আমি ষাটের দশকের শৈশবে বড় হয়েছি হেমন্ত মুখোপাধ্যায় ও মান্নাদের গান শুনে। দুজন ই আমার কাছে অসাধারণ প্রিয় শ্রেষ্ঠ গায়ক ।পুজোর গান শোনার জন্য উদগ্রীব হয়ে থাকতাম।আজ বয়স ষাট পেরিয়েছে তখনও এই দুজন কিংবদন্তি শিল্পী আমার মনের কোণে সেই একই উঁচু আসনে সসম্মানে প্রতিষ্ঠিত। খুব সুন্দর গানের বাছাই। খুব আনন্দ পেলাম।
@subratabera682911 ай бұрын
আপনি অত্যন্ত ভাগ্যবান, ওই golden period এ আপনার শৈশব কেটেছে।
@vodrocheleee37077 ай бұрын
❤
@subratabhattacharya8454 Жыл бұрын
ওই সময়ে হেমন্ত মুখোপাধ্যায়ের গান বাঙলার আকাশ বাতাস জুড়ে মানুষের কানে মনে বাজত এটা পরিষ্কার মনে আছে । এই সংকলন কোন একজনের ব্যাক্তিগত, তাই এই সংকলন ওই সময়ের সেরা বলে মানতে সরাসরি অস্বীকার করছি।
@শোনোবন্ধুশোনো Жыл бұрын
আগে এরা এমন ছিল না, বর্তমানে দায়িত্ববোধের অভাব।
@shubhasaha994711 ай бұрын
শৈশবে যে সব গান শুনে বড় হয়ে ওঠা, সেইসব গান গুলো শুনলে আজও মন ভরে ওঠে। কিন্তু ব্যাতিক্রম হলো এই সব স্বর্ণযুগের গান গুলি যেগুলো শোনার জন্য আমার মনে হয় বয়সের কোনো প্রয়োজন পড়ে না। সারা জীবন ধরে শোনা যায় ❤️ বাঙালির আসল সম্পদ 😍
@donadatta34846 ай бұрын
Sampurna sohomot ami
@amitavagupta340310 ай бұрын
গানগুলি খুবই সুন্দর ও জনপ্রিয়। তবু শিল্পীদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা জানিয়েও বলতে বাধ্য হচ্ছি যে সংকলন যথাযথ হয় নি। ষাটের দশকের গান বললে প্রথমেই হেমন্ত মুখোপাধ্যায়ের নাম আসে।এটা শোনা কথা নয়, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা।পলাতক সহ বহু ছবিতে এবং ছায়াছবির বাইরেও অনেক অসাধারণ গান তিনি ঐ সময়ে গেয়েছিলেন।এই সংকলনে ওনাকে পিছনের সারিতে ঠেলে দেওয়ার থেকে ওনার নামটা বাদ দিলেই ভালো হত।
@simachakraborti8985 Жыл бұрын
গান বাছাই দুর্দান্ত, যা ভীষণভাবেই মন কেড়ে নিল, অনবদ্য 👌👌👍👍
@gamingwithshuvo057 ай бұрын
২০ বছর বয়সে এসে ৬০ এর দশকের গান ভালো লাগে কেমন যেন একটা আলাদা ভালোলাগা ❤
@sumansaha72717 ай бұрын
I am a 90's kid.. Still I listen this kind of songs every night... ❤
@soumit191 Жыл бұрын
Oi kothay achey na Class is permanent eyi gaan gulo tare er porichoye..🫡⚓️
@Msdcr7forever14 күн бұрын
হেমন্তবাবুর ওই ঐশ্বরিক কন্ঠস্বরের তুলনা হয় না!
