Рет қаралды 34,437
আসসালামু আলাইকুম।
তো প্রথমে চরবি দিয়ে 1মিনিট তেল উঠাবেন তারপর পিয়াজ টা দিয়ে 2মিনিট পিয়াজ টা মোটামুটি লাল করে নিবেন তারপর টমেটো দিয়ে 2মিনিট শিধ্য করে দের চামচ বাহারাত দিবেন দের চামচ লবণ দিবেন এবং লাহাম দিয়ে 1মিনিট লারাচারা করবেন এবং 2মিনিট ঢেকে রাখবেন তারপর গরম পানি দিয়ে দিবেন এবং 1ঘনটা শিধ্য করবেন তারপর এবং টিপ দিয়ে চেক করে নিবেন যদি মনে করেন শিধ্য কম হয়ছে তাহলে আরো 5মিনিট রাখবেন এবং শিধ্য হওয়ার পর লাহামটা উঠিয়ে অপেন এর ভিতর দিয়ে দিবেন এবং 15 মিনিট লাহাম লাল করবেন এবং চাউল টা আগেই বিজিয়ে রাখবেন লাহাম টা উঠানোর পর অই লাহামের পানির মধ্যে চাউল টা ঢেলে দিবেন এবং 10 মিনিট অপেন টা হাইতে রাখবেন 10 মিনিট পর অপেনটা 4দিয়ে আরো 10 মিনিট রাখবেন এরপর চাউল রেডি হয়ে যাবে লাহামটা ও 15 মিনিট পর রেডি হয়ে যাবে তারপর প্লেডে ডেলে দিবেন চাউলটা উপরে লাহাম টা সাজিয়ে দিবেন সাথে পিয়াজ শসা টমেটো গোল গোল করে কেটে চাউল এর উপর সাজিয়ে দিবেন বাস রেডি হয়ে গেলো আরোবিয়া খেবসা। তো এইটুকই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন subscribe করবেন চেনেলটাকে।