26 বছরের জীবনে প্রেম কি জিনিস জানিনা। স্মার্ট যুগের ছেলে হয়েও এখনো আমি একা। এতটা দীর্ঘ সময় সিঙ্গেল থাকার পরেও বিরহ-বিচ্ছেদ কোনটাই ঘটেনি। কি কারণে জানিনা ছোটবেলা থেকেই এই গানগুলোর প্রতি একটা মোহ কাজ করে। হয়তো পারিবারিক না হয় সামাজিক যে কোন একটা কারণ তো রয়েছেই বলতে গেলে প্রকৃতিগত ভাবেই এটা আমার পাওয়া। ফলাফল স্বরূপ বলা যায় এই দিকটায় আমি অন্যান্য মানুষদের থেকে সম্পূর্ণই আলাদা। স্মৃতি রেখে গেলাম। যতদিন এই গানটি রবে ততদিন আমার এই ছোট চিরকুটটিও থাকবে। এই গানের প্রেমিকরা গান শুনতে এসে আমার কমেন্ট টিও আর তাতে দুই একটা লাইক ও করবে। নোটিফিকেশন পেয়ে আবারো সেই গানটি শুনতে আসব। তখন মনে মনে সেই পুরনো স্মৃতিগুলো বিচরন করবো। হয়তো তখন কাঁদবো না হয় হাসব।
@TanoMeher8 ай бұрын
❤
@kaziaynalhaque16975 ай бұрын
আন্তরিক ভালোবাসা নিও
@Bappa-h3l-o7q4 ай бұрын
💖
@MizanurRohman-b3oАй бұрын
এতোদিনে আমার মতো করে আর কেউ কথা বললো।
@creativesanjit5721Ай бұрын
আমিও আছি ভাই আপনার অনুসারী
@uttamdhar45083 жыл бұрын
প্রেমের স্বর্গীয় অনুভুতি। আজকালকার গীতিকারেরা কি এরকম ভাষা হারিয়ে ফেলেছেন। গীতিকার ও শিল্পীকে আমার প্রণাম।
@tightScheduleNiv2 жыл бұрын
Ekhn r prem valobasa bole kichui nei
@neyazmahmud88622 жыл бұрын
সত্যি একটা কথা বলেছেন আপনি
@Sonabeej2 жыл бұрын
আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।
@salimreza43022 жыл бұрын
ছোট বেলাই এ সব গান শুনতাম।অর্থ বুঝতাম না কিন্তু ভালো লাগতো।ভালো লাগতো গানের কথা, সুর, গায়কী। এখন বুঝি, আমাদের ভালোলাগা ভুল ছিলো না।ভুল ছিল না আমাদের রুচিবোধ। এখনো সেই সময়ের ভালো লাগা নিয়েই মন্ত্রমুগ্ধের মতো ফিরে যায় সেই সোনালী অতীতে। আহা কি ভালোই না ছিলো আমাদের ছোট বেলা।অহংকার বোধ হয় সেই ছোট বেলার জন্য।যে সমস্ত শ্রোতা এ গানে কমেণ্ট করেছেন তাদের প্রত্যেকের রুচিবোধের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা।
@Sonabeej2 жыл бұрын
আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।
@dilipsarkar78862 жыл бұрын
খুব সুন্দর দিনের গান
@nemaimondal7610 Жыл бұрын
ষাটের দশক থেকে নব্বই এর দশক পযন্ত্য "যা" আমি পেয়েছি - পর কোনো জন্মে আর পাবো কি না জানি না। যাঁরা মন্তব্য করেছেন তাঁদের জন্য রইলো অকৃপণ শ্রদ্ধা
@abdullahmasud87648 ай бұрын
হাজার বার শুনেও পুরনো হয় না
@ashrafulalam17608 ай бұрын
অশেষ কৃতজ্ঞতা ও শুভ কামনা
@luckyjamal59473 жыл бұрын
যতদিন বাংলা ভাষা, বাংলাগান, ততদিন গৌরি প্রসন্ন মজুমদারের গান। চির জাগরুক।
@Sonabeej2 жыл бұрын
আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।
@shahadathossain402110 ай бұрын
@@Sonabeej❤
@abusufian81353 жыл бұрын
শরীর শিহরিত হয়ে যায়। অসাধারণ একটি গান। গর্বিত বাঙালি জাতি। আগের দিন ভালো ছিল। চীর অমর হয়ে থাকবে এই গান।
@Sonabeej3 жыл бұрын
ধন্যবাদ গানটি শোনার জন্য এবং আবেগময় চমৎকার কমেন্টটির জন্য।
@shamsuddinahmed52213 жыл бұрын
@@Sonabeej.
