সেই ১৯৯৬ সনে বাড়ী থেকে পালিয়ে চট্টগ্রাম চলে যাই কিশোর বয়সে তখন খুব সিনেমা দেখতাম বনানী উপহার সানাই সাগরিকা প্রতি সপ্তাহে সবগুলো হলেই সিনেমা দেখতাম তখন শো শুরু হওয়ার আগে ও মাঝখানে বিরতিতে এই গানগুলো বাজাতো এখনো ভুলতে পারিনা সেই দিনগুলোর কথা কতো হারিয়ে যাওয়া স্মৃতি এসব গানের মাঝে আছে এখন বুকের মধ্যে দুমরে মুচড়ে দেয় হায়রে সোনালী অতীত
@mdfaruk-il5tq6 жыл бұрын
রবি চৌ আমাদের জীবনের অমর হয়ে থাকবে যত শুনি তত শুনতে ইচছা করে
@ahsumon73223 жыл бұрын
শ্রদ্ধেয় সাউনটেক..... রবি চৌধুরী ও ডলি সায়ন্তীর ডুয়েট এলবাম * শুধু চাই তোমাকে * এই জনপ্রিয় এলবামটি আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি, ধন্যবাদ।
@ahsumon73223 жыл бұрын
কিছু গান, গান নয়। যেন বুকে জমানো না বলা কথা গুলো শিল্পীর কণ্ঠে গান হয়ে বাইরো আসছে
@MdRasel-ed9qj Жыл бұрын
আব্বু সবসময় রবি চৌধুরীর গান শুনতো তখন এই গানের অর্থ না বুঝলেও এখন সত্যি খুব ভালো লাগে এবং বুঝি যে আসলেই রবি চৌধুরী বাংলাদেশের একজন নক্ষত্র ছিলো
@limonfarid92245 жыл бұрын
মনে পড়ে বাবা মালয়েশিয়া থেকে এই অ্যালবামের ক্যাসেটা এনে ছিলেন। সেই ১৯৯৬ সালের দিকে। আমি অডিও টেপে এই অ্যালবামের গানগুলো প্রতিদিন শুনতাম। পরে শুনলাম আব্বা এক বন্ধু নাকি এটা মালয়েশিয়া নিয়ে গিয়েছিলো। আসিফের ও প্রিয়ার আগে এই অ্যালবামটি ছিলো বিক্রয়ে সববচেয়ে জনপ্রিয় অ্যালবাম।
@alaluddin16645 жыл бұрын
এক নয়নে কান্দো . রবি চৌধুরীর অসাধারণ একটি এলবাম . প্রতিটি গান খুব শ্রুতিমধুর রবি চৌধুরী প্রতিটি গান খুব দরদ দিয়ে গেয়েছেন .এক নয়নে কান্দো এলবামটি ৯০ দশকের একটি জনপ্রিয় এলবাম .
@nushratloreen64994 жыл бұрын
Absolutely right.....
@khaledhussain91477 жыл бұрын
মনে হল সেই ১০-১২ বছর বয়সে ফিরে গেলাম আর চুরি করে গান গুলো শুনতে পেলাম। আপলোড করার জন্য ধন্যবাদ!
