Allah baul makhon dewan murshider jiboner sunaner janno bahssto dan karen
@mdobidul3863 Жыл бұрын
Yes❤❤❤❤❤❤❤❤
@MdMobin-e3vАй бұрын
😊😊😊😊😊
@jsk78634 жыл бұрын
❤❤❤💯💯💯👌👌hoq Allah
@mdjaman39944 жыл бұрын
খুব ভাল
@mamunrasel99672 жыл бұрын
নাইছ
@murteknicelgeming94234 жыл бұрын
Nice video
@m.asalammiah73623 жыл бұрын
জনাব মাখন দেওয়ান কে বলছিঃ- আপনার পরিবেশনায় শেখ ফরিদের জরী গানটি বেশ কয়েকবার শুনলাম। আপনার পরিবেশিত জারী গানটি ছন্দমালায় তেমন কোথাও ভুলভ্রান্তি হয়নি। আপনি ছন্দমালায় মিলরেখে, সুরও ছন্দের তালে, তালে,তাল মিলিয়ে আপনার সুমধুর কন্ঠে গানটি পরিবেশন করছেন, খুব ভালো লাগল। আশা করি আরও ভাল, ভাল জারী গান ও কিচ্ছা সবাইকে উপহার দিবেন। তবে কোন ভুলভ্রান্তি বা মিথ্যা তথ্য উপস্থাপন করা কারও কাম্য নয়। আপনার জারী গানের এক স্থানে উল্লেখ করছেন, ১০১ টি খুন না করে পানি বা নাস্তা খেতনা তবে কি নিজাম খুনি প্রতিদিন ১০১ টি খুন করত ? আপনি কেন বস্তুুনিষ্ঠ তথ্যাদি উপস্থাপন না করে ভুল বা মিথ্যা তথ্যা উপস্থাপন করছেন ? বাস্তবে হবে নিজাম খুনি প্রতিদিন ৭ খুন না করে খানা খাইত না সামনে যাকে পেত তাঁকে খুন করত এই জারী গানটির লেখকঃ- আবদুল করিম, গ্রাম চরশ্যামাইল, পোস্ট অফিস বহেরাতলা জেলা ফরিদপুর। যা আমি ১৯৬০ _৮০ সালে অনেকবার শুনেছি এবং সুর করে গেয়েছি, খুব ভালো লাগত। আপনার মাধ্যমে আবার ৪০ বছর পর জারী গানটি শুনে সেই ছোট বেলার কথা মনের পাতায় ভেসে উঠল, হৃদয় মাঝে খুব শান্তি পেলাম। ভিডিও স্কিনে সরাসরি গাইলে বেশি ভাল হত, কত শিল্পীইত সরাসরি গায়, আশা করি আপনিও খুব ভাল গাইবেন। পরিশেষে আপনাকে "ধন্যবাদ" -----> এম,এ সালাম মিয়া তারিখঃ৩০/০৩/২০২১ইং।
@agranihardware51773 жыл бұрын
ভাই মাখন দেওয়ান সাহেব বেঁচে নেই। তিনি অনেক আগেই নিজ দেশে চলে গেছেন।
@agranihardware517710 ай бұрын
জনাব মাখন দেওয়ান অনেক আগেই চলে গিয়েছেন আমাদের ছেড়ে।
@agranihardware51779 ай бұрын
মাখন দেওয়ানের কন্ঠে জারি গানটি শুনলাম। শেখ ফরিদ যখন ছোট ছিলেন তাকে ছোট রেখে তার পিতা মারা যান। শেখ ফরিদের মা আর বিয়ে করেননি তার ইচ্ছা শেখ ফরিদ কে আউলিয়া বানাবেন। এখানে কিন্তু তার অন্য কোন বোনের কথা বলা হয়নি। শুধু শেখ ফরিদের কথাই বলা হয়েছে। এই গানের মধ্যে তার বোন আসলো কোত্থেকে সাথে ভাগিনা আলাউদ্দিন সাবেরী? শেখ ফরিদ এর বয়স যখন 12 বছর তার মা তাকে সাধনা করার জন্য জঙ্গলে পাঠান সেখানে তিনি ছত্রিশ বছর সাধনা করেন এবং কুতুবউদ্দিন বখতিয়ার কাকী দরবারে 24 বছর সাধনা করেন। সর্ব মোট 60 বছর সাধনা করেন এবং তার বয়স তখন হয় 72 বছর। তিনি কি তাহলে কোন সংসার ধর্ম পালন করেননি? আমার আমার প্রশ্ন হল আলাউদ্দিন সাবেরীর মা যদি শেখ ফরিদের বড় বোন হয় অথবা ছোট বোন হয় তাহলে শেখ ফরিদের বয়স বয়স বর্তমানে 72 চলছে আর তার বোন যদি বড় হয় তাহলে বয়স তার চেয়ে বেশি হবে আর ছোট হলে দু এক বছর কম হবে আর এই বয়সে কোন মহিলার বাচ্চা হতে পারে না। তাহলে আলাউদ্দিন কার সন্তান? তার বোনের না অন্য কারো কেউ জানলে জানাবেন! মাখন দেওয়ান সাহেব তোর বেঁচে নেই তিনি থাকলে হয়তো তথ্য নির্ভর সমাধান পেতাম যদি কেউ জানেন জানাবেন।