Sim কোম্পানি গুলা আমাদের নেটওয়ার্ক দিতে চায় না কেন? - The HARSH Truth of Our Telecom Industry

  Рет қаралды 126,571

Khalid Farhan

Khalid Farhan

Күн бұрын

এই চ্যানেলে আমি মূলত ব্যবসা বাণিজ্য, উদ্যোক্তা জীবন থেকে শুরু করে আমার জীবন বিষয়ক হাবিজাবি সব কিছু নিয়েই কথা বার্তা বলি।
এই ভিডিও গুলো না দেখলে দেখে ফেলতে পারেন এখনইঃ
► How to Learn Freelancing: • ফ্রিল্যান্সিং শিখুন - ...
► ভবিষ্যতের জন্য কি স্কিল শেখা উচিতঃ • আপনার কোন স্কিল টা শেখ...
► প্রতিদিন ১ লাখ টাকা আয় করার উপায়ঃ • শুধু একাউন্ট খুলে কোন ...
► কোন কিছু আসলে শিখে কিভাবেঃ • কোন কিছু আসলে শিখে কিভ...
► ২০২০ সালে আমার আয় কত টাকাঃ • 100k Special (Revealin...
চ্যানেল টা সাবস্ক্রাইব না করে থাকলে করে ফেলতে পারবেন এখানেঃ kzbin.info...
আমার ফেসবুক পেজ: / chandlerbingforlife
আমার ফেসবুক প্রোফাইল: / kfisawesome
আমার ইন্সটাগ্রাম: / iamkhalidfarhan
ভাল লাগলে ভিডিও টি শেয়ার করতে পারেন আপনার সোশাল মিডিয়ায়। আমাকে ট্যাগ করতে ভুলবেন না।
► Hire my Marketing Agency for your business here: hustlefridaydi...
► Read my blog & subscribe to my newsletter here: khalidfarhan.com
Keywords: Khalid Farhan, Business, Marketing, Digital Marketing, Entrepreneurship, Freelancing, Education

Пікірлер: 423
@saifulsheikh6031
@saifulsheikh6031 2 жыл бұрын
সিম কোম্পানিগুলো যে জিনিস জনগনকে বুঝাতে পারিনি সে জিনিস আপনি সহজে বুঝিয়ে দিয়েছেন। সিম কোম্পানীর উচিত আপনার পুরষ্কার দেওয়া।
@nsrakin
@nsrakin 2 жыл бұрын
One way to improve the situation is for telecom companies to invest in small cells. Small cells are low-power radio access nodes that can be deployed quickly and cheaply.
@cosmicpenguin439
@cosmicpenguin439 2 жыл бұрын
But again they don't have permission to do such things.
@syedfarabi2884
@syedfarabi2884 2 жыл бұрын
Like wifi extender it will be a network extender??? But 5g network all ready solved the bottleneck problem by providing smaller access tower (cell tower)that can catch your phone’s millimeter wave.
@nomann5244
@nomann5244 2 жыл бұрын
থার্ড পার্টিদের পারমিশন আছে কিন্তু অপারেটরদের পারমিশন নেই কেনো? সমস্যা কি?
@ahamed0088
@ahamed0088 2 жыл бұрын
জাত টা নি-ষ্ট জাতি তাই!
@WatchmanBD
@WatchmanBD 2 жыл бұрын
নাম বললে চাকরি থাকবে না.
