আত্মোপলব্ধি কতটা গভীর হলে এই অনুভূতি আসে ! বাঙালি হয়তো অনেক দিক থেকে পিছিয়ে আছে, তাতে কি ? রবীন্দ্রনাথ তো আর কারো নেই, এই প্রতিষ্ঠান শুধু আমাদের! আমাদের চির গর্ব! জয়তু জয়তী, খুব ভালো হোক আপনার 🙏❤️🇧🇩
@soumyapandit51672 ай бұрын
সর্বত্র পিছিয়ে পড়ে, হেরে গিয়ে রবীন্দ্রসঙ্গীত গেয়ে বা শুনে বেশ একটা দুঃখ বিলাসী ব্যাপার আছে।
@rishi27912 ай бұрын
Ta etoi jokhon bojhen tahole BD te Hindu der opor otyachaar korchen keno bolun to? Rabindranath ki kono gaan e orom korte bole giyechen.
@chitradipsen8600 Жыл бұрын
"শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা, শুধু আলো-আঁধারে কাঁদা-হাসা...." এ গান তো একটা গোটা জীবন বলে দেয়। জীবনের নানা ওঠা পড়া, কখনো সুখের কিছু ভালো মূহুর্ত পেরিয়ে আমরা আবার বেদনার কিছু মূহুর্তের মধ্যে উপস্থিত হই। কখনো অনায়াসে যা চাই, তা পেয়ে যাই, তো কখনো কোনোকিছু পাওয়ার ভীষণ ইচ্ছে থাকলেও তা আর পাওয়া হয়ে ওঠে না, কখনো কান্না তো কখনো হাসি, কোনোকিছুই আসলে দীর্ঘস্থায়ী নয়, সব কিছুই যেন ছুঁয়ে যায় আমাদের। একের পর এক প্রজন্ম আসে, চলে যায়, রেখে যায় অনেক হাসি কান্না, সুখ দুঃখের অশেষ স্মৃতি। আবার আসে নতুন প্রজন্ম, তাদের মধ্যে দিয়ে জীবনের রং নতুনভাবে ছড়িয়ে যায়, নতুন করে সুখ দুঃখের পালাবদল আবার তার ছন্দ ফিরে পায়। শুধুই যেন অবিরত জীবনের স্রোতে ভাসা, শেষ বলে কিছুই নেই। সত্যিই রবি ঠাকুরের এ গানের বাণী এবং সুর আমাদের অনেককিছু শেখায়। ম্যামের সুমধুর কন্ঠে এবং প্রত্যূষ স্যারের অপূর্ব সরোদ, সন্দীপন স্যারের ভায়োলিন এবং গোটা অ্যারেঞ্জমেন্টে যে শান্ত, স্নিগ্ধ, সুগভীর ভাব ফুটে উঠেছে এ গানে, বারংবার শুনছি, বড্ড মন কেমন করা নিবেদন। অসাধারণ লোকেশন এবং সবুজ প্রকৃতির মাঝে এ গান যেন আরও সতেজ হয়ে উঠেছে। 'শেষ হয়েও হইল না শেষ, শ্রবণে রয়ে গেল গানের রেশ...' ম্যামকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং এ কাজের সঙ্গে যুক্ত সকলকে আমার প্রণাম জানাই, ২২ শে শ্রাবণ উপলক্ষে আরও এক অনন্য উপহার পেলাম আমরা সকলে❤❤❤✨✨🌼🙏।
@antaramanna1454 Жыл бұрын
Bah...chamatkar likhechhen...to...😌🙏
@chitradipsen8600 Жыл бұрын
@@antaramanna1454অসংখ্য ধন্যবাদ, আমার ২২ বছরের স্বল্প জীবনে ম্যামের গান শুনে যতটুকু উপলব্ধি করতে পেরেছি এ গানকে, তাই লেখার মাধ্যমে ভাগ করে নিয়েছি সবার সাথে 😁❤✨🙏
@utpalasanyal7705 Жыл бұрын
বাঃ অপূর্ব বর্ননা।
@amitavachakrabarti2982 Жыл бұрын
Gurudeb er lekha o sur kora amon gan, sorgio sukh dukher onuvuti, ki ar bola jay monpran diye sona o bhashaheen bose thaka ar ki !
