কী,সুর। মরি,মরি
@zakirhossain26142 жыл бұрын
Didi I live in a small village namely Guma,in the district of N. 24 Pgs.I was a singer like in my students life.I respect you from the core of my heart from my early beginning.You Pl. accept my respect.
@heart____hackers37092 жыл бұрын
Masha'Allah ki shundor mishti Gola aar osadharon shur. Mon bhore gelo....
@10_aritradas244 жыл бұрын
আপনি যেমন সুন্দর মনের মানুষ তেমন আপনার গলাও অসাধারণ।
@SubrinaAkter-q2y8 ай бұрын
অনেক অনেক অনেক সুন্দর। এতো ভালো গান উপহার দেয়ার জন্য ধন্যবাদ ❤
@arunsen40174 жыл бұрын
Ashadharon composition by Hemanta Da.
@jugalbandihits Жыл бұрын
গান গুলা শোনার সময় স্মৃতিগুলা একের পর এক আয়নার মতো সামনে আসতে থাকে,,তখন একটা কষ্ট অনুভব হয়,কিন্তু কেনো যেনো সেই কষ্টেও একটা সুখের আবিষ্কার হয় এটা ভেবে যে,,, সে তো সুখে আছে....
@Genuinetranslation214 жыл бұрын
As many times as we listen to singing we will not refuse to listen this again it is being sang in the heart Akhtar Hossain
@mitundas74754 жыл бұрын
এই সমস্ত গান কনো দিন পুরানো হবে না ওগো বৃষ্টি আমার আরেকটি গান আমার পছন্দের গান ।
@bdtv62474 жыл бұрын
এই কাল জয়ী গান কত বার শুনেছি তার কোন হিসাব নাই
@mst.lutfunnessa41184 жыл бұрын
Wow , , , 100%! 10= 300- 12,90000 🥳🙂
@senuttam3305 Жыл бұрын
সীমাহীন ভালো লাগার অনুভূতির গান।যখন শুনি আরো শুনতে মন চায়।
@saregamabengali2 жыл бұрын
A song full of emotions, "Bhenge Dekho Amay" from Projapati Out Now!! #SaregamaPunjabi #BhengeDekhoAmay #Projapati
@UzzalDas-y9z3 ай бұрын
গান শুনতে শুনতে দূরে চলে যাওয়া কাছের মানুষকে ছোঁয়ার অনুভূতি। বড্ড বেশিই ভালোবেসে ছিলাম ❤❤😢😢