@No_One.Z
@No_One.Z 2 жыл бұрын
তা না হলে এম্পি মন্ত্রীদের পকেটে টাকা ঢুকবে কিভাবে
@_____mdjoy_____5911
@_____mdjoy_____5911 2 жыл бұрын
bhaya, placebo effect niye ekta video banale khub valo hoy
@rahatulashekin7317
@rahatulashekin7317 2 жыл бұрын
আসল কারন বললে আর ইউটিউব দেখা লাগবে না
@saihamhossain1774
@saihamhossain1774 2 жыл бұрын
ভাই আপনার ভিডিও দ্বারা আমরা ভিন্ন কিছু জানতে পারি শিখতে পারি । খুব ভালো লাগে যখন নতুন কিছু জানতে পারি যা কখনও জানতাম না। আর অবশ্যই PLACEBO EFFECT নিয়ে কন্টেন্ট তৈরী করবেন ।
@asifhossain3535
@asifhossain3535 2 жыл бұрын
Placebo effect নিয়ে ভিডিও চাই।❤
@tahaniajubu2165
@tahaniajubu2165 2 жыл бұрын
ভাইয়া আয়ারল্যান্ড এ মাস্টার্স এর জন্য পড়তে কত খরচ হয়? এবং বাংলাদেশ থেকে কি স্কলারশিপ পাওয়ার কোনো উপায় আছে?? এই বিষয় নিয়ে একটা ভিডিও করলে খুব উপকার হতো।।।
@ayeshakhanom8552
@ayeshakhanom8552 2 жыл бұрын
yes
@Taahmim
@Taahmim 2 жыл бұрын
জনবসতি বেশি থাকলে কোম্পানি গুলোর প্রফিট ভালো থাকে। কম টাওয়ারে বেশি রেঞ্জ। তবে জনবসতিতে কম্পিটিশন ভালো থাকে। সিটিসেল যতদিন ছিল সবাই কম্পিটিশন করে চার্জ কমিয়েছে। সবাই মিলে সিটিসেল কে বিদায় করে দিয়েই কলরেট বাড়ানো শুরু করেছে।
@extraaccount2357
@extraaccount2357 2 жыл бұрын
সবাই মিলে সিটিসেল কে বিদায় করেনি, বরং সিটিসেলের প্রযুক্তি পুরোনো। সিটিসেল RIM প্রযুক্তি ব্যাবহার করত, SIM না। আর জনবসতি বেশি থাকলে ব্যান্ডউইথ ডিমান্ড বেশি থাকে, এই ডিমান্ড পূরণ করার মতো অতিরিক্ত ব্যান্ডউইথ কোম্পানি গুলোর নাই, ফলাফল ভালো সার্ভিস পাইনা আমরা।
@Taahmim
@Taahmim 2 жыл бұрын
@@extraaccount2357 আপনি দেখছি যা জানেন তা নিয়েও কথা বলেন! পৃথিবীর উন্নত দেশ গুলো এখনো রিম ইউজ করছে। যেহেতু এটা ৮০০ মেগাহার্জ ইউজ করে তাই ২জি তেও ৪জির স্পিড পাবেন। সিটিসেল কে বিদায় না করলে ৪জি এর জন্য ৮০০ মেগাহার্জ বিক্রি করতে পারতো না। পরে সিটিসেল কে রিকুয়েষ্ট করে সিমে আসতে। সিটিসেল রাজি ছিল। শুধু তারেক জিয়া ২৫% মালিকানা থাকায় সরকার আর অফারের রেসে পেরে উঠতে না পেরে বাকিরা সিটিসেলের বিপক্ষে যায়। এরপর বিনা নোটিশে বন্ধ করে দেয় হঠাৎ একদিন। কোন ধরনের ক্ষতিপূরন পায়নি কাষ্টমার। অনেক ব্যবসায়ীদের লস হয়েছিল অপুরনীয়। তখন আমি ওয়ারিদের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ছিলাম। সাথে ব্যবসাও ছিল। কিন্তু আমার সিম ছিল সিটিসেল। কাস্টমারকে নতুন নাম্বার দিতে অনেক সময় লাগছিলো
@jahedifk2968
@jahedifk2968 2 жыл бұрын
গ্রামে কীভাবে বিজনেস করব এ বিষয়ে একটা ভিডিও দেন।
@Abdullah_Talha
@Abdullah_Talha 2 жыл бұрын
ভাইয়া কিভাবে রিসার্চ করতে হয়, অনেক ইনফর্মেশন এর মধ্যে সত্য টা কিভাবে খুজে নিতে হয় এই বিষয়ের উপর একটা বিস্তারিত ভিডিও দিলে খুবই ভাল হয়।
@mdmuaz1403
@mdmuaz1403 2 жыл бұрын
এখন আমি আপনার প্রথম ভিডিও দেখলাম এবং প্রথম ভিডিও নিয়ে একটা ভিডিও করেছেন তাও দেখলাম এবং বর্তমান উপস্থাপনও দেখে যাচ্ছি। অনেক সুন্দর ভাবে উন্নতি করছেন মাশাআল্লাহ! কংগ্রেচুলেশন!!