@dr.krishnendusengupta66493 жыл бұрын
Proud to be a Bengali listening to this song
@dulaldebnath4052 жыл бұрын
6 by Fri
@mayatahi68032 жыл бұрын
ঠিক
@feruzsarder7892 Жыл бұрын
চল্লিশ বছর আগে এই গানটি শুনে ছিলাম জীবনে প্রথম বার তখনও যেমন লেগে ছিল আজ আবার শুনলাম 40বছর ঠিক তেমনি লাগছে (অবশ্য গান শুনা ছেড়ে দিয়ে ছি ,, ইচ্ছে করে এই গান গুলো শুনি কিন্তু পরকালের কথা ভেবে শুনি না।
@akondakhair4006 Жыл бұрын
Hi
@smaranikadas14863 жыл бұрын
অাহা যেমন শরৎ অামার প্রিয় তেমনি দেবদাস....অতুলনীয় একটা গান উপহার দিলেন শিল্পী....সত্যিই কিছু যন্ত্রণা মুখে না বলে গানেও বুঝিয়ে দেওয়া যায়....
@Sonabeej3 жыл бұрын
ধন্যবাদ গানটি শোনার জন্য এবং চমৎকার কমেন্টের জন্য।
@shiblymahmood2401 Жыл бұрын
এমন আবেগ পূর্ণ কন্ঠস্বর ❤, কোথায় সেই গীতিকার মহোদয়।।।। স্মৃতিকথা গাঁথা মালা, সবই জগদীশ্বরের অশেষ ❤ লীলা খেলা। মানবতাই বড় ধর্ম ❤❤❤❤
@nurulislamkhan2992 жыл бұрын
যতই শুনি, কিন্তু মনের ক্ষুধা মিটে না। কি অসাধারণ গান। কি ভাবে ও কত দরদ দিয়ে এ গান রচিত হয়েছে এবং গাওয়া হয়েছে তার তুলনা নাই।
@Sonabeej2 жыл бұрын
আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।
@saifulanower78583 жыл бұрын
এমন শিল্পী আর জন্ম নিবেনা, আর আসবেনা ৯০ শতকের ফেলে আসা মন কাড়া গান গুলী, যৌবনের শেষ পারম্বে এই গান গুলোই পুজি হয়।পরম আনন্দ দেয়। গানতো নয় যেন একটা ইতিহাস!!!ছোট বেলাকার গান গুলো শুনে মন টা ভরে গেলো ।1980 সালে ও শুনলাম আবার২০২১ সালে ও শুনলাম। একটা কমেন্ট রেখে গেলাম,, life time সালের জন্য।। এ গান কখোনো পুরাতোন হবে না, সেই কত বছর আগে থেকে এই গান গুলা শুনে আসতাছি তবুও মনে হয় এই প্রথম শুনলাম।
@Sonabeej3 жыл бұрын
অনেক ধন্যবাদ চমৎকার কমেন্টের জন্য এবং গানটি শোনার জন্য। আমি অভিভূত আপনার কমেন্টে।
@mathuoskar15582 жыл бұрын
@@Sonabeej f
@latifajahan Жыл бұрын
Latifa Mohammad
@goldisold36123 жыл бұрын
মন প্রাণ ভরে গেলো।।।বেঁচে থাকুক দীর্ঘদিন এই পুরোনো দিনের গান গুলো।মানুষ এখন প্রায় অন্তরহীন, বাঙালী ভাবাবেগও শুন্যপ্রায়।।
@Sonabeej3 жыл бұрын
অনেক ধন্যবাদ এ গানটি শোনার জন্য ও কমেন্টের জন্য। শুভেচ্ছা আপনাকে।
@AbulKalamAzad-fu9om2 жыл бұрын
Lk
@jagodishbiswas8190 Жыл бұрын
@@AbulKalamAzad-fu9omaa 4:03
@shirinakhter6501 Жыл бұрын
Khob vhalo mon vora gelo
@bengalias2023Ай бұрын
বর্তমানে এমন নতুন সৃষ্টি হয় না। কথা, সুর আর কন্ঠের একটা অনন্যতা লক্ষনীয়। আমি প্রায় প্রতিদিন গানটি শুনি।
@shantaislam80592 жыл бұрын
আহা.... কি দরদ কি অনুভূতি জীবন্ত আবেগ গুলোর এত সুন্দর স্পষ্ট এ গান যেন প্রানের কথা বলে....❤️❤️
@Sonabeej2 жыл бұрын
আপনাকে ধন্যবাদ চমৎকার এ গানটি শোনার জন্য ও কমেন্ট করার জন্য। প্লিজ অন্যদেরকেও শেয়ার করুন গানটি। শুভেচ্ছা।
@gautamkumardas64123 жыл бұрын
গানের কথা, সুর ও গায়কের কণ্ঠ এককথায় অসাধারণ। এই গান মানুষের মনে চিরকাল অমর থাকবে।
@Sonabeej3 жыл бұрын
ধন্যবাদ কমেন্টের জন্য।
@bipradaschakrabarty3782 жыл бұрын
সহমত আপনার সাথে। অসাধারণ মন্তব্য আপনার !!!
