ভাস্কর ভট্টাচার্য যে স্যার অর্থাৎ আব্দুস সামাদের কথা বলেছেন, তিনি আমার মেঝ চাচা। তিনি সারাজীবন ধরে এমনকি এখনো প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে চলেছেন। আমরা তাকে নিয়ে গর্ব করি।
@shishir69722 жыл бұрын
Give some respect from me, please eita korien! আজকে উনি না থাকলে হয়তো এত কিছু আসতো কিনা জানি না, কিন্তু ভাস্কর কাকার এত দূর পথে একজন সেরা পথপ্রদর্শক ছিলেন ! এক্কান হতা হইয়ুম আঁর ফক্কততুন অনড় চাচারে সালাম দিবান দয়া গড়ি -শিশির
@mdabdulkhalaque46942 жыл бұрын
@@shishir6972 শুরু হতে যাচ্ছে কাতার বিশ্বকাপ ফুটবল ২০২২। যারা অনেক লোক জড়ো হয়ে ফুটবল খেলা দেখবেন - ম্যাচের মাঝে বিরতির সময় তা'লিমুল কুরআনের ভিডিও প্লে করুন । কোরআন শেখার ব্যবস্থা করুন । আমাদের সমাজে অন্যায়-অপকর্ম মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। সকল প্রকার অন্যায় অপরাধ কুকর্ম থেকে সমাজের মানুষকে বিরত রাখার জন্য বেশি বেশি তালিমুল কুরআনের ব্যবস্থা করুন। কুরআন হাদিসের সংস্পর্শে থাকুন । নিজে শিখুন অন্যকে শিখান প্লিজ ।
@skmdfaysalislam12592 жыл бұрын
Allah uttom protidan jeno den dua kori .... Ameen.
@Mars-do7gf2 жыл бұрын
Unake niye ashahuk
@kakolisarkar1537 Жыл бұрын
🙏🙏
@priyaraptan44242 жыл бұрын
অন্ধ নিজেকেই মনে হচ্ছে।। অসাধারণ এপিসোড ছিল। মনমুগ্ধ হয়ে শুনছিলাম। যুগে যুগে যেন এমন মানুষ জন্মগ্রহণ করে।
আশ্চর্য এক জীবন কাহিনী। শুনতে শুনতে চোখ ঝাপসা হয়ে গেল। যিনি এদের দায়িত্ব নিয়ে পড়িয়েছেন সেই শিক্ষককের প্রতি শ্রদ্ধা জানাই। এমন হৃদয়বান মানুষ এখনো আছে, এই পৃথিবীতে তাই বোধহয় এখনো বিবর্তন হয়।অনেক শুভকামনা রইলো বক্তার জন্য আর অনুষ্ঠানের সঞ্চালকের জন্য।
আমি আবিদ আহমদ বাক ও শ্রবণ প্রতিবন্ধি সিলেট থেকে বলছি। আমার বয়স ১৩ বছর। আমরা সমাজের বোঝা নই। আমরা প্রতিবন্ধীরা সব করতে পারি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। সিলেট থেকে সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালবাসা রইলো। 🤲❤️
@tumpaakter75432 жыл бұрын
Ai Babu .kokkhonoy nijeka choto mone korbena .kno jano ? Pritibite kono manuske amnite patan na .tar pichone kono na kono oddasso takhe .tomar hatte paro cholte paro bojte paro.hoyto shonte pawna.ota je koto boro sokti tomake agiye nia jawar bolar moto na.ota ki sokti akdin nijey bojbe je jai bolok tomi Mon choto korbena.jibone aktai onek boro Kore bachbe .Allah tomake sob somoy sohai korok.rohomot korok.allah opor bissas rakbe .tomar sahajjo korar dayetto Tokon Allah opor nirbor hoye jave karor opor noy .valo takho
@Gofran-aBc2 жыл бұрын
আপনার জন্য অনেক দোয়া আর ভালোবাসা।
@tunituni8462 жыл бұрын
তোমার জন্য দোয়া রইল ভাই টি
@nanicookingtune2 жыл бұрын
অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল।
@nigershahriar49972 жыл бұрын
সব সময় দোয়া রোজা থাকছি সাহরি করছি ভাই
@NurAManik2 жыл бұрын