@hasihasi8912 Жыл бұрын
❤
@firefly3253 Жыл бұрын
শুধু যাওয়া আসা শুধু স্রোতে ভাসা শুধু যাওয়া আসা শুধু স্রোতে ভাসা শুধু আলো-আঁধারে শুধু আলো-আঁধারে কাঁদা-হাসা শুধু যাওয়া আসা শুধু স্রোতে ভাসা শুধু যাওয়া... শুধু দেখা পাওয়া শুধু ছুঁয়ে যাওয়া শুধু দূরে যেতে যেতে কেঁদে চাওয়া শুধু দেখা পাওয়া শুধু ছুঁয়ে যাওয়া শুধু দূরে যেতে যেতে কেঁদে চাওয়া শুধু নব দুরাশায় আগে চলে যায় নব নব দুরাশায় আগে চলে যায় পিছে ফেলে যায় মিছে আশা শুধু যাওয়া আসা শুধু স্রোতে ভাসা শুধু যাওয়া... অশেষ বাসনা লয়ে ভাঙা বল অশেষ বাসনা লয়ে ভাঙা বল প্রাণপণ কাজে পায় ভাঙা ফল ভাঙা তরী ধরে ভাসে পারাবারে ভাঙা তরী ধরে ভাসে পারাবারে ভাব কেঁদে মরে ভাঙা ভাষা হৃদয়ে হৃদয়ে আধো পরিচয় আধোখানি কথা সাঙ্গ নাহি হয় হৃদয়ে হৃদয়ে আধো পরিচয় আধোখানি কথা সাঙ্গ নাহি হয় লাজে ভয়ে ত্রাসে আধো-বিশ্বাসে লাজে ভয়ে ত্রাসে আধো-বিশ্বাসে শুধু আধখানি ভালোবাসা শুধু যাওয়া আসা শুধু স্রোতে ভাসা শুধু যাওয়া আসা শুধু স্রোতে ভাসা শুধু আলো-আঁধারে শুধু আলো-আঁধারে কাঁদা-হাসা শুধু যাওয়া আসা শুধু স্রোতে ভাসা শুধু যাওয়া...
@adhikarylaboni20803 ай бұрын
Thank u lyrics gulo lekhar jonye.
@titugupta35513 ай бұрын
গান শোনার সময় লিরিক্স খুব গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ।
আপনার গলায় রবীন্দ্রসঙ্গীত শোনা এখন একটা নেশায় পরিণত হয়েছে, অসাধারণ কণ্ঠ আপনার, শুধু গান তো শোনা নয় স্নান করে যাই।
@JaydeepDatta Жыл бұрын
দারুন বললেন
@mousumichisti9516 Жыл бұрын
Same
@sanchitabarman545810 ай бұрын
Ekdaammmm..............
@bipashadeb905910 ай бұрын
😊😊❤😊😊😊😊😊@@mousumichisti9516
@mahbubulalam47932 ай бұрын
মনের কথা বলেছেন I
@kalikishoremukherjee6187 Жыл бұрын
কেউ কেউ আছেন যাঁর গায়কী সঙ্গীতে প্রাণ সঞ্চার করতে পারেন, আত্মস্থ করতে পারেন। তিনিই শিল্পী কি না জানিনে, আপনার গাওয়া গানগুলি সব শিল্পের ছোঁয়ায় সমৃদ্ধ, এ হলপনামা দিয়ে রাখলাম ❤❤❤❤❤
@sangitanaskarghorai4639 Жыл бұрын
0ppppp❤p❤ppppppp❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SujataPakrashi-sj7fb11 ай бұрын
জর্জ বিশ্বাস একমাত্র
@tusharimran-x8p10 ай бұрын
❤❤❤❤অসাধারণ উক্তি, ধন্যবাদ আপনাকে ❤❤❤❤
@RelaxingMusic-zf4nr9 ай бұрын
কেউ কেউ নয় সমস্ত বড় সঙ্গীত শিল্পী গায়কী দিতে জানেন।
@BIPALARANIBARMAN5 ай бұрын
আসলেই ❤
@saikatkundulyricist Жыл бұрын
রবীন্দ্রনাথের গান আরও কয়েক শো বছর অনুভূতির মধ্যে গুঞ্জরিত থাকার প্রাসঙ্গিকতায় তোর অবদান রয়ে যাবে, জয়তী। চির-স্পন্দমান।
@SetuHalder-p5i8 күн бұрын
গান হলো মন ভালো রাখার একমাত্র অবলম্বন,,, জীবনের সকল দুঃখ কষ্টের অবসান ঘটে গান শুনলে আর গাইলে,,,,,আমি মনে করি যারা বরী ঠাকুরের আর বিদ্রোহী কবি নজরুলের গান গুলো শুনে বা গায় তারাও অসাধারণ,,,, শত শত কোটি প্রনাম কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর নজরুলের চরনে।