@himelwahid6427
@himelwahid6427 2 жыл бұрын
ভালোবাসার আরেক নাম ফারহান ভাই 😍😍🥰🥰🥰
@cosmicpenguin439
@cosmicpenguin439 2 жыл бұрын
পুরা ব্যপারটার জন্য আসলে সরকারের নীতিমালাই দায়ি ৷
@bahauddinboby7885
@bahauddinboby7885 2 жыл бұрын
হ্যাঁ
@mdmilon6421
@mdmilon6421 2 жыл бұрын
ভাই আমি আপনার কথায় একমত আমি বাংলাদেশের সব SIM ব্যাবহার করেছি সবাই একইরকম বাজে service দেয় 😤
@tahsin_hassan_akash
@tahsin_hassan_akash 2 жыл бұрын
7:52 Placebo Effect নিয়ে ভিডিও বানাতে পারেন। By the way, DeFi (decentralized finance) নিয়ে ভিডিও বানালে ভালো হতো (যদি আপনার ইচ্ছা থাকে আর কি!)। Take love ❤️😊. Bye 👋.
@etmamzawadmahin5990
@etmamzawadmahin5990 2 жыл бұрын
I think this is going to be very effective for us, if you make a video on PLACEBO EFFECT. We always want to learn something informative by you.. 😊 . By the way,, thanks a lot for sharing such amazing thoughts and ideas. 🥰🥰
@শূন্যহৃদয়-ট২ড
@শূন্যহৃদয়-ট২ড Жыл бұрын
ছয়তলা আর দশতলা থেকে আপনার ভিডিও দেখছিনা, ভিডিও দেখছি গ্রামের কাঁচা রাস্তায়.
@Famtik_ali
@Famtik_ali Жыл бұрын
Placebo effect নিয়ে video বানান। আমাদের জন্য ভালো হবে।
@fahimmuntasir2766
@fahimmuntasir2766 2 жыл бұрын
Vai apni a to nice kivhabe.😟❤ Apnar prottek chato bado bishoi niye effort amar kase khuv inspiring😙✌
@loser9685
@loser9685 2 жыл бұрын
আপনার থেকে এই নতুন নতুন বিষয় জানতে অনেক ভালো লাগে । এইসব নতুন নতুন বিষয় জানতে ভালো লাগে 🥰। এইরকম শিক্ষণীয় ভিডিও আরো চাই। আরো জানতে চাই বিশ্ব কে।
@rontybhuiyan
@rontybhuiyan 2 жыл бұрын
ফারহান ভাই, সব বুটক্যাম্প মেম্বারদের নিয়ে একটা মাকলু টেলিকম কম্পানি তৈরী করে ফেলেন।
@tomirprotip4933
@tomirprotip4933 2 жыл бұрын
placebo effect টা Interesting তো।Video বানিয়ে ফেলেন।
@ashshawon6840
@ashshawon6840 2 жыл бұрын
Definitely looking forward for the placebo effect video. Also looking for some book suggestions about the matter
@zibonzipu
@zibonzipu 2 жыл бұрын
আমার এই বিষয় কে ফ্যাসিনেট হতে পারে বলে মনে করেন কিনা? আমার এক বন্ধু বল্লো অমুক সুরা পরে পানি তে ফু দিয়ে সেই পানি খেয়ে মাথা ব্যাথা দূর করা সম্ভব। আমি এটি প্রয়োগ করি এবং সেই পানি থেকে আতরের একটি সুঘ্রাণ পাই।
@seamahmed8463
@seamahmed8463 2 жыл бұрын
ভাইয়া একটু যদি discord এ server create করে earning এর উপর একটি ভিডিও দিতেন তাহলে খুবই উপকৃত হতাম। কিভাবে সার্ভার থেকে আর্ন করতে পারব এবং কিভাবে চ্যানেল মনিটাইজ করতে পারবো আর কিভাবে ইনভেস্টর খুঁজে পাব? অগ্রিম ধন্যবাদ ভাইয়া 🥰
@kinemastershort6137
@kinemastershort6137 2 жыл бұрын
সিম কোম্পানিগুলোর কি ফিউচার সম্পর্কে কোন আইডিয়া নেই? আগামী ১০ বছর ওই টাওয়ারের আশেপাশে কি কি হতে পারে। তো ওইভাবেই টাওয়াটা বসাতে হবে বা মেনটেইন করতে হবে।
@YouTubemainul
@YouTubemainul 2 жыл бұрын
Dhaka te eto construction, but network at least okhane chole... But apni village area gulote moteo network paben na. Vhulbaal theory bhujaiya chole gelo.
