কেউ কি শুনছেন ২০২৪ এ এসে পছন্দের শিল্পীর পছন্দের গানটি। খুবই মিস করি রেডিও ফূর্তির ফেলে আসা কালজয়ী এই গান গুলো। তরুণের এই গান দিয়েই তরুণকে সবসময়ই গান প্রেমীদের বাঁচিয়ে রাখবে চিরদিন💙
@খাননগর11 ай бұрын
চমৎকার দিন ছিল সেই সময়। যখন এফএম রেডিওতে গান গুলো চলতো😢😢😢😢
9 ай бұрын
ji sunsi onekbar , ajo suni
@md.sadiqurrahman4709 ай бұрын
shunchi 13 April 2024 e. Amar guitar shekhar por prothom tola gaan. Love it.
@faridayesmin65459 ай бұрын
অসাধারণ একটি গান।২০২৪ এসে যখন আবার গানটি পেলাম কতোবার যে শুনেছি,,,,,,,,
@jahidurtanvir69488 ай бұрын
এখনো শুনতাছি। সেদিন তরুন ভাইয়ার সাথে দেখা হলো এলিফ্যান্ট রোডে।
@hosseinahmed4339 ай бұрын
১০ বছর সম্পক এবং ৫ বছর সংসার। আলহামদুলিল্লাহ সব মিলে ভালো আছি ইউরোপ পরিবার নিয়ে। সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকি। সাগর, ডাবলিন, আয়ারল্যান্ড
@BrokenHeart-sj7iv8 ай бұрын
এডভেটাছ দিলা নাকি 😂
@najmulhasanrashel8 ай бұрын
Ma Sha Allah
@benzamin2846Ай бұрын
পচা নষ্ট দেশ ছেড়ে গেছেন ভাল করেছেন।
@LoveContentBD16 күн бұрын
Congrats 🎉
@faisal_moon472115 күн бұрын
শুভ হোক আপনার সব গুলো সময়।
@mkmizan04165 жыл бұрын
একটা গান এতটা সুন্দর কিভাবে হয়?? সেই ২০০৭ সাল থেকে গানটা শুনি, আজ ২০১৯.... তরুণ ভাই, আপনি এই গানটা দিয়ে চির অমর হয়ে থাকবেন।
@rifatalislam35855 жыл бұрын
Me Too VaYa 10\09\2019
@alaminsuhag81394 жыл бұрын
asolei vai
@rashedkhan29403 жыл бұрын
❣️
@ashrafulhaque19743 жыл бұрын
@@rifatalislam3585 ঔ ঔঔ
@ashrafulhaque19743 жыл бұрын
@@rifatalislam3585 ঔ ঔঔ
@experiencemore5535 Жыл бұрын
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনে চড়ে গানটি দল বেঁধে গেয়েছিলাম। সেই দিনগুলো আজও এই গানটি শুনলে মনে শীতল হাওয়া বয়ে দিয়ে যায়। মাঝেমাঝে গানটি শুনে ভাবতে থাকি মানুষের জীবন কতই বিচিত্র দৃশ্যে! সেই দিনের মানুষগুলো আজ কেউ পাশে নেই- যে যার জীবন ব্যস্ততার মধ্যে দিয়ে চলে যাচ্ছে। কেউ কারোর দিকে খবর নেয়া সময় থাকে না-ভাবতেই চোখের জল ছলছল করে ঝড়ে পড়ে। জীবন আসলেই অদ্ভুত!
@samamun87169 ай бұрын
সত্যিই তাই
@আলোমনেমিল9 ай бұрын
চোখে পানি টপ টপ পরতে তাকলো
@toha649 ай бұрын
কত ব্যাচ??
@NusratJahan-pn6yy7 ай бұрын
আমরাও শাটলে গাইতাম। চবি ৩৪ ব্যাচ।
@SonthuBarua6 ай бұрын
আমিও 😢
@sajaldas9736 жыл бұрын
একতরফাভাবে তাকে যখন ভালবাসতাম ঐ সময় আমার সঙ্গী ছিল এই গানটা । আজকে সে আমার জীবনসঙ্গী কিন্তু এখনও পর্যন্ত হৃদয়ে গেঁথে আছে গানটি এবং মনে করিয়ে দেয় সেই সব দিনগুলির কথা ।
@riyanmohiuddin50746 жыл бұрын
There is no better feeling than this.
