আসসালামু'আলাইকুম স্যার! চট্টগ্রামের সিএস পরবর্তী এবং এসএ পূর্ববর্তী যে ১০৫, ১০৬ ধারা চিহ্নিত ২পৃষ্ঠার আরএস খতিয়ান আছে। সে খতিয়ানের সামনের পৃষ্ঠার হিস্যা কলামে: রহিম এবং করিম দুজনেরই ৮'আনা + ৮'আনা করে নাম আছে। কিন্তু পেছনের পৃষ্ঠার মন্তব্য কলামের তিনটি দাগেই কেবল রহিমের নাম আছে, কোনোটাতেই করিমের নাম নেই। বিএস জরিপেও করিম বা ওনার ওয়ারিশগণের নাম বাদ গেছে। এমতাবস্থায় করিমের ওয়ারিশরা কী হিস্যা মোতাবেক উক্ত খতিয়ানে জমি দাবী করতে পারবে? বা আদালতে বিএস সংশোধনী মামলা করলে করিমের ওয়ারিশগণ ডিক্রি পাবে? আশা করছি যে, সংশ্লিষ্ট আইনের ধারা এবং উচ্চ আদালতের নজির সমেত জবাব দিবেন। জাযাকা আল্লাহ্।
@robinases7684 жыл бұрын
খতিয়ানের দখ্ল বিষয়ক বা অন্যানা বিশেষ মন্তব্য এই সর্ম্পকে বিস্তারিত আলোচনা চাই
@lalonkha8952 жыл бұрын
ধন্যবাদ জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
@MdUzzal-q8q2 ай бұрын
আমিন 👍🤲🇧🇩
@md.iftekharuddin6899 Жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই। আমি অনেক ভিডিও দেখার পর আপনার ভিডিওতে সমাধান পেয়েছি।
@risalatrayhan52723 жыл бұрын
ভাই আমার cs খতিয়ানে কমর ও ছমর দুজন আটানা আটানা মালিক কিন্তু মোট জমির পরিমান ২১২ শতাংশ দাগ পাচটা মন্তব্যসহ দেয়া হলো। ৫১৬ -৬৯ শতাংশ ছমর ৫১৮-১৭ শতাংশ ছমর ৫১৭-৮৯ শতাংশ কমর ৫১৯-২১ শতাংশ কমর ৫২০-১৬ শতাংশ কমর এখন আমার প্রশ্ন হলো ছমর আটানা আংশে পেল ৮৬ শতাংশ আর কমর আটানা আংশে ১২৬ শতাংশ। এখন ছমরের ওয়ারিশরা তাদের আংশের বাকি ২০ শতাংশ দাবি করছে তাদের দাবি কতটুকু যুওক্তিক।বলে উপকৃত হতাম।
@arifrahaman72344 жыл бұрын
এই ভিডিও করার জন্য ধন্যবাদ। একটা অনুরোধ করছি যে পশ্চিমবঙ্গের(ভারত) খতিয়ান নিয়েও একটা ভিডিও করার। খুব প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ। অস্সালামলাইকুম
@7MinutesBangla4 жыл бұрын
পশ্চিম বঙ্গের সাথে ফরমেট মিল থাকার কথা।
@MdUzzal-q8q2 ай бұрын
সেনাবাহিনী বাইরের কাছে আবেদন ম্যাজিস্ট্রেট ডক্টর ইউনুস স্যার 👍🤲🇧🇩সিরাজগঞ্জ জেলা ভূমি সেবা
@landtube52034 жыл бұрын
ধন্যবাদ, নতুন আগ্রহীরা কিছু শিখতে পারবে।
@7MinutesBangla4 жыл бұрын
আপনাকেও অসংখ্য ধন্যবাদ, উৎসাহ দিয়ে পাশে থাকবেন।
@Md.AbdurRahim-e6r Жыл бұрын
সি এস জোত দং কামাল হোসেন। কিন্তু মন্তব্য কলামে লেখা আছে খংদং রহিম, রহমান, রতন। মন্তব্য কলামে কোন হিস্যা লেখা নাই । এক্ষেত্রে জমির মালিক জোত দখলকার হবে, নাকি মন্তব্য কলামে যাদের নাম আছে তারা মালিক হবে । দয়া করে জানাবেন । 2:08
@belalkhan60283 жыл бұрын
মন্তব্য কলমে নিয়ে আলোচনা করার জন্য শুকরান
@AkramHossain-en8hu8 ай бұрын