@md.akashahammed7675
@md.akashahammed7675 2 жыл бұрын
Vaiya kotha gulo khub monojog die suni vlo lagge onek...love u vaiya
@sesgolpo9799
@sesgolpo9799 2 жыл бұрын
টেলিকম কোম্পানি নিয়ে অনেক ভুল ধারণার অবসান হলো।ধন্যবাদ 💕
@MDSAIFUL-pz3dn
@MDSAIFUL-pz3dn 2 жыл бұрын
ভাইয়া আপনি এখন কিসে চাকরি করেন? এটা জানতে চাচ্ছি কারণ আমিও মার্কেটিং নিয়ে পড়তেছি। সুতরাং মার্কেটিং নিয়ে পড়ে আপনি কোন সেক্টরে কাজ করাএ সুযোগ পেয়েছেন সেটা জানতে পারলে অনেক ইন্সপায়ার হতাম আর কি।
@JH-BD
@JH-BD 2 жыл бұрын
Since mobile operators can’t import DWDM, and it’s not under their control then why would they buy that much of wire in advance and losing millions? Solution might be: Let them import DWDM for their own. Let them install tower for their own, not by third party.
@WatchmanBD
@WatchmanBD 2 жыл бұрын
And who will give them those permission???? Don't tell me "Government".
@asifmatin1
@asifmatin1 2 жыл бұрын
Khalid er information source e confusion ase... I installed DWDM with my own hands in GP network 12y ago 😅😅. ki ekta obostha. Large telcos all use dwdm in their backbone transmission network.
@A.A.A.75
@A.A.A.75 2 жыл бұрын
দারুণ ভিডিও দোস্ত।
@raw4888
@raw4888 2 жыл бұрын
ফেইসবুক ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ এসব এর আবির্ভাব হওয়ার পর তো এখন সিম কম্পানি গুলির বিলুপ্তি হয়ে যাওয়ার কতগা ছিল।কিন্তু তাও হচ্ছে না কেন?🤔কেন যেন মনে হয় এখানে কিছু ওয়ার্ল্ড ওয়াইড মাস্টার মাইন্ড আছে।
@GamingUthowai
@GamingUthowai 2 жыл бұрын
সন্ধ্যাবেলায় খুলা জায়গায়ও নেট পাওয়া যায়না। রাতে যখন সবাই ঘুমায় তখন একটু ভাল পাওয়া যায়।
@all.in.001
@all.in.001 2 жыл бұрын
"Placebo Effect" topic er upor alada ekta particular video chai, Vaiya.
@shahjalal-dev
@shahjalal-dev 2 жыл бұрын
কিন্তু এক কোম্পানির সিমে নেটওয়ার্ক পায় অন্য কোম্পানির সিমে পায় না এর কারণ কি?