@nilavarenicesong76286 жыл бұрын
Tnx
@rashedulhasanchowdury2484 жыл бұрын
U r lucky Yarr...but Ami pai ni r tare...!!!tabuo she Amar e ace r thakbe... Ajibon...🙏🙏🙏
@ismailmahmud35964 жыл бұрын
এই গান টার মূল সিংগার এর ইউটিউব চ্যানেল অর পেজ লিংক টা দেওয়া যাবে প্লিজ??
@Justwatch198114 жыл бұрын
khub sundor life,
@shefalibegum49834 жыл бұрын
কতবার আর কতদিন শুনলে মন জুড়াবে জানিনা।সেই ছাত্র জীবন থেকে শুরু।আজ চাকুরি করি,সন্তান আছে। তবুও সময় পেলে শুনি।পাশাপাশি ট্রেপের আরও একটি কালজয়ী সৃষ্টি আনলাকি থার্টিনটাও শুনি। জয়হোক বাংলাদেশের সমৃদ্ধ সঙ্গীত ভাণ্ডারের
@nahidsohag4347 Жыл бұрын
দারুন বলেছেন, আমার মনের কথা টা ভাই, আপনাকে ধন্যবাদ
@SOHANSOHEL-f4l Жыл бұрын
সহমত ভাইয়া
@Poros-d2u Жыл бұрын
❤❤ অভিনন্দন ভাই। আমার আজও এই গান সংগি
@faisal_moon472115 күн бұрын
শুনছি এখনো। কবে প্রথম শুনছিলাম মনে নেই।
@mdnomantalukdar10303 жыл бұрын
তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর গানটি গাওয়া হতো না💔
Thanks & Regards to Soundtek Family .Its a great pleasure .
@samirasanjikhan96116 жыл бұрын
Tarun Munshi bhaia oshomvob valo lage gaanta.. Thank u
@tarunmunshi45486 жыл бұрын
Thanks
@sharifchowdhury41026 жыл бұрын
Tarun Munshi ভাই আমি গান লিখি সুর করি। আপনার পরামর্ষ চাই।
@nmtulee6 жыл бұрын
Vaia, Eta amar jonno geyesen mone hoy. Thank you...
@riazmia46416 жыл бұрын
great song, champion.
@SardarAndCong4 жыл бұрын
বাংলা ব্যান্ড সঙ্গীতের সর্বকালের সেরা পাঁচটি গানের মধ্যে একটা। ধন্যবাদ সাউন্ডটেককে তরুণ মুন্সির এই অসাধারণ গানটি আপলোড করার জন্য।
@nahidsohag4347 Жыл бұрын
সহমত,
@M.M1185 Жыл бұрын
মোহাম্মদপুর থেকে মতিঝিল প্রতিদিনের যাত্রা , আর এই পুরো সময়টাতে স্বার্থপর শুনতে থাকা আমি❤ কি অদ্ভুত কথাগুলো। বিশেষ করে জানি না কিভাবে হলো পরিচয়
@zillurrahman80963 жыл бұрын
সারাজীবন আমার ভালবাসার চিরসবুজ প্লে লিস্টে থাকবে এই গান। ধন্যবাদ ট্র্যাপ।আমার জীবনের সবচেয়ে বিরহময় কিন্তু সবচেয়ে সুন্দর স্মৃতিময় সময়গুলোতে আমাকে সংগ দেয়ার জন্য। ❤️
@neonayer9083 Жыл бұрын
কতবার আর কতদিন শুনলে মন জুড়াবে জানিনা।সেই ছাত্র জীবন থেকে শুরু তবুও সময় পেলে শুনি।জয়হোক বাংলাদেশের সমৃদ্ধ সঙ্গীত ভাণ্ডারের
@Anannya-yq5px8 сағат бұрын
Heyyy Oni....Thanks a lot for introducing this Amazing song 🤍
হাইস্কুলে উঠতেই সহপাঠীর প্রেমে পড়ে ছিলাম ২০০১ সালে। তারপর থেকেই জীবনটা এলোমেলো হয়ে যায়। সবকিছুই পালটে গেছে, কিন্তুু? নিজেকে শেষ অবধি পালটাতে পারিনি। খুব মনে পড়ে সেই চেনা জনপদ, সেই তোমার চারপাশ, তোমার জন্য পাগলামি করা আর আমার দুঃস্বপ্নের স্নৃতিচারণ। দুজনেই আজ দুর প্রবাসে তবে, ভিন্ন মেরু ভিন্ন মহাদেশ। ভালো থাকার কোন সত্তা নেই আমার আজ তবে,ভালো থাকার নিছক চেষ্টা বৈকি...!!