@susamabanerjee33516 ай бұрын
আমাকে সবাই দোষে,সে সাধূ থাকে ,,, গানের কথা গুলো বেশ সুন্দর old is gold, 🙏 thank you এত সুন্দর গান দেওয়ার জন্য
@samirchakraborty3578Ай бұрын
অসাধারন.......বলে বোঝানো যাবে না......!!...❤
@snehasis.16 күн бұрын
10/20 বছর পুরোনো গান শুনতে ভালো লাগে না কিন্তু এই গানগুলির বেশিরভাগ আমার জন্মের আগে কিন্তু শুনতে ভালো লাগে।❤
@MrAbirSaha Жыл бұрын
Darun❤
@BarnaniDas-r4j Жыл бұрын
পুরানো দিনের গান অপূর্ব অসাধারণ এইসব গান কোন দিন পুরানো হয় না
@jayantahaldar1967 Жыл бұрын
এর মধ্যে বেশ কয়েকটি সত্তর দশকের গান।
@sarnalismagicworld67879 ай бұрын
এই গানগুলির মধ্যে মান্না দা, কিশোর দা, হেমন্ত দা সবার অসাধারণ গানের মাঝে আমরা পুরনো সময়ে স্বপ্নের মতো ভাসি। এই সুরের ঝর্ণায় আমরা ভুলে যাই যে কত বছর হয়ে গেছে। সবসময় সাথে থাকবে এই অমর গানগুলি। 🎶❤️
@ArunKumar-dz9bw6 ай бұрын
তাই নাকি?
@suvasissengupta7997Ай бұрын
@ArunKumar-dz9bwআপনার এই মন্তব্য ভীষন অপ্রাসঙ্গিক
@moumitachakraborty42897 ай бұрын
গানের জগতে মান্না দার মতো আর কেউ নাই ❤
@saswatibanerjee1256 Жыл бұрын
অপূর্ব! কোনো বিশেষন ই যেনো যথেষ্ট নয়।গান ই যেনো তার পরিচয়।
@ilagupta5634 ай бұрын
Grew up with these songs. I’m so glad I grew up during that time, don’t get sad being old. Manna Dey was solid. His voice had a very broad spectrum, from classical to pop from kirtan to kawali. Back in the days, musicians stayed focused on their music. They never did any talk show, or got involved in party politics or any other global issues. That’s why their work has become immortal.
@shibranjandas65746 ай бұрын
Khub sundar purana diner katha Mane karie dai ever green song
@dr.subratakumarnag400011 күн бұрын
Darun
@kalpanakonar Жыл бұрын
একদম ঠিক বলেছেন ভাই !
@munmunbanerjee11769 ай бұрын
Excellent ,just no words for these legends❤
@pranaybanerjee56595 ай бұрын
Chaiseful this collection. Bravo.
@pronatibanerjee3580 Жыл бұрын
আহা আহা মন ছুঁয়ে গেলো অনবদ্য
@Ghoriification10 ай бұрын
অসাধারন
@dipanjanmondal18194 ай бұрын
আমি একটা নতুন জেনারেশনের ছেলে কিন্তু তবুও এইসব গান হৃদয়কে স্পর্শ করে যায় কারণ the song becomes Old but the feelings would not change ❤️❤️ old is gold
@chandanabanerjee31555 ай бұрын
মন ছুঁয়ে যাওয়ার গান❤❤❤
@gan_pagla9 ай бұрын
Great Collection of Golden Hits.
