একাত্তর টেলিভিশন কে প্রতিবেদনটি করার জন্য অসংখ্য ধন্যবাদ কিন্তু 71 টিভি ভোক্তা অধিকার সংস্থার কাছে এই ব্যাপারে জিজ্ঞাসা করার অনুরোধ করছি কেন তারা এই সিগারেট কোম্পানি গুলোতে অভিযান চালায় না ।
@mdriponalisheikh38997 ай бұрын
যদি ও সিগারেট খাই না তবুও এইরকম অনিয়ম কখনো প্রত্যাশা করি নাই,,, আরো যত মিডিয়া চ্যানেল আছে সবাইে সোচ্চার হয়ে ভিডিও বানাইতে হবে যাতে সরকারের দেওয়া বেতন খেয়ে বসে থাকা মানুষ গুলোর একটু বোধশক্তি হয়,,
@ThevoiceHub-q7v7 ай бұрын
এরা হলো হুলো বেড়াল, এরা ১ টাকার রাজস্ব দিয়ে কোটি টাকা দেশের বাইরে নিয়ে যায়। এদের বিরুদ্ধে কিছু করলে সরকার টিকবে ¿ আর ভোক্তা অধিকার তো সামান্য ব্যাপার।
@Mohit424547 ай бұрын
Orao tk py
@rumiuddin8097 ай бұрын
আপনাকে এই রিপোর্টে যারা সহযোগিতা করছে তাদের সহ অপনাকে অনেক ধন্যবাদ ।
@SorifSorif-qz7qk7 ай бұрын
একাত্তর টেলিভিশনকে অনেক ধন্যবাদ
@md.azharulislam53457 ай бұрын
সিগারেট কোম্পানির অনিয়ম দেখার কেউ নেই। গায়ের মূল্য থেকে অনেক বেশি মূল্য দিতে হয়।
@shakilcuchem7 ай бұрын
এই অখাদ্য না খেলে কি হয়।
@Hadiuzzaman-o2k7 ай бұрын
বয়কট করুন ভাই। স্বাস্থ্য ভালো থাকবে সাথে কিছু টাকাও বাজাবে ।
@MdIsmail-qb3yd7 ай бұрын
৫ গুন বেশি রাখা উচিৎ সিগারেটের দাম
@darkvoid13117 ай бұрын
@@MdIsmail-qb3yd rakhuk 5 gun kintu sheita tax hishebe rakhuk tahole desher kaje lagbe....but jara nicche tara bideshi company
@MehediHasan-yb4gj7 ай бұрын
Je khaina se ar ki bal bujbe 😂
@mahbubha52967 ай бұрын
ভোক্তা অধিদপ্তরের এ বিষয়ে দৃষ্টি দেওয়া উচিৎ।
@ENTERTAINMENT-P5U7 ай бұрын
অসাধারণ একটি প্রতিবেদন,, মনে হই সিগারেট কোম্পানি ভোক্তা অধিদপ্তরকে মালপানি আগে থেকেই দিয়ে দেয়।।
@liton57787 ай бұрын
রাইট
@bishajite65877 ай бұрын
Right
@Rasel_Parvege-MRP7 ай бұрын
right 😂
@SabbirAhmedRatul7 ай бұрын
এই বার ৭১TV আসছে লাইনে ধন্যবাদ। এই বার ভোক্তা অধিকার কে দোকানে আনো।
@mdjominhasan91177 ай бұрын
এমন একটা পতিবেদন প্রচার করার জন ৭১ টিভিকে ধন্যবাদ জানাই।
@MDKHAIRUL-hl6bz7 ай бұрын
দোকানদার ভাইকে অসংখ্য ধন্যবাদ
@rahman.shishir7 ай бұрын
এদেশে সিগারেট দিয়ে হরিলুট করছে কোম্পানি গুলো, বাজেটের ২ মাস আগ থেকে মজুদ চলে। বাজারে সিগারেটের সংকট সৃষ্টি করে সিগারেট প্রতি ১-২ টাকা বাড়িয়ে দেয় যা প্যাকেট প্রতি ২০-৪০ টাকা হাতিয়ে নেয়।
@leoentertainmenttv42517 ай бұрын
আমি সকল ধূমপায়ীদের কাছে অনুরোধ জানাচ্ছি সবাই একসাথে গর্জে উঠে আওয়াজ তুলুন এর বিরুদ্ধে এবং যার যার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয় পোস্ট করুন এবং জাতীয় ভোক্তা অধিকার কে এই বিষয় অভিযোগ দিন প্রতিদিন যাতে করে জাতীয় ভোক্তা অধিকার এসব এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হয়ে যায়। ইনশাআল্লাহ জয় আমাদের হবেই। ✌
@nazmulkabir88727 ай бұрын
Bro company tay jaitay hobay. Dokanay jai lav nai. I think. Thanks
@catlovers34447 ай бұрын
খুব সুন্দর একটা প্রতিবেদন সরকারের অবশ্যই একটা ব্যবস্থা নেওয়া উচিত
গত বছরে 38 হাজার কোটি টাকার সিগারেট বিক্রি করে 32500 কোটি টাকা সরকারের দিছে তাহলে বোঝেন আসলে কে ব্যবসা করছে?