@SetuHalder-p5i9 күн бұрын
রবীন্দ্রনাথ সংগীত শুনলে জয়তী ম্যামের কন্ঠ এই শোনা হয় বেশি,,, ❤❤ অসাধারণ ম্যাম
@debashisdey6591 Жыл бұрын
ম্যাডাম আপনি কি করে এতো সুন্দর গান ঈশ্বরের কাছে জানতে ইচ্ছা করে। আপনার গানের সঙ্গে শুধু মাত্র একজনের তুলনা করা যায়।সেটা হচ্ছে আপনি নিজে ।
@thebongflutist3629 Жыл бұрын
রবি ঠাকুরের সব গানগুলো আপনার শ্রুতি মধুর গলায় যেন তারা নতুন যৌবন লাভ করে❤😊
@arpanbanerjee401 Жыл бұрын
একদমই তাই❤️🙏🏻
@parvinsultana3109 Жыл бұрын
@@arpanbanerjee401 i
@DipaSengupta-k7e Жыл бұрын
@@arpanbanerjee401❤❤❤❤❤
@tandra8788 сағат бұрын
অপ্রয়োজনীয় অতিরিক্ত আধুনিক যন্ত্রের অনুষঙ্গ; জয়তীর গানের অসাধারণ ভাব-মাধুর্যকে বিরক্তির একেবারে শেষ পর্যায়ে পৌঁছে দিয়েছে ।
@antardasanurag37948 ай бұрын
সুধায় ভরা এক অনন্য সুমধুর সংগীত। যখনই শ্রবণ করি মন প্রাণ ছুঁইয়ে যায়। সম্পূর্ণ অপার্থিব এক অনুভুতি। কবিগুরুর শ্রী চরণে শতকোটি প্রণাম। 🙏🙏🙏
@gargichatterjee7764 Жыл бұрын
প্রত্যেকটি স্বরক্ষেপণ এত স্পষ্ট আর স্বরলিপি না দেখেও গানটি শিখে নিতে পারি, দিদির গানগুলো শুনে আমার তাই মনে হয়। আর গানের ভাব দিদির মত করে আর কেউ ফুটিয়ে তুলতে পারেননা। এটা আমার অনুভব, বায়াসনেস নয়। ঈশ্বরের আশীর্বাদ আছে দিদির ওপর। ভালো থাকুন, সুস্থ থাকুন।
@RelaxingMusic-zf4nr9 ай бұрын
এটা একটু বেশি হয়ে গেল,আপনি আগেকার শিল্পীদের মনে হয় শোনেন নি।শুনলে এই কথা বলতেন না। হ্যাঁ জয়তী দি এই যুগের সেরা কিন্তু তাই বলে অন্যদের ছোট করতে পারেন না।
@Hare-Krishna-BD Жыл бұрын
এই গানটি তাঁর কন্ঠে দারুণ ফুটেছে, ভীষণ ভাললাগলো। ❤
@moumita22 Жыл бұрын
আপনার গাওয়া রবীন্দ্র সংগীত শুনে ক্লান্তি চলে যায়, নতুন করে ভালো লাগে গান, গল্প, কবিতা...🙏
@aadiartisan685Ай бұрын
সকাল বেলা এমন গান দিয়ে দিনটা যার শুরু সে কোনদিন খারাপ কাজ করতে পারেনা বলে আমার বিশ্বাস। মনকে পবিত্র পুণ্য পরিষ্কার শুদ্ধ করে দেয়। ❤ আমি গর্বিত আমার পরিবার ছোটবেলায় রবীন্দ্র সংগীত শুনিয়েছিল। তাই নিজেকে রুচিসম্মত মানুষ বলতে পারি। ❤❤❤
@deepshikhabanerjee4123 Жыл бұрын
দেবী সরস্বতী তার সুরের সবটুকু আপনার কণ্ঠে ঢেলে দিয়েছেন আর রবি ঠাকুর তার সবটুকু আশীষ রেখেছেন আপনার পরে....তাই অবাক হয়ে শুনি শুধু শুনি 🙏🏻💙💙💙💙💙
@basudhadhibar65456 ай бұрын
আমি প্রতিটা লাইন অক্ষর শুনছি আর ভাবছি আমার কেটে যাওয়া সময় গুলো যেন চোখের সামনে ভাসছে। আর চোখে জল। আমি এই আছি আমার আমার দুঃখ নিয়ে। প্রিয় মানুষ এর ভালোবাসার স্মৃতি নিয়ে।। ভালোবাসা অনেক। ভালো থেকো সৌমেন।। বসুধা তোমায় মনে রাখবে রবীন্দ্রনাথ এর গান এ।।
@mahbubulalam47932 ай бұрын
তা সৌমেনটা কে ?