RS খতিয়ানের মন্তব্য কলাম নিয়ে আলোচনা করবেন প্লিজ।
@muhammadyeasin2143 жыл бұрын
বিএস বা আরএস এর মন্তব্য কলাম সম্পর্কে জানতে চায়।
@tamimkhan21353 жыл бұрын
ভাই আপনার বিডিও টা পেয়ে আমার অনেক উপকার হলো। কিন্তু খাতা কলম নিয়ে কয়েক টা দাগের উদাহরণ দিলে ভালে হতো
সি এস খতিয়ানে ৮ আনা করে ২ জনে ১৬ আনার মালিক। কিন্তুু মন্তব্য কলামে দঃক ১৯৮ দাগে ২৮ আর আরেকটি ১৯৯দাগে দঃখ ৩৩। ও ২০১ দাগে মন্তব্য কলামে কিছু লিখা নাই।এখন কি দঃ খ জিবিত থাকা অবস্থায় দঃ ক কি খ এর ২৮ সতাংশ বিক্রি করতে পারবে।
@7MinutesBangla4 жыл бұрын
খতিয়ান আমাদের পেইজে মেসেস করুন। fb.com/landcalculation
@rakibulislam7224 жыл бұрын
এখানে বলেন
@7MinutesBangla4 жыл бұрын
খতিয়াম না দেখে বলতে পারছিনা। দুঃখিত।
@sohelrana-ss56 ай бұрын
মন্তব্য যে আছে,, কে কোন জমি দখল দার,, কিন্তু যদি চার জায় গায়ে জমির পরিমাণ একই থাকবে না,তখন কিভাবে ভাগ হবে
@aullah25682 жыл бұрын
আমার প্রশ্ন ১) অংশের কলামই প্রাধান্য পাবে সব সময় এই নিয়ে কি কোনো হাইকোর্ট এর Judgement বা Case reference আছে কি না? ২) প্রাপ্ত হিস্যার জমির পরিমান এর ছেয়ে কি মন্তব্য কলাম অনুসারে বেশী জমি দাবী করতে পারবে?
@7MinutesBangla2 жыл бұрын
অংশের ঘরে যা আছে সেটা হলো ঐ ব্যক্তি প্রকৃত মালিক। কিন্তু বন্টন, এওজ বিভিন্ন কারণে মালিকানা পরিবর্তীত হয়ে একজন একজায়গায় দখল নেয়। সেই হিসাবে বি/এস মন্তব্য কলামে যে ব্যক্তির নাম থাকে সে বর্তমান দখলদার মালিক বুঝায়।
@mamunmiya85313 жыл бұрын
sir jodi bs/ city porcha amon thakea ta holea sompotti malik k hobea?
@mdmijansheikh54474 жыл бұрын
Vai rs ar montobbo niye aktu description dile valo hoto
@jibanbiswas29082 жыл бұрын
ভাই আমার ৭০ বছর আগের আমার দাদুর নামে খতিয়ান আছে এই সম্বন্ধে কিছু বললে উপকৃত হব আমি ভারত থেকে বলছি
@kamrulislambadal63984 жыл бұрын
স্যার একটি জমি আমি দলিল সূএে মালিক দখলে আমি আছি কিন্তু জমিটি ৫০ - ৬০ বছর খাজনা দেয়া হয়নি। এখন জমিটি কি খাস বা ১ নং খতিয়ানে চলে যাবে? যদি চলে যায় তাহলে আমার করনীয় কি দয়া করে জানালে উপকৃত হতাম।
@7MinutesBangla4 жыл бұрын
আপাদত খাজনা দিয়ে আসেন। খাজনা দিতে তহসীল অফিস যান, পরের টা পরে দেখা যাবে।
@kamrulislambadal63984 жыл бұрын
স্যার ১ পাউন্ড - কত হাত বা কত গজ জানালে উপকৃত হতাম
@tamimkhan21353 жыл бұрын
ভাই একটু সময় নিয়ে উদাহরণ দিলে ভালো হতো
@7MinutesBangla3 жыл бұрын
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাকেও ধন্যবাদ।
@asayedmanik Жыл бұрын
Thanks for your informative lesson. I sent one RS Khatiyan, for clarification. Please help me.