@MdsumanKhan-cx3ln
@MdsumanKhan-cx3ln 6 ай бұрын
Please make a video about IPv6, C-Blocks, and How They Affect SEO and how to fix it
@abdurahmanziadi7801
@abdurahmanziadi7801 2 жыл бұрын
When is 'Makhlu telecom' launching , Khalid? you should make that happen 😄 Jokes aside, great video again 👍
@SyedTakderRahmanSiyam-ov9nt
@SyedTakderRahmanSiyam-ov9nt Жыл бұрын
Plasico Effect নিয়ে একটা ভিডিও চাই।
@sadiayeasmin3346
@sadiayeasmin3346 2 жыл бұрын
Informative video, nice and easy explanation 👏
@ferdousara1510
@ferdousara1510 2 жыл бұрын
Assalamualicum... Kalid ....plz...make a video about /long now clock/..... Plz
@mahinahmed3556
@mahinahmed3556 2 жыл бұрын
Farhan bhai I want a video about placebo effect .
@arikarik5675
@arikarik5675 2 жыл бұрын
ভাই মাইনিং নিয়ে একটি ভিডিও দিবেন প্লিজ। আমি একটি কোম্পানিতে জয়েন করছি। তারা যত ডলার দিয়ে জয়েন করবো প্রতিদিন ডিপোজিট এর উপর ভিত্তি করে ফিক্স ডলার দিয়ে থাকে। এবং এটি একটি নির্দিষ্ট দিন পর্যন্ত দিবে। আমার জানার ইচ্ছা হলো। মানিং আসলে কি এবং তারা আমাদের যে ডলার দিচ্ছে তাতে তাদের লাব কি। যেমনঃ আমি ১২০ ডলার দিয়ে জয়েন করলে। প্রতিদিন ১.০৮ ডলার দিয়ে থাকে এভাবে ১,০০০ দিন দিবে বলতেছে প্রায় ১০ গুন বেশি দিচ্ছে তাদের হিসাবে এবং এপ্লিকেশন এ সব দেখাচ্ছে। আশাকরি আপনি এ বিষয়ে একটি ভিডিও দিবেন
@kameliyaakter1517
@kameliyaakter1517 2 жыл бұрын
Haha “oneke abar bolbe who (WHO) er kotha o bissas kore”🤣🤣 Yes, Bhaia please make a video on the placebo effect. There is no doubt that it's an interesting topic. And obviously, a video from you on this topic will be more..... interesting 😍❤️
@iamZia
@iamZia 2 жыл бұрын
Ei background e awesome lagteche bhaiya♥️
@grameenbanglachannelbd6119
@grameenbanglachannelbd6119 2 жыл бұрын
ভাই ৫ লক্ষ টাকা বাংলাদেশে শেয়ার মার্কেটে ইনভেস্ট করার প্রফিট বা লস সম্পর্কে জানতে চাই। নিউ ভিডিও চাই🙏🙏🙏
@sohanoor3291
@sohanoor3291 2 жыл бұрын
ভাই, আমাদের প্রতিবেশীর বাসার উপর দিয়ে ৩২ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন ছিল আগে। বিদ্যুৎ লাইনের একদম নিচ দিয়েই একটা নারীকেল গাছ ছিল। তো, বর্তমানে সেই বিদ্যুৎ লাইন অফ আছে গত পাঁচ সাত বছর ধরে। এখন বিষয় হল, আগে যখন বিদ্যুৎ লাইন চালু ছিল, তখন দেখেছি নারিকেল গাছের ফলন খুব খারাপ হতো, এমনকি নারিকেলের সাইজ ও অনেক ছোট হত। কিন্তু বর্তমানে খুব ভালো ফলন হচ্ছে, এক একটা নারিকেলের সাইজ ও অনেক বড়। এটা কেন হচ্ছে???
@tothetruth2023
@tothetruth2023 2 жыл бұрын
এটা সত্য। আমাদের এলাকায় বিদ্যুতের টাওয়ার বসানোর কারণে এখন আর নারিকেল হয়না বললেই চলে।
@KHISA_06
@KHISA_06 2 жыл бұрын
We want another dedicated video based on Placebo.
