Рет қаралды 364
শ্যামল বাংলা রিসোর্টঃ
প্রায় 1000 জনের ধারণক্ষমতা, 13টি সুন্দর সজ্জিত কক্ষ, দুটি সুইমিং পুল, রোমাঞ্চকর রাইডস।
শ্যামল বাংলা রিসোর্টটি সব দিক থেকেই শিশু বান্ধব। রিসোর্টে ঢুকতেই হাতের বামে পড়বে বাচ্চাদের জন্য কিডস জোন। রয়েছে টয় ট্রেন, সাম্পান এবং নাগরদোলা। রিসোর্টের প্রাচীরের গায়ে তুলে ধরা হয়েছে দেশ বিদেশের নানান বিখ্যাত জায়গার টেরাকোটা ছবি এবং এর বিস্তারিত তথ্য। যা থেকে খুব সহজেই এসব বিখ্যাত জায়গা সম্পর্কে বাচ্চারা জানতে ও শিখতে পারবে।
পুরো রিসোর্টটি ভীষন সুন্দর এবং সবুজ। রয়েছে প্রচুর রং বেরংয়ের ফুলের গাছ। রয়েছে এ্যাকুয়ারিয়াম ভর্তি নানান জাতের কালারফুল মাছ আর খাঁচা ভরা পোষা পাখি। সারাক্ষণ তারা কিচিরমিচির করে। আর তাই বাচ্চাদের কাছে এ রিসোর্টটি একটু বেশি প্রিয় হয়ে উঠেছে। আর যেহেতু বাচ্চাদের আগমন এখানে বেশি ঘটে তাই পুরো রিসোর্টটি স্ট্রিক্টলি ধুমপান মুক্ত রাখা হয়েছে।
দুটি আলাদা সুইমিংপুল রয়েছে এই রিসোর্টে। বুঝতেই পারছেন একটি ছেলেদের আর একটি মেয়েদের। মানে ছেলে মেয়ে কারোরই একসাথে সুইম করার সুযোগ এখানে সচেতনভাবেই রাখা হয়নি। দুটি পুলই অসম্ভব সুন্দর। সাগরের নীল জল যেন খেলা করে এখানে। বন্ধু বান্ধবীর সাথে মেতে থাকতে পারবেন এখানে। তবে কিছুটা রেস্ট্রিকশন থাকায় মেয়েদের পুলে ভীড় কম হয়।রিসোর্টের মুল ভবনটি ডুপ্লেক্স স্টাইলে করা হয়েছে। খুবই মনোমুগ্ধকর।
আলাদা করে ফ্যামিলি জোন রাখা হয়েছে পরিবারের সকলের একসাথে সময় কাটানোর জন্যে। রয়েছে ডিলাক্স সুপার ডিলাক্স এবং প্রিমিয়াম রুম সার্ভিস। রুমগুলো খুব সুন্দর সাজানো গোছানো। বেশ বড়সড় কন্ফারেন্স রুম রয়েছে। আছে জুস কর্নার এবং রিসোর্টের নিজস্ব ফুড কোর্ট। থাই চায়নিজ ইন্ডিয়ান এবং বাংলাসহ সবধরনের খাবার পাওয়া যায় এখানে। দাম নিয়ন্ত্রনের মধ্যেই। তবে বাইরে থেকে খাবার নিয়ে ঢুকতে পারবেননা এখানে।
এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় খরচ নিয়ে। রিসোর্টে প্রবেশ মূল্য ১০০ টাকা। বিভিন্ন রাইডের মূল্য জনপ্রতি ৫০ টাকা আর সুইমিংপুলে ঘন্টা প্রতি খরচ পড়বে ২৫০ টাকা। এছাড়া ১৮০০ থেকে ৬৫০০ টাকায় ডিলাক্স সুপার ডিলাক্স এবং প্রিমিয়াম রুম বুকিং দিতে পারবেন প্রতি রাতের জন্য। এছাড়া রিসোর্টের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে বুকিংসের সুবিধা পাবেন। এছাড়া বিভিন্ন ওকেশনে রিসোর্ট কর্তৃপক্ষ নানান ডিসকাউন্ট অফার ও প্যাকেজ দিয়ে থাকে
কিভাবে আসবেনঃ
মোহাম্মদপুর থেকে লোকাল ও রিজার্ভ সি.এন.জি দিয়ে খুব সহজেই এইখানে আসা যায়। সকল সি.এন.জি চালক রিসোর্ট চিনে।
রিজার্ভ সি.এন.জি ভাড়া ১৫০ টাকা (৫ জন উঠতে পারবেন)।
লোকাল সি.এন.জি ভাড়া জন প্রতি ৩০ টাকা।
মোহাম্মদপুর থেকে কলাতিয়া বাজার এর লোকাল সি.এন.জি দিয়ে যেতে। বাজারের পূর্বেই মেইনরোডের সাথেই রিসোর্ট এর গেইট। গেইটের সামনেই নামতে পারবেন।
SHAMOL BANGLA RESORT
Village: Guita Krishna Nagar, Union: Taranagar P.O: Kalatia, P.S: Keraniganj Model Thana, Dhaka 1313.
01776508612/01701793115
info@shamolbanglaresort.com
Website :
www.shamolbangl...
Google Map : goo.gl/maps/AL...