Shubh Shagun Natok 116 number episode! শুভ শগুন নাটক ১১৬ নাম্বার পর্ব।

  Рет қаралды 5,664

 Natok green 3

Natok green 3

Күн бұрын

Shubh Shagun Natok 116 number episode! শুভ শগুন নাটক ১১৬ নাম্বার পর্ব।
আবশেশে সায়নী এবং শুভোর দেখা মিললো। বিস্তারিত জানতে অবশই ভিডিও টিতে লাইক দিয়ে চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। আসলে সায়নি একটি অনুষ্ঠানে গিয়েছিলো তার পা থেকে একটি পায়েল পড়ে গিয়েছে যেটা খোঁজার জন্য শায়নি বাইরে চলে আসে আর অন্যদিকে শুভো কিন্তু বাইরে দাঁড়িয়ে ছিলো উনি যখন পায়েলটি খুজতে শুভোর কাছে যাবে ঠিক সেই সময় সেই পায়েলটি পেয়ে যাবে শুভো এবং সায়নিকে বলবে আপনি কি এটা খুঁজছেন এবং শুভো সায়নিকে দেখে একেবারে অবাক হয়ে যাবে এবং সে চমকে যাবে। তখন সায়নি বলবে হ্যাঁ আমি এই পায়েলটিকে খুঁজছি আর এই বিষয়টি দেখার পর শভো তখন সায়নিকে বলবে আমি এই পায়েলটি আপনাকে পরিদিতে পার
কিন্তু আমার একটি শর্ত রয়েছে এ বিষয়টি শুনার পর শায়নী তখন শুভোকে বলবে কি শর্তো আসলে সায়নিকে দেখে শুভোর মনে মনে একটু সন্দেহ হচ্ছিল আসলে শুভো অনেক আগে থেকেই জানে আসলে সায়নীর পায়ের নিচে একটি বড় দাগের চিহ্ন রয়েছে যার কারনে শুভো সায়নীকে বলবে এই পায়েল টি যদি আপনি আমার কাছ থেকে নিতে চান তাহলে আমি নিজের ইচ্ছাতে আপনার পায়ে এই পায়েলটি পরিয়ে দেবো কিন্তু এটা কখনো মেনে নিতে চাচ্ছিলোনা সায়নী এর জন্য তখন শুভো সায়নীকে বলে আচ্ছা তাহলে আমি আপনাকে এই পাইলটি আর কখনোই দিব না আর এই কথাটি শোনার পর তখন সায়নী রাজি হয়ে যায় এবং শুভো সেই পায়েলটিকে পরিয়ে
আর ঠিক তখনই সায়নীর নতুন হাজব্যান্ড সেখানে আসে এবং হাঙ্গামা করতে শুরু করে দেয়। এরপরে দেখা যাবে পিসামশাই সায়নী নতুন হাজব্যান্ড কে বলছে তোমাকে না আমি আগে বলে দিয়েছি তুমি সায়নীকে নিয়ে আর এখানে কখনো আসবেনা তুমি প্লিজ এখান থেকে চলে যাও এই কথাটি শোনার পর শায়নীর নতুন হাসবেন্ড পিসেমশাই কে বলবে আমি শায়নীকে প্রত্যেকদিন তার নিজের স্মৃতিশক্তি হারানোর জন্য একটি করে ট্যাবলেট খাওয়াই এর জন্য সায়নী আর কখনোই তার নিজের স্মৃতিশক্তি ফিরে পাবে না। তো এমনই কিছু ঘটতে চলেছে শুভো শগুন নাটকের আগামী ১১৬ নম্বার এপিসোডটিতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ
Shubh Shagun Natok # Shubh Shagun Natok 116 number porbo # শুভে শগুন নাটক ১১৬ নাম্বার এপিসোড #

Пікірлер
Caleb Pressley Shows TSA How It’s Done
0:28
Barstool Sports
Рет қаралды 60 МЛН
Непосредственно Каха: сумка
0:53
К-Media
Рет қаралды 12 МЛН
Subh Shagun | শুভ শগুন | Full Episode 133 | Enterr10 Bangla
21:59