উনার কথায় মনেহচ্ছে আমরাই প্রতিবন্ধী উনি না। কারন তিনি সবসময় প্রতিবন্ধকতাকে জয় করেই সামনে এগিয়ে চলেছেন। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ ব্রেন্ডিং বাংলাদেশ।
আহা,,, জীবনযুদ্ধে হার না মানা সৈনিক ❤️ আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো স্যার ❤️🙏
@taslimabegum23042 жыл бұрын
গল্পটা শুনে মনে হচ্ছিল আরেকটু শুনি। ধন্যবাদ দিয়ে ওই বাবা কে ছোট্ট করতে চাইনা,যে বাবা প্রতিবন্ধী বলে তার সন্তান কে ছোট করে দেখেন নাই।শত কষ্টের মাঝেও ছেলে কে গড়ে তুলেছেন।তানা হলে আমরা এত এত উন্নায়ন থেকে বঞ্চিত হতাম। ধন্যবাদ জানাই এই ভাইকে। তার অদম্য শক্তির কাছে সব কিছু হার মেনে গেছে। কিবরিয়া ভাইকে ও অসংখ্য ধন্যবাদ। কারণ এই সব গল্প গুলো তুলে ধরার জন্য।
@mustakimmia51432 жыл бұрын
খুবই সুন্দর একটা এপিসোড
@rituibrahim1192 жыл бұрын
ংল ল
@rituibrahim1192 жыл бұрын
@@mustakimmia5143 েেেেেেেে
@rituibrahim1192 жыл бұрын
@@mustakimmia5143 েেেৈ
@rituibrahim1192 жыл бұрын
@@mustakimmia5143 ে
@sagardebnath36252 жыл бұрын
হৃদয় ছুঁয়ে গেলো,, কিবরিয়া স্যারকে ধন্যবাদ, এমন একটি অপূর্ব শো উপহার দেয়ার জন্য। মানুষের ইচ্ছাশক্তি থাকলে তার ক্ষমতার কোন লিমিটেশন থাকে না...
@lokmanhossain38992 жыл бұрын
সত্যিই অসাধারণ এই সুগুলো না হলে হয়তো বা জানতেই পারতাম না যে আল্লাহ চাইলে অনেক কিছু সম্ভব।
@taslimabegum23042 жыл бұрын
অসাধারণ এই ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া রইল। মানুষের ইচ্ছা থাকলে কোনো বাধাই বাধা না।এটাই তার বাস্তব প্রমাণ।
চোখের পানি ঝরলো আনন্দে। বিশেষ করে শেষে যে ব্যাখ্যাটা দিলেন যে কেন তিনি অন্ধই থেকে যেতে চান! অনুপ্রেরণায় ভরা সমস্ত সংগ্রামটা। মনে থাকবে
@hothatdekha79722 жыл бұрын
আজকে যা দেখলাম এবং শুনলাম চোখ বুজে এতকিছু অনুধাবন করার শক্তি আমার নেই। শুধু ভাবলাম মানুষের ইচ্ছা শক্তি আর সাহস থাকলে কত কিছুই না করতে পারে তা ভাবনার বাহিরে। ধন্যবাদ ব্রান্ডিং বাংলাদেশকে ❤️❤️
@salfinahamed2 жыл бұрын
কিবরিয়া ভাই, গল্প টা শুনছি আর আপনার চেহারার Experience দেখছি। মনে হচ্ছিল হতভম্ব হয়ে হয়ে আপনি দেখছিলেন। আর আমাদের কি অবস্হা সেটা বলার কোন ভাষা নেই। চোখের মাঝে অন্য রকম একটা ভাষা ঝলমল করছিলো। ভাই আজ বিশ্বাস হচ্ছে মানুষ চাইলে সবই সম্ভব। এমন একটা মানুষ যদি দুনিয়া টাকে তাক লাগিয়ে দিতে পারে। ওনাকে আমার অন্তরস্থল থেকে দোয়া এবং ভালোবাসা রইলো। আল্লাহ চাইলো সবই সম্ভব, যে আরও একটা বাস্তবিক গল্প। আর অনেক অনেক ভালোবাসা উনার মা-বাবার জন্য, তারা তার সন্তান এর জন্য এতোটাই প্রভাবিত করেছিলেন, যার কারণে আজ সম্মাননা পাচ্ছেন। সত্যি ই আজ নিজেকে ব্যর্থ মন হচ্ছে। আমাদের সব কিছু থাকা সত্ত্বেও কিছু করতে পারলাম না। সত্যি বলতে এই ঘটনা সবচেয়ে অন্য রকম, এমন ঘটনা আমার জীবনে কখনো শুনি নাই। এই ঘটনাটি আমাদের জীবনে সবচেয়ে বড় মোটিভেশন। ধন্যবাদ এমন একটা গল্প শেয়ার করার জন্য। Love You Bhai, It's a great story Changing our life.
