সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের বাড়ি হুগলি জেলার পান্ডুয়া তে উনি যদি এখন বেঁচে থাকতেন তাহলে উনার বয়স কত 61 বছর উনার মত ভিলেন অসাধারণ গান করতে পারতেন এত তাড়াতাড়ি চলে যাবেন কেউ ভাবতে পারেননি উনি এখন যদি থাকতেন বাংলা ছবির শ্রেষ্ঠ ভিলেন তকমাটা উনি পেতেন😢🎉😢😢❤❤❤❤
@sabbirahmed14837 ай бұрын
৭১ বছর বয়স হতো
@Samarpan17 ай бұрын
তথ্য জানিয়ে মন্তব্য প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ.... যথার্থ বলেছেন আপনি... সৌমিত্র বাবু অসাধারণ অভিনেতা ছিলেন 🥰👌🙏
@tanmoyacharya59347 ай бұрын
Mod kheyei gelo.
@bapanmondal89776 ай бұрын
Jondis a okalei chole gechen😢
@abpage266 ай бұрын
সত্যি, উনার জায়গা কেউ নিতে পারবেনা
@rabindranathsarkar74757 ай бұрын
ভানুবন্দ্যপাধ্যায় কে আমার সশ্রদ্ধ প্রণাম।আমাদের কাছে তিনি চিরকাল জীবিত থাকবেন।তাঁর পরিবারের সকলের প্রতি আমাদের অশেষ ভালবাসা ও শুভেচ্ছা।
@Samarpan17 ай бұрын
🥰🙏
@MitaliDatta-s5y13 күн бұрын
খুব ভালো লাগলো আপনার এই সাবলীল আলাপচারিতা 😊 সুস্থ থাকুন, ভালো থাকুন এই প্রার্থনা করি 🙏
@anuradhamitra85557 ай бұрын
দিদি আপনাকে ভালো না বেসে ভালো না লেগে কি পারা যায় ! ওইরকম একজন মহান মানুষের কন্যা তার উপর আপনি নিজেও যে ভারী মিষ্টি । কি চমৎকার কথা বলেন । খুব খুব ভালো থাকুন দিদি 🙏🙏
@Samarpan17 ай бұрын
সমর্পণের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ 🥰🙏 আপনি যথার্থই বলেছেন 👌 আপনার মন্তব্য দিদি ভাইয়ের কাছে আমি ভক্ত ভানু অনুপম পৌঁছে দেবো অবশ্যই... 🙏👍
@somnathmitra24485 ай бұрын
আমার বয়স পঁচাত্তর বছর। আমি কাঞ্চন মূল্য সিনেমা দেখেছি,এখনও মাঝে মাঝে দেখি। গৌতম বনদোপাধাএ আপনার কোন দাদা?আর আপনি নিজেতো তপন সিংহর অতিথি সিনেমায় অভিনয় করেছেন। দুজনেই অসাধারণ অভিনয় করেছিলেন,জবাব নেই।আপনাদের দুজনকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।আর আপনার কিংবদন্তী পিতার শ্রীচরনে শত শত কোটি প্রনাম।🍁🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@susmitabanerjee72776 ай бұрын
খুব ভালো লাগলো। আপনার কথায় বেশ একটা sofistication/ পরিশীলীত আধুনিকতা আছে। প্রতিটি শব্দোচ্চারণে। যা আমাকে মুগ্ধ করলো।ভালো থাকবেন।
@somnathmitra24485 ай бұрын
হবে না কেন একজন শিক্ষিকা।
@shamimhabib10177 ай бұрын
সাক্ষাৎকারটি ভালো লেগেছে। ভানু বন্দ্যোপাধ্যায় আমার খুব প্রিয় একজন অভিনেতা ছিলেন। 🇧🇩
@Samarpan17 ай бұрын
আপনি বাংলাদেশ থেকে দেখছেন ...জানতে পেরে আমাদের ভীষণ ভালো লাগছে... 🥰🙏
@md.nayeemali33764 ай бұрын
আপনাকে দেখা তো একটা সৌভাগ্য যে আমাদের প্রিয় ভানু বাবুরই একটা অংশ আপনাকে দেখছি আর আপনার মুখের মধ্যেই ভানুবাবুর অবয়বের অনুভূতির অনুভব করার চেষ্টা করছিলাম আর হ্যাঁ এই চ্যানেল কেও অনেক ধন্যবাদ
@pushpitasamajdar60384 ай бұрын
যাক একটা ভ্রান্তির নিরসন হল। ভালো লাগলো video টা আপনার ব্যক্তিত্বময় presence এর জন্য।
@anjanbhowmick60177 ай бұрын
Bashabi di !!As a child ,as a neighbour , have seen her during 1972=73 her iconic father Sri Bhanu Bandopadhyay is very much in my memory , specially when he use to stand in the veranda on first floor of Sangeet Sri and communicate with people. Gautam da ,her elder brother later on became our sought after person to discuss western music and the performing stars .Another brother who lives in Chicago is now little in my mind , but in one word , even today whenever I pass that corridor, 😅 I always look up to visualise my old memory !!!