@usdersk2923 жыл бұрын
দেবদাসের জীবন চরিত্রের সঙ্গে গানটা অনেকটাই মিল এবং দৃশ্যগুলো খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে | গানটিতে ভালই ছিল দৃশ্যগুলো গান খানাকে আরো প্রাণবন্ত করে তুলেছে |
@Sonabeej3 жыл бұрын
সুন্দর ধন্যবাদ কমেন্টের জন্য।
@abulhossain62003 жыл бұрын
@@Sonabeej vvm
@baidyanathsar40743 жыл бұрын
Denf
@baidyanathsar40743 жыл бұрын
Dr
@baidyanathsar40743 жыл бұрын
Den
@BabulMembar8 ай бұрын
সত্যি সত্যি এ-ই গান ঠান্ডা মাথায় শুনতে শুনতে অটোমেটিক ঘুম চলে আসবে এবং বাঝে চিন্তা মুক্ত হবে যারা গান গুলো তৈরি করেন ও সুরকার ডিউক তাদের জন্য রহিলো আমার হাজারো দোয়া ও ভালো বাসা
@uttamkumarrajak6712 жыл бұрын
গীতিকার, সুরকার ও শিল্পী সকলের কাছে আমরা চিরকালের জন্য কৃতজ্ঞ রইলাম। এ গান চিরন্তন।
@Sonabeej2 жыл бұрын
আপনাকে ধন্যবাদ গানটি শোনার জন্য। ইংরেজি নববর্ষ-২০২৩-এর শুভেচ্ছা নিন।
@prakashpalit15993 жыл бұрын
বাংলা গানের জগতে এই গানটা অত্যন্ত ব্যতিক্রমি গান। গানের লিরিক্স ও সুর এতটাই হৃদয়াশ্রিত যে গানটা শোনার পরও অনেকক্ষণ এর পরশ মনে থেকে যায়। সতীনাথ মুখোপাধ্যায়ের মত দরদী গায়ক ও শিল্পী শুধু বাংলা সঙ্গীত জগতে নয় ভারতবর্ষের সঙ্গীত জগতে অতি বিরল। অসম্ভব মিষ্টি মধুর আওয়াজ ও দরদী গায়কী যে কোন গানের লিরিক্সকে অত্যন্ত প্রাণবন্ত করে তোলে।
@Sonabeej3 жыл бұрын
অনেক সুন্দর কমেন্ট করেছেন। একমত আপনার সাথে। ধন্যবাদ।
@prakashpalit15993 жыл бұрын
আপনার উত্তরের জন্য ধন্যবাদ। কিন্তু আপনাকে চেনা ও জানা গেল না। যদি সম্ভব হয় আমার জানার ইচ্ছেটা পূর্ণ করতে সচেষ্ট হবেন।
@PriyankarRoy2 жыл бұрын
জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো সমাধি পরে মোর জ্বেলে দিও। এখনো কাছে আছি তাই তো বোঝনা আমি যে তোমার কত প্রিয়।। হৃদয় চিরে যদি দেখাতে পারিতাম বুঝিতে তুমি ওগো কি যে তারি দাম আমি যে অসহায় আমার এ অপরাধ পার তো ক্ষমা করে নিও।। যেদিন চিরতরে হারায়ে যাব আমি ভাঙিবে ভুল তব তোমারে পাব আমি। সেদিন ডাক যদি এ নাম ধরে হায় রুধির হয়ে যদি অশ্রু ঝরে যায় তবুও আমায় পাবে না খুঁজে আর বিরহী হব জানি বরণীয়।
@Sonabeej2 жыл бұрын
আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।
@s.sarker95 Жыл бұрын
ধন্যবাদ।
@MdsayimAbir Жыл бұрын
একটা মজার বিষয় হচ্ছে এখন রাত্র দুইটা বাজে। আমি এখন মোশারফ করিমের বাজি নাটক দেখতেছি, ওই সময় এই গানের মিউজিকটা চলছিল নাটকের ভিতরে।তখন মনে খুব স্বাদ যাগচ্ছল যে এই গানটা শুনবো। তাই শুনতে ছিলাম, আসলে যেমন ভাবছিলাম গানটা হবে তার চাইতে অধিক সুন্দর হইছে। আর গানটা আমার খুব মনে ধরেছে। 2023 সালের 26 শে জুলাই রাত 2:15 মিনিটে আমি কমেন্ট করে রেখে গেলাম। আমার জীবনের সবচাইতে সুন্দর একটা গান❤
@babairoy1587 Жыл бұрын
❤❤❤❤❤
@parimalchakroborty2322 Жыл бұрын
Bhalo teko ♥️🙏
@thanos6608Ай бұрын
আহা! কি অদ্ভুত সুন্দর গানের ভঙ্গি। যেন মিশে রয়েছে গভীর বেদনাময় না পাওয়ার আকুলতা আর ব্যাকুল মন..
@luckyjamal59473 жыл бұрын
যতদিন বাংলা ভাষা আছে বাঙ্গালীর গান আছে ততদিন গৌরীপ্রসন্ন মজুমদেরের গান আছে থাকবে। চির জাগরুক হয়ে
@Sonabeej2 жыл бұрын
আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।
@Shibom6542 жыл бұрын
এতো দরদ, আবেগ আর মনের মাধুরী মিশিয়ে গেয়েছেন যা হৃদয় ছুঁয়ে গেলো ❤️🙏
@bipradaschakrabarty3782 жыл бұрын
অসাধারণ মন্তব্য !!!