@azizulislam66272 жыл бұрын
মানুষ টাকে এই জন্য ভাল লাগছে পিছনে যারা তাকে সাহায্য করছে একটা মানুষের কথা বাদ দেইনি সবার কথা বলছে উপরের চুরাই উঠলে তো পেছনের সব কথা ভুলে যায় উনি আসলে একজন ভাল মনের মানুষ
@asontacosta71062 жыл бұрын
মন্ত্রমুগ্ধ হয়ে পুরো অনুষ্ঠান শুনলাম! আশাহত জীবনে খুঁজে পেলাম বেঁচে থাকার প্রেরণা!!
@catsdogs25912 жыл бұрын
Amio
@ritacharkraborty97862 жыл бұрын
ভাস্কর আমার এক দাদার ছেলে।ওর মেধাবী ছিল ছোটবেলা তে বুঝতাম। ওর মা বাবা দুজনেই খুব ভালো মানুষ ছিলেন। ভাস্কর আজ এ পর্যায়ে পৌঁছেছে তাঁর জন্য ঈশ্বর কে ধন্যবাদ এবং সাথে সাথে ওর অদম্য ইচ্ছা শক্তি। অনেক অনেক দূর এগিয়ে যাবে এই আশীর্বাদ করি।
@shahjahan-zz1wj2 жыл бұрын
স্যালুট👍 ভাস্কর ভট্টাচার্য,অদম্য ইচ্ছা আগ্রহ সহ পরিবারের হার না মানা সাপোর্ট আজকে উনার উন্নতির সাফল্য।উনি বাংলাদেশে শত বাঁধা পেছনে ফেলে যারা সাপোর্ট করছে তারাই প্রকৃত মানুষ। সমাজের দৃষ্টি বদলালে মানুষও বদলাতে পারে।এই মানুষটি🇧🇩 বাংলাদেশের🇧🇩 উদাহরণ ও গর্ব।🌹
@rajusikder16652 жыл бұрын
সত্যিই সত্যিই সত্যিই অসাধারণ,, আর এর ব্যাপারে বলার ভাষা হারিয়ে ফেলেছি,,,আল্লাহ কে ধন্যবাদ
আসলেই মহান সৃষ্টিকর্তা আমাদেরকে দিতে চান, তার বাস্তব প্রমাণ ভাস্কর দাদা। ভালো থাকবেন দাদা। ধন্যবাদ জানাই কিবরিয়া ভাইকে যিনি এমন আয়োজন করেছেন।
@Selinaoc2 жыл бұрын
সন্তান জন্ম দিলেই বাবা-মা হওয়া যায় না ।আল্লাহর পরই পৃথিবীতে আগমনের পর সন্তান মানুষ করে গড়ে তুলতে বাবা-মার ভুমিকা কতটা গুরত্ব রাখে তার শ্রেষ্ঠ উদাহরণ হলো এই গল্প । সন্তানকে কখনই ছোট করে দেখা উচিত নয় ।উৎসাহ ও প্রশংসাই সন্তান মানুষকরার ক্ষেত্রে শক্ত পিলারের মতো ।স্যালুট উনার বাবা-মা কে ।এমন সন্তান পাবার জন্য ।
আল্লাহ এই ব্যাক্তিকে হেদায়েত দাও।। এত সুন্দর একটা মানুষ।
@skbarua702 жыл бұрын
হৃদয় ছুঁয়ে গেল। চেষ্টা, অধ্যাবসায়, পরোপকারী মনোভাব, সততা, নিষ্ঠা এবং সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করে যে কোন কেউ সাফল্য অর্জন করতে পারে- এটাই প্রমাণিত সত্য। ভাস্কর দাদার জন্য শুভকামনা। সেইসাথে উনার সাফল্যের পেছনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গদেরও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ কিবরিয়া ভাইকেও।
@mehdi24292 жыл бұрын
রহস্যময় জীবনের বিস্ময় ও আনন্দ মনে হয় এটাই যখন একজন জন্মান্ধ স্বীকারোক্তি দেয় "আমার তো পৃথিবীটা একটু বড়"।সুবহানাআল্লাহ।অসাধারণ একজন মানুষ।