@tanzilhasan27432 жыл бұрын
ভাই দখল বিবরনে অনেক নাম আর মন্তব্যে যদি সব দাগে ১ জনের নাম থাকে তাহলে মালিক কে হবে?
@rakibulislam7224 жыл бұрын
বাংলাদেশের জমির দলিল নকল দেখার কোন অনলাইন সপটয়ার আছেনি।
@7MinutesBangla4 жыл бұрын
Na
@morshedabegumsalma60083 жыл бұрын
দাগের মোট পরিমান এঃ শঃ এইটা নিয়ে আলোচনা করেন। আমার বাসা অক্সিজেন।
@7MinutesBangla3 жыл бұрын
দাগের মোট পরিমানের সাথে খতিয়ানে হিস্যা গুণ করলে অত্র দাগে এই খতিয়ানের মালিক বা মালিকগণ একসাথে কতটুকু পাবে সেটা জানা যাবে। একরের ঘরে একর বসবে, শতকের ঘরে শতক বসবে। শতকের ঘরে ১০০ কখনো বসেনা কারণ ১০০ শতক মানে ১ একর।
@belalkhan60283 жыл бұрын
খুব ভালো করছেন ভাই
@mdmofassel1365 Жыл бұрын
সবাই কি মন্তব্য কলাম অনুযায়ী জমি পাবে?নাকি অংশ কলাম অনুযায়ী জমি পাবে?
@MdMurad-my3tt Жыл бұрын
স্যার উপরে যে জমিদারের খতিয়ান সেটার মধ্যে যদি কোন মায়া বাটা খতিয়ান দেওয়া থাকে যেমন ১১৮/৩ তাহলে এই খতিয়ানটি কিভাবে সার্চ করতে হবে উদাহরণ খতিয়ান নাম্বার ১৪৬ জমিদারের নাম যোহর উদ্দিন একটি কলমে মায়া বাটা মায়া বাটা খতিয়ান নাম্বার দেওয়া আছে নিচে কোফায় অন্য মানুষরা নাম তাহলে বর্তমান তারা
@md.aminurislammiraz65203 жыл бұрын
সি,এস,খতিয়ানে তিন জনের অংশ সমান।জমির পরিমান ৫০৩ শতক। মন্ত্যবের ঘরে প্রথম জনের ১৪১শতক,দ্বিতীয় জনের ১২৫ শতক,তৃতীয় জনের ২৩৪ শতক,আর ৩ শতক জমি এজমালি। তাহলে জমি বন্ঠন কিভাবে হবে। দয়া করে এর সমাধান দেবেন।
@ribrubel87372 жыл бұрын
এখানে যদি শিষ্যার কারো নাম না আসে অন্য কারো নাম আসে তাহলে কিভাবে হবে
@MDNazrul-mp5bv2 жыл бұрын
প্রিয় স্যার সালাম নিবেন আসাকরি ভালো আছেন আমি জানতে চায় পি এস জরিপ বা পি এস খতিয়ান কি
@bappydewan47212 жыл бұрын
ভাই আপনার দেখানো সিএস অনুযায়ি আবদুল মুনাফ এবং আবদুল জলিল ১৪৫নং দাগে কতটুকু জায়গার মালিক হবে??? দয়া করে বলবেন
@romankhan7093 Жыл бұрын
আচ্ছা ভাইয়া সি.এস.দক্ষল এ যাঁর সে জায়গার মালিক নাকি.. এউয়ায যে যাঁর নাম সে পাবে.. প্লিজ বলবেন
@AbulKalam-xo4cd2 жыл бұрын
RS পরচার পাঠ বিবরণ দেন।
@muhammadyeasin2143 жыл бұрын
ভাই বিএস বা আরএস এর মন্তব্য কলামের ব্যাপারে বলেন
@shuvhobiswas45224 жыл бұрын
মন্তব্য কলামে যদি বিনা দলিলে দান অমুক থাকে তাহলে সে কী জমি পাবে
@7MinutesBangla4 жыл бұрын
পাবে দখল বজায় থাকলে পাবে যতক্ষণ পর্যন্ত না অপর পক্ষ মোকদ্দমা করে মালিকানা অর্জন করে।
@akmjahirulislam507 Жыл бұрын
মন্তব্যের ঘরে এওয়াজ বদল এর কথা লেখা আছে।
@akmjahirulislam507 Жыл бұрын
মন্তব্যের ঘরে এওয়াজ বদলের কথা লেখা আছে। কিন্তু এর কোন দলিল নাই। এই দলিল কোথায় পাওয়া যাবে ?কত সাল থেকে কত সাল পর্যন্ত তল্লাশি দিতে হবে?
