হারানো দিন হারানো প্রিয়জনের কথা মনে করিয়ে দেয়। মায়ের গলায় শুনেছি কতবার। মায়ের প্রিয় শিল্পী।এ গান চিরদিনের গান। চোখ জলে ভেসে যায়। আহা আহা 🙏🙏 কৃতজ্ঞতা জানাই উদ্যোক্তাদের বাংলা সংস্কৃতি কে এভাবে লালন করার জন্য। কারণ জাতির পরিচয় ও অস্তিত্ব ভাষা ও সংস্কৃতির মধ্যে।🌹🌹
@roghunathpal55963 жыл бұрын
Raghu
@bandanadash9718 ай бұрын
সত্যি তাই। আমার ও তাই হয়।
@fira43062 ай бұрын
১😊@@roghunathpal5596
@r-tarang87833 жыл бұрын
এ গানগুলি সারাদিনের ক্লান্তি শেষে প্রায়-অন্ধকার ঘরে শোনার জন্য। চোখ আপনি বন্ধ হয়ে আসে। অন্তরে ভাসে এক জল থৈ থৈ সোনালি ভালবাসার জলছবি। আহা! 🌺
@gnghosh1889 Жыл бұрын
অমর শিল্পী জগন্ময় মিত্রের আধনিক গানগুলি 1960-1961সাল থেকে আজও শুনে আসছি।যখন গানগুলি শুনি তখন মনটা ভরে যায় এক অনাবিল আনন্দ ও বেদনার করুন সুর মূর্ছনায়। অতীতের চির ভাল লাগা গানগুলি পরিবেশন করার জন্য অসংখ্য ধন্যবাদ।
@raziasamaddahlia64663 жыл бұрын
আমার বয়েস আটাত্তর পার হয়ে গেল! আমি আশ্চর্য হয়ে গেলাম একটা গান শুনে"ভালবাসা মোরে ভিখারী করেছে " শিশু আমি ঘুমের আমেজে যখন চোখ লেগে আসছে তখন আমার মা এই গানটি গুন গুন করে গাইতেন! সে কবেকার কথা! স্মৃতিকাতর হয়ে পড়লাম!
@Dr.ProdipKumar7 ай бұрын
অমর এই সকল গান গুলো,সুরকার,গীতিকার গুলো ছিল কত চিন্তাশীল বারে বারে ভাবি
@parimaldas9882 Жыл бұрын
জগন্ময মিশ্র র পুরানো দিনের গান পুরাতন হয়ে ও যেন পুরাতন হতেই চায় না।এমনকি যাদু আছে এই গানে যা আপামর জনসাধারণের কঠিন হৃদয় কেও জলের মতো তরল করে দিতে পারে খুব সহজেই। ❤❤❤❤❤❤
@gopadutta24182 жыл бұрын
অসাধারণ! প্রতিটি গানের কথা,সুর ও কন্ঠের কি অপূর্ব মেলবন্ধন! ছোটবেলা থেকে বারংবার শোনা গানগুলি আজও গভীরভাবে হৃদয় স্পর্শ করে 💖💖
@israilkhan6683 жыл бұрын
সুরের খেলা হৃদয় মনকে ধৌত করে দেয়। আত্মার শান্তি পবিত্রতা আনন্দ সবই বিধান করে সঙ্গীত। আর সেই সঙ্গীত শুনলাম জগন্ময় মিত্রের কণ্ঠে। গভীর শ্রদ্ধা জানাই গীতিকার সুরকার ও শিল্পীর প্রতি।
@smritichatterjee6241 Жыл бұрын
যতদিন বেঁচে থাকবো এই গানটি ভুলতে পারবো না। গানটি শোনানোর জন্য ধন্যবাদ জানাই আপনাকে 🙏🙏
@abcdxyz389311 ай бұрын
😊
@abcdxyz389311 ай бұрын
❤ 5:23 ❤🎉😢😅😊😊
@kumardebu109 ай бұрын