@jahangirsiddique95227 ай бұрын
ইন্না-লিল্লাহ! ৩৮ হাজার কোটি টাকা আগুনে জ্বালিয়ে ছাই⁉️
@raisulislamjami99417 ай бұрын
Sorkar
@nazmulkabir88727 ай бұрын
What? Konki? Dhompan kharap boila boila 32500 coti taka nisay? Taholay ara tow chop koira thakbo. Sobai sob bhojay but bolte dhekhi na ? 71 TV fast news korlo maybe ?
@nhmunna92417 ай бұрын
সরকার সুধু ভ্যাট গ্রহন করে.. আর কোম্পানি সিগারেট সর্বোচ্চ খুচরা মুল্যে দোকানির কাছে সেল করে.... সেই হিসাবে কোম্পানি কোন পাইকারি দামে সিগারেট সরবরাহ করে না... ফলে মোট সিগারেট বিক্রির টাকা থেকে ১০ হাজার কোটি টাকা অতিরিক্ত আদায় করে যার (পাইকারিভাবে দাম নির্ধারণ না করে)... এই টাকার এক টাকা ও সরকার পায় না.... সুতরাং সরকার একটাকা নিলে তারা ৫ টাকা আলাদা ভাবে ইনকাম করে নিয়ে যাচ্ছে
@mr.nevermind95357 ай бұрын
হাজার হাজার মানুষের মনের কথা বলছেন ভাই।
@Masud2f7 ай бұрын
এসব দেখার কেউ নেই ভাই । একাত্তর টিভিকে ধন্যবাদ
@NATUREOFBANGLADESH-dl2sg7 ай бұрын
দ্রুত ব্যাবস্থা নেওয়া উচিত
@sujitbarua98397 ай бұрын
দুদক কোথায়? ভোক্তা অধিদপ্তর কি করে।
@MdNazimUddin-xj8nq7 ай бұрын
সিগারেট কোম্পানির বিরুদ্ধে সরকারের সরাসরি হস্তক্ষেপ চারা এটা কখনো বন্ধ হবে না,
@MDAJHARUL-zr3md7 ай бұрын
ধন্যবাদ ৭১ টেলিভিশনকে ,
@adittoybhoumik-25627 ай бұрын
আইনি পদক্ষেপ নেওয়া হোক।
@MisukWorld7 ай бұрын
দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। ভোক্তা অধিকারের দৃষ্টি আকর্ষণ করছি।
@limonkhan-oh8of7 ай бұрын
আমি একজন দোকানদার কথাগুলো একদম বাস্তব। আমরা ভোক্তা অধিদপ্তরের অভিযান চাই।
@personal_tv_jihad7 ай бұрын
কথা গুলো ১০০%সত্যি🎉
@mdimamulhot7 ай бұрын
যে সিগারেট গত সাত দিন আগে 36 টাকা পেকেট বিক্রি হচ্ছে আজ তিন দিন হল 60 টাকা এইটাই হচ্ছে বাংলাদেশ
@MdMomin-vk3nm7 ай бұрын
দুর্নীতি বাজ দেশ থেকে সব সম্ভব
@shajibislam29457 ай бұрын
অসাধারণ এটা রিপোর্ট অবশ্যই আপনাকে ধন্যবাদ ❤
@timeover88627 ай бұрын
একাত্তর টিভি দেখি না কিন্তু আজকে এই সিগারেটের প্রতিবেদনটা করার জন্য ধন্যবাদ এত বছর পরে আপনাদের চোখ পড়ছে সিগারেটের উপর প্রতিবছর যে পরিমাণে টাকা নিছে তাতে 20 টা পদ্মা সেতু বানানো যাবে সিগারেট তামাক অবৈধ দেখে কেউ এটা নিয়ে কোন প্রতিবেদন করে না খোঁজ নিয়ে দেখেন কত হাজার কোটি টাকা বিগত বছরগুলোতে তারা উঠিয়ে নিয়েছে মার্কেট থেকে.