@sipradey318Ай бұрын
Very funny.
@indiraroysarma1590 Жыл бұрын
আসা যাওয়ার পথের মাঝখানের এই সংক্ষিপ্ত জীবনে আমরা ভেসে চলেছি সব প্রাপ্তি অপ্রাপ্তির ওঠাপড়া কে সঙ্গী করে। অত্যন্ত বাস্তব ও আবেগ এর মিলেমিশে জীবনের সত্য দর্শন এই অপূর্ব প্রিয় গানটি জয়তিদি এত সুন্দর, সাবলীলভাবে গাইলেন যে,বিমোহিত হয়ে শুনেই চলেছি কেবল।অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তোমায় দিদি ..খুব ভালো থেকো !👌🎶🙏❤️
@রবীন্দ্রভাবনা3 ай бұрын
বর্ষার এই সুন্দর প্রেক্ষাপটে , অপূর্ব নিবেদন। এসরাজের সঙ্গ আরো অন্যরকম মাত্র এনেছে।
@mansam60049 ай бұрын
অনেক মানুষের উপলব্ধি আসতে সময় লাগে, আমিও তার অন্যতম, দেরিতে উপলব্ধি হয় রবীন্দ্র সঙ্গীত এর অর্থ, আক্ষেপ হয় । এই শিল্পীর কন্ঠ ও গায়িকী আমাকে মুগ্ধ করে। এখন বেশিরভাগ রবীন্দ্র সঙ্গীত ওনার কন্ঠেই শুনলে মনতৃপ্তি হয়। ❤❤❤
@bijoylakshmichowdhury88108 ай бұрын
খুব সুন্দর রবীন্দ্র সংগীত খানি ধন্য বাদ বোন 🎉🎉🎉
@asokeranjan99263 ай бұрын
এ গানটি কম শিল্পীকে যথার্থ ভাবে গাইতে শুনেছি।তোমার পরিবেশন নিখুঁত ও হৃদয় স্পর্শী !
এই রকম কন্ঠ এবং গায়িকি যেন গান গুলো কে প্রাণ দান করে ❤
@soumilybhattacharyya2831 Жыл бұрын
আহা রবীন্দ্রংগীত আপনার গলায় যতো বার শুনি মুগ্ধ হই।
@manishar_kobita4 ай бұрын
অপূর্ব সুন্দর একটি গান ❤️ আর আপনার কন্ঠে শুনে মনটা ভরে গেল ❤️ ভীষণ ভালো লাগলো।
@RinaBiswas-hz5nj5 ай бұрын
অসাধারণ সুন্দর একটা সংগীত
@SreyoshiChatterjeeOfficial Жыл бұрын
Pure bliss! Genuine treat to the ears ..also loved the music arrangement and simplicity of the video..❤️❤️
@hussym854 Жыл бұрын
অপূর্ব অসাধারণ গান! জীবন জগতের এক মহাসত্যের উপলব্ধির বাণী সুর যন্ত্রমাধুর্য গীতসুধামণ্ডিত এক অপার্থিব মোহময় উপস্থাপনা!