আহা, সত্যিই কি অসাধারণ এবং অনবদ্য এক গায়কী! বার বার শুনেও মন ভরে না! অসাধারণ ও মনোমুগ্ধকর এই অনবদ্য গায়কীতে শুধুই মুগ্ধতা আর মুগ্ধতা! বাংলা গানের এক প্রবাদপ্রতিম শিল্পী কিংবদন্তি জগন্ময় মিত্র'কে নিয়ে অনন্য ও অসাধারণ এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকল'কে ধন্যবাদ, শ্রদ্ধা এবং শুভ কামনা।💞 ভারতীয় বাংলা সঙ্গীতের প্রবাদপ্রতিম এক গীতিকার কিংবদন্তি প্রণব রায়ের লেখা এবং ভারতীয় সঙ্গীতের আরেক কিংবদন্তি সুরকার সুবল দাসগুপ্তের সুরে গাওয়া কিংবদন্তি শিল্পী জগন্ময় মিত্রের এক অবিস্মরণীয়, কালজয়ী স্মরণীয় বাংলা গান! ভারতীয় বাংলা গানের স্বর্নযুগের সপ্তরথী শিল্পীদের এক অন্যতম অবিস্মরণীয় শিল্পী কিংবদন্তি জগন্ময় মিত্র ভারতীয় বাংলা সঙ্গীতের প্রবাদপ্রতিম এক ক্ষণজন্মা শিল্পী ও সুরকার এবং ভারতীয় বাংলা সঙ্গীতের ভূবণে উজ্জলতম ধ্রুব তাঁরা। ভারতীয় সঙ্গীতের মহারথী হিসেবে খ্যাত তিন অবিস্মরণীয় সঙ্গীতজ্ঞ কিংবদন্তি প্রণব রায় ও কিংবদন্তি সুবল দাসগুপ্ত এবং কিংবদন্তি শিল্পী জগন্ময় মিত্র এর অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধাঞ্জলি ও শতকোটি প্রণাম।♥️🙏
@sonialitu99723 жыл бұрын
কেমন এক হাহাকার তৈরি হয় হৃদয়ের ভেতর! সেই ছোটবেলা থেকে শুনছি। অকারনে কষ্ট কেন হয় বুঝি না!
@prasantapolley30423 жыл бұрын
Klbonkv
@somanaiyasoma77993 жыл бұрын
Hi
@sanchayita5293 Жыл бұрын
@@prasantapolley304211
@sohaghasan72849 ай бұрын
আপনার মতো সেম আমারেই এই অবস্তা
@sadanandarana45347 ай бұрын
Remember yours father and Universal.
@kamalash75523 жыл бұрын
এই গান গুলো আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখি।আমি কখনও গানগুলো কে ভুলতে পারবো না। যত বার এই গানগুলো শুনি তত বার ই মনে হয় প্রথম শুনছি।
@dipanjanbhattacharya313110 ай бұрын
Eternal moments are always new, fresh and refresh our minds.
@suvashchandrasarkar28763 жыл бұрын
জগন্ময় মিত্রের এই গানগুলি যতবারই শুনি ততবারই মনে হয় নতুন করে শুনছি। আজও অন্তরে অদ্ভুত শিহরণ জাগে।তবে মনে হয় ভালবাসা নামক বস্তুটি চিরকালই অধরাই থেকে যায়।
@kripasindhupyne19533 жыл бұрын
Oz GL all cl aap ucch all yogi একেই বলে মনের মতো গান শুনে ভরলো আমার প্রাণ!!