@abdurrahman52674 жыл бұрын
My very very febarite song পুরোনো সৃতি গুলি মনে পড়ে যায় Love is song
@Monir-lf7wn Жыл бұрын
রবি চৌধুরী ভাই আপনার গান গুলি ১৯৯৭ সন থেকে শুনতেছি। অসাধারণ।
@ভোরেরকুয়াশা-র৬ঙ4 жыл бұрын
যারা এই গানগুলো শুনে নাই তাদের জীবনটাই বিথা 😍 আসলে ভালোবাসার গান 😍
@merajhussain4166 жыл бұрын
এই গান শুনলেই ১৬/১৭ বছরের সৃতি মনে পরে যায় অার দুটি চোখে পানি চলে আসে।
@mohidurrahoman325 Жыл бұрын
thik boleshen
@rimonahmed18807 жыл бұрын
গানগুলো শুনলেই মনের ভিতরের পুরানো ক্ষতগুলো জেগে ওঠে।
@KabirHossain-yq1sr Жыл бұрын
বর্তমানের গানে কেমন জানি কৃত্রিমতা বেশি থাকে তাই এগুলো আমাকে টানে না। কিন্তু রবি চৌধুরী, তপন চৌধুরী, মনির খান, পলাশ, সহ আজ থেকে ২০ বছর আগের শিল্পীদের গান শুনতে ইউটিউবসহ সবখানে খোঁজতে থাকি।
@awladchowdhury5 жыл бұрын
পুরনো সৃতিগুলো মনে পরে...এসব গান শুনলে এক সময়ের প্রিয় গান ছিলো কিন্তু আমার কাছে এখনো সেই রকম লাগে
@jamaluddin9113 жыл бұрын
কোথায় সেই আনোয়ার রেকর্ডিং কোথায় পচানব্বই সাল থেকে দুই হাজার সাল চোখে পানি চলে আসল ধন্যবাদ সবাইকে
@nazmulimran22293 жыл бұрын
যখন ত্র গান গুলি শুনি তখন নিজেকে নিয়ে অতিত জিবনে ফিরে যাই
@mdalamin-yi2rg6 ай бұрын
নাইচ গান
@alamgirhossain51363 ай бұрын
Sgjjzn😊@@mdalamin-yi2rg
@shahinshamim14695 жыл бұрын
রবি ভাই অনেক মিছ করি আপনাকে আপনার গান গুলো আজও সুনি,,,, আজ অনেক দুরে আছি তবুও আপনার গান সুনি সময় মিলেই,, ইস্পেন বারসোলোনা থেকে,,,
@msrubi96974 жыл бұрын
hii
@msrubi96974 жыл бұрын
রবি ভাইয়া আপনের আনেক গান শুনেছি সেই ছোট বেলাতে এখন শুনলে মনে হয় নতুন!
@MdAkram-yx7pp5 жыл бұрын
অনেক দিন পরে প্রিয় শিল্পী, চট্রগ্রামের রবি চৌধুরীর গান শুনলাম, সাউন্ডটেক কে আন্তরিক ধন্যবাদ।
@skhridoy13 жыл бұрын
বড় ভাইয়েরা যখন বাসায় কাজের সময় ট্যাপরেকর্ডারে এই গানগুলো শুনতো তখন থেকেই এই গানগুলো ভালো লাগতো। আর সেই সময় থেকে এখনো গানগুলো মনের মধ্যে স্মরণীয় হয়ে আছে।🙂💖🥀
@jahangiralam-rv1ug7 жыл бұрын
এই গান গুলি কোন দিন হারাবেনা, অনেক সুন্দর গান।
@mohiuddinmunsi9733 жыл бұрын
কে কে পছন্দ করেন এই প্রিয় গান গুলু লাইক দিন
@foridulislam81713 жыл бұрын
ইমোতে শেক্সপিয়র
@mizanrahman38202 жыл бұрын
চাটগাঁইয়া টেলিভিশনে রবি চৌধুরীর এক সাক্ষাৎকারে গান গুলির এলবামের কথা শুনে গানগুলি শুনতে আসলাম।
@mdfaruk-il5tq6 жыл бұрын
যত শুনি তত মন চাই তোমার গান শুনতে তুমি অমর হয়ে থাকবে এই পৃথিবী যত দিন থাকবে তোমার গান শুবে কোন তোমার গান পুরান হবে না আমি তোমার পাগল বক্ত