@SusobhanBanerjee-p6p15 күн бұрын
আমার সৌভাগ্য যে এই সব শিল্পীদের গান শুনে বড় হয়েছি। এখন না সেই দিন নেই, সবাই সস্তায় শুধু টাকা রোজগার করতে চায়। সে ব্রেন বা অধ্যাবসাও নেই। আসলে বিবেকানন্দ ঠিক কথাই বলে ছিলেন " ফাঁকি দিয়ে কোনো মহৎ কাজ হয় না"
@chhandatalukder69858 ай бұрын
Darun laglo
@chinmoysarker6058 Жыл бұрын
হেমন্ত মুখোপাধ্যায়ের উপস্থিতি যত দায়সারা ভাবেই সারুন না কেন,ইতিহাস বদলে ফেলতে পারবেন না। স্বর্ণযুগের বাংলা গান মানেই ৭৫% হেমন্ত মুখোপাধ্যায় আর ২৫% বাকি সকলে। কাউকে ছোট করে বলছিনা, সবাই নিজ নিজ জায়গায় সেরা, কিন্তু বাস্তব ইতিহাস যেটা বললাম সেটাই।
@শোনোবন্ধুশোনো Жыл бұрын
সারেগামা সাধারণতঃ এমন করে না। আগে তো করতই না। এখন এদের কাজে কিছু অমার্জ্জনীয় প্রমাদ লক্ষ্যণীয়।
প্রত্যোকটি গান এক একটা masterpiece. কোনটা ছেড়ে কোনটা শুনি♥️😌
@jayantaroy4133 Жыл бұрын
Uu00uu00⁰0⁰⁰00000
@arghyamondal19788 ай бұрын
This collection fresh my mind
@khushiroy15658 ай бұрын
খুব সুন্দর ❤❤❤
@debashispanja772110 ай бұрын
Evergreen
@sumanmitra-yz1ec9 ай бұрын
Bangla ganer jogote Hemanta Mukherjee 75% aar bakira 25% Aita amar oo mot Ai clippings te onake sompurno upekha kora hoyeche Aigulo ekjon mohan gayok ke osomman kora
@শোনোবন্ধুশোনো Жыл бұрын
সংকলন নির্ম্মাণেও সমস্যা। হেমন্তবাবু এত পরে, ভাবা যায়! এটা নাকী ষাটের বাংলা গানের সংকলন!
@arpitadas98192 ай бұрын
অসংখ্য ধন্যবাদ
@bikramchoudhury4116 Жыл бұрын
হেমন্ত বাবু র কোনো যথোপযুক্ত জায়গাই পেলেন না এই সংকলনে!!!!1960 থেকে 1970 -আধুনিক বাংলা গানের জগতে ওনার অবিসংবাদি আধিপত্য মুছে দিতে পারবেন?
@ranjanmondal524211 ай бұрын
Ona k judge korar moto sei manus takeo chai. Ekhon mone hoy ache. Tao joto ta diye che etai onek. Ekhon to reality show te ektu hola kapiye gan korlei onek valo. Seta koto ta tak e gan er meening e manay seta dekhar dorkar pore na.
@ranjananarayan6214 Жыл бұрын
simply superb! Unforgettable classics, they are incomparable
@TapanDas-o8z2 ай бұрын
One of the best singer
@SNTHAKUR968 ай бұрын
lovely lovely collection
@rajunaru2705Ай бұрын
Sai gan ei poth jodi na sas hoy are kono din poth sas hobe jotodin tumi acho ????????
