আমি একজন ব্রাহ্মণ পুত্র,কিন্তু কোনোদিন সেভাবে নিজের ধর্ম টাকে জানতেই পারিনি, কিন্তু আমি নিজ হাতে মনসা পূজো করি ও নিজ হাতে বলি দান ও সম্পন্ন করেছি. কিন্তু কালী মায়ের প্রতি আমার আকর্ষন তীব্র. মাকে জানবার অনেক ইচ্ছে, শ্রী রামকৃষ্ণ কথাঅমৃতও শুনেছি কিন্তু মায়ের স্বরূপ ব্যখ্যা টা কোথাও পাইনি আপনার এই কালীতত্ত্ব নিয়ে ভিডিও দেখে এখন অনেক কিছুই জানছি. আসলে আমার জীবনে এমন অনেক কিছু ঘটেছে যা আমি ব্যখ্যা দিতে পারবোনা. শুধু এটুকু বলতে পারি আপনার মাধ্যমে যে টুকু জানতে পারছি তা আমায় মায়ের দিকে আরও গভীরভাবে টেনে নিয়ে যাচ্ছে. এই কালী তত্ত্ব নিয়ে আরও ভিডিও চাই.. দাদা.. নমস্কার.. ভগবান আপনার মঙ্গল করুক 🙏
@sharmilamukherjee2611 Жыл бұрын
সব মিলিয়ে সম্পূর্ণ ব্যাখা শুনে খুব ভালো লাগলো , আপনি অনেক চিন্তা এবং পড়াশোনা করে ধর্মের এতো বিস্তারিত তত্ত্ব আমাদের জানাচ্ছেন , অনেক ধন্যবাদ , আপনি সনাতন ধর্ম কে এগিয়ে নিয়ে যাচ্ছেন , আমরা সাথে আছি
@sutapadutta6020 Жыл бұрын
এতো মনোগ্রাহী আলোচনায় মন সমৃদ্ধ হয় অনেক ধন্যবাদ। সুতপা দত্ত । গোত্র অগ্নিবাৎসব
@satyajitbhattacharjee8468 Жыл бұрын
একটি আরো নুতন বিষয় জানতে পারলাম, সত্যি দাদা আপনি সমস্ত সমাজে যে সনাতন এবং সনাতনী দের মূল স্রোতে আলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই 🙏🙏
@subhasbera2791 Жыл бұрын
অতুলনীয় আলোচনার জন্য ধন্যবাদ। নমস্কার।
@satyajitbhattacharjee8468 Жыл бұрын
আপনার কালীতত্ত্ব দেখার পর নিজে নিজে যা অনুভূতি পয়েছি তা ভাষায় প্রকাশ করা কঠিন।।🙏🙏
@pradeepchatterjee5239 Жыл бұрын
আমাদের ধর্মের প্রচার ও প্রসারের দায়িত্ব আমাদের সবার। আপনার ঐকান্তিক প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।
@pranabmukherjee6830 Жыл бұрын
খুব ভালো। চালিয়ে যান। ভালো থাকুন ও সুস্থ থাকুন।
@palashdhar1007 Жыл бұрын
অসাধারণ বক্তব্য। পার্থ সারথী ধর পলাশ সিলেট বাংলাদেশ থেকে ❤❤❤❤❤❤❤
@susantachakraborti4870 Жыл бұрын
আপনার কথা ও ব্যাখ্যা অপূর্ব। ইতিমধ্যে সাবসক্রাইব ও করেছি। প্রচলন ও করি। সানডিল্য।
@amitbhattacharjee249 Жыл бұрын
জয় মা,অসাধারণ আলোচনা, খুব ভালো থাকুন মায়ের আশীর্বাদে, জয় সনাতন, অমিত ভট্টাচার্য সাণডিল্য গোত্র
@goutamkundu4218 Жыл бұрын
সত্যিই তো এগুলো এতদিন জানা ছিল না! যাক এখন জেনে ভালো লাগলো। আপনি ভালো থাকুন ধন্যবাদ।
@bipashachakraborty3995 Жыл бұрын
কত কিছু যে জানতে পারছি সেটা যত বলব ততই কম । ধন্যবাদ দাদা 🙏
@RudroKarmakar-if9tk Жыл бұрын
অনেক দিন হচ্ছে এই প্রশ্ন নিয়ে মনে উদয় হয়েছে কিন্তু সঠিক উওর পাইনি,,, আজ পেলাম ধন্যবাদ🙏🙏🙏🙏🙏
@udayangoswami5561 Жыл бұрын
অত্যন্ত যুক্তি grahy বিশ্লেষণ, এর সাথে pancho bhut এর বিশ্লেষণ টি এককথায় অসাধারণ, আপনি tatya কে চমতকার baykhya করলেন
@rekhapathak79 Жыл бұрын
ধন্যবাদ। শুভ কালীপূজা।