@ahmithu2230
@ahmithu2230 2 жыл бұрын
Overall bd Kon network ekhon Best ????
@nadiahossain879
@nadiahossain879 2 жыл бұрын
4:16 When Bhaiya said,আমি মনে করেন মাকলু টেলিকম😂❤️
@sajibislam337
@sajibislam337 2 жыл бұрын
Informative video. Learned a lot from this video. thanks. Keep creating this type of content. Wish you best.
@hadibhai9740
@hadibhai9740 2 жыл бұрын
Placebo effect niye video chai😕👍🏼
@iamybasif
@iamybasif 2 жыл бұрын
আপনার ভিডিওর অপেক্ষায় ছিলাম
@ritarodrigues9536
@ritarodrigues9536 Жыл бұрын
Apni Comment korte bolen kintu May be pore vule jan. World war II akhono pending 😢
@zimquadery2954
@zimquadery2954 2 жыл бұрын
5:38 Radio technology ether বা এমন কিছুর মাধ্যমে আসে না, Radio ই আসে। Radio উচ্চ তরঙ্গের আলো। আলো পরিবহনের জন্য কোনো মাধ্যম লাগে না 😅
@ahmedsiam731
@ahmedsiam731 2 жыл бұрын
Either theory to onek agei nullify hoye gese uni koi pailo bujhlam na 😅
@arafathosenjihad824
@arafathosenjihad824 2 жыл бұрын
At 12:09 min এ কিছু একটা ভুল ত হয়েছে, হয়তো এডিটিং এ মানে 12:09 এ 3 thinks আসছে ( এখানে 1s thinks আসতে পারতো) আবার 12:32 তে ও same ( এখানে 2nd Thinks আসতে পারতো) কিন্ত 3rd Thinks টা তে Last Thinks কেন আসলো? এখানে হয়তোবা এডিটিং এ কোন ভুল হয়েছে
@mdjahidhasan3948
@mdjahidhasan3948 2 жыл бұрын
ওনেক ক্ষেত্র একতান্ত্রিক হয়ে যাওয়া সরকারের জন্য ভয়ের। এমন করে যদি প্রতিটা সেক্টর সরকার কন্টোল করতে পারতো দেশটা বদলে যেতো।
@hridoybids4014
@hridoybids4014 2 жыл бұрын
that is called a true infotainment material 💙 love you farhan bhai
@lipu420
@lipu420 2 жыл бұрын
বাংলাদেশের শেয়ার কিনছিলেন সেটার বিষয়ে তো কিছু বলছেন না। এড়িয়ে যাচ্ছেন কেন। কোন সমস্যা নাকি...??
@MysteryWithDEBOBROTO
@MysteryWithDEBOBROTO 2 жыл бұрын
4:17 - মাকলু টেলিকম😅
@salsabil1339
@salsabil1339 2 жыл бұрын
টেলিটক এদিক থেকে এগিয়ে,,,, খরচপাতি কমই কিন্তু নেটওয়ার্ক খুবই ঝামেলা করে।
@HalalvivesMR
@HalalvivesMR 2 жыл бұрын
As Salamu Alaikum bhai, very good analysis as always, apni dari rekhe den apnake onek sundor lagbe, Zajakallah Khayr.
@YasinAlieee
@YasinAlieee 2 жыл бұрын
Summit group er to bapok DWDM, OLT, ODF ache . Tara to direct import Kore . Ami chilam 15-17 summit communication a. Ami Jani . Eita BTRC ke open korte hobe. Center a bosan router ti.
