Рет қаралды 112,879
বিএনপির কি ভারতের সহায়তায় ক্ষমতায় আসা উচিৎ? আমাদের দলগুলো নিয়ে গোপন তথ্য! BNP| Shahedin| Nuru
Content research + Editing: Kamrul Hasan Shahedin
Thumbnail: Md. Abid (abidgfx)
স্বাধীন বাংলাদেশের সংক্ষিপ্ততম ইতিহাসে একটা ব্যাপার এখন পর্যন্ত স্পষ্ট যে, এখানে যেই রাজনৈতিক দল তার ক্ষমতার জন্য ভারতের প্রেসক্রিপশন বা পরামর্শ গ্রহণ করেছে তারাই একটা পর্যায়ে গিয়ে চরম লাঞ্ছিত ও মানুষের দ্বারা বয়কটের শিকার হয়েছে। এই ঘটনা শুধু বাংলাদেশে না, বরং আশেপাশের আরও কিছু দেশে আছে। তো এখন এই কথা কেন বলছি, কারণ বর্তমানে বাংলাদেশে বিদ্যমান যেসব রাজনৈতিক দল রয়েছে, তাদের সাথেও ভারতীয় যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। ক্ষমতায় যাওয়া কিংবা রাজনৈতিক অঙ্গনে টিকে থাকার মিশনে অনেকেই ভারতীয় প্রেসক্রিপশন ফলো করার চেষ্টাও করছেন।
ভারতের প্রকৃত মিশন বাস্তবায়ন করতে গিয়ে কিভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলো ঘৃণার পাত্রে পরিণত হয়- সেই ব্যাপারে আলোচনা করব আজকের ভিডিওতে। আজকের ভিডিওর উদ্দেশ্য, বিদ্যমান রাজনৈতিক দলগুলোকে স্মরণ করিয়ে দেওয়া যে, ভীনদেশী প্ল্যানে কাজ করলে আসলে তাদের ভবিষ্যৎ পরিণতি কেমন হতে পারে সে সম্পর্কে।
দেখেন দিন যতই যাচ্ছে, ততই কিন্তু স্পষ্ট হচ্ছে যে কিভাবে আওয়ামীলীগ ভারতীয় প্রেসক্রিপশনে দেশ চালিয়েছে। আওয়ামী লীগ দেশের সীমান্ত রক্ষী বাহিনী দুর্বল করে ফেলেছিল, যে কারণে সীমান্তে ভারতের কাছে নতজানু হয়ে থেকেছে বাংলাদেশ, সীমান্তে বাংলাদেশী নাগরিকের জীবন নাশ একটা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছিলো, কিন্তু কোনও ব্যবস্থা বাংলাদেশ থেকে নেওয়া হয় নি, শেখ হাসিনা সরকার এইটার প্রটেস্ট করতে পারে নি, আওয়ামী লীগ ভারতকে করিডোর সুবিধা দিয়েছিলো একদম স্বল্প খরচে এবং নিজেদের কোনও রকম সুবিধা আদায় না করেই, বিশ্বের অনেক দেশই নিজেদের বন্দর রাস্তা ঘাট অন্য দেশকে ব্যবহার করতে দেয়, কিন্তু তারা এর বিনিময়ে যেই পরিমাণ অর্থ আদায় করে, সেটার সাথে তুলনা করলে বলা যায় বাংলাদেশ বিনামূল্যেই ভারতকে আমাদের রাস্তা-বন্দর ইত্যাদি ব্যবহার করতে দিয়েছিলো, আওয়ামী সরকার ভারতের সাথে পানি সংক্রান্ত ইস্যু নিয়ে কোন সমাধান আনে নি, বরং আমাদের নদীর পানি ভারতকে দিয়েছে, তিস্তার পানি নিয়ে ছিনিমিনি খেলায় আমাদের উত্তরাঞ্চল ব্যাপক ক্ষতির মধ্যে পড়ে গেলেও এই বিপরীতে কিছুই করতে চায় নি শেখ হাসিনা সরকার, কারণ এতে ভারতের স্বার্থে আগাহত আসতে পারে, নিজেরা নেপাল ও ভুটানে যাওয়ার ট্রানজিট না পেলেও, ঠিকই ভারতকে ট্রেন চালানর অনুমতি দিয়েছিলো শেখ হাসিনা সরকার, নিজেদের বন্দর ব্যাবহারের অনুমতি দিয়েছিলো, নিজেদের দেশের ভেতর দিয়ে বাস চলতে দিয়েছিলো।