@najmulhasanrashel8 ай бұрын
2003 to 2024 still feeling the same thing right now...
@sajibdeb44432 ай бұрын
hope she ll reply here
@nitishpaul7Ай бұрын
মিমি দাস (অরুনা) ❤।।। তুমি চলে গিয়েছো অনেক দিন হলো তবে তোমার চলে যাবার কারণে এমন একটি গান বার বার বাজে মনের মাঝে।। যত বার comment এ like পরবে notification পেয়ে তত বার ফিরে এসে গান টি শুনে তোমার স্মৃতিচারণ করে মন ভাসাবো।।। ভালো থাকিস অন্যের ঘরে।।💔
@tumakchai46419 ай бұрын
চাওয়ার ছিলো অনেক চাইতে পারিনি বলবার ছিলো পুরোটা জুড়ে বলতে পারিনি তবু তুমি গান হয়ে বেঁচে থাকো হাজার বছর.....
@navsingh3016Ай бұрын
আজ প্রথমবার গানটি শুনলাম। কি দারুন লাগলো 🥹❤️‼️ ১১-১২-২০২৪
@lifepartakin25 күн бұрын
এই গানে আমার প্রেমের গল্প আছে। কমেন্টস করে গেলাম ২০২৪ এ । বর্তমান আমার বয়স ৫১ বছর।
@saikatdutta2427Ай бұрын
চির তরুণ একটা কাব্য.....!! আবারও ধন্যবাদ।। ❤️🙏
@enamulsynoviapharmaplc6218 Жыл бұрын
আহা! কী লিরিক! কী গায়কী! বাংলাদেশের ব্যান্ডের জয় হোক
@BayzidMithuАй бұрын
❤এখনো মনে পরে তোমায় ভালো থাকো যেখানে থাকো❤
@azharahmedraja417326 күн бұрын
অসাধারণ, আমাদের সেই পুরানো গান
@rezviexpress....66722 жыл бұрын
হৃদয় কতটা দিধ্স্ত হোলে এমন গানের জন্ম হয় ।আরএই বিধ্স্ত হৃদয় টা কত দামি ছিলো ।বুজল না ।
@saimunsrabon2 ай бұрын
বনলতা, তুমি নেই বলেই এই গান এতো আপন করে শুনতে পারি। ধন্যবাদ তোমায় ❤
@indranilroy15422 жыл бұрын
গানটা অনেক আগে থেকেই প্রিয় ছিল। কোনোদিন ভাবিনি গানের কথা গুলো সত্যি হয়ে যাবে! 💔🙂
@Rongon502 жыл бұрын
😭
@azizahmed39642 ай бұрын
আমি একজন বয়স্ক মানুষ যদিও গান শুনতে খুবই পছন্দ করি। আজ মাঝরাতে ইউটিউবে অন্যান্য গান শুনতে শুনতে এই গানটি এসে পড়লো। খুব তন্ময় হয়ে শুনলাম, বেশ কয়েকবার। খুবই ভালো লেগেছে। 🇧🇩🇬🇧
@MirzaShakil7 жыл бұрын
Finally!!! best sound Quality Sharthopor Song in KZbin :)
@mddipumetalcore55842 жыл бұрын
Best Comment of. Year
@asmhamdurrahman87092 ай бұрын
একতরফাভাবে তাকে যখন ভালবাসতাম ঐ সময় আমার সঙ্গী ছিল এই গানটা । আজকে সে আমার জীবনসঙ্গী কিন্তু এখনও পর্যন্ত হৃদয়ে গেঁথে আছে গানটি এবং মনে করিয়ে দেয় সেই সব দিনগুলির কথা ।
@md.arifbillah80262 жыл бұрын
হাজার বছর গান দিয়ে বেঁচে থাকতে দু'একটা গানও অনেক সময় যথেষ্ট। আনলাকি থার্টিন এবং স্বার্থপর গানদুটো এমনি নিদর্শন। যতই শুনি, পিপাসা মেটেনা।
@a.s.m.zakaria60184 күн бұрын
২০০৫ সালে প্রথমবার শুনেছিলাম আমাদের নবীন বরণে ইউনিভার্সিটির এক বড় ভাই কভার করেছিলেন। সে এক অন্যরকম ভালো লাগা তৈরি হয় তখনই। এরপর সেই এফএম রেডিওর দিনগুলো! রেডিও ফুর্তি বা রেডিও টুডেতে প্রায় প্রতিদিন শুনতে পেতাম। মুগ্ধ হয়ে শুনতাম। কখনো কখনো লেট টিনেজ বা আর্লি টুএন্টিজের কিছু সময়ের সাথে মিলেও গিয়েছে গানের সব লিরিক্স। বলা যায় জীবনের একটা সময়ের সাক্ষী এই গান। অসাধারণ ! অনবদ্য একটা সৃষ্টি। পিওর নস্তালজিয়া !