@shyamalsom13797 ай бұрын
Every Human being is Genetically Unique and not comparable to others. So is our "Bhanuda". His talking style, body languages & expression of emotions with accent of "Bangal" are so amusing that helped our many Bengali Films acclaim superbly mesmerizing. First time I saw you as younger Sister of Bhanuda. Your Voices are more polished with no signs of Bangal Tonal expressions. May be Genetically programmed from same Blood Connection, your way of explaining your personal credentials as requested by Anchor equally very sophisticated. Wish You Best of Luck. At the end, My Pronam to our Loving Departed Soul of Bhanuda to Immortality. Thanks to Author to let us meet Bashaba Di. The interface is mind blowing.
@Samarpan17 ай бұрын
যথার্থ মন্তব্য প্রকাশ করেছেন.... পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ 🥰🙏
@Samarpan17 ай бұрын
Thanks a lot 🥰🙏
@apurbakumarroy4187 ай бұрын
বহ বছর আগে সেই 1974/ নাগাদ আর আমি তখন খুব ছোটো মানে আমার বয়স হবে 14/15 আর সেই সময় আমাদের একটা চায়ের দোকান ছিলো ভবানীপুরে স্টেট ব্যাঙ্কের সামনে। আমাদের যেখানে দোকান তার কাছেই মহানয়ক উত্তমকুমারের বাড়ী। যাইহোক ভানু বন্দোপাধ্যায়ে আমাদের দোকানে প্রায় চা পান কোরতেন। উনি মাঝে মাঝে আমাদের চায়ের প্রশংসা কোরতেন।তখন কিন্তু ওনাকে চিনতাম কিন্তু বুঝতাম না উনি কত মহান একজন মানুষ আর অভিনেতা। সম্মানীয় ভানু বন্দোপাধ্যায়ের বাড়ী হল চারু চন্দ্র আ্যভিনিইতে। দু এক বছর আগে জানলাম। আমি একজন ছাত্র আর ছাত্র ছাত্রীকে ওখানে পড়াতে গিয়ে নিজের চোখে দেখলাম। এখন অবশ্য সে বাড়ী নেই। ফ্লাট হোয়ে গেছে। ঐ বাড়ীর নাম ভানুশ্রী। এই বাড়ী দেখে আমার সেই 47/48 বছর আগের কথা মনে পরে গেল। ভানু জেঠু ছিলেন বেশ লম্বা আর গায়ের রং ছিলো দুধেআলতা। সুদর্শন মানুষ। উনি কোনোদিন আমাদের দোকানে বসেন নি। দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বোলতেন অন্য লোকদের সাথে আর দু কাপ চা নিজে খেতেন এবং আরো সবাইকে খাওয়াতেন। তখনকার দিনে এক কাপ চায়ের দাম ছিলো মাত্র 20 পয়সা। মাত্র 20 পয়সা। তখন আমাদের কোনো ক্যামেরা ছিলো না তাই সেই সব সোনালী স্মৃতির কোনো চাক্ষুষ প্রমাণ নেই। 1981 সালে আমাদের চায়ের দোকান বন্ধ হোয়ে যায় লোকের অভাবে। এরপর 1981 সালেই আবার আমরা মুড়ি মুড়কি চিড়া বাতাসার দোকান দিলাম যদু বাবুর বাজারে। এখানে আমার প্রিয় খরিদ্দার হোলেন মাননীয় কমল মিত্র। বিখ্যাত অভিনেতা। উনি আমাকে প্রথম দিন সব্মধন কোরলেন উত্তমকুমারের ছেলে। কার দোকান, কে আছে? দোকানে কে আছে? আমি তো ছুটে এলাম, টিফিন খাওয়া বন্ধ করে। আচ্ছা, তোমার দোকান। তুমি তো দেখছি উত্তমকুমারের ছেলে! আমি বল্লাম ধন্যবাদ স্যর। এক কিলো মোটা মুড়ি দাও আর পাঁচশো বাতাসা। সে যুগে এক কিলো মোটা মড়ির দাম ছিলো মাত্র তিন টাকা। তিন টাকা। সম্মানিত কমল মিত্র মহাশয় বাজারে আসতেন লুংগি আর পানজাবী পোরে। হাতে এক থকলে। আমার সাথে প্রায় প্রতিদিন কথা বোলে যেতেন।বাস্তবে আর ছবিতে অবিকল এক দেখতে।। মাঝে মাঝে আমার বড় দাদাকে জিজ্ঞাসা কোরতেন কি ভাই আজ আসে নি। আমার দাদা উত্তর দিতেন, না, কলেজে গেছে। সে এক লম্বা স্মৃতি। উভয়কে আমার সশ্রদ্ধ প্রণাম। 18/4/24/
