শ্রদ্ধেয় পরিচালক মহাশয়, আপনার কাছে আমার বিনীত নিবেদন এই যে, আজকাল বয়স্কদের বিনোদনের খুব অভাব। কোথাও যাওয়া সম্ভব হয় না, কথা বলার লোকের অভাব ,তাই তাদের কাছে বিনোদনের একমাত্র সহায় বাংলা সিরিয়াল। কিন্তু সিরিয়ালের মধ্যে যদি এতো টাই হিংসা পরায়ন, হীন মনস্কতার চরিত্র গুলো দেখান , যেমন বৃন্দার চরিত্র টি এতো কুৎসিত,যে সংসারের আপনজন দের ও ক্ষতি করতে একটুও দ্বিধাবোধ করে না। এগুলো দেখে কি সত্যি কারের আনন্দ পাওয়া যায়? নাকি মানসিক চাপ, যন্ত্রণার সৃষ্টি হয়।রাঙামতি তীরন্দাজ, সিরিয়াল টি সত্যি ই অসাধারণ কিন্তু ঐ চরিত্র টি বড়ো বেশি ঘৃণ্য। ক্ষমা করবেন। নমস্কার জানাই। স্মৃতি ঘটক।