@moshiurrahman63905 ай бұрын
অসাধারণ। ২৪ বছর পর এই গান গুলো শুনলাম। চোখের পানি ধরে রাখতে পারলাম না। বড় একটা আমার সাউণ্ড বক্স ছিল, অনেক জোরে জোরে বক্সে এই এ্যালবামটির গান বাজাইতাম। সবাই মনোযোগ দিয়ে শুনতো। স্কুল থেকে এসেই এই গান গুলো বাজাইতাম। পুরনো জীবনের সাথে বর্তমানের কোনো পরিচয় নেই।। 😢😢😢 রবি ভাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন যেখানেই থাকেন। দোয়া ও শুভ কামনা রইলো।
@sinhamoni86832 жыл бұрын
এ-ই গান শুনে আমার চোখে পানি চলে আসে কারণ এ-ই গান শোনার জন্য কতটা মা'র খেয়েছি ভাইয়ের কাছে
@mdabdussalam65516 жыл бұрын
রবি ভাইর এই এলবামটি আমার খুবই প্রিয় এই ক্যাসেটি এখনও আমার সুকেসে সাজানো আছে
@simpleman68395 жыл бұрын
যখন ছোটো ছিলাম পাশের বাসায় বড় ভাইয়েরা এই গান গুলো বাজায় তো কি যে ভালো লাগতো এখনো মাজেমাজে গানগুলো শুনি তবে যখন শুনি তখন ছোটো বেলার মধুর সৃতিতে হারিয়ে যাই
@নজরুলনিশি7 жыл бұрын
ভাই আপনার প্রতিটি এলবামের ভালোবাসার গন্ধ পাই so nice so nice
@siddiklg97117 жыл бұрын
Ami onak miss kori sy din goli jokhon desha a celam tokhon ay gan golo onak sontam r 1 jon k kolpona kortam kopal ki mondho sy o harea galo r harea galo sy sreeti moi din golo but gan golo akhon acea tnx for song
@ayazuddingias90734 жыл бұрын
এই গান শুনলেই চলে যাই আমি আমার হারানো অতিতে।। কতো সৃতি জড়ানো আছে এই সব গানে
@sajusheik44465 жыл бұрын
আমাদের যৌবনের সময়ে গান অনেক দিন পর শুনলাম ভালো লাগলো।
@mdmustafizurrahman22873 жыл бұрын
গরমের দিনে আম গাছে নিচে বসে এই গান গুলা শুনতাম সেই 1997
@mohammadrana57262 жыл бұрын
যতই শুনি ততই শুনতে মন চায় গান গুলা।আমার একজন সব চাইতে প্রিয় শিপ্লি রবি চৌদরী।বাংলাদেশে এমন আর একটা শিল্পি জম্ম হবে কিনা জানিনা
@adagro80512 жыл бұрын
আমি তখন ছোট ছিলাম, আমার বাবা এই গান গুলো খুব শুনতেন। আজ গান গুলো শুনে ছোট বেলার কথা মনে পরে গেল।খুব মিস করতেছি সেই দিন গুলোর কথা।
@mdrhamanmr57552 жыл бұрын
আমার ও ভাললাগে
@আদিয়ান2 жыл бұрын
অনেক পুরোন দিনের কথা মনে পরে যাই মনটা অতিতে চলে যায় কি সুনদর জীবন ছিল অতিতে মন চাইলে ফিরে যাওয়া যায় না জীবন শেষ হয়ে যাবে কিনতু গান গুলো শেষ হবে না যুগে যুগে থাকাবে
@nushratloreen64994 жыл бұрын
প্রণব ঘোষ, সুরের জগতে এক বিষ্ময়কর নাম।
@AmitMal-xh1wp Жыл бұрын
Pronob gosh amon akjon surokar je ai sob ganer maje ajibon bece takben
@lemonmahamud28546 жыл бұрын
বার বছর পরে আবার শুনলাম আমার পছন্দের সেই গানগুলো... Thanks administrator...
