নীলাঞ্জন বাবুর কিছু অসাধারণ প্রশ্ন এই অনুষ্ঠানটা এক দারুন অনুভুতি দিলো❤❤
@rjnilanjan.official15 күн бұрын
অসংখ্য ধন্যবাদ আপনাকে।চেষ্টা করবো আপনার প্রশংসার মর্যাদা রাখতে
@KaushaniDas-cy2mv18 күн бұрын
নীলাঞ্জন বাবু, আপনি যে এই ইন্টারভিউ আপলোড করে কি উপহার যে দিলেন তা বলতে পারা যে কটা কথা রয়েছে, তারও উর্ধ্বে। জয় গোস্বমী মহাশয় তো চলমান ঈশ্বর, আমরা ওনাকে জীবদ্দশায় দেখতে পাচ্ছি বলে আমরা ধন্য, আর ওনাকে সচক্ষে তো দেখার সৌভাগ্য হলো না, তাই এক্ষেত্রে আপনার অবদান অতুলনীয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শ্রদ্ধা জানাই।
@rjnilanjan.official18 күн бұрын
ভালোবাসা জানবেন।আমি চেষ্টা করবো আপনাদের প্রিয় মানুষদের সাথে আলাপচারিতা করে ভালো কিছু বিষয় উপস্থাপন করতে।চেনা ছকের বাইরে, আরেকটু জীবনের গভীরে যাওয়াটাই লক্ষ্য।ভালো থাকবেন।
@barnalide70745 күн бұрын
কবির দার্শনিকতা মনকে ভরিয়ে দিলো। সাথে, আরও অনেককিছু শোনার চাহিদা তৈরী হলো। নীলাঞ্জনের কাছে সনির্বদ্ধ অনুরোধ রইলো আরও একবার কবিকে আনার।
@rjnilanjan.official5 күн бұрын
আমরা চেষ্টা করবো
@pallabbiswas497319 күн бұрын
জয় গোস্বামী একজন দার্শনিক তার কথা আরো বেশি বেশি করে জানতে চাই শুনতে চাই বুঝতে চাই। আজকের্ আলোচনা অতি সুন্দর হয়েছে। আমরা ঋদ্ধ হয়েছি।
@ABO-Destiny20 күн бұрын
Joy Goshamir kotha barta amar khub bhalo lage, ageo lagto jokhon prothom tv te dekhechilam ekhono lage, majhkhane koyekbar onnyorokom mone hoyechilo jodiyo
পরা বাস্তব, অবচেতন এই যে কথাগুলো আপনি বললেন, আমার Husband ঠিক এই কথাগুলো এমনিভাবে বলে, আপনাদের কথা বলা, ভাবনাচিন্তায় কি ভীষণ মিল। আমার Husband কবিতা লেখে, কখনো কোথাও পাঠায় না।আপনার এমন পালিয়ে যাওয়ার মনোভাব কেন?এর আগেও বলেছেন,দৌড়ানো ছেড়ে গাছ তলায় বসে থাকবেন, জায়গা ছেড়ে দেবেন। কেন?যার যোগ্যতা আছে, তিনি নিজের জায়গা তৈরি করে নেবেন। ঈশ্বর আজ যা আপনাকে দিয়েছেন,কাল যে দেবেন, তার নিশ্চয়তা নেই। যখন ছোট বেলায় কষ্ট পেতেন,"আমি যদি ফার্স্ট হতাম"এমন ভাবতেন, আপনি অসুস্থ ছিলেন, শরীর দিতো না , পড়তে পারতেন না । ভগবান আপনাকে শক্তিশালী বানিয়েছিল? আপনি জায়গা ছেড়ে দিলেও, ফর্মূলা শিখে কবি হতে পারবে না। তবে এ কথাও সত্যি আপনাকে যে চিনে ছিলেন, তিনিও গুণী। এই দেখুন আমি যে এতো কথা বলি, আমার এটা ভালো লাগে। অনেকে অনেক কথা বলেন,তা বলে কি আমি এটা ছেড়ে দেবো।কত মানুষের গান ভালো লাগে, কবিতা ভালো লাগে, অভিনয় ভালো লাগে , কথা ভালো লাগে। আমি তাঁদের প্রশংসা করি। তাঁরা আমার বন্ধু, মনে মনে। কোন দিনও ঝগড়া হবে না। তাঁরা তো আমাকে চিনবেই না। আবার লিখতে ভালো লাগে,তাই লিখি। কেউ ছাপালো কিনা,আসে যায় না। এটা অবশ্য আমার Husband এর জীবন দর্শন। লিখতে যতদিন ভালো লাগে লিখবে। এতকথা বললাম, আমি সব কবিতা বুঝতে পারি না , আপনার কবিতা বুঝি।আর যখন আমার স্বামী পড়ে, তখন তা হয়ে যায় এক অপরূপ ছবি, কখনো গান। এ গুণ কেন ছাড়বেন?যা মানুষের হাজার বছরের সাধনা।
@sumitapal279617 күн бұрын
অসাধারণ
@rjnilanjan.official16 күн бұрын
🙏🙏🙏
@Swaraj72819 күн бұрын
Big fm a tomar gola suntam khub valo lagto...aj dekhlam tomake...valo theko❤
@rjnilanjan.official18 күн бұрын
ধন্যবাদ আপনাকে। প্রতি শুক্রবার নতুন এপিসোড আসবে।
@subhasishpramanik42520 күн бұрын
আপনি লেখা ছাপানো বন্ধ করে দিলেন আমার কষ্ট হলো. অনেক কষ্ট. কিন্তু আপনি সেটা জানতেও পারবেন না. বহুদিন অজানা থেকে যাবে.
@rajatmukherjee205720 күн бұрын
অতুলনীয় দর্শন। 🎉🎉
@rjnilanjan.official18 күн бұрын
🙏🙏🙏
@manashmozumder422321 күн бұрын
Towards the top, Towards the summit, Towards the vast silence.
@ayansanyal-zooa-436321 күн бұрын
অনবদ্য ❤️🙏
@rjnilanjan.official19 күн бұрын
❤️❤️❤️❤️
@dwarikanathpal200720 күн бұрын
শ্রদ্ধা নেবেন প্রিয় কবি ।
@rjnilanjan.official15 күн бұрын
🙏🙏🙏
@chandraniadhikary366019 күн бұрын
আর ও একটু সময়...
@rjnilanjan.official18 күн бұрын
সব ভালো জিনিস তাড়াতাড়ি ফুরোয় আসলে।
@chandraniadhikary366018 күн бұрын
@rjnilanjan.official রেশ রয়ে যাবে...🙏
@Prince-dr5ru20 күн бұрын
Ki Sundar akjon manush....
@rjnilanjan.official19 күн бұрын
ধন্যবাদ আপনাকে
@SUBRATASAHA-b3m17 күн бұрын
❤
@rjnilanjan.official15 күн бұрын
❤️
@nirmaladhikari404318 күн бұрын
স্যার নমস্কার। আপনার 15 শতাধিক কবিতা নিয়ে আমার গবেষণাধর্মী বইটার কথা মনে আছো তো? আপনাকে পাঠিয়েছিলাম এবং আপনি ফোন করে এটা প্রাপ্তির খবর আমাকে জানিয়েছিলেন। ভালো থাকবেন।
@dishachattopadhyay523715 күн бұрын
আপনি মহান! রবীন্দ্রনাথ ঠাকুরের পরেই। কিছু না থেকে সব আছে, কিছু না করে সবই করেছেন। এই জন্য ই মমতা দেবী র এতো কাছের। এ যেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ এর লরেন কে চয়েস!