@abdurrazzak5905 Жыл бұрын
🥰বৃষ্টি🥰 তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা গান শোনা হতো না প্রিয়।😇😇 স্মৃতি রেখে গেলাম।ও যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটি শুনতে আসবে, তখন কেউ like দিলে notification পেয়ে আমি আবার ও শুনতে আসবো প্রিয় গানটা🥰🥰🥰
@Sagorsimi.youtube.54 Жыл бұрын
ভালোবাসা
@pranabeshdhar9525 Жыл бұрын
Shotti opurbo...
@Nk.agro87 Жыл бұрын
❤
@cycletoy6283 Жыл бұрын
একটা গান শোনার জন্য প্রিয়ো মানুষটিকে পাবো না এটা কোন কথা হলো বোকার মত।😊
@mominmir3694 Жыл бұрын
😢😢😢😢😢
@saidulislam-x9d7h19 күн бұрын
কে কে শুনছেন ২০২৫ সালে এসেও
@muhammadmahbuburrahmanrati63236 жыл бұрын
গানটা এখন জীবনের একটা অংশ হয়ে গেছে!😊
@tanviruddin673Ай бұрын
২০২৪ সাল ডিসেম্বরের রাত। আমি বুড়ো হয়ে যাচ্ছি, কিন্তু আশ্চর্য গানটা ঠিক আগের মতই রয়ে গেছে!! অসাধারণ ❤️
@azmirhosenminhaz60402 жыл бұрын
পৃথিবীর সেরা একটি গান ❣️✌️
@ringkumendez21 күн бұрын
❤️🌹২০২৫ এও দারুন লাগে
@rumaany8769 Жыл бұрын
KZbin তোমাকে অনেক ধন্যবাদ। এত ভালোবাসা ও ভালোলাগার গান গুলো আবার শুনতে পারবো জানা ছিল না।
@joyenuddin-n5d2 ай бұрын
এক বছর আগেও গানটা শুনতাম মনের খেয়ালে কিন্তু এখন শুনি বাস্তবতায়, কারন এক বছরে আমার বাস্তবতার সাথে গানটা মিলে গেছে
@hosseinahmed43310 ай бұрын
চলে যদি যাবি .......... এই গানটি আমি ২০১০ শুনি আলহামদুলিল্লাহ আমার ভালবাসা মানুয কাছে পেয়েছি। আমি এখন পরিবার নিয়ে ইউরোপ থাকি। সাগর, ডাবলিন, আয়ারল্যান্ড
@MalihaRahman-h5x8 ай бұрын
...
@yasinahmedpolok69252 ай бұрын
২০০৭ এ প্রথম শুনেছিলাম আজ ২০২৪ ছোট ছিলাম অনেক কিছুই বুঝতাম না গানের অর্থ ও বুঝতাম না! বড় হবার পর মনের ভেতর গেথে গেছে গানটা!
@zahidulmukul9471 Жыл бұрын
তরুন ভাই, আপনি অন্তরের দীর্ঘশ্বাস, হৃদয়ের দেয়ালের লেখা অনায়াসেই বুঝতে পেরেছেন। আপনার জন্য কতজনের অতীত স্মৃতি হেলুসিনেশন হয়ে দেখা দিবে....💔
@rubelautos Жыл бұрын
অতীত স্মৃতি হেলুসিনেশন হয়ে দেখা দিবে....