@mhommadashrafakanda83003 жыл бұрын
good
@ataursv14533 жыл бұрын
ভাই আর এস খতিয়ান এ মন্তব্য ঘরে অন্যর নামে 6 শতাংশ জমি অনুমতি দখল দেয়া আছে এখন জমির মালিক কে হবে, দয়া করে জানান ভাই
@7MinutesBangla3 жыл бұрын
যে ঘরে তার নাম সে মালিক, ভিন্ন কিছু প্রমাণ করতে হলে মামলা করতে হবে
@ataursv14533 жыл бұрын
আপনার imo number বা WhatsApp number টা দেয়া যাবে দয়া করে
@ataursv14533 жыл бұрын
স্যার মন্তব্য ঘরে যার নাম সে কি মালিক হবে
@joynalabedin32593 жыл бұрын
জনাব অনুমতি দখলে মালিকানা সৃষ্টি হয় না। এজমালী খতিয়ানে মন্তব্য কলামে কিছুই যায় আসেনা মালিকানা কলামের সবাই হিস্যা মতে বণ্টন হবে। মন্তব্য কলামের মালিকের বৈধ কোন খরিদা বা অন্য কোন স্বত্ব থাকিলে মন্তব্য কলামের মালিকে তা প্রমান করতে হবে।
@md.jubayer23069 ай бұрын
ভাই সেস কি একটু জানাবেন
@bishowdas13184 жыл бұрын
তিন ভাই খতিয়ান অংশে সমান কিন্তু মন্তব্য কলামে এক ভাইয়ের নাম, তাহলে জমির অংশ কি আর দুই ভাই পাবে
@7MinutesBangla4 жыл бұрын
পাবে।
@salimjaved6743 жыл бұрын
Na pabena
@muhammadyeasin2143 жыл бұрын
@@salimjaved674 কেমনে পাবেনা বলেন।
@mhommadashrafakanda83003 жыл бұрын
ভাই- যদি সি,এস, খতিয়ানে মন্তব্য ঘরে কোন কিছু না লেখা তাহলে কি হবে আমার প্রশ্ন । আমার একটা -সি এস খতিয়ানে দেখছি মন্তব্য কলামে কোন কিছু লেখা নেই। ধন্যবাদ কুয়েত প্রবাসী
@7MinutesBangla3 жыл бұрын
তাহলে হিস্যামতে পাবে সবাই।
@ashismazumder96354 жыл бұрын
পর্চায় অংশ এবং নাল বলতে আমরা কি বুঝি??? দয়াকরে যদি বুঝিয়ে বলেন খুশি হব।।
@7MinutesBangla4 жыл бұрын
নালঃ সমতল বা উঁচুনিচু কৃষি জমি। অংশঃ ১ কানি জমিতে দুই ভাইয়ের অংশ ০.৫ এবং ০.৫ মানে ১০ গন্ডা করে করে জমি পাবে। ১০ গন্ডা হচ্ছে একজনের ভাগের জমি আর হিস্যা বা অংশ হচ্ছে ০.৫ করে। ১ এর মধ্যে কে কত পাবে সেটাই অংশ।
@tanisamoni60042 жыл бұрын
আমার একটি প্রশ্ন যে,সিএস রেকর্ডের মন্তব্যের কলামে যদি এওয়াজ সূত্রে দখলে অন্য কারো নাম থাকে তাহলে কি রেকর্ডের মুলে মালিকানা দাবি করতে পারবে কি
@nijamuddin48184 ай бұрын
❤
@akmjahirulislam507 Жыл бұрын
সিএস খতিয়ানের মন্তব্যের কলামে এওয়াজ বদল সূত্রে দখল কথা লেখা আছে। এওয়াজ বদল সম্পর্কে বিস্তারিত বলবেন। এওয়াজ বদলের দলিল কোথায় পাওয়া যাবে?
