শেষ পিকাসো, শেষ পিকাসো বা যামিনী রায়ের শেষ ছবিটা কোথায় রয়েছে, কোথায় রয়েছে কার জিম্মায় তা জানা হয় নি জানি না কিছু জানি শুধু এ জীবনে বেশি দেখা হবে না কিছু আফসোস হয় তবু দুচোখ ভরে আমি দেখছি তোমায় তুমি তুমি তুমি তোমাকে দেখার ছবি এই জীবনের সেরা ছবি আমাদের চোখে থাকবে আমাদের জগত , আমাদের জগত সকলেরই ইতিহাস তোমার নয়নে খুঁজি সব মানুষের উচ্ছাস .. শেষ কবিতা, শেষ কবিতা কোন মহাকবির কোথায় লুকোনো শেষ রচনা, শেষ রচনা কোন সুরকার কাকে বেচে দিয়েছেন জানি না কিছু জানি শুধু এ জীবনে বেশি শোনা হবে না কিছু আফসোস হয় তবু জীবন ভরে আমি শুনব তোমায় তুমি তুমি তুমি তোমার কবিতা গানে জীবনের সেরা গান আমাদের বুকে থাকবে আমাদের জগত, আমাদের জগত সকলেরই ইতিহাস তোমার কন্ঠে যেন ধরা দেয় সবার আকাশ সাত সমুদ্দুর, সাত সমুদ্দুর তের নদী আমি নাইবা পেরোলাম কত দুরত্ব, কত দুরত্ব কতকিছুই তো পেরোনো হয় নি জানি শুধু এই, জানি শুধু এই তোমার হাত দুটো ধরতে পেরেছি এই দুরত্ব টুকু পেরিয়ে ভরসা পাই আরো চলার তুমি তুমি তুমি আমাদের চলাচলে আরো হাত ধরে নেব আরো মুখ কাছে থাকবে আমাদের জগত ,আমদের জগত সকলেরই ইতিহাস আমাদের পথে যেন আলো দেয় সবার আকাশ।
@SuchismitaBanerjee-tz6xd9 ай бұрын
Anek dhanyabad dada ai mohamulyoban sampad amader debar jony .
@manaswichaudhuri519810 ай бұрын
এ তো আক্ষরিক অর্থেই উজ্জ্বল উদ্ধার! সাংঘাতিক!! এই গানটা আমার কাছে জ্বরের মতন, ছেড়ে বেরোনো যায় না।
@dipakroy92979 ай бұрын
Historical Asset from the unparalleled personality , the exclusive performer Kabir Suman.
@rkraybardhan99236 ай бұрын
Mesmerized 😘
@ranjansarkar39488 ай бұрын
Wonderful composition.
@SimoolSen-hh2jy10 ай бұрын
চমৎকার পাওয়া! এই অনুষ্ঠানের শেষেই সম্ভবত হৈমন্তী শুক্ল-ঊষা উত্থুপের সঙ্গে তোমার হল শুরু গেয়েছিলেন! পারলে সেটাও আপলোড করবেন প্লিজ। সম্ভবত কলামন্দির, জুন ১৯৯৫।