@shahzadjahan54122 ай бұрын
ভালোলাগার গানগুলোর মধ্যে এটা অন্যতম।এখনো মাঝে মধ্যে শুনি গানটা।খুব ভালো লাগে গানটা।অসাধারণ। ❤️❤️❤️❤️❤️❤️❤️
@basicallyshetai79526 жыл бұрын
যখন প্রেম করেছি তখন একটু প্রেমিকার সাথে যোগাযোগ বিছিন্ন হলেই চিল্লায়ে গানটা গাইতাম মনে হতো তখন এটা আমার মনের ক্ষত স্থানের মলম আজকে আমি যাকে ভালোবেসেছি তাকেই পেয়েছি তবুও গানটা শুনলে সেই পিছনের সেই বিরহের যায়গাতেই চলে যাই। ধন্যবাদ তরুণ মুন্সি ভাই আপনাকে, আপনার প্রতিটা গানই আমার কাছে চিরসবুজ মনে হয়। বেচে থাকুক এইসব গান আজীবন।
@sumonab64262 ай бұрын
সত্যি সাথপর ছিলো সে,,,হৃদয় টাকে ভেঙ্গে দুমরে-মুচরে ছারকার করে দিছে,,,তবুও তুমি ভালো থেকো হৃদয়হীনা।😢😢😢
@sixfiverobin32427 жыл бұрын
কিছু কিছু কথা যা মুখের ভাষায় প্রকাশ করা যায় না।যা প্রকাশ পায় গানে।সত্যিই অসাধারন। "আমারি সীমনায় সে তো তোর ছায়া।" (এখনো..............)
@mdboss42315 жыл бұрын
tai naki
@গুমন্তশহর8 күн бұрын
আজ এতটা বৎসর পরে এসে কেন জানি নিজেকে অনেক অসহায় মনে হয়। কি জেনো একটা জীবনে হারিয়ে ফেলেছি ❤😢😅 এখনো মাজে ্মাজে তোমায় বেবে একাই কেঁদে ফেলি।
@SohelRana-pm5sg Жыл бұрын
তার জন্য হাজারো ভালবাসা,রইল যাকে পাগলের মত ভালবেসে পাই নি,,,,সে চলে গেছে ১০ টি বছর,,মনে রয়েছে তার পায়ে ধরে পাগলের মত কেদেছিলাম,,,,৫ টি মাস হাসপাতালে ছিলাম,সবাই বলত পাগল হয়ে গেছি,তবে মালিকের রহমতে ভাল হয়েছি,,সে ভাল থাক,,,মালিকের কাছে একটাই চাওয়া,তার সাথে যেন দেখা না হয়,,,ভাল থাক গানটা
@kalimmridha Жыл бұрын
আপনার জন্য তার চেয়ে অনেক ভালো কিছু বরাদ্দ রেখেছেন মালিক। আমিন।ভালো থাকবেন সময় সব কিছুই ঠিক করে দেয়।
@NuKeyMarma2 ай бұрын
ভালোবাসা মানুষ কে কাঁদায়,,, আমি তো আজীবন কাঁদতে থাকব। আমি তখন বান্দরবান বালাঘাটা বাজারে তোমার স্কুলে আসা সময় তোমাকে দেখা জন্য অপেক্ষা করতাম। প্রায় ৮ বছর হয়ে গেল তারপরেও মনে থেকে এখনো তোমার জন্য অপেক্ষা করি।। 😢😢😢😢
@takvirulislam19353 жыл бұрын
এই গানটা কত হাজারবার শুনেছি তার হিসেব নেই।।। এই গানটা শুনলে পুরনো স্মৃতি ফিরে আসে
@arshohag98482 жыл бұрын
গানটি যতবার'ই শোনি! সেই স্বার্থপর কে ভিষণ মিস করছি🥲 যেখানে থাকো ভালো থাক😍
@AHADMDABDUL-e2y9 ай бұрын
ছেলে বলে তাদের জন্য শুভ কামনা করি। মেয়ে হলে 😢😢
@omairij6 жыл бұрын
কোথায় যেন টেনে নিয়ে যায় গানটা......অসাধারণ !
@saikatpaul12896 жыл бұрын
Eisob gan konodin purono hobena. Kotha, sur, music arrangement osadharon.
@zillurrahman80963 жыл бұрын
২০০৬ থেকে ফোনের প্লে লিস্টের অবিচ্ছেদ্য অংশ এই গানটি। একটা সময় ছিল যখন এই গানটি ছিল জীবনের একটি অংশ। আমাদের নাইন্টিস কিডস দের জন্য এক আবেগের জায়গা এই গান। আমরা প্রেম বিরহে যেমন এই গান শুনে একা কেদেছি তেমনি বন্ধুদের আড্ডায়ও কোরাসে গেয়েছি এই গান। এত বছর পরেও অবাক হয়ে ভাবি এই সুন্দর একটা গান কিভাবে এত আগে হয়েছিল। কই প্রযুক্তির উন্নতি তো আমাদের আর এমন গান দিল না। এখন তো কোন গান শুনে আর প্রেয়সীকে হারানোর বেদনা অনুভব করা যায় না।
@BappiChowdhury-z1i6 ай бұрын
হাজারো স্মৃতি এই গানের সাথে। কি হারালাম কি বা পেলাম নেই কোনো অভিযোগ। তবুও ভালো থাকুক প্রিয় মানুষ। যেখানে থাকুক.....!