@yasminsultana64333 жыл бұрын
যদি মন্তব্য কলামে টোটাল জমি, হিস্যায় প্রাপ্ত জমির পরিমানের চেয়ে বেশী হলে কি হবে
@7MinutesBangla3 жыл бұрын
দখলে মালিক। অনুমতি বা আদালতে রায় ছাড়া উচ্ছেদ করা যাবেনা।
@Rajib-en5em4 жыл бұрын
ভাই আমি জানতে চাই, সি এস খতিয়ানের মন্তব্যে কলামে লেখা আছে ১৫,খরিদ কলিমদ্দিন। দাগে মোট জমির পরিমান = ৩২ শতাংশ। কিন্তু সে ভোগ দখলে ছিল = ১৬ শতাংশ। এখন তার উত্তরাদিকারিরা মামলা করেছে দাগের সম্পন্ন জমির জন্য। এখন তারা কি পাবে কি না।
@7MinutesBangla4 жыл бұрын
কলিম উদ্দিন ৩২ শতাংশের জমির কত টুকু বা কার কত হিস্যায় কিনেছিল সেটা দেখতে হবে।
@asadulhaqueronju10563 жыл бұрын
একটি সি এস খতিয়ানে ভাই ও বোনের অংশ পারা অাছে। মন্তব্য কলামে ভাই এর নামে দুটি দাগ অাছে একটি দাগে ভায়ের নামের সাথে গং লিখা অাছে। ভাই গং সহ জমি বিক্রয় করায় বোন ৩০ ধারায় মামলা দিয়ে ডিপি খতিয়ানে ঐ দুই দাগে নাম বসায়। এখন কথা হল ল্যান্ড সারভেতে মামলা হলে বোনের নাম কি বাদ জাবে।
@asadulhaqueronju10563 жыл бұрын
এখানে
@kamrulislambadal63984 жыл бұрын
nice
@7MinutesBangla4 жыл бұрын
ধন্যবাদ
@md.aminurislammiraz65202 жыл бұрын
মন্তব্য কলামে অংশের চেয়ে বেশি পরিমান জমি উল্লেখ থাকলে কি হবে?
@7MinutesBangla2 жыл бұрын
দখলে আছে সে বৈধ ভাবেই। বৈধ দখল বা মালিকানা সেটা বিভিন্ন ভাবে হতে পারে।।
@creativechittagongah90163 жыл бұрын
আর এস (চট্টগ্রাম) খতিয়ানে ভাইদের নামে রেকর্ড আছে কিন্তু বোনদের নাম নাই। এক্ষেত্রে কি বোনরা পাবে?
@7MinutesBangla3 жыл бұрын
উত্তরাধিকার সম্পত্তি বন্টন মামলা করে পেতে পারে।
@mdsharif54963 жыл бұрын
আমি জানতে চাই আমার বাপ দাদার জমির সিএস সএ এ খতিয়ান কিভাবে পাব
@Sourov-e5v3 жыл бұрын
ভাই আমার পর দাদার নামে িসএ এস খতিয়ান আছে আর দাদার নামে এস খতিয়ান আছে বিএস খতিয়ান আমার দাদার নাম আছে কিন্তু মনতব, কলামে লেখা আছে অনুমিত দঃ দখল সেবাইত কিন্তু আমার দাদার কুনু দলিল করে দেয় নাই অনুমিত পত্রর দেয় নাই এখন জমি আমাদের দখলে আছে এখন কি সরকারের বির দি মামলা করতে হবে জানা বেন
@OmanOman-nz7yx3 жыл бұрын
ভাই ভূমি সেবা সাইড থেকে দাগ নাম্বার দিয়ে দলিল পাওয়া যায় কি?? জানাবেন plz
@7MinutesBangla3 жыл бұрын
এখনো না।
@amintechbd36114 жыл бұрын
ধন্যবাদ, অনেক উপকারী ভিডিও। একটু উপকার না,অনেক উপকার। প্রথম পৃষ্ঠার মন্তব্য কলামে ১৯২৯ সনের পহেলা এপ্রিল হতে বলে যে লিখা টা আছে অর্থাৎ কিস্তি খাজনা সেস বলে যেটা বললেন এ মতে মালি কি আসল টা? না প্রজাগন, অর্থাৎ এটা কি আসল মালিকের সাথে সম্পর্ক? না প্রজাদের সাথে? আর একটা বিষয় হল কিছু খতিয়ানে দেখা যায় মন্তব্য কলামটিতে কালাবানু কট হোসন আলী তার মানে কি? আশা করি উত্তরটা পেয়ে যাব। ধন্যবাদ, এসব ভিডিও নিয়ে অনেক উপকৃত হইলাম।