@manjuranigiri85983 жыл бұрын
@@kripasindhupyne1953 ooo99
@indranilchatterjee17072 жыл бұрын
অসাধারণ সংগ্রহ। 'তুমি আজ কত দুরে' এই গানটি শোনার প্রথম স্মৃতি জেগে উঠলো।
@tkbose19032 жыл бұрын
It's simply exilent and it vibrates in mind and heart
@NarayanChandraMahajanMahajan2 ай бұрын
পূণ্য -পবিত্র শব্দগুচ্ছ মালা অন্তরকে রাঙ্গিয়ে দিয়ে অশ্রু নিঃসৃত করে প্রত্যেকের স্মৃতিকে স্মরণ করিয়ে দিতে এ গান অনস্বীকার্য।ধন্য অমরাত্মা , ধন্য বাংলা ভাষা, ধন্য বাংলার সুন্তানগন।
@korbanali52733 жыл бұрын
একবার ভেবে দেখলাম ঐ সময়টা।যেসময় গায়ক লেখক কবি সাহিততিক অভিনেতা অভিনেত্রী ইত্যাদি সবদিকে থেকে যেন একঝাঁক নখখোততোরো আকাশ থেকে চলে এসেছিল।
@jaydeepchatterjee6471 Жыл бұрын
💯Correct ❤️That is why That Period is called The GOLDEN AGE✨✨✨✨I miss That Time very much 😢
@chitrachatterjee9968 ай бұрын
এমন হৃদয় বিদারক গান আর তৈরি হওয়ার সম্ভবনা আছে কিনা জানি না। ছোটবেলা থেকে শুনে আসছি তবুও বার বার শুনতে ইচ্ছা করে।
@bashudevbhattachaejee94643 жыл бұрын
৩০ বছর আগে শোনা সেই heart touching অসাধারণ গান!এ ধরণের গান আর কি হবে? বেঁচে থাক বেঁচে থাক যুগ যুগ ধরে এ গান।
@hillolchakrabarti419 Жыл бұрын
ছোটবেলায় গানটি শুনে খুব দুঃখ হতো। বড়রা বলতো তোরা বুঝবিনা। একটু বড় হলে বুঝতে পারবি। সত্যিই তাই। এখন আমার আশী উর্ধ্বে বয়েস। এখন বুঝতে পারি কি অপূর্ব কন্ঠ এখনও। প্রণাম জানাই শিল্পীকে। আমি গান খুব ভালোবাসি।
@smritipakrasi2757 Жыл бұрын
এসব গান কোন দিন পুরণ হবে না। ৭০ বছর ধরে শুনছি। মাঝে খুঁজে পাচ্ছিলাম না। সা রে গা মা কে ধন্যবাদ আবার ফিরিয়ে আনার জন্য।
@kalpanaadhikari85363 жыл бұрын
এই সব গান কোনও দিন পুরানো হবে না, কালজয়ী সব গান অবিস্মরণীয় সব শিল্পী | এইসব গান শুনে ভালও লাগে আবার মন খারাপ দুটোই হয়।
@arunkundu67772 жыл бұрын
এই গান আমি 1967 সাল থেকে শুনছি ।তখনও যেমন জনপ্রিয় ছিল আজও তেমন আছে ।
@devdasghosh52152 жыл бұрын
অসাধারণ ! এই গান শুনলে মন কেমন আকুল হয়ে যায়। শুধুই মুগ্ধতা। "সোনার মেয়ে গো" । আহা ! কি দরদী গলার গান।
কি প্রেম দিয়ে গেছো গুরু, শুরু থেকে আজ অবধি কোনোদিন ভুলতে পারিনি, আমৃত্যু পারবো না🙏❤️🙏
@sasankasekharadhikary55814 жыл бұрын
গানের রাজা, তোমার অমর সুরের কন্ঠস্বর কে প্রণাম।
@rameshmallick7543 жыл бұрын
এই গান গুলোর সাথে ছোট বেলার সেই গ্রামোফোন এর কথা মনে পড়ে যায়।হাথ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রেকর্ড চালিয়ে মাইক এ শোনা কতো কিছু যে মনে পড়ে গেল। বসন্তের দক্ষিণ বাতাসে দুরে কোথাও মাইকে শোনা যেতো। সত্যিই কারবা ক্যালাসিক কে অসঙখ্য ধন্যবাদ।
@ristakhalid3483 жыл бұрын
মন ভরে গেল
@saikathdebanath17434 жыл бұрын
যে গান গুলো শুনতে শুনতে বড় হয়েছি। প্রতিদিনই নতুন মনে হয়। নিমিষেই সব কিছু যেন স্তব্ধ হয়ে সুরের মূর্ছনায় মেতে উঠে গানগুলো চালানোর সাথে সাথে।
@hanifhossaingazi47423 жыл бұрын
২৫ বছর বয়সে জগন্ময় মিত্রের এ গান শুনে চোখ ভিজে আসার স্মৃতি আজ ৬৫ তে এসে তেমনই রয়ে গেছে, আজও চোখের কোন ভিজে ওঠে।
@probirroy36882 жыл бұрын
Thik kathi bolesen kalyani
@dipakchatterjee49173 жыл бұрын
অসাধারন।সুষমা জড়িয়ে আছে সুরের সাথে।কোন এক অজানা জগতের হাতছানি নিয়ে যেতে চায় অনেক দূরে কোন এক সুরলোকে।
@ujjaldey43192 жыл бұрын
তুলনাহীন এক সৃষ্টি।
@manjudas87143 жыл бұрын
এই অসাধারণ গান গুলো ছোট বেলা থেকে শুনে আসছি। মনে হয় সেই ছোট বেলায় ফিরে গেছি।
@kalachandmodak50563 жыл бұрын
অতীতের স্মৃতি গুলো উজ্জ্বল হয়ে উঠল। তখন হয়তো ঠিক মত অর্থ বুঝতে পারি নি। খুব সুন্দর old is gold.