এখানে বলা খুবই সহজ ছিলো , কিন্তু বাস্তবতা ছিলো আরো তিক্ত ও ভয়ানক ❤
@hasiburrahman31912 жыл бұрын
সত্যি সত্যিই অসাধারণ, বলার ভাষা নেই। আল্লাহ চাইলে কি না পারেন। মহান আল্লাহ আমাদের দুটো চোখ দিয়েেছেন কিন্তু আমরা কাজ দেখে ভয় পাই। সবাই আল্লাহর রহমত। ইসলামের সুশীতল ছায়া তলে আসার জন্য আহবান জানাচ্ছি। ছন
@shanzidajnu73532 жыл бұрын
আপনার জন্য বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা রইলো। আপনিই বাংলাদেশ,আপনার মতো মানুষরাই বাংলাদেশ।
@jornarahman12942 жыл бұрын
অসাধারণ প্রতিভা। আমরা চোখ থাকতে এতো দুর আগাতে পারিনাই। উনারতো মনের চোখ দিয়ে বিস্ব দেখলেন।হাজার হাজার সেলুড
@alvirajannat80042 жыл бұрын
সে সব শিক্ষকদের প্রতি আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা জানাই উনাদের জন্যই আজো বাংলাদেশে অনেক প্রতিভাবানরা এগিয়ে যাচ্ছে।
@zobaerde50842 жыл бұрын
অসাধারণ। খুবই ভাল লাগল। চমৎকার মানুষ। ভাস্কর, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনি দৃষ্টি প্রতিবন্ধি নন। আপনি দূরদৃষ্টি সম্পন্ন মানুষ।
@suhridbiswas89462 жыл бұрын
অসীম ও আশ্চর্য প্রতীভার অধিকারী। অপরিসীম জানবার ক্ষুধা এবং প্রচেষ্টা ওনাকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিয়েছে। ধন্যবাদ ওনাকে।
@Taposhimollik41105 ай бұрын
অসাধারণ। আজ পর্যন্ত ব্র্যান্ডিং বাংলাদেশের যত এপিসোড দেখেছি, উৎসাহ পেয়েছি, কষ্ট পেয়েছি, আবেগাপ্লুত হয়েছি। কিন্তু ভাষা হারিয়ে ফেলিনি।আমি জাষ্ট বাকরুদ্ধ। অনেক অনেক শুভ কামনা দাদার জন্য।
@washimahmed57382 жыл бұрын
জনাব ভাস্কর সাহেব আপনার জন্য দোয়া শ্রদ্ধা ভালোবাসা ♥️যারা একটুতে জীবনের মানে খুঁজে হেরে যান তাদেরকে এই এপিসোড দেখা উচিত জীবন মানে কি! অধ্যবসায় কঠোর পরিশ্রম ধৈর্য জীবনের সফলতা এনে দিতে পারে
@shahidulmazid38962 жыл бұрын
একটি করে ভ্লগ দেখি আর মনে হয় এটিই ছিল Best. কিন্তু আজও তাই বলতে হচ্ছে। এটিই ছিল Best. এভাবেই চালিয়ে যান। ঈশ্বর আপনার মাধ্যমে আমাদের দৃষ্টিকে প্রসারিত করুক। আপনার Program গুলোও চলুক বিদ্যুৎ গতিতে। এভারেস্ট পাহাড়ে পরিনত হচ্ছে আপনার এই অনুষ্ঠান। তবে আগামীতে কোনো মাধ্যমে যদি এগুলোকে ইংরেজিতে ডাবিং করে চালানো যায় তাহলে আরো বেশি রকমের ভালো হবে বলে আমার বিশ্বাস। আশা করি আমার এই কথা আপনাকে অনুপ্রাণিত করবে। ধন্যবাদ.......