@sagarikabanerjee90449 ай бұрын
Opurbo. ❤❤❤❤❤
@wazed_Ali398 ай бұрын
কতবার,না অগনিত বার গানটি শুনলাম। কিন্তু জীবন ধর্মী গান টি বার বার শুনতে ইচ্ছা করছে।
@dhrubachakrabarty5257 Жыл бұрын
Excellent, Jayati di👍👍👌👌👋👋🎵🎵🙏🙏❤❤
@TMukherjee-sn8xl3 ай бұрын
Visualization as well as the way of presenting the song - EXTREMELY ROMANTIC . ❤❤❤❤
@SouravMukherjee90 Жыл бұрын
অফিস থেকে ফেরার পথে ভীষণ ক্লান্ত হয়ে ট্রেনে বসে আছি, হঠাৎ সাজেশন এলো এই গান।শুনতে শুরু করলাম।ক্লান্তি কোথায় যেন হারিয়ে গেলো।১ঘন্টা .৩০ মিনিট এর পথে না জানি কতো বার শুনেছি।আর ভেবেছি কেমন করে গান আপনি এতো আকুলতা নিয়ে। আহা।যদি এমন করে গাইতে পারতাম। দিদি আপনি ভালো থাকুন।এমন করেই মন ভালো করা গান শুনিয়ে যান।🙏
@imam842611 ай бұрын
আপনিও ভাল গাইতে পারেন।
@rajasreebol242 Жыл бұрын
এ গান শোনা মানে প্রাণের আরাম❤সাথে প্রিয় শিল্পী 🙏🙏❤❤
@faisaltanvir3423 Жыл бұрын
❤️🔥❤️🔥 কবিতা, সুর, হৃিদয় ছুয়ে যাওয়া কন্ঠ
@arabindarishi6479 Жыл бұрын
আমার খুব প্রিয় শিল্পী আপনি 🙏🙏 ❤💚। আপনার গান শুনলে আত্মা শান্তি ও তৃপ্তি পায়।
@shreyasibhattacharya7050 Жыл бұрын
অপূর্ব সুন্দর নিবেদন। মন ভরে গেল।
@suddhadas775 Жыл бұрын
আহা মনটা ভরে উঠলো 👌👌👌👌👌👍👍🙏🙏
@kpnone9410 ай бұрын
অসাধারণ থেকে অসাধারণ মা তোমার গলায় বিশ্ব বাস করে, আলাদা একটা জগৎ!
@debjanibhattacharya6204 Жыл бұрын
Apnar konthe gaan sona ak marattok neshay porinoto hoyeche...❤❤
@arpitaghosh7947 ай бұрын
সমগ্র জীবনের উর্দ্ধে এই গান সমস্ত সত্যের সন্ধানে সুখী মানুষ তার নিজের জন্য নয় বরং তারা জীবিত অবস্থায় আছে যে এ সময় উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি মনে করি না কিন্তু আমি বিশ্বাস করি❤
@arpanakarmokar3380 Жыл бұрын
গানটা আগেই শুনেছি কিন্তু আপনার কন্ঠে অসাধারণ লাগলো। অনেকবার শুনলাম
@rabindranath45 ай бұрын
চমৎকার। দৃষ্টিনন্দন ও সুখশ্রাব্য
@riyade2275 Жыл бұрын
কি যে ভালো লাগে দিদি তোমার গাওয়া রবীন্দ্রসংগীত আমার।।
@arunavadatta Жыл бұрын
Ei samayer sera rabindra Sangeet shilpi
@NibeditaDas456 Жыл бұрын
Aaha!!!ki apurbo.......Mon pran juriye gelo.
@swatibhattacharyya792 Жыл бұрын
Aj theke bohu bochor por jibon juddhe klanto kono manush apnar gaan shune swasti pabe, thik jemon aj ami pelam ❤
@ChitraWorld11175 ай бұрын
আজকে প্রথম শুনলাম এত্ত সুন্দর ভাষা আহা মন ছুঁয়ে গেল ❤
@gopaghosh6823 Жыл бұрын
মন,প্রান ভরে গেল। এতো আবেগপূর্ণ উপস্থাপনা❤❤❤।
@shubhrabakshi444210 ай бұрын
আপনি শুধু একজন অসাধারণ গায়িকাই নন, আমার মনে হয় আপনি একজন ভালো মনের মানুষ ও ।
@prabirkantidas416611 ай бұрын
beautiful song and nice singing. just singing from the heart. what a melodious voice!
@anwesamura8555 Жыл бұрын
Mon ta juriye Jay apnar gaan sunle ❤
@sumanaghosh3790 Жыл бұрын
মুগ্ধ হয়ে গেলাম। অসাধারণ গায়কী।❤️
@jayatimitra4756 Жыл бұрын
আঃহা আঃহা।এক কথায় অনবদ্য।মনটা ভরে গেল
@ILARoychowdhury-h3b4 ай бұрын
Excellent. Khub bhalo
@susamabanerjee3351 Жыл бұрын
Khub sundor mon chuya galo
@tutuldevnath5811 Жыл бұрын
প্রিয় একটা গান প্রিয় মানুষের কণ্ঠে আরো মাত্রা যোগ করলো! প্রণাম হে গুণী...