@MDSajjad-mc6dp7 ай бұрын
৭১ টিভি ও সাংবাদিককে অনেক অনেক ধন্যবাদ
@MdJahid-qh3br7 ай бұрын
ধন্যবাদ 71 টিভি চ্যানেলকে। আমরা বাঙালি আরো উপকৃত হতাম যদি 71 টিভি চ্যানেলের সাংবাদিকগণ ভোক্তা অধিকার অফিসে গিয়ে এই সমস্যার কথা বলতেন। আমরা সাধারণ মানুষ ভোক্তা অধিকারে কিভাবে অভিযোগ করব।
@MSRAHMANBD7 ай бұрын
বিড়ি টানতে টানতে পদ্মাসেতু নির্মাণ করলাম তাউ ভোক্তা অধিকার নাই,
@SarofSarof-lf4gh7 ай бұрын
Right 😂😂😂😂😂😂😂😂
@bikerentcoxsbazar2747 ай бұрын
সরকারের উচিত এদেরকে আইনের আওতায় আনা
@mdashikmiah60307 ай бұрын
অসংখ্য ধন্যবাদ ৭১ টিভির এই সাংবাদিক কে ❤️🩹
@RafiqulIslam-eu8ze7 ай бұрын
সাংবাদিক ভাই রিপোর্টটা অনেক সুন্দর হয়েছে, আরো কিছু বাকি আছে আপনি ভোক্তা অধিকারের কাছে যান তাদের মন্তব্যটা তুলে ধরেন।
@srrazib0077 ай бұрын
আমাদের গাজীপুর কোনাবাড়ীতে স্টার নেভি এখন 10 টাকা করে কিভাবে সম্ভব এটা । আমরা ভুক্ত অধিদপ্তরের হস্তক্ষেপ আশা করছি
@Alauddin-qh6yi7 ай бұрын
আমিও একজন পান সিগারেট বিক্রি করি,, সিগারেটের যে দাম নেয় বিশেষ করে ডার্বি কোম্পানির পণ্যের দাম অতিরিক্ত বেশি নেই,,,,, এগুলা যদি সরকার বিচার বিবেচনা করে দেখে তাইলে আমরা দোকানদার বাঁচবো এর আগে না
@jamaluddinkanu43167 ай бұрын
এই সিগারেট কোম্পানি গুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী বাবস্থা গ্রহণ করা উচিত
@MdAlamin-j6l4x7 ай бұрын
দেখার কেউ নেই ধন্যবাদ ৭১ টেলিভিশন কে
@RAJUAhmdetq7gw7 ай бұрын
এই প্রতিবেদনটা তৈরি করার জন্য একাত্তর টেলিভিশন কে অনেক অনেক ধন্যবাদ,
@raihanraihan8027 ай бұрын
ভাই কৃষকের ফসলের দাম বাড়লে ভোক্তাদের মাতা নষ্ট হয়ে যায় কম্পানিগুলোর পন্য দাম বাড়লে খুঁজে পাওয়া যায় না।😢😢😢😢😢😢😢
@Rasel_Parvege-MRP7 ай бұрын
😢😢😢😢😢😢
@raihanraihan8027 ай бұрын
@@Rasel_Parvege-MRP tanks
@MoniruzzamanBabu661-fc6fj7 ай бұрын
এরকম প্রতিবেদনের জন্য একাত্তর টিভিকে অনেক ধন্যবাদ। সিগারেটের প্রতি বছরের দাম বাড়ে যখন দাম বাড়ে তার কয়েক মাস আগে অনেক সিগারেট কার্টুনের কার্টুনের স্টক করে রাখে আর দাম বাড়ায় সেগুলো নতুন রেটে বিক্রি করে দেয়। তাতে তারা অল্প সময়ে অনেক লাভবান হয়। এজন্য নতুন দামে আগের দামের সিগারেট দেখা যায়। এজন্য এর ব্যবস্থা নেওয়া উচিত।
@AminorIslam-gy9kb7 ай бұрын
সত্য কথা তুলে ধরার জন্য ৭১ টিকে ধন্যবাদ ভাই
@mohammadsheikh5507 ай бұрын
BAT বাজেটের আগে শত শত কোটি টাকার সিগারেট অবৈধ স্টক করে বা কিছু লোকের কাছে লট বিক্রি করে দেয়। বাজেট পাশ হলে সেটা বেশি দামে বিক্রি করে।
@ChandanOfficialYTM7 ай бұрын
এ প্রতিবেদন টা অনেক বেশি প্রয়োজন ছিল।
