গত সপ্তাহে বান্দরবান গিয়েছিলাম ঘুরতে।নীলগিরি যাওয়ার পথে হঠাৎ ফরেষ্ট হিল নামে একটা রেস্তোরা চোখে পড়ল।বিলিভ মি অনেক অনেক বছর পরে এই ভাললাগা গানটির কথা মনে পরে গেল আর সাথে সাথেই গুন গুন করে গেয়ে উঠলাম ফরেষ্ট হিলে এক দুপুরে কথা ছিল তুমি আসবে।আর এখন ইউটিউব খুলতেই প্রথমেই এই গানটি চোখে পড়ল।পুরাই নষ্টালজিক হয়ে গেলাম আর প্রেমময় সেই দিনগুলোর কথা মনে করে উদাস হয়ে গেলাম।ধন্যবাদ গানটি আপলোড করার জন্য।❤️💚💜💙
@mahfuzfaysal2423 жыл бұрын
আশি ও নব্বই দশকের শ্রোতারা খুব ভাগ্যবান তাদের সময় এইরকম সুন্দর গান হত আমি 2005 পরবর্তী শ্রোতা। 2000 সালের পূর্ববর্তী সময়ের গানগুলোর কোন তুলনা হয়না। ইউটিউব এর কল্যানে তাই বার বার ফিরে যাই সেই সময়ে
@abuehsanchowdhury7418Ай бұрын
আসলেই তাই।
@arunima31725 жыл бұрын
আমার কিশোরী বেলার অনেক অনেক ভালোবাসার একটি গান। এই গানটিই প্রথম ভালোবাসতে শিখিয়েছিল। তুমুল জনপ্রিয় একটি গান ছিল এটি । বাংলাদেশে ব্যান্ড সঙ্গীতের রাজত্বকালের শুরুটা সোলসের এই এলব্যাম দিয়েই শুরু হয়েছিল। সেই সময়টা ছিল গান আর ভালোবাসার...
@hollya19614 жыл бұрын
Great Choice
@TariqueHossain-c7k4 ай бұрын
Ekdom same feeling silo amaro
@shahjahanchowdhury57205 жыл бұрын
৮০ পরবর্তী সময়ে কৈশোর পেরিয়ে আমার মতো যারা তারুণ্যের দিকে বয়ষ ধাবিত হচ্ছিল, এরকম বয়সের সকল তরুন-তরুণীর হৃদয়ে গেঁথে আছে তপন চৌধুরীর এসব গান।
@ritachowdhury59313 жыл бұрын
Ekdom tik bolechen
@mousumeakkas28753 жыл бұрын
Ha 😁😃😁
@sohelsheikh23013 жыл бұрын
Ei ganer mormota sobay bujhe na sottie miss your old time same
@HardtalkMusicFair3 жыл бұрын
আহা! কি অসাধারণ ছিলো, সেই দিনগুলি!সোলস -এর গান মানেই অন্য রকম একটা সুখ যা,এখনো বিদ্যমান।যার গানে বেশী পাগল পাড়া ছিলাম এবং এখনো তিনি প্রিয় তপনচৌধুরী। ❤️
@shahedboksha15832 жыл бұрын
Right
@shamshadferdousee93694 жыл бұрын
আমার প্রিয় একটা গান। ৮৭ সালে প্রতিদিন কতবার শুনতাম হিসেব নেই।
@No.1R Жыл бұрын
And I do listen now ,everyday in my mid 40s
@mokbulhossain75103 жыл бұрын
গানটা সম্ভবত ৮২/৮৩ এর দিকে প্রথম শোনা। তখন ক্লাস টু বা থ্রিতে পড়ি। তখন গানটাকে তপন চৌধুরীর একটা প্যান-প্যানানি গান বলে মনে হতো। কিন্তু যখন ১৯৯০-৯১ পেরুলাম,,, তখন গানটি অন্যরকম ভালোলাগার গানে পরিণত হলো !!!। অাজ ২০২১ এ এসেও যা মনকে সমান নাড়া দেয়,,,,, কত কত স্মৃতি ভেসে ওঠে মনের অজান্তে,,,
@josimuddin17783 жыл бұрын
হৃদয় ছুয়ে যাওয়া গান,এই গান শুনলে আবার ফিরে যাই সেই ফেলে আসা সোনালী দিনগুলোতে, অনেক সৃতি মিশে আছে এই গানে, মহল্লার মাঠে বন্ধুদের সাথে আড্ডা, বন্ধুদের ছাদে আড্ডায় এই গান শুনতাম, সত্যি শিহরিত এই গান।
@RintuRashid10 жыл бұрын
Topon Chowdhury one of the best Bengali singers ever!!!