@raselmahmudapple-hh8nr Жыл бұрын
আহ্ গান রে কলিজাটা ফেটে যায় আমার বুকে যে কষ্ট দিয়ে চলে গেছে আল্লাহ্ তার মঙ্গল করুক। ভালো থাকুক সে তার মত জানি আর কোনদিন পাবো না
@sirajrana55275 жыл бұрын
এত মিষ্টি সুরের গান যে বারবার শুনতে মন চায়।আমার পছন্দের এটি একটি উন্যতম গান।।
@tanvirahmedminar40636 жыл бұрын
Tarun bhai, you are such a wonderful musician! Hats off to you for such a wonderful piece! !
@Adobe21Animate Жыл бұрын
কটা গান এতটা সুন্দর কিভাবে হয়?? সেই ২০০৭ সাল থেকে গানটা শুনি, আজ ২০১৯.... তরুণ ভাই, আপনি এই গানটা দিয়ে চির অমর হয়ে থাকবেন।
@rahmanmoti10 ай бұрын
আমাকে কেন জোছনা দেখালি?...❤♪ এই মাঝরাতে গানটা শুনতে শুনতে জীবনে জোছনার আশা করছি। কী একটা অনুভূতি!!
@aklasbsl90643 жыл бұрын
স্বার্থপর আসলেই তুই অনেক বড় স্বার্থপর। তোকে না দেখলে জীবনে স্বার্থপর মানুষই চিনতাম না। অসংখ্য ধন্যবাদ স্বার্থপর মানুষ চেনানোর জন্য😢
@mdasadkhan6549 Жыл бұрын
valo basar manus ke sartho por bolte ney
@dutimukti4 жыл бұрын
হ্নদয় স্পর্শ করা একটি গান। ❤️ কতবার শুনেছি বলতে পারবোনা। গানটি যতই শুনি ততই ভালো লাগে।
@himaloyy Жыл бұрын
Every line of this song reminds me you. I don’t know why but I can't stop loving you and love this song. when you left me, those pain after many years is still aching my heart. পাথরের বুকে ফুল কেন ফোটালি? 🥺🖤
@ShahinAcc2 жыл бұрын
সত্যি বলছি অনেক কষ্ট আর আবেগ জড়ানো একটা গান। 😭😭😭
@kajolsutradhar9233 жыл бұрын
মনে আছে এখনো , পুরা একটা পূজার ৫ দিন কাটিয়ে দিয়েছি এই একটি গান শুনে I কি দিন ছিলো ! এমন গান আর কোনোদিন তৈরী করা সম্ভব না I
@shohandrive50433 жыл бұрын
আমার সেইম ভাই। ঈদের 3 দিন শুধু এই গান শুনে কাটিয়েছিলাম আহ কি দিন ছিলো।
@EnamulHoquemithu2 жыл бұрын
এক সময় এই গান গুলো শুনে নিজেকে স্বান্তনা দিতাম।এখন আর ঐ মানুষ টা নেই কিন্তু এই গানগুলো শুনলে এখনো পুরনো স্মৃতি গুলো হৃদয়ে দাগ কেটে দেয়।
@lamhasan49209 ай бұрын
ভালবাসা একটা অদ্ভুত অনুভুতি, মানুষ টা হারিয়ে গেলে সারাজীবন কষ্ট পেতে হয়। হারিয়ে যেতে দিওনা নতুন প্রজন্ম যারা ভালোবাসো
@sifataliprodhan21262 жыл бұрын
ধন্যবাদ তোমাকে, তুমি নেই বলেই এত সুন্দর গান শোনা হয়❤️
@RashedKhan-os9og Жыл бұрын
সত্যি সেই আমার পাথরের মত বুকে ভালোবাসা দিয়ে ফুল ফুটিয়ে ছিল, যখনই আমার বুকের ফুলটা দিন দিন পরিপূর্ণ হচ্ছিল তখন সেই স্বার্থপরের মত ধোকা দিয়ে চলে গেল 😢😢😢 আল্লাহ যা করে বান্ধান ভালোর জন্যই করে সেই চলে যাওয়াতে বুঝতে পারলাম সেই ছিল প্রকৃত পক্ষে ছলনাময়ী, আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি সুখে আছি।
@tareqsony37573 жыл бұрын
যাকে ভালোবেসে আসছি ১৬ বছর পর ১ মাসের জন্য হলেও সে আমাকে স্বপ্ন দেখিয়েছিল। কিন্ত আবার চলে গেছে। খুব প্রিয় এই গানটি এখন সবসময়ই শুনি।
@kimiyaakther27012 жыл бұрын
গানটা আসলে খুব সুন্দর যতবার সুনি ততই ভালো লাগে
@sajalbepari99478 ай бұрын
2024 সালেও গানটি শুনলে দশম শ্রেণির সেই প্রথম প্রেমের কথা মনে পরে যায়। আপনি এখন কতো সালে শুনছেন প্রিয় গানটি?