@mdrubelhossainhossain12707 ай бұрын
ঠিক আছে দাম বেশি না নিলে আরো বেসি খাবে একটা সিকারেট দাম আরো বেসি করার দরকার
@md.rajaulkarim43777 ай бұрын
গণমাধ্যমে ইচ্ছা করলে সবই পারে একাত্তর টেলিভিশন কে ধন্যবাদ আশা করব এটার পিছনে লেগে থাকবেন জেন এটা সমাধান হয় ।
@AnisurRahman-AR457 ай бұрын
সাংবাদিক ভাই আপনার সাথে আমি একমত কারণ বড় বড় কোম্পানি গুলোর মধ্যে ভোক্তা অধিদপ্তর কোনদিন যাইনা দেখিও নাই ছোটখাটো মাঝারি বা সদ্য শুরু হয়েছে এরকম কোম্পানিগুলোতে অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর
@mddeluar43337 ай бұрын
ভোক্তা অধীকার ঐ জায়গায় গেলে চাকুরি থাকবেনা।
@YyP0-ge8pi7 ай бұрын
একটি শোক সংবাদ সিগারেট কোম্পানির কাছে আসার আগে ভোক্তা অধিদপ্তরের লোকজন মারা যায়।।।😁😁😁
@মারাত্মক.খবর.ভিতরে7 ай бұрын
এই বিষয়ে ভোক্তা অধিকারের মতামত নেয়া খুবই উচিৎ ছিলো।
@asishkumarroy20527 ай бұрын
সময়কে ধন্যবাদ।।।। এ রকম বাস্তববাদী রিপোর্ট করার জন্য।
@OmarFaruk-mv5wb7 ай бұрын
চমৎকার উপস্থাপনা। এই বিষয়ে আসলেই নজরদারি প্রয়োজন। এটাতো গোপনে বিক্রয় এমন কোন পন্য না যে ভোক্তা অধিকার এটা নিয়ে কাজ করতে পারবেনা।
@shahanajmukul7 ай бұрын
এটা অনেক আগে থেকে আমি ৫ বছর জব করছি,বাজেট এ দাম বাড়ানোর পরে, আগের প্যাক এর পুরান মূল্য এর প্যাকেট নতুন বাজেট এর দামে বিক্রি করে ৩/৪ মাস
@anowarhossain58317 ай бұрын
একজন সাধারন দোকানদার প্রতিটা বেনসন সিগারেট বিক্রি করছে ১৮টাকা করে আর নেভি, ষ্টার বিক্রি করছে ৮টাকা করে। এখন আমার প্রশ্ন হল, সরকার কতৃক কত করে খুচরা পর্যায়ে বিক্রি করতে বলা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহ সরকার তথা যথাযথ কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
@Ondhokarotit7 ай бұрын
১০০% সত্য কথা
@shusmoychowdhury7 ай бұрын
সাংবাদিক ভাইকে ধন্যবাদ, সিগারেট নিয়ে কথা বলার জন্যে
@MdIsmail-tt3rm7 ай бұрын
ভাই আপনার রিপোর্টটা দেখে খুব ভালো লাগলো আপনি বড় সিগারেটখোর আমাদেরকে সাহায্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
@asifiqbal3957 ай бұрын
ভালো প্রতিবেদনে করেছেন ভাই। ধন্যবাদ ৭১টিভি কে এই ধরনের প্রতিবেদনের জন্য❤
@mdtarekhossea24147 ай бұрын
অসংখ্য ধন্যবাদ 71 টিভি❤❤
@gowtamdas94197 ай бұрын
বিটিশ বলে কথা❌❌❌ এই টাকা তো সরকার পাচ্ছে না প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হোক✅✅
@RobiulRobi-tk7pi7 ай бұрын
৭১ টি ভি কে অনেক অনেক ধন্যবাদ
@ziaulhoque198457 ай бұрын
৭১ টেলিভিশন কে অনেক ধন্যবাদ। এবিষয়ে ভোক্তা অধিকার অধিদপ্তরে কোন বক্তব্য নিলেন না কেন?
