রানাঘাট কুপার্স ক্যাম্প কালীবাড়ি সামনে একটা নতুন দোকান হয়েছে খুব সুন্দর কুড়ি ধরনের ফুচকা পাওয়া যায়। আমি ট্রাই করলাম খুব ভালই লাগলো। ফুচকার সাথে সাথে স্নাক্স কফি চা সবকিছুই পাওয়া যায় দেখলাম। আমি তোমার ভিডিও দেখি তাই নতুন একটা খাবারের খবর দিলাম দেখতে পারো একবার গিয়ে। তবে গত শুক্রবার গেছিলাম দেখলাম দোকানটা বন্ধ। আজকে গিয়ে জানতে পারলাম ওদের প্রত্যেক সপ্তাহে শুক্রবার বন্ধ থাকে।