@ashrafahmed32482 жыл бұрын
ওয়াও অসাধারণ গল্প জীবন পাল্টে দেওয়ার জন্য সময় হলে সবাই দেখবেন, অশেষ ধন্যবাদ আর জে কিবরিয়া এত সুন্দর করে ব্রানডিং বাংলাদেশের পর্ব গুলা তুলে ধরার জন্য একটা থেকে আরেকটা উচ্চ পর্যায়ের শুধু দেখতেই মন চায়👌👌👌।
@AsifIqbal-iw5oc2 жыл бұрын
কি বলবো সত্যি অসাধারণ আপনি একজন অনুপ্রেরণার নাম আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে আপনি ভালো থাকেন আপনি সবসময় সুস্থ থাকেন ভালো থাকেন এই কামনা করি
@mdshorifkhan70972 жыл бұрын
এটাই ব্রান্ডিং বাংলাদেশ এর সেরা ব্রান্ড বাকি সব ফটোকপি,,,অনেক ধন্যবাদ জনাব কিবরিয়া ভাই এমন অসাধারণ ব্রান্ড সবার সামনে তুলে ধরার জন্য।
@rubinayeasmin20332 жыл бұрын
মানুষের তৈরি কম্পিউটার প্রযুক্তি যদি এতো তিক্ষনো হয় তবে আল্লাহর দেওয়া চোখ দিয়ে দে খে অবুভব কতইনা সুন্দর, আল্লাহ যেন আপনা চোখ ভাল করে, আর ভাল করে জানার ক্ষমতা দান করে
@momtazbegum64022 жыл бұрын
ভাষা হারিয়ে ফেলেছি।অসাধারণ। কিবরিয়া ভাই আপনার জন্য অনেক দোয়া।
@utpaldey12672 жыл бұрын
ভাইয়া , প্রথম ভগবান কে অসংখ্য অসংখ্য ধনবাদ আপনাকে এতো এতো জ্ঞ্যান বুদ্ধি ধর্য্য ব্রেইন দেওয়ার জন্য। তারপর আপনার বাবা মা আপনার শিক্ষক কে ধন্যবাদ। আপনার জীবনের গল্প কাহিনী অনেক মানুষকে চলার সাহায্য করবে।
বাবা তুমি বাবা। তুমি হতে পেরো ছো বাবা । শ্রদ্ধা জানাই তোমার মা জনোনি কে। রিদয় বান মহোত শিক্ষক দের প্রতি শ্রদ্ধা ও দোয়া রইলো। আমার জীবনে ভালো লাগার মতো একটা ভালো মানুষের জীবন গপ্লো সোলাম। খুব ভালো লেগেছে আমার । যদি পারেন আরেক বার। আরেক টা অনুষ্ঠান করা জায় কি। জাযাকাল্লাহ্
@shamima_shumy2 жыл бұрын
উনি কথায় কথায় বলছেন আমি দেখতাম….. মাশাহআল্লাহ। উনি আসলে যারা চোখে দেখে তাদের মতোই।
আমাদের শ্রদ্ধেয় ভাস্বরদা ❤ যার উৎসাহে আমি আমার বাক-শ্রবণপ্রতিবন্ধি+অটিস্টিক মেয়েকে লেখাপড়া শিখাতে পেরেছি আলহামদুলিল্লাহ্। ভাস্বরদা আপনি আমাদের গর্ব। আল্লাহ্ আপনার নেক হায়াত দান করুন প্রতিবন্ধি সেক্টরে আরো উন্নত করার জন্যে।
@nigershahriar49972 жыл бұрын
আমিও ৩ জন অটিস্টিক শিশুদের শেখাতে সখমমম হই,আমাকে সুযোগ দিন please
@arifulislamfscd1082 жыл бұрын
আশা করি এই ভিডিওটি যারা দেখবে প্রতিবন্ধী সম্পর্কে তাদের চিন্তাধারায় ব্যাপক পরিবর্তন আসবে।ধন্যবাদ কিবরিয়া ভাই❤️
@cricketandfunny29342 жыл бұрын
অসাধারণ মানুষ, ভালো লাগলো। এগিয়ে যান আগামীর পথে।
@mdtuhin6662 жыл бұрын
অসাধারণ একটি গল্প শুনলাম আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আপনি আরো ভালো কিছু করবেন প্রতিবন্ধী ভাইবোনদের জন্য
@s.munhirmunhir98142 жыл бұрын
শ্রদ্ধা ভালবাসা দুটোই দাদার জন্য । আর জে কিবরিয়া ভাই কে ও সাথে সাথে । এতো অসাধারণ গল্প তুলে আনার জন্য।
@marufaakther50812 жыл бұрын
অসাধারণ অনেক সময় নিয়ে কথা গুলো শুনতেই আমি থেমে গেলাম, আর ভাবলাম আল্লাহ চাইলে সব কিছু পারেন সব খমতার উপরে,, হয়ত আজ ওনার চোখের দৃষ্টি নেই বলেই আল্লাহ আজ এতটা দুরে নিয়ে গেছেন, তাই আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্য করেন৷,, দোয়া করি আল্লাহ আপনার পরিবারকে সুখে রাখুন আমিন
@doctorshiblynoman21952 жыл бұрын
অসাধারণ, বার বার মনে হচ্ছিল গল্পটা যেন শেষ না হয়? অনেক শুভ কামনা আপনার জন্য। পাশাপাশি দোয়া আার ভালোবাসা সেই সকল মহান মানুষদের জন্য যারা আপনার জন্য সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন।
@saidaahmedparul48632 жыл бұрын
খুব মনোযোগ দিয়ে শুনছিলাম অসাধারণ অভাবনীয় সাফল্য অর্জন অনেক অনেক শুভকামনা আপনাকে।💞💞 ধন্যবাদ ❤️
@afrozzahan44032 жыл бұрын
অসাধারণ পোষ্ট আমি উনার সহধর্মিণীকেও অসংখ্য ধন্যবাদ দিব। উনার মনের আশা পূর্ণ করার জন্য। উনিও মহান।
@prasenjitpalit46069 күн бұрын
Wonderful, Amazing personality. All the best for your upcoming endeavors.