@Samarpan17 ай бұрын
নমস্কার আমি ভক্ত ভানু অনুপম সরকার.... সমর্পণের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ 🙏 আপনার দীর্ঘ পরিসরের এই লেখা দিদি ভাইয়ের কাছে অবশ্যই আমি পৌঁছে দেব... আপনার লেখা পড়ছিলাম আমার গায়ে কাটা দিচ্ছিল... সত্যিই শিহরিত হওয়ার মতো স্মৃতি... আপামোর দর্শক এবং ভানু বাবুর পরিবারের অনুপ্রেরণায় ভানু বাবুর কণ্ঠস্বর অনুকরণ করে মূলত নতুন সংলাপে কৌতুক নকশা পরিবেশন করে থাকি.... সম্ভব হলে এই চ্যানেলে ভক্ত ভানুর কৌতুক নকশা গুলি শুনবেন এবং অবশ্যই মূল্যায়ন মূলক মন্তব্য প্রকাশ করবেন... আপনার মন্তব্য আমার কাছে অত্যন্ত মূল্যবান🥰🙏
@subhasinihalder46455 ай бұрын
দিদি আপনার বাচনভঙ্গি এত ভালো লাগলো.... সত্যি আমাদের অত্যন্ত প্রিয় অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য কন্যা আপনি ৷ ভালো থাকবেন ৷
@parthosinha30755 ай бұрын
আপনার কথা , আমার মনের কথা এক
@somnathmitra24485 ай бұрын
আপনার সঙ্গে আমিও আছি ❤❤❤
@lipikachowdhury7303 ай бұрын
খুব ভালো লাগলো দিদি... খুব উচ্চ মানসিকতার মানুষ। দিদির কথা বলার style তার আভিজাত্যের পরিচয় দেয়।❤
@subhagatachattopadhyay58017 ай бұрын
ভানু বন্দ্যোপাধ্যায়ের অভিনয় যাঁরা দেখেছেন তাঁরা কেউই ওনাকে ভুলতে পারবেন না। উনি বাঙালীদের হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবেন।
@SahanaChakrabarty-i9z7 ай бұрын
So who really are Soumitra Bannerjee's parents and siblings? I would like to know because I thought he played a great villain, too. His half open drunken eyes. His swagger. His swollen face and slurry speech and other related 4:53 enunciations made him look like the perfect villain. Incomparable with today's cartoon villains mostly.
@munshiabusayef39817 ай бұрын
ভানু বন্দ্যোপাধ্যায় শুধু একটি নাম নয়, একটি প্রতিষ্ঠান। মীরাক্কেলের একটি অনুষ্ঠানে আপনাকে দেখেছিলাম। অনেক চমৎকার কথা বলেন আপনি। যোগ্য পিতার যোগ্য কন্যা। আপনার প্রতি শ্রদ্ধা।
@shibnathtalukdar54617 ай бұрын
আপনি একজন মহান গুনি শিল্পীর কন্যা। আপনাকে দেখেই সেই মহান শিল্পীকে যেন আজও দেখতে পাই এবং তৃপ্তি পাই। আপনি অবশ্যই মহান শিল্পীর স্মৃতিচারণ করবেন আমারা শুনে আনন্দিত হবো। ধন্যবাদ দিদিভাই।
@Samarpan17 ай бұрын
সমর্পণের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ... আপনার মন্তব্য দিদি ভাইয়ের কাছে আমরা অবশ্যই পৌঁছে দেব... আমরা চেষ্টা করব আপনাদের মনের মত বিষয়গুলো নিয়ে ভিডিও করতে 🥰🙏