@subalroy63763 жыл бұрын
এই গান গুলো অন্তস্থল থেকে পুরনো স্মৃতি গুলো মনে করিয়ে দেয় সত্যি অতুলনীয়।
@prabirkumardas39443 жыл бұрын
🙏Unbelievable, shipi ke shradhya janai.Thanks to CC♥️🙏🙏
@pankajchakraborty50713 жыл бұрын
পুরানো দিনের এই গানগুলো কখনো পুরানো হবে না। সত্যিকারের হৃদয় দিয়ে শোনতে হয়।
@quamruzzamanmohon46953 жыл бұрын
খুব ছোটবেলা থেকেই এই গান শুনে বড়ো হয়েছি আজও একই রকম লাগে ! কোন দিন পুরনো হবেনা অনেক স্মৃতি রোমন্থন করি এই গান শুনে ! মাঝে মধ্যে কান্না পাই ।
পুরনো দিনের গান এখনো শুনলে বেশ ভালই লাগে। একবারও মনে হয় না যে পুরনো দিনের বাংলা গান শুনতেছি। কিংবদন্তি শিল্পী জগন্ময় মিত্র কে জানাই শ্রদ্ধার্ঘ্য প্রণাম।
@RashedAli-pj8jg8 ай бұрын
😮
@RashedAli-pj8jg8 ай бұрын
🎉
@shapnilvalobashaa3 жыл бұрын
হ্যা আজ ২০২১ এর শেষ লগ্নে এসেও একই রকম তারুণ্যে বলতে ইচ্ছে করে " সেদিনের স্মৃতি আজ মোর মনে জাগে ছায়া ছবি সম". অসাধারণ
@pranatidas99692 жыл бұрын
সেই ছোট বেলা থেকে ওঁনার গান শুনে আসছি আজও আমার কাছে নতুনত্ব ও সমান চাহিদা, এই চাহিদা আজীবন থাকবে।
@gagandey50073 жыл бұрын
Darun, Fantastic.Monta bhore gelo. Ei sob ganer konodin bikalpa hobe na.
@shatinazma44053 жыл бұрын
যত দিন বেঁচে থাকবো, তত দিন শুধু শুনেই যাবো। আবেগ ছাড়া গান গাওয়া যায় না। ধন্যবাদ
@sailenbhaduri31093 жыл бұрын
Vd
@surajkumarghosh69312 жыл бұрын
এরকম গান আর হবে না । আজীবন শুনে যাব এই গান ।
@tithiraychaudhuri49462 жыл бұрын
Sateka barasa pare
@tithiraychaudhuri49462 жыл бұрын
@@sailenbhaduri3109 8P
@tithiraychaudhuri49462 жыл бұрын
Sateka barasa pare
@tapandowari9045 Жыл бұрын
অসীম দরদ, অনেক দিন পর আবার শুনলাম, ভীষন ভালো লাগলো ❤❤❤
@shyamaligupta68123 жыл бұрын
Asadharon,asadharon,asadharon aesob ganer o galar tulona hoena,habe na kono din ee.
@chandidassarkar47993 жыл бұрын
Such an immortal Singer like Revered Late Jaganmoy Mitra was the Pride of our Country. How sweetly he sang.
@sadhanadey51224 жыл бұрын
গানগুলির প্রতিটি কথা ও সুর আমার হৃদয় নিংড়ানো অশ্রু হ'য়ে ঝরে পড়ে, গান শেষ হলেও হৃদয়তন্ত্রীতে অনুক্ষণ অনুরনিত হতেই থাকে। জয়ীতা।।।
@biswanathmazumder27264 жыл бұрын
ẞ Shama so got
@milangantait4072 жыл бұрын
Khoob sunder mon bhore golo.
@chandidassarkar47993 жыл бұрын
Excellent, Heart toucing Song sung by Revered Late Jaganmoy Mitra.
