Рет қаралды 59,883
#matiachowdhury #funeral #awamileague স্লোগান বিতর্ক মতিয়া চৌধুরীর দাফনে | অগ্নিকন্যা মতিয়া
| Agnikanya Matia Chowdhury | Jakir forhad
বর্ষীয়ান রাজনীতিবিদ ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। সকাল ১০টায় রাজধানীর রমনার বাসভবনের সামনে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে মতিয়ার চৌধুরীকে বহনকারী অ্যাম্বুলেন্স রমনা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে পৌঁছায়। সেখানে শেষ বিদায় জানাতে ভিড় করেন তার ভক্ত-অনুরাগী ও স্বজনরা। আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষে মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় সাবেক মন্ত্রীকে। মতিয়া চৌধুরীর ভাই মাসুদুল ইসলাম চৌধুরী জানান, বাদ যোহর গুলশান আযাদ মসজিদে আরেকটি জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। তার দাফন করার সময় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দেয় তবে এই সময় তাদের থামিয়ে দেয় মতিয়া চৌধুরীর পরিবারের লোকজন এবং অনুরোধ করে স্লোগান না দিয়ে দোয়া করার জন্য কারণ এটা কবরস্থান।