@bhaswatibhattacharyya89233 ай бұрын
অনেকদিন ধরেই বাস্তব জীবনের চারুশশীর পরিচয় জানার ইচ্ছা ছিল। আমার শ্রদ্ধা জানাই। 🙏🙏🙏
@minadas78467 ай бұрын
খুব ভালো লাগলো।ভানু বাবুকে নিয়ে আরো অনেক কিছু জানার ইচ্ছে থাকলো।কোন মজার ঘটনা থাকলে জানাবেন। ভালো লাগবে। ধন্যবাদ।
@Samarpan17 ай бұрын
আপনাদের মন্তব্য পেয়ে আমাদের আগ্রহ সত্যিই বাড়ছে... সঙ্গে থাকুন...আমরা চেষ্টা করব সব সময় আপনাদেরকে নতুন কিছু জানাবার.. 🥰🙏
@twistedechoes.channel7 ай бұрын
আমিও একই ভূল ধারণা নিয়ে ছিলাম এত দিন... আর কি সুন্দর করে কথা বলেন ভানু ব্যানার্জির কন্যা, খুব ভাল লাগলো❤সঠিক তথ্য পেয়ে সমৃদ্ধ হোলাম❤সঠিক তথ্য পরিবেশন করার জন্য অনেক ধন্যবাদ চ্যানেলকে❤চ্যানেল টি সাবস্ক্রাইব করলাম❤
@Samarpan17 ай бұрын
অসংখ্য ধন্যবাদ আপনাকে... আপনাদের মন্তব্য আমাদের কে অনুপ্রাণিত করে... পরিবারের সদস্য হওয়ার জন্য কৃতজ্ঞ। 🥰🙏
@abhijitsen83007 ай бұрын
বেশ ভাল লাগলো , প্রসঙ্গত , বিখ্যাত পরিচালক তপন সিংহ মহাশয়-এর 'অতিথি' ছবিতে শিশু শিল্পী হিসেবে আপনার সাবলীল অভিনয় খুব ভাল লেগেছিল - ভাল থাকবেন ।
@Samarpan17 ай бұрын
মন্তব্য প্রবেশের জন্য অসংখ্য ধন্যবাদ🥰🙏 আপনার মূল্যবান মন্তব্য সমর্পণ অবশ্যই দিদি ভাইয়ের কাছে পৌঁছে দেবে 🙂👍
@abboral7 ай бұрын
Darun laglo Vedio ta. The greatest actor Bhanu Banerjee and his family so far unknown now known to all..
@Samarpan17 ай бұрын
মন্তব্য প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ ... আপনাদের ভালো লাগা আমাদেরকে অনুপ্রাণিত করে 🥰🙏
@dipanag76187 ай бұрын
খুব ভাল লাগল। অনেক কিছু জানতে পারলাম ❤❤
@umapaul98757 ай бұрын
আহা দিদি ভাইয়ের গলাটা কি সুন্দর মিষ্টি সুন্দর বাচন ভঙ্গি
@LaxmiRoy-qi9oh7 ай бұрын
প্রিয় অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় কে আমার প্রণাম।আপনাদের পরিবার সম্বন্ধে জানতে পেরে ভালো লাগলো।
@Samarpan17 ай бұрын
সমর্পণের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ পাশে থাকার জন্য 🥰🙏
@MelodicRana6 күн бұрын
খুব ভালো
@manisharoy23165 күн бұрын
🎉
@TanujaGhosh-n5c12 күн бұрын
ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়, রবি ঘোষ, তুলসী চক্রবর্তী র মত অভিনেতা বিরল । আমাদের দুর্ভাগ্য এঁদের যথাযোগ্য মর্যাদা আমরা দিতে পারিনি। ❤❤
@kaberisaha91885 ай бұрын
খুব ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম, ভানু বন্দ্যোপাধ্যায় 🙏🏻 এর কথা 🌹🙏🏻
@anasristimithu82637 ай бұрын
এমন এক স্বনামধন্য মানুষের কন্যআ ,,, অথচ কতো বিনয়ী ,,,, ভীষণ ভালো লাগলো।চ্যানেল কে অনেক ধন্যবাদ,,এই প্রয়াস কে স্বাগত জানাই।
@Samarpan17 ай бұрын
অসংখ্য ধন্যবাদ সমর্পণের পক্ষ থেকে আপনাকে পাশে থাকার জন্য 🥰🙏
@jannatkhan75736 ай бұрын
সাক্ষাৎকারটা খুবই ভালো লাগলো!
@ranjanadey49697 ай бұрын
Bhalo laglo ei simple conversation.