@KajalChaudhuri-n3d7 ай бұрын
প্রথমেই আমার প্রণাম পুরোনো দিনের গায়ক,,কে দিলাম গান এতই ভাল পুরোনো সব কিছুই মনের মধ্যেই সুন্দর ভাবেই মনে পড়ল নমস্কার
@jyotirmaysarkar87333 жыл бұрын
সেই ছোটবেলায় শুনে ছিলাম ,তখন না বুঝে ভালো লাগতো এখন অর্থ বুঝে ভালো লাগে
@madhabikabhattachrjee70434 жыл бұрын
একই রকম ভালো লাগল,আজ থেকে ৫০ বছর আগেও যেমন ভালো লাগত।মন ভরে গেল।
@konabarua83892 жыл бұрын
এই ধরনের গান গুলো যতই শুনি ততই শুনতে ইচ্ছে করে ।অসাধারণ মুগ্ধ হয়ে যাই।
@sarojkumardas91113 жыл бұрын
শিল্পীর এই গানগুলি অনেক দিন পরে শুনলাম। চিরকালীন এই গানগুলি বাঙালি দের হৃদয় থেকে কোন দিন ও মুছতে পারবে না আজকের দিনের কোনো ও গান।
@sudipsinha40662 жыл бұрын
Khub. Sundar
@jayitabaniksarkar4570 Жыл бұрын
J
@anitadatta13033 жыл бұрын
এমন আকুল করা গানের অমৃত বানী ও সুধা বাহিত হবে অনন্ত বেদনার স্রোতস্বিনী হয়ে চিরকাল ! এ গান বাঙ্গালীর প্রেম গাঁথার মহাকাব্য ।
@anjudas5743 Жыл бұрын
প্রতিবার যখন গান গুলো শুনি তত বারই নতুন করে অনুভূতি জাগে। অসংখ্য ধন্যবাদ নতুন করে শোনানোর জন্য।।
@debamitabhatta78222 жыл бұрын
Wonderful song and voice and lyrics by jagmohan these songs are immortal for ever e ganer ses hoena hobeo na khub sundor gailen silpike amar pronam janai
@devdasghosh52152 жыл бұрын
"হাত দুটি ধরে বলেছিলে, চিঠি লিখো"। এই জায়গাটি অসাধারণ গেয়েছেন কিংবদন্তি শিল্পী।
@zahirulkabir43503 жыл бұрын
যারা ডিসলাইক করেছেন তাদের হৃদয়ের দরজা এখনো খুলেনি অথবা বাংলাভাষার গানগুলোর মর্মকথা তাদের বোধগম্য নয় তাই হয়তো ভালো লাগেনা, অথচ এই গানগুলোর চাহিদা আজীবন আমরন হয়ে থাকবে।
@jhulandas14513 жыл бұрын
বহুদিন পড়ে গানগুলি মনে পরিয়ে দিলো বাঙালি বেঁচে আছে গুণ মুগ্ধ শিল্পীর জন্য,🙏🙏
@dilipkumargupta.33743 жыл бұрын
দিলীপ কুমার গুপ্ত। রামজীবনপুর 72 12 42 পশ্চিম মেদিনীপুর পশ্চিমবঙ্গ।❤️🌹💐🙏🙏🙏🙏🙏🙏 তুমি আজ কত দূরে, তুমি আজ কত দূরে, এই গান, এই কন্ঠস্বর, কোনদিনও পুরানো ও মুছে যাবে না, চির কাল, চিরদিন, এই ভাবেই আমাদের হৃদয়ে মনে ও জীবনের শেষ দিন পর্যন্ত এই কন্ঠ, এই গান,একইভাবে একই সুরে,বাজতে থাকবে একইভাবে................