@mdnasim34655 жыл бұрын
ধন্যবাদ আপনাকেও
@mohdjameer33176 жыл бұрын
আমি চায়ের দোকানে এই ক্যাসেট বা যাইতাম সেই 90-95 সালের কথাগুলো মনে পড়ে আজ এতদিন পরে রবি চৌধুরীর এক নয়নে কান্দো ক্যাসেট টা শুনলাম
@md000alamgir53 жыл бұрын
O
@rahulganing88463 жыл бұрын
Lees kk
@mdabdullahalriad31573 жыл бұрын
আমার প্রিয় শিল্পী তার গান শুনে আমি বড় হয়েছি
@ShamimAhmed-pr9dn5 жыл бұрын
Ahare.....koi je hariye gelo amader sei sob din gulo.....
@tufazzalhossain83125 жыл бұрын
অসাধারণ এই গান গোলো শুধু ভালোবাসার কথায় মনে করে দেয়।
@MostofaMilon Жыл бұрын
বয়স এখন ৩৫,চলে ৬/৭ বছর বয়স থেকেই বড়দের এই গান বাজানো শুনেছি তার পর থেকেই এখনো এই গান শুনি।।
@lifewithoutdestination75674 жыл бұрын
ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেলো,,,
@MdShamim-bs9vgАй бұрын
পুরোনো দিনে প্রতিটি শিল্পির গানই অসাধারণ। সেই ৯৭, ৯৮, ৯৯, ২০০০ এ এই সব গানগুলি খুব শুনতাম। তখন মানুষের মনে অনেক ভালবাসা ও একতা ছিল। পুরোনো দিনের অনেক কিছু আজ স্মৃতি হয়ে আছে। অনেক কিছু এখনকার সময় হারিয়ে যাওয়ার পথে। ৯৭ সালে ক্লাস টেনে ছিলাম।
@jkraselcox47197 ай бұрын
এই গানগুলো শুনলে মনে হয় সেই ছোটবেলায় চলে গেছি.... ছোট থাকতে টেপের মধ্যে শুনতাম গান গুলো অনেক ভালো লাগতো, রবি ভাই আমার এলাকার ছেলে
@hanif73653 жыл бұрын
ছোটবেলা দেখতাম আমার মামা গানটা বন্ধের দিন সারাদিন বাজা তো আর এই গানটি শোনার জন্য আসে পাশে অনেক মানুষ দরজার পাশে কান লাগিয়ে শুনতো সেই দিন কোথায় গেল
@jabedrayhanashik60704 жыл бұрын
পুরনো সৃতি মনে পড়ে গেলো ভাল লাগলো😇
@borhanuddin63823 жыл бұрын
চট্টগ্রামের রত্নখনির রত্ন রবি চৌধুরীর জন্য শুভ কামনা রইল। তাহার গান গুলো এখনো মানুষের মনে দাগ কেটে যায়। সেই ১৯৯৫ সাল থেকে শুনে আসছি।
@sahabuddin29794 жыл бұрын
আমার বড় ভাইরা তখন এইগানগুলো শুনতো, আর উনাদের মাধ্যমে আমিও গানগুলো শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে
@MdIbrahim-ze1py2 жыл бұрын
মনে পরে যায় হারানো দিন গুলি কার কার ভাল লাগছে?