@Samarpan17 ай бұрын
পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ🥰🙏
@KausikiBhattacharya7 ай бұрын
নমস্কার দিদি ! আপনার কথা অনেক শুনেছি আমার সহকর্মীদের থেকে [আমি ও বিদ্যাভারতী (মোমিনপুর)স্কুলে বহু বছর শিক্ষকতা করেছি]।আপনাকে আজ প্রথম দেখলাম। আমার বাড়ী আপনার বাবার বাড়ীর কাছেই…. চারু মার্কেটের পিছন দিকে । আমার কাকী শাশুড়ীর বাবার বাড়ীর সঙ্গে আপনাদের আত্মীয়তা আছে বলে শুনেছি । খুব ভাল থাকবেন ।
আমার সশ্রদ্ধ প্রণাম জানাই কিংবদন্তি অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিতে।
@Samarpan17 ай бұрын
অসংখ্য ধন্যবাদ আপনাকে পাশে থাকার জন্য🥰🙏
@gautamkumardas19717 ай бұрын
@@Samarpan1অবশ্যই পাশে আছি, থাকবও । কারণ ভানুবাবু আমার অত্যন্ত প্রিয় অভিনেতা। আমি ৭৩ বছরের প্রবীণ মানুষ, তাই ভানুবাবুকে নিয়ে আলোচনায হলে আমি নস্টালজিয়ায় আক্রান্ত হই ।
@gautamghosh88533 ай бұрын
আমরা সত্যি মিথ্যা মিলিয়ে অনেক কথা বিভিন্ন সংবাদপত্র ও ম্যাগাজিনে সংষ্কৃত জগতের বিশেষ করে চলচ্চিত্র জগতের মানুষ সম্পর্কে জানতে পারি। কিন্তু সেই সব মানুষদের বাড়ির লোকের মুখ থেকে কিছু শুনতে পাই তখনই আমরা সেই মানুষটির পূর্ণঙ্গ রূপ জানতে পারি। দিদি এটুকুতে মন ভরলো না। ওঁনার সম্পর্কে আরো বিস্তারিত জানতে ইচ্ছা করে। কারন পূর্ব বঙ্গের লোক বলেই কোথাও যেন একটা একাত্ম বোধ হয়।
I think this is the most UNDERRATED composition... subsequently becomes obsolete ..how tragic ...
@Mondalvlogs1994Ай бұрын
ভানু বন্দ্যোপাধ্যায়ের খুব একজন প্রিয় চরিত্র আমার কাছে❤❤❤❤❤❤
@nanditabagchi18146 ай бұрын
বাসবী আমি চারু এভিনিউতে তোমাদের প্রতিবেশী ছিলাম। আমার বাবা ডাক্তার ছিলেন, মাঝেমাঝে তোমার বাবা আর বড় ভাই বাবার কাছে আসতেন। আমার নাম নন্দিতা
@somnathmitra24485 ай бұрын
ধন্য আপনি ❤❤❤❤
@soheliazad55447 ай бұрын
ভানু বন্দোপাধ্যায়এর স্মৃতির প্রতি সশ্রদ্ধ সালাম। ওনার মৃত্যু নেই। উনার পরিবারের সবার প্রতি ভালোবাসা। প্লিজ বেশী করে, বার বার আপনার বাবার কথা বলুন।
@Samarpan17 ай бұрын
মন্তব্য প্রকাশের জন্য সমর্পণের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ.... আপনারা আমাদের পাশে রয়েছেন... তাই অবশ্যই আমরা চেষ্টা করব 🥰🙏
@kajalrakshit58796 ай бұрын
এই ম্যাডামকে খুব ভালো লাগে! ❤❤
@sumanmukherjee6917 ай бұрын
আপনার কথা শুনে মুগ্ধ হলাম. আমার প্রণাম নেবেন.
@Samarpan17 ай бұрын
আপনার মন্তব্য দিদি ভাইয়ের কাছে সমর্পণ অবশ্যই পৌঁছে দেবে. 🥰🙏
@KRISHNAPADAYOUTUBEofficial5 ай бұрын
খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ❤
@bijoyadey25877 ай бұрын
Khub bhalo laglo shune apnar kotha, besh moja laglo....