@pronatibanerjee84732 жыл бұрын
অসাধারন,মন ছুয়ে গেলো
@lelachoudhary5261 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@chhandadutta68533 жыл бұрын
মন ছুঁয়ে যাওয়া গান।❤️❤️❤️❤️❤️
@nirmalgharami839 Жыл бұрын
বহুবার শুনেছি আজ আবার শুনছি কিন্ত সেই একই অনুভূতি হচ্ছে।
@ashmittathoy3 жыл бұрын
আহা মনটা জুড়ে গেলো।
@kalpanasaha16203 жыл бұрын
( চিঠি )এই গান টি আমার বাবা র খুব প্রিয় গান ছিলো বাবা কে দেখেছি সময় পেলে টেপ রেকর্ডার বাজিয়ে মোনযোগ দিয়ে শুনতো এখন আমি পেলে আমি ও শুনি আর বাবা র কথা মনে পরে দুচোখ জলে ভরে যায় আজ আর বাবা বেঁচে নেই 😭
@soutrikhazra95353 жыл бұрын
তোমার সঙ্গে আমার বেশিরভাগ টাই মিলে বন্ধু খুব ভালো লাগল শুধু বাবার মুখটা চোখে ভেসে উঠলে আর নিজেকে ধরে রাখতে পারি না কিন্তু মেনে তো নিতে হবে
@hemendrakumarchakraborty66053 жыл бұрын
এসব গান কোনদিন ভোলা যাবে না। আশি বছর পার করেও উনি একইভাবে গানগুলো গাইতেন। হেভেন চক্রবর্তী।
@shyamalpradhan73493 жыл бұрын
অসাধারণ, বার বার শুনতে ইচ্ছে করে, তবুও মন ভরে না।মনে হয় আরো আরো শুনি।এরকম গান আর বোধ হয় সৃষ্টি হবে না।অপূর্ব💐💐💐💐💐💐💐💐💐💐💐👌👍
@সুলেখারনিত্যদিন3 жыл бұрын
দারুন।
@shyamalchakraborty344 Жыл бұрын
আমার হৃদয়ের কথা গুলো আজ থেকে কত বছর আগে সঙ্গীত রচয়িতা লিখে গেছেন এবং শিল্পী প্রাণ ঢেলে অপরিসীম দরদ দিয়ে গেয়েছিলেন , সেকথা ভাবলে অবাক হয়ে যাই। প্রণাম জানাই সঙ্গীত রচয়িতা , সুরকার ও সঙ্গীত শিল্পী কে !
@narayandebnath40823 жыл бұрын
Superb performance by this great singer who will be remembered by many genrations..
@gobindaprosadghosh91693 жыл бұрын
ALL THE SONGS OF G.MITRA WILL EVER MEMORIAL AND HEART TOUCHING IN MY LIFE.
@ashismistry79633 жыл бұрын
À
@mitachowdhuryballav9987 ай бұрын
ছোট্ট বেলা থেকে শুনে আসছি, আজ 60 এর দোর গড়াতে পৌঁছে ও এই সব গান ই শুনতে ভালো লাগে।অজান্তেই চোখে জল আসে।কি একটা ভালো লাগা তে আচ্ছন্ন হয়ে যাই, তা নিজেও জানিনা।অনেক ধন্যবাদ শুভেচ্ছা ও শুভকামনা রইলো আপনাদের জন্য।আমাদের এই অমূল্য সম্পদ দেওয়ার জন্য।ভালো থাকবেন।❤❤❤ 50:32
@শীলরত্নমহাথের6 ай бұрын
Shila Ratano Bhikkhu
@bidyutkar40073 жыл бұрын
এই গানগুলো সারা জীবন হৃদয় ছুয়ে যায়....
@dilipdas83273 жыл бұрын
Ham to 12
@tarunbiswas3913 жыл бұрын
অসাধারণ লেখা ও মনের মত সুর এবং গায়ক নমস্কার. সব সময় নূতন👌👌👌👌👌
@DilipBiswas19810 ай бұрын
গানের বাণী, সুর ও কন্ঠের যুগলবন্দী এতই সঙ্গতিপূর্ণ যে সব মিলে মিশে একাকার। অপূর্ব।।
@shipranandi9863 жыл бұрын
👍🙏🙏 এসব গান কখনও পুরানো্ হয় না। অসাধারণ।
@kalpanamitra15482 жыл бұрын
দারুন
@sushantadas64933 жыл бұрын
শ্রদ্ধেয় শ্রী জগন্ময় মিত্রের গান ১কে ডিসলাইক দেখছি , সেইসকল অশিক্ষিত মানুষ কে বলি আপনাদের উপযুক্ত রাতের অন্ধকারে বাঁশবাগানে শিয়ালের উচ্চ স্বরে সঙ্ঘবদ্ধ গান , সেই গান তাদের উপযুক্ত সঙ্গীত । অশিক্ষিত কেন শিক্ষার ভিতর প্রবেশ , শিক্ষার মান নগণ্য করা এদের কাজ । শ্রদ্ধেয় শ্রী জগন্ময় মিত্র সুরের বাদশা ।
@apareshmaity80023 жыл бұрын
পুরোনো স্মৃতি আজও মনে মনে ভেসে ওঠে।
@jyotisaha50692 жыл бұрын