@yeasminsultanakeya5 ай бұрын
❤ আমি সারাদিন সারারাত তোমাকে miss করি ।কেন যেনো তোমাকে সব কিছুতে ভালো লাগে। ও জিবন মরনের সাথি তোমাকে আরো ভালোবাসতে কেন ইচ্ছে করে।
@buddhadevdas39959 ай бұрын
Old is gold, great collection , the singers are great for ever
@SUMITAROY-hc5if9 ай бұрын
সাধারন গানের মালা গাঁথা 🙏
@Mampisaha-mx5sc Жыл бұрын
Asadharon ❤❤❤❤❤❤
@sarmisthadas4016 ай бұрын
Excellent Old Bengoli song 🎵
@শোনোবন্ধুশোনো Жыл бұрын
একটা লেখার ছাপা পড়েনি। 60s Bengali Hits | Hemanta Mukherjee | Manna Dey এভাবে হত। Hemanta Mukherjee লেখাটার অভাব আছে। পঞ্চাশ ষাট সত্তরের বাংলা গান মানে যিনি থাকবেনই। সর্ব্বোত্তম। আজকাল আপনাদের আগের মতো পূর্ণ দায়িত্ববোধের অভাব লক্ষ্যণীয়।
@tahsinzaman7417 Жыл бұрын
এটা কোনো বিষয় ই না। এগুলো আজগুবি ফালতু বিষয় আপনার মতো আর কেউই notice করবে না। যেকোনো শিল্পীর নামই আগে পরে যেকোনো সময়ে থাকতে পারে। আপনি মান্না দে কে একদমই সহ্য করতে পারেন না আর তাঁকে পছন্দ করেন না বলেই আপনি বলছেন। এখানে তো Hemanta Mukherjee এর আগে শুধু মান্না দে নয়, কিশোর কুমারের নামও তো রয়েছে। আপনি ভালো করে লক্ষ করে দেখবেন। সেটা তে তো আপনি কিছুই বললেন না। শুধুমাত্র মান্না দের নাম কেন আগে আছে সেটা নিয়েই আপনি লেগে আছেন। মান্না দের প্রতি আপনার সব চেয়ে বেশি ক্ষোভ, যা কিশোর কুমারের প্রতি একটুও আপনার নেই। আমি জানি সেটা, কারণ আপনি আগেও অন্য একটা video তেও বলেছেন সেটা আমি দেখেছি। আপনি একজন mentally sick মানুষ। আপনার really একজন ডাক্তার প্রয়োজন। আপনার মান্না দের গান ভালো না লাগলে আপনি না শুনেন তার গান, that's it
@arjunkumartaran216 Жыл бұрын
😊😅😅😅😊😅
@gautamdolui2024 Жыл бұрын
I fully agree with you
@pastupastashow129220 күн бұрын
Thik
@amitray999 күн бұрын
😊
@dipbiswas847 ай бұрын
যে লিখেছে তেমনি সুরকার সুর দিয়েছে আর তেমনি কন্ঠ এই জিনিস আর সৃষ্টি হবে না
@bikahbiswas140610 ай бұрын
A very nice collection .
@goutamdutta97464 ай бұрын
ছোটবেলায় পূজার সময় মান্না দের এই সমস্ত গান আমাদের বাড়ির সামনের পূজা প্যানডেলে বাজত আর আমি শোনার জন্য আগ্রহ ভরে অপেক্ষা করতাম। আজ পূজার সময মনে হয কি যেন মিস করছি।
Aj 77 yrs e eseo aei gangulo niye jay sei purono dingulote. Aha ki apurba liric sur ebong gayaki.
@DipNaiya-m6jАй бұрын
আমাদের গ্রামের ছেলে হেমন্ত মুখোপাধ্যায় 😊
@SouravHalder-rd9lzАй бұрын
Tomar d barasat bari
@ganerpakhi83 Жыл бұрын
Miss korchi❤
@sanjibchattaraj74586 ай бұрын
Da da good
@ChandanaChakrabarty-x5e Жыл бұрын
Awesome❤
@sudiptamandal16617 ай бұрын
Wonderful excellent superb ❤❤❤❤❤❤❤❤❤❤
@rajunaru2705Ай бұрын
Like this song ❤❤
@anuragroy89711 ай бұрын
uffffffffff
@SunitaGhsh-jb9ud4 ай бұрын
2024 ke ke acho😊😊😊😊
@pronatibanerjee3580 Жыл бұрын
অনবদ্য
@Indian_Boy_Sayan7 ай бұрын
Very Beautiful songs
@ajoychakraborty3014 Жыл бұрын
Nice❤. 🎉
@abhijeetsanyal3738 Жыл бұрын
24 carats of Gold 🪙🪙
@arijitpatratojo7 ай бұрын
2024 এ এসেও 20 বছর বয়সেও এসব গান শুনতে খুব ভালো লাগে
@KeshabMaliekKeshab3 ай бұрын
Nice all song🥰😍👌
@ajoychakraborty3014 Жыл бұрын
Apurba...atulunio....super❤
@ripukundu2324 Жыл бұрын
Gangulo khub valo
@sujatamaity19927 ай бұрын
Nice song
@amitray9910 ай бұрын
😊😊❤😮
@yeasminsultanakeya5 ай бұрын
❤গোলক ধাঁধার মতো তোমাকে পেলাম। একটু তোমার গায়ের গন্ধো নেওয়ার আগেই পরতে হারিয়ে গেলে। আমি বড় একা হয়ে গেলাম তুমি হাড়া।
@Rajkoley22 ай бұрын
কিছু দিনের অথিতি সবাই একদিন চলে যাবো সব মায়া কাটিয়ে | কিন্তু যতো দিন বাংলা ভাষা থাকবে ততো দিন এই সমস্ত গান অমর হয়ে রইবে | 22/11/24
@DineshMukherjee-o6iАй бұрын
Want to save 60 no 32:34 s old song 32:34 song
@kalpanakonar Жыл бұрын
60' এ বুঝি. মাত্র বিশেষ কয়েক জন শিল্পী ছিলেন ?