@mosharrafpatwary30822 жыл бұрын
1986 এবং এর পরবর্তী সময়ে এই গান ছিল আমার নিত্য সঙ্গী I অনেক স্মৃতি বিজড়িত এই গান। সেই থেকে তপন চৌধুরী আমার কাছে একজন অপ্রতিদন্ধী শিল্পী।
@mamanik40353 жыл бұрын
Tapon Chowdury was a talent man...soul touching memory hard reality
@xioaminote54506 жыл бұрын
tune & composition... the great AB
@mamunlearninghub5 жыл бұрын
একটা সময়কে ধারণ করে স্থির হয়ে আছে এ গান মনের গভীরে
@sumonchakmasu Жыл бұрын
Balo ruchibod
@zikraabdul492111 күн бұрын
same here.
@gshopon9 жыл бұрын
ভালোলাগা একটি গান, হারিয়ে যাওয়া অনেক স্রিতি রয়েগেছে তপনের গানে যা আজো মনকে ছুয়ে যায়।
@shahariarmkhurshid10 жыл бұрын
that beautiful & nostalgic music of 80's..........it was a time, when musicians knew how to pour sadness in the music.......many a days after I found this music, a remembrance from my childhood (& needless to say, it had made the impact during my boyhood as well........)
school থেকে কলেজ ভালবাসার কথা গুলো এখন শুধুই মনে পড়ে ।
@rajesh431514 жыл бұрын
Heart touching song. It will keep alive tapan chy & souls for long time.
@chrisybexley37087 жыл бұрын
Ei somoy to ekhon ar sei somoyta nai.
@ibrahim1807724 жыл бұрын
Sorry FOREVER
@taimur16129 жыл бұрын
fantastic song by old souls. evergreen song & singer tapan. !!!
@tarrus10010 жыл бұрын
This was the very first album of BD brand songs by souls . I was studying that time in school .............was a mind blowing album .
@rezaulhoquetutul22816 жыл бұрын
Nasima Yasmin Not the very first one,but mind blowing,yes
@Powerpufffgirlll4 жыл бұрын
wow
@mohammadgolamrabbani59304 жыл бұрын
This song from 2nd Album
@shakhawatkhan31253 жыл бұрын
2nd album of Souls
@ziakarim4296 Жыл бұрын
খুব সুন্দর বারে বারে শুনতে ইচ্ছে করে
@konikaskitchen66299 ай бұрын
কথা ছিল তুমি আসবে। কল্পনায় দেখতাম নিজেকে ভাবতাম। কোন দুপুরে ফরেষ্ট হিলে কেআমি যাবো কেউ অপেক্ষা করবে। হৃদয়ে আজও ধারন করি। আজ তপন চৌধুরী ভীষন আপন। কৈশরে পাগল ছিলাম তপন দার জন্য। উনার গানের জন্য। আমার ভালোবাসা।
@BatulRahman136 жыл бұрын
ফরেস্ট হিলে এক দুপুরে কথা ছিল তুুমি আসবে সব চোখ ফাাঁকি দিয়ে বুুুুকে ভালবাসা নিিয়ে আসবে আমায় ভালবাসবে 💛💚
@md.zohurulislam71434 жыл бұрын
I live very much...and miss my golden time...want to get back...
@moinhossain1344 жыл бұрын
Great time less song of Tapan chy. It was the second volume of souls.The eternal appeal of this song will never be exhausted.At the present context this type of song is required.
@tonybaker694510 жыл бұрын
I was so yang that time. Realy after35 years when i heard that song .i feel sooo great.if i returnd that time again in my life.really i feel that ! Take care everybody.love my country in Bangladesh. Fores hill a ak dupure kotha chilo tumy ashbey sob chokh faki diye bikey valo basa niye....
@neamulhasan94745 жыл бұрын
It’s like long lost love
@sohelsarwar14 жыл бұрын
I have looked for this song in many record store for last 17 years, never found it. Thanks !
@1974Rommel7 жыл бұрын
sohelsarwar me too
@bangguyraj12 жыл бұрын
The Souls is the best thing ever happened to Bangla music!!!
@faridhossain28886 ай бұрын
This one never gets old! Lovely.