তারমানে নির্বাচনের আগে ও নির্বাচনের সময় আওয়ামীলীগকে ব্যাপক সহায়তা করেছিলো বলেই পরবর্তিতে ভারত এইসব সুবিধা আদায় করে এবং শেখ হাসিনা সরকার এসবের বিপরীতে কিছুই করতে পারে নি, কারণ বিপরীতে সে ক্ষমতা পেয়েছিলো। কিন্তু ভারতের আদায় করা এসব সুবিধাগুলো ছিলো সবগুলোই বাংলাদেশের স্বার্থবিরোধী।
এই সব বিষয় মানুষ ধীরে ধীরে বুঝতে পেরেছে এবং সমালোচনা করতে শুরু করেছিলো, এরপরেও শেখ হাসিনা সরকার এই ধরণের সহায়তা প্রদান বন্ধ রাখে নি। তারমানে এখান থেকেই বুঝা যায়, ভারতের নিকট শেখ হাসিনা সরকার কি পরিমাণ দায়বদ্ধ ছিলেন। কি পরিমাণ হেল্প ভারতের কাছ থেকে নিয়েছিলেন হাসিনা, যে কারণে এতো এতো দেশ বিরোধী চুক্তি করতেও তার বাধত না।
ফলাফল কি, জনমানুষের অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে বাচার অবস্থার চলে যাওয়া। হ্যাঁ, ভারতের সহায়তা ও বৈশ্বিক মহলে সাপোর্টের কারণে শেখ হাসিনা তার সরকার নিয়ে অনেক দিন টিকে ছিলেন, গণতন্ত্রকে হত্যা করে নিজের শাসন জারি রাখতে পেরেছিলেন, কিন্তু পাশাপাশি ধীরে ধীরে মানুষের মধ্যেও ব্যাপক ভাবে ভারত বিরোধিতা ঢুকিয়ে গিয়েছেন। যেই ভারত বিরোধিতার রেশ ধরে মানুষ চরমভাবে এখন আওয়ামীলীগের বিরোধিতা করতে শুরু করেছে। এখান থেকে আওয়ামী লীগের ফিরে আসতে বেশ সময় লেগে যাবে বলে মনে করি। মানে ভারতের প্রেসক্রিপশন নিয়ে কিছুদিন বা লম্বাসময় দেশের ক্ষমতায় হয়ত থাকা যায়, কিন্তু দিনশেষে পরিস্থিতি এমন হয়ে যায় যে, ঐ দলকে পালিয়ে বেড়াইতে হয়। অথবা নিজের অস্তিত্ব সংকটে পড়ে যায়।
India always try to influence in Bangladesh politics and they try to grab our political parties. As India has its super geopolitical interest in bangladesh, so at any cost they will try to influence bangladeshi situation. Now the question is, Is BNP going to be that party who will work as India want?
#bangladesh_politics #india_bangladesh_relation
#রাজনৈতিক_দলগুলোর_জন্য_কেন_ভারতীয়_প্রভাব_ভয়ংকর
#বিএনপি_কি_ভারতের_পরামর্শ_গ্রহণ_করছে
#বিএনপির_সাথে_যোগাযোগ_করছে_ভারত
#বাংলাদেশের_রাজনীতিতে_ভারতের_প্রভাব
#sorol_kotha #সরল_কথা
#সরল_কথক
#বাংলাদেশের_রাজনীতি
#shahedin #sorol_kotha #india #bnpnews #bnp #nurul_haque_nur #tarequerahman