আজ মানুষ সাধনা করে সন্তান পায় কারন সন্তান দেওয়া মালিক আল্লাহ এবং আমাদের নবি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলে হক বা মেয়ে হক কিন্তু সন্তান জন্ম দেওয়ার থেকে নিসন্তান হওয়া অনেক ভালো সন্তান জন্ম দেওয়ার থেকে কুকুর বিড়াল পালা অনেক ভালো কারণ কুকুর বিড়াল গড়া আল্লাহ সৃষ্টি কারি ফেরেস্তা আর এই সৃষ্টি করা ফেরেস্তা সমাজ কথা অবহেলা করা উচিত নয় কিন্তু ছেলে মেয়ে রা পড়া শনা সময় প্রেম করে এটা ঠিক না প্রেম করা কনো গুনা না প্রেম করতে একমাত্র আল্লাহর জন্য এবং নবি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জন্য আগে পড়া শেষ চাকরি করো ব্যবসা করো ছেলে দের জেরকুম লেখা পড়া করার চাকরি ব্যবসা করা দেশ বিদেশ যাত্রা করা জেরকুম অধিকার আছে টিক তেমন মেয়ে দের লেখা পড়া করার অধিকার আছে চাকরী করার অধিকার আছে ব্যবসা করা অধিকার আছে এবং দেশ বিদেশ যাত্রা করা অধিকার কি মেয়ে কে বিয়ে দেওয়া আগে মেয়ে চাকরি করোক ব্যবসা করোক আজকাল সমাজ অনেক নিসটুর মানুষ আছে বলে মেয়ে জন্ম দেওয়ার পাপ কিন্তু ছেলে জন্ম দেওয়ার পাপ না ছেলে মেয়ে এক তাদের এক নজর দেখবেন তাদের আলদা নজর দেখবেন না।