@fmseoul3 жыл бұрын
Tune by Great AB
@sharminahmed37 жыл бұрын
অনেক সুন্দর একটা গান ...নস্টালজিক করে দেয় ...।।
@ziaraju19713 жыл бұрын
One of my all time favorite. One of the very best from Tapan Chowdhury, the legendary singer.
@kazikafi29876 жыл бұрын
What a beautiful song!! It's took me childhood memories.
@shailazaman8998 жыл бұрын
হায়, তুমি ছাড়া জীবন আমার এখন বাঁচি কি করে!!
@sarwatlubna95172 жыл бұрын
খুব প্রিয় একটা গান।
@khaledhabib30 Жыл бұрын
My golden childhood, my golden memories with my childhood friends attached with this song!! Can't just hold my tears listening again!!
@nadimungani56216 жыл бұрын
Suddenly got the song after long time. Lost of golden memories .......
@taposh13266 жыл бұрын
Wow it's been so long. I listen this song , I remember I was there after this song broadcast. With my friends ( souls) pass 1 night . Now I just remembered, i look back , its was few days ago . Thanks to souls. Great song.
@dr.abdullahal-mamun95972 жыл бұрын
when i was at 2nd yr MBBS student.....i cried and cried hearing this song
@sarifulislam55195 жыл бұрын
Ab and Tapan great....
@uttamsarkar5457 Жыл бұрын
this song goes to me 40 years back !? What a nostalgic !!
@mamanik40353 жыл бұрын
Time passed yrs after yrs..but situation and scenario same till today
@expect_less7 жыл бұрын
East or west Souls is always the best !
@salma141003 жыл бұрын
অনুভূতি গুলো ছুঁয়ে যায়!
@RussellTalukder3 жыл бұрын
my love ...my love... in the forest hill at a noon you had promises that you'd come escaping all the eyes with a heart full of love you would come and would love me at a noon in the forest hill so many lonely hours listening to 'shawtali' music i've passed thinking about you in the tamarisk woods since you did not come though you gave me words what would happen to me now loneliness is the companion now melancholy is the beads to wear memories of yours kindling as fire shoot up the pains of the heart oh ! without you in my life how do I imagine living it
@barcellona4ever14 жыл бұрын
anek din por ey gaan ta khuje pelam,shei shathe pelam amar shaishob k.keno jeno kadte icche hoy ei gaan ta shunle? many thanks.............................ato nice gaan at korarjonno
@makhaleque90759 жыл бұрын
মনের চাওয়া পাওয়ার গান, যা মনের খোরাক যোগায়।
@konvct08814 жыл бұрын
babubangla..... lots lots lots........... of thnx for upload this song.... onek onek din por gaan ta shunlaam.... shune hariye gechi shey din gulu te... thnx babubangla once again shey purono feeling gulu firie deoar jonno...
@sweetnarr14 жыл бұрын
thankx man for upload the song. many years, many memories all have come together with this song. love it.
@alamgir.hossain10 жыл бұрын
হ্যাঁ আমার ভালবাশা । lost and found never happen in love . devastating . scattered heart for the rest of the life.
@parvezhassan78765 жыл бұрын
অনেক অনেক স্মৃতি, মনে হয় এ-ই তো সেদিন.... …
@raymonrahman54702 жыл бұрын
Good old times at Dhaka - from Baltimore, MD. I was then in ITC batch 87. Too many years went by 😎
Gan shune nostalgic hoye jai.mon ta huhu kore, mom chai shai dine fire jai.
@JashimChowdhury-eg1je5 ай бұрын
Just damn good song❤️
@Omar-ko2hg6 жыл бұрын
ভালোলাগার একটা গান।।।
@MahfuzaAkter-y2l2 ай бұрын
ভালোবাসা কেন এত কষ্ট দেয়। কেউ জানে না। আমি ও একদিন সব ছেড়ে তোমার কাছে চলে গিয়েছিলাম। কিন্তু তুমি আসোনি। তোমার হয়তো কোন কারন ছিল। তোমার কোন দোষ দিবো না আমি। কারন তোমাকে অনেক ভালবাসি। তুমি আছো কি না জানি না। এই গানটা শুনি আর অশ্রু ঝরাই। ভালো লাগে তাই। ২০২৪ মিথিলা তোমাকে আমি অনেক ভালবাসি। তোমার অর্ণব ভালো নেই।
@Reeblogger4 жыл бұрын
He let me hear this song I was 10/11 ,he was 19,he betrayed that time1990.. ki kothin preme amake see felechilo amake esob gan guli dieee...