@ranjanmondal524211 ай бұрын
Tumi ka k khujcho jani. Ekhane bolo jar kotha bolcho.
@kashinathdas6685 Жыл бұрын
All are best song s
@arijit_gantait Жыл бұрын
❤
@sampa_chakraborty Жыл бұрын
Still these are different level
@sharmistharoy5956 Жыл бұрын
Old is gold Loveli songs 💜🙏🙏💜🙏💜💯💯
@jishucb39922 ай бұрын
song is bast i like it
@arpanbhattacharjee9058 ай бұрын
Hi❤
@mrinalkantibhowmick-ff3fz Жыл бұрын
Everlasting golden memories ofgolden era
@justride23888 ай бұрын
2024 এ শুনছি ❤
@alokeroy2268 Жыл бұрын
These are songs of 70s, the compiler doesn't have this basic information!
@malabikarayhalder51138 ай бұрын
অমি ভুবনেশ্বর ই চোলে এসচি কলকাতা কে চের😢
@RajaDas-oo6px5 ай бұрын
😊
@moududahmed713011 ай бұрын
আমার তো মা ও বাবা নেই। যাদের মা ও বাবা নেই তাদের জন্য কি সেরা উপহার আছে সেটা বলেন।
@souvikchbishayee0210 ай бұрын
নিজের থেকে বড় এই দুনিয়ায় কেউ নেই...তাই নিজেই নিজেকে দিন
@ajoychakraborty3014 Жыл бұрын
❤🎉
@elonmusk-tl5sc Жыл бұрын
Hidearsona
@amitray9910 ай бұрын
😮😊😅❤
@mostofa22748 ай бұрын
আসতেছ তবে....বল না নিলুফার কবে....?সত্যিই কী তুমি আমার হবে....? হাজার রঙের গোলাপ সাজিয়েছি টবে.....স্বপ্নীল বাসরে ময়না টিয়ে থাকবে সবে....বলনা নিলুফার তুমি আসবে কবে.....???🥀🥀
@debasishbhore9428Ай бұрын
Ami 2000 dosoker chele tao vlo lage sunte,,
@AnkushJana-fb8uc2 ай бұрын
15:59
@mahirakalucasahammed2443 Жыл бұрын
22:08 my favorite part
@srikrishnajana4111 ай бұрын
❤❤❤🎉🎉🎉🎉😢😢😢😢🎉❤
@amitray9910 ай бұрын
🎉🎉❤😊😊😮😅
@Rasa-c2u3 ай бұрын
Back at this house you are moving in alone 🙏🥰 you live nicely? I don’t accept anything less about any of you ! It has been long enuf we need to kick out these people you did already 🙂 😊😘😘🤪🤪🤪🤪🤪🤪 Saad