@renurozaferozak13722 жыл бұрын
স্যালুট আপনাকে, ভাস্কর দাদা। আল্লাহ আপনাকে আরও বড় করুক। কিবরিয়া ভাই আপনার জন্য শ্রদ্ধা রইল।
@shishir69722 жыл бұрын
সত্যি বলতে চট্টগ্রাম সিটি কলেজের স্টুডেন্ট আমি, শহরের বড় বড় কলেজ গুলোর একটা। কিন্তু চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ এ অ্যাডমিশন পাইনি। তবে কলেজের স্যার দের কাছে থেকে এত টুকু বুঝেছি শহরের সব থেকে ভালোমানের পড়া হয় এই সিটি কলেজে। আর আজকে তো সিটি কলেজের প্রতি সম্মান আরো বেড়ে গেলো, মি.ভাস্কর ভট্টাচার্য আমাদের কলেজ থেকে পড়েছেন, আমাদের কলেজ ও যে তার সাফল্যের পিছনে কিছুটা হলেও ভূমিকা রেখেছে, সত্যিই গর্বিত একজন সিটিয়ান হয়ে
@muktimaity76462 жыл бұрын
অসাধারণ,, এক আশ্চর্য উত্তরণের কথা শুনলাম মুগ্ধ শুধু নয় বিমোহিত।আপনার জীবন পৃথিবীর সব ধরনের মানুষের অনুপ্রেরণা হয়ে থাকবে।ঈশ্বর বিশ্বের সবার সর্বাঙ্গীন মঙ্গল করুন।আপনার মাস্টার মশাইদের আমার সশ্রদ্ধ নমস্কার।
@hosnababy77342 жыл бұрын
কিবরিয়া ভাই অসাধারণ মানুষ উনার জন্য ই আমরা অবিশ্বাস্য কাহিনি শুনি এবং প্রেরনা পাই হতাশ হই না অনেক ধন্যবাদ।
@safaulkarim71482 жыл бұрын
দেশপ্রেমিক দাদা বেঁচে থাকুক দোওয়া করি আপনার জন্য
@abdulalimd17762 жыл бұрын
সত্যিই অসাধারণ একটি এপিচোড, জীবন কি জিনিস উপলব্ধি করাযায়, আমার যারা অল্পতে হতাশ তাদের জন্য অনুপেরনা।
@banashreekar75162 жыл бұрын
আপনি আপনার বাবা মাকে গর্বিত করেছেন আর দেশেকে।যা সব সন্তান পারেন না। অপূর্ব।
@جوسينجوسين2 жыл бұрын
অসাধারণ গল্প অনেক অনেক দোয়া রইলো সকল ধরনের প্রতিবন্ধী ভাই এবং বোনদের জন্য
@abusufian27552 жыл бұрын
Thanks diye ami apnader dujon k choto korte chai na. Amr ekta e request Bangladesh er sob educated manus der jonno, ei manus tar moto manus hoye Bangabondhur sopner sonar Bangladesh gore tulun karon ami aaj theke believe kori, amr beloved Bangladesh khub taratari e Bangabondhur sopner sonar Bangladesh e porinoto hbe jdi amra sobai ei manus ta k follow kori properly. Love ❤️ U a lot and may almighty Allah bless you always. Ameen.
@Nishat8172 жыл бұрын
আমি ইন্টারে পড়ি।পড়ার মাঝে যখন বোরিং লাগে তখন ইয়ারফোন কানে দিয়ে এই অনুষ্ঠান শুনি আর পড়ি এত এত মহান ব্যাক্তিদের জীবন গল্প শুনে অনেক বেশি ইন্সপায়ার হই।ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা অনুষ্ঠানের জন্য
@jannatunnahar94152 жыл бұрын
প্রকৃত জীবন যোদ্ধা 💞 I am Impressed
@healthcarehomeopathy2023 Жыл бұрын
আর জে কিবরীয়া কে অনেক অনেক শুভেচ্চছা সহ ধন্যবাদ জানাই।ভাস্কর ভট্টাচার্য এর মতো আলোকিত একজন মানুষ সারাবিশ্বে পরিচিত করেছেন।আমি আপনার একজন নিয়মিত দর্শক।
@nirjonayean86522 жыл бұрын
কি সুন্দর মানুষ 🤍 Really proud of him
@shakilashakila37922 жыл бұрын
Osadharon story.....allah manush k kono na kono vabe valo rakhei.....Allah kono coto chesta keo bartho kore na....