১৯৭৮ সাল থেকে শুনে আসছি , তখন এর অত মানে বুঝতাম না গানগুলোর । এখন গান গুলো চোখ বন্ধ অবস্থায় শুনতে শুনতে মন মলিন হয়ে যায় , কিযে ভালো লাগে ভাষায় প্রকাশ করতে পারি না । এসব গান কখনো পুরানো হওয়ার নয়, সবসময়ই নতুন মনে হয় । যতদিন বেঁচে থাকব ততদিন শুনে যেতে চাই । শতকুটি প্রনাম জানাই আপনাকে আর আপনার সুমধুর কন্ঠের গানকে 🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷
@gopalchandraadhikary71454 жыл бұрын
খুব ছোট বেলার কথা মনে পরে গেল আমাদের বাড়িতে একটা HMV কলের গান ছিল এবং বড় বড় রেকড প্লেয়ার ছিল আমরা বাড়ীর সবাই মিলে এই কালজয়ী গান শুনতাম এবং গানটা যখন শ্লো হয়ে যেত তখন আবার দম দেওয়া হতো সাথে সাথে গানটা জোরে হয়ে যেত এবং এখন এই গান শুনলে ছোট বেলার কথা মনে পরে যায় এবং মনটা খুব উদাস হয়ে যায় এবং মনে হয় যেন কিছু একটা হারিয়ে ফেলেছি এই বয়সে ওনাদের শত শত প্রণাম জানাই 🙏🙏🙏🙏🙏
@Tumpapalhalder Жыл бұрын
চোখে জল চলে এল শিল্পী কে প্রণাম
@abusufian81353 жыл бұрын
চীর অমর হয়ে থাকবে এই গান গুলো। বাঙালির মন জুরানো গান। আহ্ কত সুন্দর গানের কথা ও সুর।
@provashbiswas71559 ай бұрын
এমন সৃষ্টি আর কখনো হবে না। চির নবীন আর কালোত্তীর্ণ এই সব সৃষ্টি বিধাতার ই দান। জগন্ময় মিত্র ই কেবল এমন গান আর সুরের যোগ্য শিল্পী।
@sanjibroy69524 жыл бұрын
অনেকদিন পর মনের মত গান শুনলাম জগৎময় মিত্রের কন্ঠে খুব ভালো লাগলো বৃষ্টি ভেজা বিকেলে আমি বাংলাদেশের বরিশাল থেকে সঞ্জীব রায়
@rabindradas56333 жыл бұрын
হৃদয় ছোঁয়া গান । বাঙ্গালীর হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবে ।
@pelicanchannel90763 жыл бұрын
The magical and devine vocal of veteran great singer Shree Jaganmoy Mitra will always captivate the mind of authentic music lover. His melodious and heart soothing voice will surely take us in a world of highly imagination and pathos. Parvej Bhuiyan Dhaka Bangladesh
@moniruddin84693 жыл бұрын
পৃথীবিতে অমর হয়ে থাকবে এ গানটি
@mastorgias75944 жыл бұрын
সেই অমর গানগুলোর ভাবগত চেতমনা সামাজিক জীবনে যত বেশি প্রচার ও প্রসার হয়, তবে নারী ও সুন্দর - সাবলীল প্রেমের প্রতি মানুষের আকর্ষণ আশাতীত বেড়ে যেত। নারীর প্রতি সহিংসা এবং ধর্ষণের মত মহাজগন্য অপরাধ অনেকাংশেই লোপ পেতো। মাস্টার এম, গিয়াস উদ্দিন । মীরসরাই পৌরসভা, চট্টগ্রাম, বাংলাদেশ।
@SumonKhan-dh8eq3 жыл бұрын
অনেক সুন্দর কথা বলেছেন আপনাকে ধন্যবাদ
@tarakchaudhury21952 жыл бұрын
অসাধারণ......অসাধারণ......অসাধারণ......সৃষ্টি.......জীবনে আর তৈরী হবে না এই অসাধারণ,অনবদ্য সব গান।ভাবা যায় না।মাঝে মাঝে শুনি আর অবাক হই,এত সুন্দর কিভাবে সম্ভব🤔ভালোবাসা/বিরহ-কে চরম শিখরে পৌঁছে দিতে এই সকল গানের জুড়ি বোধকরি আর নাই।🙏শিল্পী,গীতিকার,সুরকার সকলের জন্য রইল সশ্রদ্ধ প্রনাম🙏
@ashalatatapnan14682 жыл бұрын
Jaganmoy Mitra a.great singer.from my child hood we played 78 records listened his heart.touching voice ever lasting songs pronam
@shuvankardey4545 Жыл бұрын
কালজয়ী এইসব গান চিরদিন ভালো লাগবে স্মরণীয় হয়ে থাকবে।
@pushpitaghosh90833 жыл бұрын
Old is gold. Outstanding , eternal kotha and sur. Thanks to CC.