@bdhm217 ай бұрын
ধন্যবাদ সাংবাদিক ভাইকে
@MdShahAlam-b1z7 ай бұрын
একটি হারানো হারানো সংবাদ জব্বারের দুটি চোখ হারানো গিয়াচে।
@mdfiroz-e7r7 ай бұрын
আমি একজন স্মোকিং ম্যান হিসাবে এই নিউজ টাকে সাপোর্ট করি, এটার উপর ভোক্তা অধিকারের উচিৎ এই অসাধু ব্যাবসায়ি প্রতিষ্ঠান গুলোর অভিযানের মাধ্যমে তদারকি নেওয়া,
@Kamrulmai-o9c7 ай бұрын
পার পিস বেনসন সিগারেট দোকানদারের লাভ হওয়া উচিত ৫ টাকা করে আর পার পিস বেনসন সিগারেটের সরকার ভ্যাট খাবে ৫ টাকা করে আর পার প্যাকেটে ব্রিটিশ টোবাকো কোম্পানি এই বাংলার জমিনে ব্যবসা করার জন্য লাভ করা উচিত পাঁচ টাকা তাই একপিস বেনসন সিগারেটের খুঁচটা মূল্য হওয়া উচিত ৩০ টাকা দোকানদার প্রতিটি সিগারেটের ৫ টাকা লাভ করার জন্য ক্রেতাদের বসে খাওয়ার ব্যবস্থা করে দেবে স্মোকিং জোন অবশ্যই তা পর্দার ভিতরে
@souravdas-px9ln7 ай бұрын
নিউজ চ্যানেলকে ভোক্তা অধিকারের কাছে জিজ্ঞেস করার জন্য অনুরোধ করছি। আপনার এই বিষয়ে ভোক্তা অধিকারের কাছে তুলে ধরুন। না হয় বাংলাদেশের কোটি কোটি টাকা সিগারেট কোম্পানিগুলো মেরে খাবে
@MdDipto-pf9rc7 ай бұрын
এক দম হক কথা
@RituProna7 ай бұрын
এ দোকানদার সত্য কথা বলছে এই সিন্ডিকেট ভাঙ্গা খুবই মুশকিল তাই সিগারেট কোম্পানিকে দ্রুত আইনের আওতায় এনে সঠিক দামে বিক্রয় করা নির্দেশ দেয়া হোক প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেশবাসী দেখতে কে কে রাজি আছেন লাইক দিবেন❤❤❤
@banglatvnarail35387 ай бұрын
আপনারা যারা দোকানদার আপনারা নেন কেন, আপনারা তাদের কাছ থেকে না নিলে তো তারা জোর করে দিতে পারত না, আপনারা বলেন যে আমাদের এত কমিশন দিতে হবে না হলে আমরা নিব না
@rasel73607 ай бұрын
এভাবেই প্রতিেদন করতে হবে সকল টিভি চ্যনেল গুলোকে
@DDF21737 ай бұрын
যারা সিগারেটের বিরুদ্ধে কথা বলেন বা বলেন যে দাম বাড়ুক ভালো হইছে তাদের কি এইটুক বুঝার সামর্থ্য হয়নাই যে তারা যে নিজেরা দাম বাড়িয়ে অবৈধ ভাবে প্রতিদিন কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এটা নিয়ে অবস্যই কথা বলা উচিত কারন কেউ কথা বলেনা দেখেই কোম্পানি গুলো বছরের পর বছর হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে। তাই যারা সিগারেট খান না তারা সিগারেটের বিরুদ্ধে কথা বলুন সমস্যা নাই কিন্ত সাথে এই কোম্পানির অবৈধ ব্যাবসার বিরুদ্ধেও কথা বলুন।
@Prodipallvlogs7 ай бұрын
এ ধরনের বড় বড় চোরকে ধরিয়ে দিন এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ
@nhmunna92417 ай бұрын
তাহলে কি ভোক্তা অধিদপ্তরের সিগারেটের কোম্পানিতে অভিযান চালানোর ক্ষমতা নেই.... ৭ টাকার ডিম ৮ টাকা হলে তাদের আইন তারা দেখায় কিন্তু ১২ টাকার গোল্ড লিফ ১৪ টাকা হলে তারা আইন দেখায় না কেন...?