@iamdieddead95972 жыл бұрын
এক কথায় অসাধারণ একটা যুদ্ধের গল্প
@rofiqulislamislam25772 жыл бұрын
স্যালুট স্যার আপনাকে অনেক অনেক শুভকামনা রইলো অনেক কিছু অনুপ্রেরণা পেয়েছি আপনি সত্যিই মহান আপনি একজন যোদ্ধা আপনি সফল মানুষের মধ্যে প্রথম সারির একজন
@subersarker102 жыл бұрын
অবাস্তব কিছু বাস্তব হল আজ...আমার কাছে.... আমি বাকরুদ্ধ😍😍
@sayeedasathi36112 жыл бұрын
উনার লাইফে উনার বাবা মা বিশেষ করে বাবা সত্যিকার অর্থেই বাবা মা বলতে যা হয়।।বিশেষ করে উনার বাবা।।উনার সমস্যা থাকা সত্ত্বেও অবহেলা করেন নাই😍😍😍
@md.anwarhossainfayed4842 жыл бұрын
অসাধারণ বাস্তব জীবনের ঘটনা,,শুনে আশ্চর্যজনক হলাম❤️
@mdhassan40613 ай бұрын
আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল ❤❤❤❤
@alveff94072 жыл бұрын
অসাধারণ বলতে স্বপ্নে দেখারমত এই এপিসোড। হার না মানা এক ডিজিটাল যোদ্ধার যুদ্ধ জয়ের কাহিনি।
@hakimulhaque15312 жыл бұрын
আমাদের মতো দৃষ্টি সম্পন্ন মানুষের চেয়ে আপনি দৃষ্টিহীন হয়ে দেশকে যা দিয়ে যাচ্ছেন, তার কোন তুলনা নাই, আশা করি আপনি আপনার কাজের মাধ্যমে হাজার বছর বেঁচে থাকবেন।
@furkana6532 жыл бұрын
আল্লাহ উনাকে হেদায়েত দিক, এই পূর্ণতর মেধাবী মানুষকে।
@দেশীপোলাশাহজাহান2 жыл бұрын
মনের জোর থাকলে সব কিছুই সম্ভব যার প্রমাণ এই দাদা, আপনার জন্য শুভকামনা রইলো দাদা
@monikhan22352 жыл бұрын
অসাধারণ অসাধারণ অসাধারণ সত্যি বলতে এরাই সত্যি কারের আলোর পথের মানুষ
@billionairefahim67782 жыл бұрын
হে,ওনি যে ইস্শরকে দেখতে চাই না। সবি ঐ আল্লাহর দয়া।ওনার ওপর।
@hasiba655 Жыл бұрын
যিনি বলছেন তার চোখে পানি নাই,কিন্তু শুনতে শুনতে নিজের অজান্তেই কেদে ফেললাম!ভালো থাকুক সবাই।আমরা যদি এদের আপন করে নিতে পারি তবেই সব সম্ভব।
@Knowledgeofislam64842 жыл бұрын
মাসাআল্লাহ্ সত্যি উনার ইচ্ছাশক্তি ও আত্মবিশ্বাস এর ফলেই তিনি অসাধ্যকে জয় করতে পেরেছেন। আলহামদুলিল্লাহ্ জাঝাকাল্লাহু খাইরান। আমিন,,,,,,,,,,,
@mokhlesabanuu68422 жыл бұрын
গল্পটা যখন শুনহিলাম তখন বার বার ভারছিলাম, আজ চোখ থেকেও উনার কাছে পরাজিত। যদি উনার ফোন নাম্বার অথবা ইমেইল পেতাম তাহলে উনার সাথে একবার কথা বলতান।
@nurmohammad16542 жыл бұрын
শেষ হয়ে ও হয়লো না শেষ এমন এক মানুষের গল্প ছিল এই টা!!!!!