@mortdesh58703 жыл бұрын
খুব ভালো গান শুনতে ভালো লাগে পুরানো সেই দিনের গান রবি চৌধুরী আমাদের মাঝে বেঁচে থাক
@mukhlesurrahman715 Жыл бұрын
রবি চৌধুরী আমার প্রিয় শিল্পীদের মধ্যে একজন, ১৯৯২-২০০০ সাল পর্যন্ত তার গান অনেক শুনতাম। রবি চৌধুরী ভালো থাকুন সবসময়
@raselsumon28364 жыл бұрын
সেই ছোটবেলা থেকে শুনে আসছি এখনো মুখস্থ গানের কলি গুলো
@yeasinahamed79955 жыл бұрын
এক সময় যে গান গুলি সব চেয়ে বেশি শুনা হতো। অসাধারন গান,,,,,,,,,,
@joynalmasum2237 Жыл бұрын
ব্যাটারি অর্ধেক চার্জ শেষ হতো সেই সময় বারবার এই ক্যাসেটটি শুনে।
@mdsulamin52964 жыл бұрын
ফিরে গেলাম সেই 98 সালে ।অনেক ভালো মানের গান ছিল তখন ।সোলায়মান নবীনগর বি বাড়ীয়া ।
@KamalHossain-hu1hw2 жыл бұрын
এই গানগুলো যতবারই শুনেছি ততোবারই মনে হয় যে নতুন গান আমাদের সামনে এসেছে
@ROBI_1002 жыл бұрын
১০০% সবাই একমত হবেন, ৯০-০০ বাংলা গানের তারুণ্য ছিল 👍
@Oliauliyardarson3 жыл бұрын
বর্তমানে নতুন নতুন গান শুনলে ভালো লাগে কিন্তু ***যখন পূরনো দিনের গান গুলো শুনি তখন নতুন গান আর শুনতে ইচ্ছে করে না*** আমার সাথে কারা এক মত আছেন একটি লাইক দিন
@kamolahmed80242 жыл бұрын
ভাবতেও অবাক লাগে এত সুন্দর গানগুলো আমাদের দেশে কিন্তু বর্তমানে তাঁদের উত্তশরিরা কি ফাউল গান উপহার দেয়।৯০শতকের বাংলাদেশ একটি সোনার যুগ
@mayenuddin43334 жыл бұрын
নব্বই দশকে যখন স্কুলে পড়তাম তখন খুব শুনতাম। আজ ২০২০ জুলাইতে এসে আবার শুনলাম। স্মৃতিকাতর হয়ে গেলাম।
@aklismiah36933 жыл бұрын
যখন স্কুলে পড়তাম তখন অামার বড় ভাইয়ে ে এনে চিলা এলবামটাই
@parvezhossain63533 жыл бұрын
স্কুলের ক্লাস ফাঁকি দিয়ে যশহর গিয়েছিলাম এই এলবামটি কিনতে। অধির আগ্রহে বসে থাকতাম কখন রবির গান টিভিতে দেখানো হবে ।
@shahadatkhan47216 жыл бұрын
যখন খুব কষ্ট লাগে তখন গান গুলো শুনি খুব ভালো লাগে,,আমি এখন খুব মিস করিতেছি রবি চৌধুরীর গান,,,, আই লাভ ইউ রবি চৌধুরী,,,,,
@sasharifofficial10 ай бұрын
এখনো গান গুলো নতুন লাগে ❤
@abulkalamajad65772 жыл бұрын
২০২২ সালে আবারও গানটি শুনলাম যা ১৯৯৪ সালে শুনতাম 🍂🍁👌👍
@mdjobaerhossainbabu4672 Жыл бұрын
২০২৩ এসে গানটি শুনলাম মনে হলো আবার ১৯৯৬, তে ফিরে গেলাম।আসলেই যারা এসমস্ত গান শুনে নাই তারা খুবই হতভাগা।
@KaziRajibMapper5 жыл бұрын
যাদের ১৯৯২ থেকে ২০০০ সাল পর্যন্ত কিশোর যুবক বেলা কেটেছে তাদের তাদের মত ভাগ্যবান আর কেউ নেই। বাংলা গানের স্বর্ণযুগ ছিল সেই সময়টা।
@smrocky34194 жыл бұрын
ঠিক কথা বলছেন ভাই😍😍😍😍😍
@ktuiktui65654 жыл бұрын
Yes
@aftaburrahman87134 жыл бұрын
ব্যন্ড গানের উত্থান সেই সময়।
@anwarhossain-ju1uf4 жыл бұрын
Right
@sahadathosainaa46434 жыл бұрын
সত্যকথা ভাই আমি এক মত
@MdTarek-tw2by3 жыл бұрын
যখনি এই গান গুলো শুনি, সত্যি হারিয়ে যাই বিশ বছর আগের অতীতে।
@tharikm7283 жыл бұрын
কেমন করে ভুলবো সেই দিন গুলি। আ হা রে।
@taponsarkar79932 жыл бұрын
ভাই খুব সুন্দর ছিলো সেই দিন গুলি।।।।
@mdhanif52882 жыл бұрын
সঠিক কথা।যা কিনা কথায় লিখে বুজানো সমভবনয়...