@mamunakhand85777 ай бұрын
সংবাদটি প্রচারের জন্য 71 টিভি কে অনেক ধন্যবাদ।
@HarisAli-v1u7 ай бұрын
আপনাকে অনেক ধন্যবাদ প্রতিবেদনটি করার জন্য
@aminenterprise58917 ай бұрын
ধন্যবাদ একাত্তর টিভি
@RaselMia-b9i7 ай бұрын
এইগুলা একেবারে বন্ধ করে দেওয়া হক
@abdulmasum74347 ай бұрын
ভোক্তা অধিদপ্তরের সাক্ষাৎকার কই? শুধু দোকানীর কথা শুনলাম। কোম্পানির কথা, ডিস্ট্রিবিউটরের কথা, অধিদপ্তরের কথা, পাবলিকের কথা কই? শুনতে চাই
@anowarhossain58317 ай бұрын
পূরাতন দামের সিগারেট নতুন দামে বিক্রি করা হচ্ছে। অতএব, সিগারেট কোম্পানি গুলো সিগারেট বাধাই করে রেখে ঐ সিগারেট এখন নতুন দামে বিক্রি করছে। এই সমস্ত সিগারেটের গায়ে আগের মূল্য লেখা আছে। বিষয়টি যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
@sanvirajsujon7677 ай бұрын
ভাই আপনাকে অনেক ধন্যবাদ,ভোক্তা অধিদপ্তরকে এতো সুন্দর বাশ দেওয়ার জন্য।
@eklasrahman20467 ай бұрын
ভাই সকল মিডিয়া মিলে এদের রিপোর্ট করা দরকার,
@aftabuddin16347 ай бұрын
এভাবেই মানুষের পকেট কেটে নেওয়া হয়। এভাবেই অতিরিক্ত টাকায় বিক্রি হচ্ছে। তবে দেখার কেউ নেই।
@mdrezulhoquelitu78087 ай бұрын
৭১ টিভিকে ধন্যবাদ প্রতিবেদন করার জন্য।
@awalrana95657 ай бұрын
ধন্যবাদ ৭১ টিভি
@Mt4-m8m7 ай бұрын
তীব্র নিন্দা জানাই আশা করি এর বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে।
@Rafsan_Link7 ай бұрын
MRP কম হলে TAX Vat কম দেয়া লাগবে । যত টাকা বেশি বিক্রি হচ্ছে ঐটা হলো কালো টাকা।
@mahmodulhasanmahmodulhasan95127 ай бұрын
এক একজনের দৌড় এক এক রকম,ভোক্তা অধিকারের দৌড় তরমুজ আর ডাব পর্যন্ত।যেদেশের সরকার দরিদ্র ছাড়া বড় বড় কোম্পানির সাথে পারে না সেখানে ভোক্তা অধিকার কি করবে?
@ShahinsaundShahinsaund7 ай бұрын
অনেক অনেক ধন্যবাদ জানাই ৭১ টেলিভিশনকে
@Piyas-g1w7 ай бұрын
আমি এই সম্পর্কে অনেক আগে থেকেই জানতাম,,তবে এইটা নিয়ে সবাইকে অবগত করার জন্য ধন্যবাদ ❤
@Shrutiinteriorhouse-o2q7 ай бұрын
ভাই আমাদের জন্য কিছু করেন সিগারেট কোম্পানি তো কোনো আইন-কানুন কিছুই মানতেছে না এই ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ চাই
@MohammedRahmansha7 ай бұрын
একটা সিগারেট ৫০০টাকা বিক্রি হক❤❤
@ronyahamed-p5p7 ай бұрын
সাংবাদিক ভাই এমন ভাবে সিগারেটের স্তরের কথা বলছে যেন সিগারেটের খুব ভালো দিক আছে যা স্তরবিন্যাসের মাধ্যমে বোঝানো হয়।।
@Sadona-eb5cv7 ай бұрын
এই সাংবাদিক ভাইটিকে আল্লাহ নেক হায়াত দান করুক
@akshayakumerkirity55536 ай бұрын
ঠি কথা বলছেন।ভোক্তাদের সাথে অধিদপ্তরের দুর্নীতি।
@kamrulislam96847 ай бұрын
এ দোকান দার সঠিক বলছেন, খুচরা দোকান দার কি করবে কমপানি যত যচচোর সাথে আমলারা।
দেশ সরকার দ্বারা পরিচালিত হলে যুগ যুগ ধরে এসব হতো না। ইচ্ছে মতো সবকিছুই পরিচালিত হচ্ছে। দাম এক টাকা বেশি নেয়া হলে যদি বারো বছরের জেল অথবা প্রতি টাকার জন্য এক কোটি টাকা জরিমানা করা হতো তবে কোনো দূর্নীতি থাকতো না।