আপনার কথাকে সম্মান জানিয়ে আমি একটা প্রশ্ন রাখছি আপনার কাছে l যে ব্যক্তি মানুষের সাথে খারাপ ব্যবহার করে বাবা মাকে সম্মান করে না অসৎ পথে টাকা রোজগার করে গুরুজনদের অসম্মান করে l এমন ব্যক্তি যদি মৃত্যুর সময় ঈশ্বরের নাম স্মরণ করে তাহলে সে বৈকুণ্ঠ ধাম পাবে ? আর যে ব্যক্তি ভালো কর্ম করেও l যদি মৃত্যুর সময় ঈশ্বরের কথা তার কোন কারণে মনে না আসে (এমন যেন না হয়) তাহলে কি সে বৈকুণ্ঠধাম পাবে না ?
@RediSaha11 сағат бұрын
কর্মই হলো মানুষের জীবনের প্রধান। একজন মানুষ বেঁচে থাকা কালীন সে কি কর্ম করেছেন সেই কর্ম অনুযায়ী তিনি ফল পান। যদি ভাল কর্ম করে থাকেন তাহলে বৈকুণ্ঠ ধাম পাবে আর যদি খারাপ কর্ম করে থাকেন তাহলে নরকে যাবে।🙏🙏🙏 মৃত্যু সময় যদি ভগবানের নাম মুখে নিয়ে ওমরে তাহলে তো আর জীবনে করা পাপ গুলোর আর ক্ষমা হয় না।