Рет қаралды 316
সিরাজগঞ্জের অতি পরিচিত একজন চান্দু পাগল...
লুঙ্গি পড়ে, খালি গায়ে,
এ শহরেই ঘুরে বেড়ায়।
গম্ভীর স্বভাবের এই লোকটিও অনেক মজার।
শহরে ছুটতে থাকা রিকশা-গাড়ির গতি রোধ করেই যার আনন্দ।
যেটাকে বলে, পাগলের সুখ মনে মনে।
মানুষজনও তার সাথে অনেক মজা করে।
চান্দু পাগল নামে এই লোকটি জন্মগতভাবেই মানসিক ভারসাম্যহীন।
চান্দু পাগল কে রাস্তা ঘাটে সবাই পরী নামে ক্ষ্যাপায়। কিন্তু এই পরী নামে ডাকলে চান্দু পাগল ক্ষেপে যায় তাও আমরা জানি না। মনে মনে একটা ভ্রান্ত ধারনা নিজের মতো ভেবে নেই।
পরী নামে ক্ষেপে যাওয়া