সবাই জদি এই গানের মানে বুজতো চখের জল আপনি আপনি পরতো সোহাগ পরামানিক আপনার জন্য বুক ভরা বালোবাসা দেওয়া ছারা আমার কাছে আর কিছুই নেই বাই
@shohaghpramanikАй бұрын
প্রেমও ভক্তি রইলো আপনার ভালোবাসার প্রতি দরদী কৃতজ্ঞতা জানায় আপনার প্রতি সব সময় পাশে থাকে উৎসাহিত করবেন দরদী ধন্যবাদ আপনাকে
@AbuHanif-8734Ай бұрын
প্রথম গানটিতে শুনলাম এক ওয়াক্ত করলে কাজা আশি হোব্বা হয় সাজা, এর অর্থ বুঝতে পারছি না একটু বুঝিয়ে বলবেন, ধন্যবাদ।
@shohaghpramanikАй бұрын
ভাই পরে দেখন ১ এক ওয়াক্ত ছালাত ছুটে গেলে এক হুকবা বা দুই কোটি অষ্টাশি লক্ষ বছর জাহান্নামে শাস্তি দেওয়া হবে - ১ (2) قَالَ النَّبِىُّ مَنَ تَرَكَ صَلاَةً حَتىَّ مَضَى وَقْتُهَا ثُمَّ قَضَى عُذِّبَ فِى النَّارِ حُقْبًا وَالْحُقْبُ ثَمَانُوْنَ سَنَةً كُلُّ سَنَةٍ ثَلاَثمائة وَسِتُّوْنَ يَوْمًا كُلُّ يَوْمٍ اَلْفُ سَنَةٍ مِمَّا تَعُدُّوْنَ. (২) নবী (ছাঃ) বলেন, যদি কোন ব্যক্তি এক ওয়াক্ত ছালাত ছেড়ে দেয় আর ইতিমধ্যে ঐ ছালাতের ওয়াক্ত পার হয়ে যায় এবং ছালাত আদায় করে নেয়, তবুও তাকে এক হুকবা জাহান্নামে শাস্তি দেওয়া হবে। এক হুকবা হল, ৮০ বছর। আর প্রত্যেক বছর ৩৬০ তিন। আর প্রত্যেক দিন এক হাযার বছরের সমান, যেভাবে তোমরা গণনা কর। উল্লেখ্য, উক্ত হিসাব অনুযায়ী সর্বমোট দুই কোটি অষ্টাশি লক্ষ বছর হয়।
@mshmilon2667Ай бұрын
মোল্লাদের লেখা হাদিসের কথা বলছে
@shohaghpramanikАй бұрын
@mshmilon2667 ধন্যবাদ আপনাকে দরদী
@anamulkadir5474Ай бұрын
গাঁজাবা লালন পাগলা
@shohaghpramanikАй бұрын
যার মন যেমন ধন্যবাদ আপনাকে
@MDMasudRana-b4rАй бұрын
এই গানের মানে বুঝতে চাই, দয়া করে বুঝিয়ে বলে দেন
@shohaghpramanikАй бұрын
ভাইজান এখানে ১০ টি গান আছে কোন গানের মানে বুঝতে চান বলেন ভাই
@MDMasudRana-b4rАй бұрын
@@shohaghpramanik নামাজ নিয়ে যে গান
@MDMasudRana-b4rАй бұрын
কোন নামাজে দিদার হয়,বলেন ভাই
@shohaghpramanikАй бұрын
@MDMasudRana-b4r ও আচ্ছা ভাই আপনি কি পুরো গানটা শুনেছেন?
@shohaghpramanikАй бұрын
ভাই পুরো গান টা ভালো করে শুনে দেখন বুঝতে পারবেন আশা করি