@RockyVai-xu4mq5 ай бұрын
2024 কে কে দেখতেছেন😢😢
@rajrozario527118 күн бұрын
2025
@faisal_moon472115 күн бұрын
২০০১ - ২০২৫
@zakirhossain42072 жыл бұрын
এত শুনি গানটা,,তবুও বিরক্ত আসেনা💔💔
@hosseinahmed4339 ай бұрын
২০১০ - ২০২৪ সাল ০৬-০৪-২০২৪ এখন ও শুনি তরুণ শিল্পী গানটি সেই পছন্দ পুরনো দিনের গান টি এভাবে গানটি যতই শুনি ততই পুরনো দিনের ২০১০ কুমিলা ইকোপার্ক কথা মনে পড়ে।
@Rashi892872 жыл бұрын
ভালোবেসে তাকে পেলাম না,ভালোবাসা হারানো,খুব কষ্টদায়ক,যে হারায় সেই একমাত্র বুঝে
@aljamanbipu2 жыл бұрын
যার যায় সেই বুঝে,হাড়ানোর যন্ত্রণা 😔
@yousufahmed52818 ай бұрын
ওপারের মানুষ গুলো জানতে চায় না যে তারা চলে গেলে এপরের মানুষটা কিভাবে বাঁচবে..... চলে যদি যাবি দূরে স্বার্থপর, আমাকে কেন জোছনা দেখালি
@TheNomanp2 жыл бұрын
2007 থেকে 2022 এখনো শুনি। আহা সেই ছোট বেলার কত কথা
@kawser-gx9nf2 жыл бұрын
না পাওয়া মানুষের আর্তচিৎকার হাসান ভাই,,😭😭
@shiblysadiquebadhon71927 жыл бұрын
This song just reveals the thought of my heart.........& I am really thankful to that person who sang this song with such feelings to execute it so well........
@rabiul9106 жыл бұрын
Sweet 90's Will never come back...... never never never
@edwardripon.2 жыл бұрын
Eai gaan ea 90 kothai pelen?
@nahidsohag4347 Жыл бұрын
সহমত
@mdkayes66853 жыл бұрын
জীবনের সাথে গানের কি মিল সার্থপর সার্থের কথা ভেবে আমাকে জোছনা দেখিয়ে বিদায় অন্য কারো জোছনা হয়ে গেছে
@ncsp20172 жыл бұрын
নিজের সাথে প্রতিটা ছন্দের মিল পাচ্ছি 🥺🥺
@shifatabid95143 жыл бұрын
গানটা ২০১৭ সালে খুব শুনতাম কারনটা ছিলো ভালো লাগতো তাই ২০২১ এ শুনি কারনটা হলো স্বার্থপর মানুষটা চেড়ে চলে গেছি
@sheikhjaberalmamun99355 жыл бұрын
Masterpiece, it's an evergreen song.
@mydestination78273 жыл бұрын
koto raat ghumanor age ei gaan sunechi ek somoy. aha! those nostalgic times of 2008-09. gone r the days that were so beautiful. miss those college days.
@md.soheldewan814 Жыл бұрын
যার নীল আকাশের জমিনে নীল বেদনারা আজও জমে, তার জন্যই কেবল এ অমর লিরিক।।
@hossananwar19167 жыл бұрын
আমি আগেও এই গানটা শুনতাম এখনো শুনি ধন্যবাদ তরুন ভাই কে
@MdAZAD-xf7zs2 жыл бұрын
আমার জাতীয় সংগীত, তরুন ভাই কে অনেক ধন্যবাদ
@A1PRODUCTION20246 жыл бұрын
সেরা
@mdasifsawdagor20086 жыл бұрын
the trap band ar gan ayta ...
@minhajulislammoon2988 Жыл бұрын
কোথায় হারিয়ে গেল প্রিয় ব্যান্ড ♥ The Trap ❤️
@mahbuburrahman90903 жыл бұрын
Undoubtedly The Trap created one of the best Bangla band Guitar Intro of all time in this song.