@Sonabeej2 жыл бұрын
আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।
@MohamadsohidulislamMohamadsohi Жыл бұрын
এই গান জীবনে প্রথম বার শুনেছিলাম এক অন্ধ লোকের কন্ঠে, তখন বয়স কত হবে আট দশ বছর, আর আজ হাফ সেঞ্চুরির কাছাকাছি এসে ও যতবারই এগান শুনি তবুও শুনার সাধ মিটেনা। ❤
@pallairoy88502 жыл бұрын
চোখের জল বাঁধ মানে না।তবুও সব মেনে নিতে হয়।তারউপর অসাধারণ গায়কী।
@Sonabeej2 жыл бұрын
আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।
@rathinpan33673 жыл бұрын
একটি অবিস্মরণীয় গান সেই ছোটবেলা থেকেই শুনে আসছি। এ গান কখনও পুরনো হবে। আমাদের স্বাস প্রশ্বাসে শরীরের রন্ধে রন্ধে মিশে আছে।
@Sonabeej2 жыл бұрын
আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।
@nishattasnim9473 Жыл бұрын
আমি একবিংশ শতাব্দীর একজন মানুষ, নিজেই বিশ্বাস করতে পারছি না! নিজের ভেতর একটা প্রাগৈতিহাসিক অনুভূতি অনুভব করছি.... জীবনটা অদ্ভুত। ভীষণ অদ্ভুত।
@arunkumarroy49483 жыл бұрын
আপনি অসাধারণ একটি কাজ করছেন, আপনাকে ধন্যবাদ , ভবিষ্যৎ আপনার সঠিক মূল্যায়ন করবে
@Sonabeej3 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। খুবই অনুপ্রাণিত হলাম।
@tushar.kmondal53553 жыл бұрын
আপনাকে ধন্যবাদ
@arunkumarroy49483 жыл бұрын
@@tushar.kmondal5355 welcome
@utsavmanna18393 жыл бұрын
"বিরহে হব জানি বরণীয়"সত্যিই বাংলা ভাষা অনন্য, অসাধারণ। ছোটোবেলায় গানগুলো শুনেছি না বুঝে কিন্তু এখন এই পুরানো দিনের গানগুলোর মানে বুঝতে পেরে মনে হয় সত্যি তখনকার গীতিকাররা হয়তো নিজেদের উপলব্ধিকে গানের কথায় প্রকাশ করতেন। এখনকার মানুষের আর মন বলে কিছু নেই, তাই সেই উপলব্ধিও নেই। এটা ভেবেই সান্ত্বনা পাই যে,এখন নেই তো কি হয়েছে , আগে তো ছিল। অর্থাৎ অতীতকে বাদ রেখে আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারব না।
@Sonabeej3 жыл бұрын
গানটি শোনার জন্য ও চমৎকার কমেন্টের জন্য অনেক ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা নিন।
@bipradaschakrabarty378 Жыл бұрын
এখন অনেক প্রকৃত সংগীত অনুরাগী আছেন ভাই।
@sojibshaikh5539 Жыл бұрын
সহমত প্রকাশ করছি
@talukdarsamru7043 Жыл бұрын
@@Sonabeej চমৎকার
@bappynath3122 Жыл бұрын
😢😢😢😢
@anilbarman42573 жыл бұрын
অসাধারণ একটি গান ! যতই শুনি ততই শুনতে ইচ্ছে করে। গানের কথা, সুর ও শিল্পীর কন্ঠ বার বার হৃদয় ছুঁয়ে যায়।
@Sonabeej2 жыл бұрын
আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।
@arponchakraborty51192 жыл бұрын
আহা কি গান। আর এখনের গান গুলো শুনলে গা জলে যায়।
@ovidas9154 Жыл бұрын
আহা গৌরীপ্রসন্ন মজুমদার 😍 বাংলার অমূল্য সম্পদ,আর কিহে পাব এমন গুণিজন!
@topicsandopinions5818 Жыл бұрын
এত ভালো কথা ও সুর কেনো আজকের প্রজন্ম কে আকর্ষিত করতে পারে না!! অবাক লাগে !
@tapanhazra36083 жыл бұрын
আমার প্রিয় শিল্পী স্বরণীয় গান শিল্পী কে অনেক অনেক শ্রদ্ধা ও প্রণাম জানাই 🙏🙏🙏
@Sonabeej3 жыл бұрын
ধন্যবাদ কমেন্টের জন্য।
@kalambhuyain5467 Жыл бұрын
জীবনে এতো কঠিন গান শুনিনি। শিল্পীর প্রতি আমার ভালোসা চিরকাল অটুট থাকবে। ঢাকা থেকে কালাম
@subratasinharay4592 жыл бұрын
অসাধারণ। চোখের জল আটকানো যায় না। যতবার শুনি মনে হয় আরও একবার শুনি। আমার বড় ই প্রিয় শিল্পী ছিলেন....