@wasialmasud
@wasialmasud 2 жыл бұрын
Placebo effect is one of the most interesting things to exist
@wordsoffuture5415
@wordsoffuture5415 2 жыл бұрын
অসাধারণ! প্লাসিবো নিয়ে একটি ভিডিও হলে ভালো হয়, অনেক অনেক শুভকামনা ও ধন্যবাদ
@mdjubayel2310
@mdjubayel2310 2 жыл бұрын
Yes, i want too
@rajib5335
@rajib5335 2 жыл бұрын
ধুরো ব্যকগ্রাউন্ড হালকা মিউজিক লাগানো আছে, আমি মনে করছি আমার বাটন মোবাইলে কল এসেছে। উঠে মোবাইল খুজেই পাই না
@miniminiwaz
@miniminiwaz 2 жыл бұрын
Robot 2.0 সম্পূর্ণ মুভিটা কিন্তু টাওয়ার & রেডিয়েশন এর উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত??
@aksourov4632
@aksourov4632 2 жыл бұрын
khalid Farhan vai er mukhe Habizabi sobdo tay Alada sonay . Farhan vai Always informative . Love from Bangladesh 🖤
@ataheavro9892
@ataheavro9892 2 жыл бұрын
Makhlu Telecom seems like a pretty solid idea.
@tomirprotip4933
@tomirprotip4933 2 жыл бұрын
অনেক সুন্দর লাগছে background setup ভাইয়া.
@kakan8772
@kakan8772 Жыл бұрын
যুক্তিগুলো খুব ভাল্লাগছে।
@md.kaiumhossainrussel4154
@md.kaiumhossainrussel4154 2 жыл бұрын
আপনাকে ধন্যবাদ। নতুন কিছু জানতে পারলাম।
@subhrajitchakraborty8170
@subhrajitchakraborty8170 2 жыл бұрын
Yes, I want you to make a video on placebo effect 😃
@dreamvspicchita
@dreamvspicchita 2 жыл бұрын
বডর বডর শুনে ভালই লাগলো। অনেক কিছু শিখতে পারলাম।
@khokan5340
@khokan5340 2 жыл бұрын
আপনার ভিডিও এর অপেক্ষায় ছিলাম ভাই....
@ttr_bangla
@ttr_bangla 2 жыл бұрын
2nd comment vi...You are a real inspection for me
@AbdullahAlSayeed
@AbdullahAlSayeed 2 жыл бұрын
If someday you make a video on Placebo Effect, please don't forget to include Homeopathy in it. Anyway, nice video as always.
@rashidul.informal
@rashidul.informal 2 жыл бұрын
Effect ar Video chai ❣️✨
@ImranFairInfo
@ImranFairInfo 2 жыл бұрын
ভাই আপনি একজন জিনিয়াস। আপনার এগিয়ে চলা স্বার্থক হোক।
@alexangel9429
@alexangel9429 Жыл бұрын
Assalamualaikum vai Amr akta question Kivabe jekono jinis niye research korbo
@M-ar-uf
@M-ar-uf Жыл бұрын
ভাই সিম কোম্পানিরা কেন ওয়াইফাই এর মতো ইন্টারনেট দেয় না ❤যেমন আমরা ওয়াইফাই ইউজ করি এক মাসে 800টাকা দিলে যত খুশি তত আমরা বেশি ইন্টারনেট ইউজ করতে পারি❤এরকম ইন্টারনেট সিম কোম্পানি দেয় না কেন ❤❤❤❤❤❤❤
@AbdullahelNayem
@AbdullahelNayem 2 жыл бұрын
Vaia 1 Ta Request Apni Bolsilen Je Apartment E Uthe Ekta Video Korben, please Jodi 1ta Apartment Tour Video Diten Valo Lagto. Thanks❤❤❤
@raihanc8842
@raihanc8842 2 жыл бұрын
নতুন বাসায় হাগা কেমন হচ্ছে? একটা ভিডিও বানাবেন পিলিজ!
