সিলেটি ধামাইল গান। Sylheti Dhamail gan, জলে গিয়াছিলাম সই...... খুব সুন্দর একটি অধিবাশের ধামাইল গান

  Рет қаралды 12,788

Dhamail Gram Bangla

Dhamail Gram Bangla

Күн бұрын

#জলে_ গিয়াছিলাম_সই
#ধামাইল #সিলেটিধামাইলগান #sylhetidhamail
জলে গিয়াছিলাম সই
কালা কাজলের পাখি দেইখা আইলাম কই।।
সোনার ও পিঞ্জরা সই গো, রুপার ও টানগুনি
আবের চান্দুয়া দিয়া পিঞ্জরা ঢাকুনি।।
পালিতে পালিসলাম পাখি দুধ কলা দিয়া।।
এগো যাইবার কালে বেঈমান পাখি না চাইল ফিরিয়া।।
ভাইবে রাধারমণ বলে পাখি রইলো কই।।
এগো আইনা দে মোর প্রাণ পাখি পিঞ্জরাতে থুই।।
কথা: রাধারমণ দত্ত
@Plabon Chanda Youtobe চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাই শুভেচ্ছা ও প্রণাম🙏। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব🔔 করে আমাদের পাশে থাকুন সব সময়। নিত্যনতুন ধামাইল গান পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।
ধামাইল বা ধামালি গান ও নাচ সিলেট অঞ্চলে প্রচলিত একজাতীয় কাহিনী সম্বলিত নৃত্য যা এই অঞ্চলের লোকসাহিত্যের একটি অংশ। যে কোন মাঙ্গলিক অনুষ্ঠানেই এই গীত-নৃত্য পরিবেশনার প্রচলন দেখা যায়। রাধারমণ দত্ত কর্তৃক এই গান সর্বাধিক প্রচারিত ও প্রচলিত হওয়ায় তাঁকেই এর স্রষ্টা বলে গণ্য করা হয়। "ধামা" শব্দটি থেকে “ধামালি” বা "ধামাইল" শব্দটির উৎপত্তি; এর অর্থ আবেশ / ভাব। আবার, আঞ্চলিক / কথ্য হিসেবে এর অর্থ উঠোন। ধারনা করা হয়, রাধারমণ দত্ত ভাবুক প্রকৃতির হওয়ায় এই জাতীয় নামের উৎপত্তি হয়েছে। আবার অনেকের মতে, বাড়ীর উঠোনে এই গান - নাচের আয়োজন করা হয় বলে একে "ধামাইল গান / নাচ" বলে। এই গান / নাচ বাংলাদেশের বৃহত্তর সিলেট (সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলা) অঞ্চলের লোকসংগীত বা লোকনৃত্য হিসেবেই পরিচিত। বৃহত্তর সিলেট ছাড়াও এর পাশ্ববর্তী ব্রাহ্মণবাড়ীয়া, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ জেলার কিছু অংশে এবং ভারতের আসামের, করিমগঞ্জ, কাছাড়, হাইলাকান্দি, শিলচর এবং ত্রিপুরা এলাকায় ধামাইল গানের প্রচলন রয়েছে।

Пікірлер: 5
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 49 МЛН
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 49 МЛН