@Sonabeej2 жыл бұрын
আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।
@samitsaha2700 Жыл бұрын
মান্না দে সাহেব সবরকম গানে কি সাবলীল। অপূর্ব। যে গান অন্তরে দাগ কাটে, সেটাই তো দীর্ঘ স্থায়ী হয়। এই গানটি তারই একটি।
@parimalchakroborty2322 Жыл бұрын
Mane bojha galo na
@hridoykhen9369 Жыл бұрын
কয়েক হাজার বার শুনেছি তার পরে ও বার বার বুকের মাঝে বেজে ওঠে।
@fatematujjohura99323 жыл бұрын
বাবার প্রিয় গান ছিলো এটি,, বাবা প্রায় প্রতিদিন এই গানটা আর `মরমিয়া তুমি চলে গেলে' এই দুটো গান শুনতেন। আমার পাঁচ বছর বয়সে তিনি চলে যান। এরপর মা যখনই এই দুটো গান চালাতেন কেবলই বাবার কথা মনে পড়তো। ওটুকু বয়সেই ভাবতাম বাবা কি অন্য জগৎ থেকেও শুনতে পাচ্ছে তার প্রিয় গান!! এখনও যখনই গানদুটো শুনি, শুধুই বাবার কথা মনে পড়ে ❤️❤️
@Sonabeej3 жыл бұрын
ধন্যবাদ।
@firozahmed53073 жыл бұрын
Fatima maa love u as dad.as my daughter.allah devoted soul 0f your father as jannaty aameen.be fine and safe at home.ok dear.from Dhaka Bangladesh on 13.06.2021.
@kongkonsarkar41533 жыл бұрын
আপনার মন্তব্যটা পড়েই কেমন জানি বুকটা কেপে উঠলো।। কত কষ্ট নিয়ে আপনি ও আপনার মা বেচে আছেন!! ভাবতেই চোখে জল এসে যায়। ভালো থাকেন, সুস্থ থাকেন, গড আপনাদের সহায় হোন।
@BiswajitSarkar-kj4cq3 жыл бұрын
😭😭😭 🙏🙏🙏
@sproutingdream9510 Жыл бұрын
Amio shunshi ganta edaning.. Ganta amar babar o prio chilo.. Baba chale gelen...kasto
@sikharoy10392 жыл бұрын
সত্যিই পুরোনো দিনের গান গুর কি অপূর্ব আর কথাগুলো এত সুন্দর যে বার বার শুনলেও মন ভরে না।
@Sonabeej2 жыл бұрын
আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।
@tahseenmahmood2014 Жыл бұрын
এই এক গানে সতীনাথ যতটা দুঃখ ঢেলে দিলেন, তার সুধা পান করা যাবে গোটা এক জীবন।
@bholasirdar645311 ай бұрын
এক কেন অনেক অনেক জীবন
@JaydeepDatta8 ай бұрын
অসম্ভব ভালো কথা বললেন।
@manasbanerjee27653 жыл бұрын
গানটাতো চিরকালীন সুন্দর, আপনি ভিডিওটিও অসাধারন সহমর্মী হয়ে তৈরি করেছেন। চোখের কোন ভিজে উঠল।
@Sonabeej3 жыл бұрын
সুন্দর ধন্যবাদ কমেন্টের জন্য।
@subhajitroy3644 Жыл бұрын
সত্যিই... অশ্রুসিক্ত হয়ে গেলাম
@poushiarefin1757Ай бұрын
অনেকদিন পৱ এই পছন্দের গানটি শুনলাম।খুব ভালো লাগলো।
@mdhimu9113 жыл бұрын
সত্যি আমাদের বর দুর্ভাগ্য যেন জে ৮০ দশকে জন্ম নেই নাই । বড় কষ্ট হয় বর্তমান সমাজ দেখলে। এই গান যারা শুনে সত্যি তারা অনেক ভালো মনের হয়। ভালো মন না হলে এই গান শুনতে পারে না। এই গানের মাঝেই বেচেঁ থাকতে চাই সারাজীবন।
@Sonabeej2 жыл бұрын
আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও সুন্দর এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।
@shihabmahamud8332 жыл бұрын
সহমত পোষণ করছি 🌼🌸
@musixchanel11 ай бұрын
Khub valo gaan. Dukkher gaan. Heart touching song. Satinath Mukherjee amar brother in law er relative. Khub valo geyechhen Satinath Mukherjee.