@sukhendumondal16703 жыл бұрын
5
@rubaichakraborty312 жыл бұрын
গান গুলি অন্তরে জমা আমার জমা আছে খুব প্রিয় গান।
@shyamaprasadchatterjee2043 ай бұрын
তুলনা বিহীন। অনেক ধন্যবাদ
@niluferfouzy32523 жыл бұрын
এই অসাধারন গানগুলো সারা জীবন সোনালী হয়ে থাকবে।
@sukanyaroy14553 жыл бұрын
The good news about
@jyotsnaroychoudhury98303 жыл бұрын
@@sukanyaroy1455 😂
@nargisalam35603 жыл бұрын
এই গানগুলো হৃদয়কে স্পর্শ করে যায়।
@basudevgangulyganguly73842 жыл бұрын
This songs old is gold
@sayanmukherjee27472 жыл бұрын
@@basudevgangulyganguly7384 to
@bhaswatidutta53143 жыл бұрын
Kono kotha hobe na...just darun
@GOPALDAS-ge9we4 жыл бұрын
আমার খুব পছন্দের গান পরিবেশন করেছেন ।ধন্যবাদ জানাই । গোপাল দাস কলাতলাহাট রামনগর
@swadeshranjanbera9728 Жыл бұрын
অসাধারণ!এই গান প্রমান করে শিল্প এবং শিল্পী র কোনদিন মৃত্যু হয় না!!
@NoorMohammad-bx4tx3 жыл бұрын
This song is still etched in the depths of the mind, this great singer will be immortal in this song Gulu
@manidipadas5174 Жыл бұрын
ppp 666 g
@reaper1265 Жыл бұрын
CAx CD😊
@somamukherjee94394 жыл бұрын
জগন্ময় মিত্র:- ছোট বেলায় ঠাকুমার কাছে শুয়ে খুব বড়ো রেডিওতে গান শোনার কথা মনে করিয়ে দেয়। চিরন্তন গান।।
@user123lastname34 жыл бұрын
See
@gopalkormokar37737 ай бұрын
"তুমি আজ কত দূরে" এই গানটা আমার ছোটবেলায়, আমার পিসেমশায় গুনগুন করে সবসময় গাইতেন। আজ গানটি শুনে স্মৃতি কাতর হয়ে গেলাম। অনেক মনে পড়ছে ছোটবেলার কথা। পিসেমশাই আজ আর এই পৃথিবীতে নেই 😭😭😭যেখানেই থাকুন ভালো থাকুন 🙏🙏🙏
@JibankrishnaSarkar-e1z8 ай бұрын
হৃদয় জুড়ে না থাকলে এ গান গাওয়া অসম্ভব😢
@dipabhattacharya33388 ай бұрын
আহা...কি গান!!চোখে জল চলে আসে। উনি নমস্য ব্যাক্তি। ওঁনাকে প্রণাম জানাই 🙏🏻🙏🏻
@wazedali39843 жыл бұрын
অসাধারন গান সোনালি অমর হয়ে থাকবে আপনার লাইফ দিয়ে যাবেন,,,,
@shandhyaranidatta60132 жыл бұрын
Heart touching song.
@sivanidutta Жыл бұрын
😊
@banabithiganguly75092 жыл бұрын
Khub bhalo lagchhe. Bhetar theke jano kanna berie aste chaichhe
@debasishmitra6684 жыл бұрын
এই গান গুলোর সাথে একটা সময় জড়িয়ে আছে। যে সময় মনে করিয়ে দেয় ভীষণ ভাবে আমার বাবা, মা, ঠাকুমা এবং অনেক পুর্বজ কে। একটা আবেগ, মন খারাপ করা আবেগ, বেদনাবিধুর স্মৃতি মন কে আবিষ্ট করে। ধন্যবাদ।