@momins-topic44706 жыл бұрын
অসাধারণ একটা গান , এরকম কম্পোজিশন খুব কম হয় আমাদের দেশে।
@abdullahal-mamun23985 жыл бұрын
হ বারে মামু।
@abdullahal-mamun23985 жыл бұрын
রেগুলার শুনি। তারপরও বিরক্ত আসে না।
@HabibAlamin-k3t Жыл бұрын
Valobashai bertho hoye onek e ei gan shune... Amio vhai bertho.... Icca hole ekta like diyen abr ashbo gan ta sunte... 😊💔
@msstranger2362 Жыл бұрын
❤❤❤❤❤❤
@MilonChakma-ky7wg9 ай бұрын
১০০ বছর পরে ও যদি কেউ এই গানটা শুনতে আসেন,তোমাদের রুচির প্রতি সম্মান রইল💝 🥀💔😅
@rahmanmoti10 ай бұрын
আমার জীবনের চরম একটা বাস্তবতার পর আমার বন্ধুর ছোটবোন আমাকে মানসিকভাবে অনেক সাপোর্ট দিয়েছিল। তার প্রতি আমার অনুভূতি হয়তো কাজ করতে শুরু করেছিল সেটা আদৌ ভালোবাসার পর্যায়ে গিয়েছিল জানি না। তাকে কিছু বলার জন্যও ভাবিনি তবে একটা অনুভূতি কাজ করত এটা বুঝতাম। তার কিছুদিন পরেই তার বিয়ে হয়ে যায় এখন দেশের বাইরে আছে। ভালো আছে। গানটা শুনতে শুনতে কেন জানি মনে পড়ল তার কথা।
@faisal_moon472115 күн бұрын
সেই ২০০১ থেকে আজ ও শুনি শুনবো হয়ত যত দিন শ্বাস চলবে, গানটা আমার মনের খোরাক জোগায়, তাই শুনি!! ❤❤ সবাই কে যারা গানটা শুনেন।
@adlofshakil19382 жыл бұрын
প্রায় দেড় বছরের রিলেশন ছিলো আমাদের। তারপর হঠাৎ একদিন সে চলে গেছে। যাওয়ার আগে প্রশ্ন করেছিল কি আছে তোমার ? কোনো উত্তর দিতে পারি নাই আমি সেদিন, কারণ আমার কিচ্ছু নাই বলার মতো। সবথেকে বেশি কষ্ট হচ্ছিল তখন, যখন সে বলেছিলো তোমার মতো কালো মানুষদের মন টাও কালোই হয়। আমি এটা শোনার পর আকাশ থেকে পড়ছিলাম। কারণ সেই একসময় বলতো গায়ের রং ম্যাটার করে না কোনো রিলেশনে। চিৎকার করে কান্না করছিলাম তখন আর বলছিলাম "চলে যদি যাবি দূরে স্বার্থপর আমাকে কেন জ্যোৎস্না দেখালি"💔😭
@MasiatBiva-km7dh Жыл бұрын
Nostalgic... Mon kharap ar song... Luv u...
@mahedisiplo84512 жыл бұрын
তরুণ ভাই এর গানটা আমার জীবনের ভালবাসার সময় গুলো গেথে আছে...আজও ভুলতে পারিনা প্রথম প্রেমের স্মৃতি। সামান্য একটা কথার কারণে আমার ৬ বছরের তিলেতিলে গড়া ভালবাসা সাথে ছলনা করে অন্যএর হাত ধরে চলে গেল।এখনো মনে পরে আমার....।
@Rongon502 жыл бұрын
😭
@RAJg31127 ай бұрын
পুরো শরীর কাঁটা দেবার মতো গান। 👌👌👌👌👌🥲🥲🥲
@thetargaryenwolf6043 жыл бұрын
এই গান টা যে আমার প্রথম ভালোবাসার মানুষকে কত বার নিজে গেয়ে শুনিয়েছি হিসাব নাই।যখনই গান শুনতে চাইতো এই গানটা না শুনালে ফোন রাখতো না।এই গানটা না শুনালে রাত শেষ হয়ে ভোর হয়ে গেলেও ফোন কাটতো না।
@remonahmed2 жыл бұрын
আহা ভালোবাসা
@ahwh65089 ай бұрын
এত সুন্দর গান অথচ লাইক অনেক কম .কিভাবে এত সুন্দর হয় একটি গান