@MuhammadAkkasurRahmanАй бұрын
জীবনে প্রেম কি জিনিস জানিনা ছোটবেলা থেকেই এই গানগুলোর প্রতি একটা মোহ কাজ করে। হয়তো পারিবারিক না হয় সামাজিক যে কোন একটা কারণ তো রয়েছেই বলতে গেলে প্রকৃতিগত ভাবেই এটা আমার পাওয়া। ফলাফল স্বরূপ বলা যায় এই দিকটায় আমি অন্যান্য মানুষদের থেকে সম্পূর্ণই আলাদা। স্মৃতি রেখে গেলাম। যতদিন এই গানটি রবে ততদিন আমার এই ছোট চিরকুটটিও থাকবে। এই গানের প্রেমিকরা গান শুনতে এসে আমার কমেন্ট টিও আর তাতে দুই একটা লাইক ও করবে। সোনাখুলী সৈয়দপুর তমি দীর্ঘজীবি হও এই মোর কাম্য। বেঁচে থাকা অবদি বহু স্মৃতিগুলো মনে পড়বে ,হয়তো তখন কাঁদবো না অন্যের চোখকে ফাঁকি দিয়ে আঁড়ালে অবশ্যই কাঁদব।
@Tahura-lt3jw6 ай бұрын
অসাধারণ অতুলনীয় এখন আর কোন দাবি নাই ডেসটিনি র টাকা ফেরত চাই
@mudaswaralam61063 жыл бұрын
আমার মতে সর্বকালের সেরা অভিনেত্রী সুচিত্রা সেন। মৃত্যুর পরেও এই অভিনেত্রী আজকের এই যুগের লক্ষ কোটি যুবকের অন্তরে ঝড় তুলে!
@Sonabeej3 жыл бұрын
ধন্যবাদ গানটি শোনার জন্য এবং চমৎকার কমেন্টটির জন্য।
@dhmjahid83353 жыл бұрын
রাইট বলছেন
@mudaswaralam61063 жыл бұрын
@@Sonabeej ওয়েলকাম
@mudaswaralam61063 жыл бұрын
@@dhmjahid8335 থ্যাংক্স
@souvikghosh30012 жыл бұрын
Suchitra Sen and Uttar kumar chirodin e bangalir ontare biraj korbe ..
@hasnabegum2197 Жыл бұрын
আহা! কি গানের কথা আর সুর, যতই শুনি মনের তৃষ্ণা মিটে না। কারো বিরহে বরণীয় হওয়ার ভাগ্য কজনেরই বা হয়।
@dilipkumarchowdhury18253 жыл бұрын
এ গান আর পুরাতন হবেনা , আমি ছোট বেলা থেকেই শুনে আসছি , পৃথিবীতে মানুষ বেঁচে থাকবে এবং সভ্যতা সংস্কৃতি এবং ভালো বাসার সঙ্গে এই গান শুনতে হবেই ।
@Sonabeej3 жыл бұрын
ধন্যবাদ কমেন্টের জন্য।
@fazlulhaque84873 жыл бұрын
K
@nandadulalsaha62473 жыл бұрын
To g
@neyazmahmud88622 жыл бұрын
একটা সেরা কমেন্ট করেছেন আপনি
@md.mishal43692 жыл бұрын
এমন কথা আমার তোমার মধ্যে,মানাই না,***না হাজার, কোটি, বিলিয়ন কে ভালো বেসেছো,আমি একজনকেই বেসেছি, আকাশের একপ্যনত থেকে অন্য প্রান্তে, রেখা্্্
@riyadhmoinuddin5718 Жыл бұрын
মনে হচ্ছে গানটি আমি আমার প্রিয়তমার উদ্দেশ্যে গাচ্ছি। এতো দরদ ও মায়া ভরা কন্ঠে,,,,,,, অসাধারণ ❤️
@salimreza43022 жыл бұрын
সোনালী অতীতে এই সকল মধুমাখা কণ্ঠের গান শুনেই আমাদের সোনালী অতীত পার করেছি।
@Sonabeej2 жыл бұрын
আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।
@mintumondal81693 жыл бұрын
সত্যি এতো চির অমড় গান টি এতো সুন্দর ভাবে ভিডিও টি বানানো হয়েছে যা ভাবা যায় না।
@Sonabeej3 жыл бұрын
এমন মূল্যায়নের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
@anitadatta13033 жыл бұрын
কালজয়ী এ গান কখনো মুছে যাবেনা । বহুকাল আগে প্রতিদিন এ গান শুনতাম ।
@Sonabeej3 жыл бұрын
ধন্যবাদ গানটি শোনার জন্য।
@sanchitaroy771921 күн бұрын
চরম অবসাদের মধ্যেও আশার আলো দেখায়, এই সব কালজয়ী গান 🎉🙏
@mohammadrazibhassan97113 жыл бұрын
Opurbo আমার মায়ের প্রিয় গান ❤️ ছোটবেলায় বহুবার শুনেছি মায়ের গলায়!🙂
@Sonabeej3 жыл бұрын
ধন্যবাদ আপনাকে।
@sanchita782 Жыл бұрын
আজ ও এই গান শুনলে গা কাটা দিয়ে ওঠে,চোখ দিয়ে জল এসে যায়,কিন্তু আজ আর সে রকম গান কেউ লিখতে পারেনা সুর দিতে পারেনা,যা শুনে আপনা থেকেই অশ্রু নির্গত হয় চোখ থেকে।
@sanurrahomansannur37813 жыл бұрын
সেলুট ভাই গানটা রাখার জন্য,
@Sonabeej3 жыл бұрын
অনেক ধন্যবাদ ভাই গানটা শোনার জন্য।
@SabitriDas-m2s11 күн бұрын
অসাধারন। এর কোন তুলনা হয় না। ❤❤যতই শুনি ততটাই ভালো লাগে ❤❤🎉🎉
@juliandcruze88783 жыл бұрын
৮০ দশকে কলের গানের মাধ্যমে শুনতাম। যদিও বিরহের গান তথাপি মনে দাগ কাটে। কতবার শুনেছি, কিন্তু বারবার শুনতে মন চায়।
@Sonabeej3 жыл бұрын
ধন্যবাদ গানটি শোনার জন্য।
@RuhulAminHowlader-k6cАй бұрын
চমৎকার। অসাধারণ।
@neelmoni8885 Жыл бұрын
হৃদয় ভাঙ্গা লোকদের জাতীয় সঙ্গীত এটা। সবসময় নতুন মনে হয় গানটা😢😢
@mdrabiul17075 ай бұрын
চির সবুজ গান আমার জীবনের শ্রেষ্ঠ একটি গান। এ গান কখনোই পুরোনো হবে না। বারবার শুনতে মন চায়। এখন আমার বয়স ৫৮ বছর। তারপরও...