@Samarpan17 ай бұрын
সমর্পণের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ... আপনাদের মন্তব্য আমাদেরকে অনুপ্রাণিত করে 🥰🙏
@dipteshmandal11066 ай бұрын
আমার কাছে একজন নমস্য ব্যক্তিত্ব শ্রদ্ধেয় ভানু বন্দ্যোপাধ্যায়
@triptymitra17993 ай бұрын
❤ khoob bhalo laglo apnar katha ...❤
@SevakSeva5 ай бұрын
Shrodhy ভানু বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে কথা ভালো লাগবে না এমন কোন প্রশ্নই আসতে পারে না একজন অসাধারণ ব্যক্তিত্বপূর্ণ মহান মহান ব্যক্তি ছিলেন ভগবান তার কল্যান করুন
@somnathmitra24485 ай бұрын
ঠিক বলেছেন ❤❤❤❤
@kabirhossainblog787 ай бұрын
সত্যি ভালো লেগেছে অসাধারণ বিউটিফুল ভিডিও বন্ধু খুব সুন্দর ভিডিও ধন্যবাদ ভাই 👍👍❤❤🎉🎉
@Samarpan17 ай бұрын
আপনাদের এবং ভানু বাবুর পরিবারের অনুপ্রেরণায় নতুন কিছু করার চেষ্টা করি... মন্তব্য প্রকাশ করে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভক্ত ভানুর পক্ষ থেকে 🥰🙏
@apurbanag7773 ай бұрын
কাকতোলিও ভাবে সৌমিত্র বন্দ্যোপাধ্যায় ও ভানু বন্দ্যোপাধ্যায়ের মধ্যে মুখের অদ্ভুত একটা মিল আছে আর টাইটেলটা একই, তাই এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। 😊😊😊😊
@Samarpan13 ай бұрын
টাইটেল বা থামলেইনে বিভ্রান্ত সৃষ্টি করে এমন কিছু লেখা হয়নি.... লেখাটা ভালোভাবে পড়লেই বুঝতে পারবেন.... এবং সঠিক তথ্য দিয়েই কনটেন্টটি তৈরি করা হয়েছে... আমার মনে হয় আপনি ভিডিওটি না দেখেই মন্তব্য প্রকাশ করেছেন.... 🙏
@apurbanag7773 ай бұрын
@@Samarpan1 😄😄😄 আমি এখনে টাইটেল বলতে ভানু বন্দ্যোপাধ্যায় ও সৌমিত্র বন্দ্যোপাধ্যায় এর 'পদবি ' কে বলতে চেয়েছি, আপনার ইউটুবের কনটেন্ট টাইটেল নয়। 👈👈
@debasisbera32593 ай бұрын
ভানুবাবুর মুখের সঙ্গে সৌমিত্রর মুখের কোন মিল নেই।
@Samarpan13 ай бұрын
@@apurbanag777 আমরা দুঃখিত আপনার মন্তব্য প্রথমে বুঝতে না পারার জন্য... পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ 🙂🙏
@pijushdutta34284 ай бұрын
ভানু বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন বিরাট মাপের অভিনেতা। শুধু একজন কমেডিয়ান অভিনেতা বললে ওনার অভিনয় প্রতিভাকে ছোট করে দেখা হবে
@fazlulhoq48547 ай бұрын
ঢাকা’র ভানু বন্দোপাধ্যায় এর কন্যার কথা শুনে ভালো লাগলো।ভালো থাকবেন,আশীর্বাদ রইলো।।।।।
@proudsm7357 ай бұрын
ভাই বাঙালিদের মধ্যে নামকরা লোক সব বাংলাদেশে জন্ম।
@Samarpan17 ай бұрын
🥰🙏 আপনার মন্তব্য এবং শুভকামনা অবশ্যই সমর্পণ দিদিভাইয়ের কাছে পৌঁছে দেবে...
@SanjoySen-b6w3 ай бұрын
Darun laglo
@HasiSarkar-d1r7 ай бұрын
খুব ভাল ভাল থাকবেন আপনার কথা খুব ভাল লাগলো আপনার বাবার অভিনয় খুব ভাল
@sreelekhachakraborty88167 ай бұрын
Khuuub vodro poribaar kothgulo ki sundor bolchen enari original bangali❤❤❤
@Samarpan17 ай бұрын
যথার্থ মন্তব্য প্রকাশ করেছেন আপনি...অসংখ্য ধন্যবাদ আপনাকে... 🥰🙏
@DipaMazumder-ko7el7 ай бұрын
নমস্কার দিদি। কি যে ভালো লাগলো আপনার কথাগুলো শুনে। আপনার স্বর্গত বাবা আমাদের ভীষণ প্রিয় একজন মানুষ। প্রণাম তাঁকে। আমি বাংলাদশ সিলেট থেকে দেখছি।
@Samarpan17 ай бұрын
পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সমর্পণের পক্ষ থেকে 🥰🙏
@rumachatterjee38547 ай бұрын
খুব ভালো লাগলো 🙏🙏🙏
@Samarpan17 ай бұрын
Thank you 🥰🙏
@secondaccount-i5s7 ай бұрын
Didi darun lage apnak ar apnar kotha sunte....apnar mukhe mojar golpo sunte darun lage..kub valo thakben didi
@Samarpan17 ай бұрын
Thank you 🥰🙏
@sanjaysanyal2887 ай бұрын
খুব ভালো লাগলো দিদি। অনেক কিছু জানলাম। ❤❤❤
@Samarpan17 ай бұрын
ধন্যবাদ পাশে থাকার জন্য🥰🙏
@amitkumarmanna80232 ай бұрын
অসাধারণ।
@SoumiliGhosh-os2ig6 ай бұрын
দিদি শ্রদ্ধেয় ভানু বন্দ্যোপাধ্যায়ের আমি অন্ধ ভক্ত
@srabanimukherjee81397 ай бұрын
Khub valo laglo karon Nanuda ra (Soumitra Banerjee) ak somoy Amader next-door-neighbour chhilo.Amra duto family khub ghonishtho chhilam.Amra thaktam South Kolkata ay Ballygunj First Lane ay. Oti dukkher bishoy holo akmatro Nanuda-Indranidir Konya chhara, ora sabai shantir paraparay chole gachhen. Oder Atmar Shanti kamona kori.🙏
@unknownwanderer047 ай бұрын
Soumitra babu r konya ekhn ki koren? Kothai thaken?
