Рет қаралды 119,749
সায়ানের নতুন অফিসিয়াল চ্যানেল।
যারা সাবস্ক্রাইব করতে চান তাদের জন্য লিংক -
/ @farzanawahidshayan9109
Song Title: Age Jodi Janitam
Singer: Shayan (Tribute)
Album: Just Wahidz
“আগে যদি জানিতাম”
কথাঃ নুরুল হুদা
সুরঃ লাকী আখন্দ
মূল শিল্পীঃ ফেরদৌস ওয়াহিদ
আগে যদি জানিতাম
তবে মন ফিরে চাইতাম
এই জ্বালা আর প্রাণে সহে না
ওহো মন রে
কিসের তরে রয়ে গেলি তুই
জানিনা কেন যে আমায়
একা ফেলে চলে গেলি
ভুলেও কি মনে পড়েনা
তোর’ই মতো কোনদিন
আমিও যে ভুলে যাব
তবু এই জ্বালা প্রাণে সইবনা
বলেছিলি তুই যে আমায়
আমি নাকি ভুলে যাব
ভুলে আমি ঠিক’ই তো যেতাম
পোড়া মনে তোর’ই কথা
বারে বারে বেজে ওঠে
তাই তোকে আর ভোলা হলো না।।