@mdzahirulislam84193 жыл бұрын
আমার প্রিয় কিংবদন্তী ভারতীয় বাংলা গান!
@Sonabeej3 жыл бұрын
গানটি শোনার জন্য অনেক ধন্যবাদ।
@swapanbose1231 Жыл бұрын
.
@tapansingha1016 Жыл бұрын
সত্যিই কি সুন্দর কথা, আর সুর। একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করে।😢😢
@Beautyofnaturetuba Жыл бұрын
সত্যিই কি সুন্দর,আর সুর।
@mdhdgeg22733 жыл бұрын
আহা কিযে সুন্দর হারিয়েছি অন্তর ভাষাকেই নেই ------
@riponmrchowdhury73383 жыл бұрын
Love You very very much ❤️💜
@Sonabeej3 жыл бұрын
অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য।
@Sonabeej3 жыл бұрын
অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য।
@chandandevnath81066 ай бұрын
অসাধারণ গানটি, কোন কিছু বলার নেই, বলতে গেলেই কোন এক জায়গায় ব্যথা লাগে। নিজেকে বড় অসহায় একা লাগে।
@pranobbarua7971 Жыл бұрын
অভিমানি সুর।মুহূর্ত টা কিন্তু বুক কাঁপানো। এসব গান কালে কালে পুরানো হবার নয়।
আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।
@helaluddinbhuiyan10033 жыл бұрын
গান নয় যেন কলিজা ছিদ্র করা কোন কবিতার পক্তিমালা? হেলাল উদ্দিন ভূঁইয়া 💕💕
@Sonabeej3 жыл бұрын
ঠিক তাই।
@riponmrchowdhury73383 жыл бұрын
Love You very very much ❤️💜
@mdgolammostafa7097 Жыл бұрын
হারানো দিনের মর্মস্পর্শী গানের কথা/ বুঝার মত মন ও জ্ঞান এখন আর কারো মাঝে দেখা যায় না। সকলেই রং তামাশা নিয়ে ব্যাস্ত। তার স্থায়িত্ব নেই বললেই চলে।
@gobindaganguly26163 жыл бұрын
এইসব গান শুনলেই মন কোথায় যেন হারিয়ে যায় - কি অসাধারণ এই হৃদয়গ্রাহী গান *
@Sonabeej3 жыл бұрын
ঠিক বলেছেন।
@bivashsarker57062 жыл бұрын
গানটি শুনা মাত্রই শরীরে শিহরণ জাগরিত হয়। কি অপূর্ব, কি অসাধারণ গান। শুধু বারবার শুনতেই মন চায়।
@Sonabeej2 жыл бұрын
আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।
@mozibulsalim84322 жыл бұрын
১৯৭৭-৭৮ সালের দিকে সবচেয়ে জনপ্রিয় গান ছিল এই টি। তখন বন্ধুরা কয়েকজন মিলে বুধবার রাতে অনুরোধের আসর শুনতাম। সেই দিনগুলি মনে হলে অশ্রু ধরে রাখতে পারি না। কাওকে বলতে ও পারি না। কারন সবাই সৃতি।
@Sonabeej2 жыл бұрын
আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।
@sarmisthadewan341 Жыл бұрын
Mon vore gelo... Onek onek din por gaan ta sunlam... Thank you
আপনাকে ধন্যবাদ গানটি শোনার জন্য। ইংরেজি নববর্ষ-২০২৩-এর শুভেচ্ছা নিন।
@অজয়কর-ত৯দ9 ай бұрын
সতীনাথ মুখার্জির এই গান শুনলে মনে হয় পাষাণেরও হৃদয় গলে যাবে
@kalambhuyain5467 Жыл бұрын
শিল্পীর প্রতি আমার ভালোসা আজীবন থাকবে অটুট। ঢাকা থেকে।
@Tokjhalmisti083 жыл бұрын
এতো সুন্দর গানের কথা সুর যখনই শুনি তখনই নিজের অজান্তেই চোখে জল আসে
@heroktv77813 жыл бұрын
অন্তরে নিভৃতে লুকিয়ে থাকা ব্যাথা ও মমত্ববোধকে বাহিরে টেনে বাহির করে আনে যে সুর আর যে কথাগুলো হৃদয় বিগলিত করে দহিত মোমের প্রদীপের মতো। চোখ তো ভিজে যেতে বাধ্য।।
@Sonabeej3 жыл бұрын