@Samarpan17 ай бұрын
আপনার মন্তব্য অত্যন্ত মূল্যবান... পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ... 🥰🙏
@Samarpan17 ай бұрын
এই বিষয়ে সঠিক তথ্য পাওয়া গেলে... সত্যি আমরা ভীষণভাবে উপকৃত হব.. আপনাকে অসংখ্য ধন্যবাদ 🥰🙏
@cherryblossom80937 ай бұрын
Ma'am onar meyer ki naam kothay thaken
@aparnasarkar14267 ай бұрын
খুব ভাল লাগল ❤
@Samarpan17 ай бұрын
ধন্যবাদ আপনাকে পাশে থাকার জন্য🥰🙏
@AnamikaDas-xl2tl5187 ай бұрын
খুব ভালো লাগল দিদি আপনার কথা শুনতে ।
@Samarpan17 ай бұрын
অসংখ্য ধন্যবাদ সমর্পণের পক্ষ থেকে 🥰🙏
@champadash65847 ай бұрын
এতদিন আমরা কি ভ্রান্ত ধারণা তেই মে ছিলাম।আজ আপনার সাক্ষাৎকারে সব কিছু পরিস্কার হয়ে গেল। জানলাম আপনার সম্পর্কে ও কিছু জ্ঞাতব্য বিষয়।❤
@Samarpan17 ай бұрын
মন্তব্য প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ.... আপনাদের ভালোলাগা আমাদের কে অনুপ্রাণিত করে... 🥰🙏
@subhrajitgupta64517 ай бұрын
দারুণ তথ্য পেলাম
@Samarpan17 ай бұрын
আপনাদের মন্তব্যে আমরা সত্যিই সমৃদ্ধ হই...ধন্যবাদ পাশে থাকার জন্য... 🥰🙏
@somab3745 ай бұрын
Soumitra Banerjee doesn’t carry a father’s tag with him,but he carved a niche on his own,as a brilliant actor starting off with Mithun Chakraborty in Troyii,he hailed from a zamindar family of Damdama village of Pandua,so no street urchin.
@jayeetabagchi38507 ай бұрын
ভীষণ ভালো লাগলো ❤❤
@Samarpan17 ай бұрын
সমর্পণের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ 🥰🙏
@swapnachakraborty19307 ай бұрын
Didi apnra khub valo thykeban saby ❤❤
@Samarpan17 ай бұрын
সমর্পণের পক্ষ থেকে আপনাদের সকলের জন্য শুভকামনা রইল 🥰🙏
@deepikatiwary33757 ай бұрын
Khoob valo laglo
@Samarpan17 ай бұрын
Thank you 🥰🙏
@nabarunchakraborty73877 ай бұрын
আজ প্রথম দেখলাম। প্রথমে খুব কম ভলিউম ছিল শুনতে অসুবিধা হচ্ছিল। আশা করি পরের বার ভলিউম একটু জোড়ে শোনা যাবে।
@Samarpan17 ай бұрын
শুনতে সমস্যা হওয়ার জন্য দুঃখিত... বিষয়টি নিশ্চয়ই সমর্পণ আগামীতে গুরুত্ব দেবে🙂🙏
Atithi cinema ti te apnar avinoy amader khub valo legechhilo. Aj apnar ei porinoto chehara dekhe tar ki bojhar. Upaay achhe. Porom. Sroddhyeyo Vanu bondopaddhay. Sorbojon priyo ekjon. Manush sokoler mukhe. Hashi futiye jini. Ei. Prithibi theke chiro. Bidaay niyechhen😊
@Malabika227 ай бұрын
Sotti kotha khub bhalo laglo ❤❤❤❤
@Samarpan17 ай бұрын
ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন 🙏🥰
@pabanbakshi68397 ай бұрын
Ati sundar👍👍👍👍👍
@Samarpan17 ай бұрын
Thank you 🙂🙏
@aparnachatterjee70527 ай бұрын
Khub bhalo laglo,❤❤
@Samarpan17 ай бұрын
Thank you 🥰🙏
@anusreeghosh90357 ай бұрын
Khub bhalo laglo didi apnake
@tapansarkar56326 ай бұрын
যাকে আমি হাসির সম্রাট বলে ভালবাসি এবং ভীষন শ্রদ্ধা করি।তিনি হলেন ভানু বন্দোপাধ্যায়।
@ranapratapmukherjee97946 ай бұрын
Anek ajana kotha jante parlam.tai anek dhanyavad.
