ভাইয়া আমি ১০০ টাইগার মুরগির বাচ্চা কিনছিলাম৷ কিত্নু ৩ দিনের মাথায় কারেন্ট সমস্যা থাকার কারণে আমার মুরগির বাচ্চা ঠান্ড লেগে যায়। এক খামারি ভাইয়ের কথায় ঐ অবস্থায় আমি পরবর্তী ২ দিন রেনামক্স আর enrocin vet খাওয়ায় ছিলাম। কিন্তু আর মুরগির বাচ্চা মরা বেড়ে যাচ্ছিলো কিন্তু রোগ ভালো হচ্ছিলো না। তখন আমি উপজেলা পশু হাসপাতালে যায়। এবং সব কিছু বলি। কিন্তু তারা আমাকে বলে রেনামক্স আর ইনরোসিন ভেট চালাই যেতে। ওতেই ঠিক হয়ে যাবে। পরে ৩/৪ দিন মতো ঐ ঔষধ খাওয়ায়ছি কিন্তু কোন উন্নতি না হওয়ায় গত ৩ দিন আগে আবার উপজেলা পশু হাসপাতালে যায়। এবং বড় যে ডাক্তার তাকে সব কিছু বলি। তিনি বলেন বর্তমানে কি সমস্যা আমি বল্লাম ঝিমাচ্ছে আর খায়না। তিনি বল্লেন পায়খানা কেমন। আমি বল্লাম কিছু মুরগির পায়খানা গুড়ের মত আবার কিছু মুরগির পাইখানার সাথে বেশি অংশ পানি আসতেছে। পরে তিনি আমাকে একটা ঔষধ দিলেন আর তার সাথে স্যালাইন খাওয়াতে বল্লেন। এই ২ দিন সেই ঔষধ খেয়ে মুরগি একটু ভালো ছিলো। আজ থেকে দেখি আবার মুরগি হালকা ঝিমানো ভাব, খাচ্ছে না, কিছু মুরগির আম পড়তেছে আর গুড়ের মত গন্ধ যুক্ত। আর খাচ্ছে না। প্লিজ এখন কি করলে মুরগি সুস্থ হবে একটা সমাধান দেন ভাইয়া।
@mujahidhussainshihab2 сағат бұрын
ভাই আপনি একজন ডাক্তার বাড়িতে নিয়ে আসেন হাসপাতাল থেকে টাকা দিয়ে হলেও