অনেক ধন্যবাদ এ গানটি শোনার জন্য ও কমেন্টের জন্য। শুভেচ্ছা আপনাকে।
@Sonabeej3 жыл бұрын
অনেক ধন্যবাদ এ গানটি শোনার জন্য ও কমেন্টের জন্য। শুভেচ্ছা আপনাকে।
@kiranpatra93282 жыл бұрын
আহা কি দরদ... চোখে জল চলে এলো
@Sonabeej2 жыл бұрын
আপনাকে ধন্যবাদ গানটি শোনার জন্য। ইংরেজি নববর্ষ-২০২৩-এর শুভেচ্ছা নিন।
@shyampadodaindain21273 жыл бұрын
পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত এ গান মানুষের কাছে প্রিয় থাকবে।
@Sonabeej3 жыл бұрын
ধন্যবাদ।
@abdulgaffar54383 жыл бұрын
n
@RaJo-e2dАй бұрын
হে শুদ্ধতম ফুলপ্রেমী তুমি তোমার শুদ্ধতম জীবনের প্রদীপ জ্বেলে রাখিও। তোমার শুদ্ধস্বরে সুখের কথা বইলো। তোমার জন্য দোয়া রইলো ❤️
@prabhatmusicworld2833 жыл бұрын
ভিডিও র সাথে গান টা দেখে চোখে জল চলে এলো ।এ গান চিরকালীন সত্য
@Sonabeej3 жыл бұрын
অনেক ধন্যবাদ চমৎকার কমেন্টের জন্য এবং গানটি শোনার জন্য।
@mandirasarkarchowdhury53987 ай бұрын
কি সব গান এই গান টা তো কখনো শুনিনি। শুভ রাত্রি ❤
@mojumder68463 жыл бұрын
একশত বারের বেশি শোনা হয়ে গেছে। যত শুনি তত ভালো লাগে।
@Sonabeej3 жыл бұрын
খুব ভালো লাগলো এটা জেনে যে এটা আপনার খুবই প্রিয় গান। অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য।
@jagannathbiswas847823 күн бұрын
এক দিন আমিও হারাব, এ নাম রয়ে যাবে। ইতি জগন্নাথ।
@bijaybiswas9613 жыл бұрын
যতবার শুনি ততবার চোখে জল এসে যায় ।
@Sonabeej2 жыл бұрын
আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্টের জন্য। Sonabeej চ্যানেলের সাথেই থাকুন, আরো গান শুনুন। শুভেচ্ছা রইল।
@DillkhusCartoon Жыл бұрын
আমি আপনার চ্যানেলের বড় ভক্ত।পুরনো গান এবং সিনেমা আমার প্রাণ।
@dhmjahid83353 жыл бұрын
অসংখ্য বার শুনেছি - এখনো শুনছি --❤️
@Sonabeej3 жыл бұрын
ধন্যবাদ গানটি শোনার জন্য।
@prashanta365 Жыл бұрын
এই সংস্কৃতিই কি বর্তমানের অপসংস্কৃতির ধারক ? বার বার শুনি আর ভাবি । কোথায় চলেছি আমরা!
@biswasmd.golamnoby40772 жыл бұрын
ক্রমশ এমন সময় আসবে, যে দিন এই গান আর কারো অনুভূতিকে নাড়া দেবেনা, কারো হ্রদয় স্পর্শ করবেনা। সে দিন আর আবেগের আবেদন থাকবেনা।
@Sonabeej2 жыл бұрын
আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।
@sakibahmmed53342 жыл бұрын
yes
@rezaulhasan81622 жыл бұрын
একটা গান একটা ছোটগল্প। অনবদ্য।
@Sonabeej2 жыл бұрын
আপনাকে ধন্যবাদ গানটি শোনার জন্য। ইংরেজি নববর্ষ-২০২৩-এর শুভেচ্ছা নিন।
@hafizurrahman18603 жыл бұрын
মন হারিয়ে যায়,সেখানে,যেখানে হাসি আর মধুর বেদনায় হ্নদয়টা বার বার শুধু ফিরে যেতে চাই ৷
@Sonabeej2 жыл бұрын
আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।
@swapanbose1231 Жыл бұрын
দেবদাস আর লেখাহবেনা আর সতীনাথ ও গান গাইবেনা😅
@diliproy24233 жыл бұрын
অসাধারণ ভালোবাসা, ভাষায় প্রকাশ করা যায় না❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
@Sonabeej3 жыл бұрын
অনেক ধন্যবাদ চমৎকার কমেন্টের জন্য এবং গানটি শোনার জন্য।