@bibhoreacharya76933 ай бұрын
অসাধারণ ❤🙏
@sukomalmondal68344 ай бұрын
Khub sundor madam,🙏🙏🙏,apnar kotha love u
@simasarkar13427 ай бұрын
Mam apner kathagulo sunte bhalo lagchilo.thank you
@Samarpan17 ай бұрын
ধন্যবাদ পাশে থাকার জন্য🥰🙏
@swetkumarmukherjee50873 ай бұрын
Khob valo laglo didibhai
@rahimshaihk13666 ай бұрын
সুন্দর ,
@rekhaghosh43877 ай бұрын
খুবভালো লাগলো
@Samarpan17 ай бұрын
ধন্যবাদ 🥰🙏
@ratnamridha76837 ай бұрын
Khub valo laglo 🙏🙏🙏
@Samarpan17 ай бұрын
ধন্যবাদ আপনার ভালো লাগা প্রকাশ করার জন্য 🥰🙏
@sayansarkar59146 ай бұрын
Amar boyos ekhon 20 , ami vanu sir er ovinoy er khub boro vokto❤ "Masima malpo khamu... "😅🙏
@AlpanaBanerjee-xs5cv3 ай бұрын
Khub valo. Laglo didi
@juthikasahasaha3147 ай бұрын
ওনাকে আমার প্রনাম জানাই। ওনার আরো গল্প শুনতে চাই।
@Samarpan17 ай бұрын
নিশ্চয়ই আমরা চেষ্টা করব আরো অনেক তথ্য নিয়ে আপনাদের সম্মুখে আসার 🥰🙏
@Aneeta-p9k22 күн бұрын
Bhalo prayas
@gourangamukherjee53167 ай бұрын
শুধু ভালো লাগা নয়, অত্যন্ত ভালো লাগলো!
@Samarpan17 ай бұрын
অসংখ্য ধন্যবাদ আপনাকে সমর্পণের পক্ষ থেকে 🥰🙏 এখানেই আমাদের সার্থকতা 🙂
@swapnachakraborty19307 ай бұрын
Apnar baba khub valo avinay korten miss you ❤❤❤❤
@Samarpan17 ай бұрын
যথার্থই বলেছেন আপনি 🥰🙏
@কুসুমকানন-ব২ধ7 ай бұрын
খুব ভালো লাগলো দিদিভাই ❤️
@Samarpan17 ай бұрын
Thank you 🙂🙏
@subhankarmitra5973 ай бұрын
ভানুবাবু বাঙাল সৌমিত্র বাবু ঘটি। সুতরাং তারা কিকরে এক বংশের হবে?
@kanikaroy12887 ай бұрын
খুব ভালো লাগলো
@Samarpan17 ай бұрын
এখানে আমাদের সার্থকতা 🥰🙏
@SharmilaBanerjee-b4v6 ай бұрын
Khub sundor ❤️❤️
@tablabaaj7 ай бұрын
"অতিথি" সিনেমায় "চারু"-র ভূমিকায় বাসবী ম্যাডাম-এর অভিনয় অসামান্য....🙏
@Samarpan17 ай бұрын
ধন্যবাদ মন্তব্য প্রকাশের জন্য 🥰🙏
@aroupchatterjee56057 ай бұрын
I grew up in 33b old Ballygunj 1st lane Cal 19. Right next door to Nanu da. We were actually family. All his professional phone calls were from our phone. No Bhanu Banerjee not his relative
@manjubanerjee90777 ай бұрын
U r rt .Nanu was nt Bhanu Banerjee ' son bt public misundetstood him.
@HUMANITY-j9t7 ай бұрын
GREAT DAUGHTER OF GREAT ACTOR . 🙏🙏🙏
@Samarpan17 ай бұрын
যথার্থই বলেছেন আপনি ...সমর্পণের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ... 🥰🙏