@7MinutesBangla4 жыл бұрын
কিস্তি খাজনা তারিখ জমিদার অংশে মন্তব্য কলামের মানে হচ্ছে যে দিন থেকে এই জমিদার যেভাবে মালিক হল। কালাবানু কট হোসেন কিভাবে লিখা আছে দেখতে হবে নিচে নিচে লিখা হলে আর হিস্যা উল্লেখ থাকলে তাহলে তাদের দুইজনের এজমালি দখল বুঝায়, এক লাইনে লিখা থাকলে ভায়া দখল অর্থাৎ কার পরে কে দখলে এলো এমনও বুঝাতে পারে। এই যাবতীয় কনফিউশন থাকলে লিখার ধরণ এবং সংশ্লিষ্ট দলিলটি বুঝেও কনফিউশন দূর করা লাগে। ধন্যবাদ ভাই।
@iqbalhossain70953 жыл бұрын
ভাই আমি একটা কথা জানতে চাই বিসাই হলো cs খতিয়ে তিন ভাই মালিক ছিল এক ভাই বিক্রি করে দিয়েছে sa রিকট তাদের নামে হয়ে গেছে এবং সেই সব sa রিকট দিখে বিক্রি হয়ে গেছে এখন আমি যদি সেই cs রিকটের উপর যদি মামলা করি আমি সেই sa কেটে আমার দাদার জমি ফিরিয়ে পাবো cs খতিয়ানের তিন ভাইয়ের একজন অংশ দার আমি বিষয় টা বুঝে আমার উত্তর টা দিবেন দয়া করে
@7MinutesBangla3 жыл бұрын
বন্টনের মামলা করলে সমাধান হবে।
@tashingaming47204 жыл бұрын
বি এস খতিয়ান এর ওয়র্কিং ভলিয়ম অনলাইনে দেখা যাবে৷ আমি বুঝাতে চাচ্ছি সে বিএস খতিয়ানে কিভাবে মালিক হলো দলিল মূলে নাকি নাকি অন্য কোন কাগজে৷
@7MinutesBangla4 жыл бұрын
জনাব, আপনার প্রশ্ন নির্দিষ্ট করে লিখুন।
@muhammadyeasin2143 жыл бұрын
আমাদের একটা বিএস জরিপে হিস্যা থেকে আরো ৩০শতক বেশি ভোগ করতছে,এবং মন্তব্য কলামেও তাই লেখা আছে,সমাধান দেন ভাই প্লিস
@7MinutesBangla3 жыл бұрын
মন্তব্য কলামেও তাই কি লিখা আছে? সি/এস, এস/এ জরিপে ঠিক আছে কি? যারা বেশী ভোগ করছে তাদের সাথে আপনাদের মৌরসি সম্পর্ক আছে কি?
@muhammadyeasin2143 жыл бұрын
@@7MinutesBangla সিএস বিএস জরিপ ঠিক আছে,অর্থাৎ পিতার অংশ ঠিক আছে। পিতার মৃত্যুর পর পুত্ররা ভোগ করতেছে,বিএসে মেয়েদের অংশনামা ঠিকি আছে,কিন্তু দখলে নাই,দখল সব পুত্রদের,ওবং মন্তব্য কলামে সেটা লিখা আছে,একেকজন একেক দাগ ভোগ করতেছে। কারো থেকে মুল অংশ থেকে ৫শতক বেশি,কারো থেকে ১০শতক,একজন থেকে ত ৩০শতক বেশি,
@muhammadyeasin2143 жыл бұрын
@@7MinutesBangla মোরসি সম্পর্ক আছে।
@bijoukumardas902 Жыл бұрын
মন্তব্য কলাম এ বাজেয়াপ্ত লিখা দ্বারা কি বুঝায়
@MdAbutaher-f9x6 күн бұрын
Montber,klam,kot,deya,anin,ki
@user-Jalil19943 жыл бұрын
ভাইয়া আপনার ফোন নামবার টা দিবেন প্লিজ কিছু জানার ইচ্ছে ছিলো