@MdTarek-tw2by2 жыл бұрын
@@tharikm728 ধন্যবাদ।আসলই ভুলে যাওয়া যায় না ।
@MdTarek-tw2by2 жыл бұрын
@@taponsarkar7993 ধন্যবাদ
@MohammadKhan-os4eb7 жыл бұрын
আমার পছন্দের গান শুনতে পেয়ে । অনেক ।।।।।। অনেক ।।।।। অনেক ।।।।। মজা পাইলাম
@alihamdan4627 жыл бұрын
md mahmudul hasan
@shajahanjakur70087 жыл бұрын
Ali Hamdan পাইন
@mdgassuddin21797 жыл бұрын
শহিদুল ময়মনসিংহ এিশাল কানিহারী ইউনিয়ন জিলকী
@sangaybashis14716 жыл бұрын
z
@mehediislam26746 жыл бұрын
md mahmudul hasan nm9660541532037
@rafiqulislam94654 жыл бұрын
অসাধারণ গান কতবার যে শুনছি তা বলে শেষ করা যাবে না
@AlAmin-ru5pp7 жыл бұрын
ভালো লাগলো পুরানো গান গুলা শুনে। পেছনের অনেক কথা মনে পরে গেলো।।। ধন্যবাদ ভাই
@sohagmatubbar41923 жыл бұрын
Osadaron set kisor boyos a chole jay ay gan sunle
@azadazad68646 жыл бұрын
এই গান গুলো যে আমার পিছনের দিন মনে করে দিছে চোখের পানি চলে আসলো
@sarifislam35105 ай бұрын
তখনকার দিন গুলি এত মধুর ছিল এত সুন্দর দিনগুলি মাঠে হাটে বিভিন্ন অনুষ্ঠানে এই গান গুলি সুপার হিট ছিল
@sabelahmed14556 жыл бұрын
গানগুলো শুনে প্রায় ২৫ বছর আগে চলে গেলাম, অনেক ভাল লেগেছে,
@donofteknaf64352 ай бұрын
ছোট কালে এই গান গুলো অনেক অনেক শুনতাম
@fatemaadrous85517 жыл бұрын
এমন গান শুনতে কি যে ভাল লাগে ভাষা দিয়ে বুঝানো যাবে না অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
@mdmasud79356 жыл бұрын
Fatema Adrous চ
@farukhishaha81025 жыл бұрын
0096555503414
@msaifulpatoary Жыл бұрын
এখনও এই গান গুলো আমার সংরক্ষণে আছে,যখন মনটা ভালো থাকে না তখন গান গুলো শুনি।প্রজন্ম যুগে যুগে বদলাবে তবে গান গুলোর মানদন্ড বদলাবে না।
@mdnasir-nz2yz6 жыл бұрын
গান গুলো শুনলেই পূরুনো স্মৃতি মনে পড়ে ।মনে হয় ফিরে যাই সেই আগের দিনে ।
@ShafiqulIslam-wf5hw2 ай бұрын
কানে হেডফোন লাগিয়ে একা একা বসে গান শুনতে অনেক ভালো লাগলো আমার 😊❤
@tazulkhan20227 ай бұрын
আর আসবেনা,সেই সোনালী অতীত, ফিরে ফিরে চেয়ে থাকা ছাড়া আর কিছুই না।
@allbangla78245 жыл бұрын
১৯৯৪ থেকে ২০১৯ এখনো মনের অজান্তে গান গুলো গুন গুন করে হেয়ে যাই, আমার মত এখন কে কে শুনছেন এই গান, কতহাজার গান এখন বাজারে আছে, কিন্তু এই গান গুলোর মত না, এগুলো আজীবন আমাদের মনে বাজতে থাকবে।