@amithasanrakib51742 жыл бұрын
To be honest, The story was really outstanding to learn incomparable life lesson.❤️🥀
@mdsujonmdsujon9982 жыл бұрын
আসাধারন একজন যোদ্ধার গল্প শুনালাম শুনতেই মন চায় শুধু।আল্লাহ পাক আপনাকে দিয়ে আরো ভালো কাজ করাবেন।
@bristyakter97742 жыл бұрын
আমি ছোট কাল থেকে এখন পর্যন্ত ভিষন অসুস্থ,,,এই অসুস্থ শরীর নিয়ে কোথাও কাজ করলে ২ দিনের মধ্যে আমাকে কাজ থেকে বের করে দিবে তাও আমি অনেক জায়গায় জবের জন্য গেলাম,,কিন্তু কোথাও আমার জব হচ্ছে না,,,তাই আজ এই ভাইকে দেখে বুঝলাম একজন মানুষের চোখ না থাকলেও অনেক দূর যেতে পারে কিন্তু ছোট কাল থেকে যে শারীরিক ভাবে অসুস্থ সে জীবনে কিছুই করতে পারে না,,,,,, বি:দ্র আমার অসুস্থতা আমার জীবন থেকে সব কেড়ে নিয়েছে...
@nowshadali5282 жыл бұрын
অসাধারণ! অকুতোভয় বীর যোদ্ধা। আমার শাশুড় বাড়ির পাশের মানুষ বলে গর্ববোধ হচ্ছে।
@mohammadovi93592 жыл бұрын
ধন্যবাদ ভাস্কর দাদা ওনাকে ছোটবেলা থেকেই আমি দেখে আসছি উনি আমার বড় ভাইয়ের রাশেদ ভাই আর বন্ধু
@shahinamomtaz88762 жыл бұрын
আমার জীবনের সবচেয়ে motivational গল্প । অজস্র শ্রদ্ধা উনার বাবা মাকে ।
@apupaul81302 жыл бұрын
অসাধারণ, অসম্ভব অনেক কিছু জানতে বুঝতে পারলাম, কেমনে সম্ভব? এতকিছু
@MessiXtoxic Жыл бұрын
ভগবান আপনার মতো মানুষের মঙ্গল করুক ❤
@sulotaIslam2 жыл бұрын
স্যালুট, চমৎকার, অসাধারণ, অসাধারণ যোদ্ধা
@dgartstarashhomedecorillus9579 Жыл бұрын
তার কথা শুনেছি পটিয়া উপজেলায় রুমপেইন্টিং, জিপসাম ডেকোরেশনের কাজ করার সময়। ভিডিওটি পুরোটা শুনে শেষে এতটু ভয়ের সাথে মুগ্ধও হোলাম!
@khmostak2 жыл бұрын
*পুরো ভিডিওটা দেখলাম এক সেকেন্ড সেকেন্ডের জন্য স্কিপ করি নাই, ভাস্কর দার জন্য অনেক শুভকামনা রইল*
@mdsamirislam80962 жыл бұрын
আজকের গল্পটা শুনে মনে হচ্ছে যেন এটি একটি সেরা গল্প। ধন্যবাদ
@OmarFaruk-zt8mo2 жыл бұрын
আল্লাহ চাহেন তো কি পারেন তা দেখিয়ে দিলো এই মিঃ ভাষ্কর সাহেব অনেক উচ্চ শিক্ষিত লোক ও পারেনি তিনি যে সব পুরুস্কার পেয়েছেন ও সন্মানিত হয়ে আজ ডিজিটাল বাংলাদেশের জন্য বড়ো গৌরব। মিঃ ভাস্কর সাহেব জন্ম থেকে যিনি দুইটি চোখে দেখতে পান না। তার জন্য আমার শুভকামনা রইল সে যেনো আরো অনেক কিছু দেশের জন্য কাজ করতে পারেন।
@billionairefahim67782 жыл бұрын
ওনি হিন্দু?
@sohagbaidya7782 жыл бұрын
@@billionairefahim6778 হ্যা
@mohammadwahidullah78482 жыл бұрын
ভাষ্কর ভাইকে আমি খুব কাছে থেকে দেখেছি। ওনার সাথে ইপসা তে আহছান ভাই নামে আরও একজন আছেন। তিনিও দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন।
@miavaireality Жыл бұрын
সর্বশেষ কথা হলো সত্যিই আপনি একজন মানুষ..... এবং ভাল মানুষ... শ্রদ্ধা💗 রইলো...এবং ইসলামের দাওয়াত রইল 💗💗
@PaulPaul-uv9kg Жыл бұрын
ভাস্কর দা আপনি বাংলাদেশের সম্পদ! খুব বিনয়ী মানুষ নিজেকে কোন কাজের কৃতিত্ব দিতে চাননা !