@paponkumerpartho4697
@paponkumerpartho4697 2 жыл бұрын
ভাই অবশ্যই Placebo Effect নিয়ে একটা ভিডিও বানান।
@waliullahmohammad2573
@waliullahmohammad2573 2 жыл бұрын
Mentor er definition holo Khalid Farhan vai ❤
@1farhanmahmud
@1farhanmahmud 2 жыл бұрын
Spectrum Shortage er kotha ta Robi bolechilo. :3
@imacake7158
@imacake7158 2 жыл бұрын
khub valo content and informative
@9M.subscribrneedtheruralguy201
@9M.subscribrneedtheruralguy201 2 жыл бұрын
জি ভাইয়া, PLACEBO EFFECT নিয়ে দয়া করে একটা বিডিও দিয়েন।
@sohantzar
@sohantzar 2 жыл бұрын
4 year dhore temon kono problem hoynai sim network niye..dhaka te
@bethebestofyou2359
@bethebestofyou2359 2 жыл бұрын
Bhaiya make a video on painting..and how to set up a painting business
@ayzaksstory4422
@ayzaksstory4422 2 жыл бұрын
Vaiya ami KZbin e video make korte cai...but topic khuje pai na..apnar video ta copy kore make kortam... 😥 permission dile..
@ayzaksstory4422
@ayzaksstory4422 2 жыл бұрын
Ami nijei video ta banate cai script just ekhn theke nibo
@realkfshorts
@realkfshorts 2 жыл бұрын
Farhan Bhai apni full stack digital marketing ki Ireland theke shikhechen naki Bangladesh theke? Amio shikhte chai Bhai apnar moto ekjon digital marketer hote chai
@sherajul144
@sherajul144 2 жыл бұрын
ভাইয়া রেডিয়েশন এ মানুষের সমস্যা হয় না, বুঝলাম। কিন্তুু পশু-পাখির ও তো সমস্যা হইতে পারে?
@mohibullahhasan1930
@mohibullahhasan1930 2 жыл бұрын
যেই নেট আছে তা দিয়ে কোনোভাবে চলা গেলেও, ডাটার দাম যে বেড়েছে, তা দিয়ে চলা যায় না‌
@dhrubofahad
@dhrubofahad 2 жыл бұрын
Sorry to say deshe network connection enough better.Prontanto elakagulotew 4g better performance korche
@parzivaleditz3964
@parzivaleditz3964 2 жыл бұрын
Lol Prontonto elakar to kothai ase na Dhanmondi te bose Banglalink e 3G e pai na abr to 4G Ei hoilo bd sim er obostha
@rafimahmud781
@rafimahmud781 2 жыл бұрын
vert informative boss 💙
@mohammadamir240
@mohammadamir240 Жыл бұрын
ইলন মাস্ক নাকি স্যাটেলাইট থেকে সরাসরি লাইন দিবে শুনলাম। এটার সত্যতা একটু বলবেন প্লিজ
@alfarabi4128
@alfarabi4128 2 жыл бұрын
থার্ড পার্টির পারমিশন থাকলে অপারেটর কোম্পানিগুলো নিজেরাই ভিন্ননামে শুধু এই কাজের জন্য আলাদা একটা কোম্পানি খুলছে না কেনো!
@kabirtawhid8232
@kabirtawhid8232 2 жыл бұрын
এই থার্ড পার্টি সরকারের দলীয় বাহিনী! তাই আমরাও যদি চাই থার্ড পার্টি কোম্পানি খুলবো তা সরকার অ্যালাউ করবে না !
@mehrimajabin3810
@mehrimajabin3810 2 жыл бұрын
A video on "Placebo Effect " please
@taibulislam7418
@taibulislam7418 2 жыл бұрын
ভাই তাই যদি হয় তাহলে গত সপ্তাহে গ্ৰামিনফোনের সিম রিপ্লেস ফি ছিল ২০০ টাকা। এই সপ্তাহে ফি করা হয়েছে ২৫০ টাকা।
@jishanvai8012
@jishanvai8012 2 жыл бұрын
ভাইয়া আপনার ভিডিও দেখে অনেক ভালো লাগে....Love You Vaia... এরকম আরো ভিডিও চাই 🥰🥰🥰💖
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 19 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 18 МЛН
সিটিসেল কেন ব্যর্থ | Why Citycell Failed?
10:48
Business Inspection BD
Рет қаралды 425 М.
this is why you are poor
15:13
Khalid Farhan
Рет қаралды 280 М.