@sbcutyboy9671 Жыл бұрын
শুভ দীপাবলি দাদা নমস্কার আপনার কথার প্রত্যেকটা যুক্তি আছে।
@arkadeepsarkar19977 ай бұрын
দারুন। সত্যিই আমাদের নিজের ধর্ম নিয়ে অনেক অনেক কিছু শেখার আছে। জয় সনাতন ধর্ম ♥️
@SatrughnaPal-f8d Жыл бұрын
খুবই সুন্দর উপস্থাপনা, ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ।
মায়ের পায়ে জবা ফুল নিবেদনের দ্বারা আমরা আমাদের মন প্রাণ দিয়ে মায়ের শক্তির আরাধনা করি। মায়ের পায়ে নিজেকে সমর্পণ করি জবা ফুল নিনেদনের মাধ্যমে। অনেক ধন্যবাদ আপনাকে আর দীপাবলির শুভেচ্ছা রইল।
@mirachakrabarti6084 ай бұрын
Aame Mira chakrabarti chandernagore. Aamar gotro shandilyo.kano gotro jante chan Jane na.Aamar age pray 69.Aapmak pronam. Aapne khub sundar bolechhen .kintu aamar boyes hoyechhe abong asustho sab bhule Jay.Aapne maa kaali r je rup born yoga kore chhen ae ruper kaali ke kothao dekhte pao Jay.Ata aamar gigyaso.
@sanjibchakraborty390411 ай бұрын
খুব ভালো লাগছে , সনাতন ধর্মের জয় হোক।
@manishasaha9525 Жыл бұрын
khub sundar!
@SUDHAKARGHOSH-gx8ts6 ай бұрын
জয় মা কালী ❤❤❤🙏🙏🙏
@mohitoshmazumder213211 ай бұрын
Apurba, apnar explanation khubi sundar.
@sanchitanagagata5713 Жыл бұрын
আমার মন ভরেগেল।🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🔱
@VobesBasak-nd1sy Жыл бұрын
,🍓🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@thakurdas-u2l Жыл бұрын
Namaskar.good description. Joy ma. Joy dipabali.Shiba gotra.Thanks.😅😅😅😅❤❤❤
@NB.Bakshi Жыл бұрын
Joi! Maa. Prof. Normal Bakshi, Laksmipur, Bangladesh.
@subratakarmakar6607 Жыл бұрын
Osadharon bakkha, Monta vore galo
@amarkumarsingharoy6068 Жыл бұрын
সাধু সাধু । আজকের দিনে এই আলোচনায় অনেক কিছু জানতে পারলাম।
@pijushkantiadhikary-hh1vx Жыл бұрын
খুবই ভালো লাগলো। অনেক অনেক শুভকামনা। বাংলাদেশ দেশ থেকে বলছি।
জয় হোক এই সনাতন ধর্মের।আপনি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার নেবেন।
@swapankotal8983 Жыл бұрын
জয় মা কালী।
@bikashbhusandas337121 күн бұрын
খুব সুন্দর বিকাশ ভূষণ দাস, গোত্র ভরদ্বাজ,সভাপতি দুলিয়াজান কালিবাড়ী,ডিব্রুগড়, আসাম
@parinitakarmakar7233 Жыл бұрын
Excellent.
@SriSibaprosad Жыл бұрын
Many thanks!
@moudipa Жыл бұрын
দাদাঅনেক।কিছুজানতেপারলাম
@ديبوالبنقالي Жыл бұрын
দাদা কেমন আছেন জয় মা কালী
@RatnadityaDutta Жыл бұрын
❤ খুব সুন্দর বক্তব্য মন ছুঁয়ে গেল
@Mr.skd456 Жыл бұрын
দাদা প্রথমেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।বলছি যে কোন গ্রন্থ থেকে প্রমাণ গুলো দেন সেটা বলে দিলে ভালো হয়।কারণ আমরা যখন কাউকে বলবো তখন বলতে পারবো যে ঐ গ্রন্থটি দেখে নেবেন সেখানে কথা গুলো আছে।এই কথাটা বললাম কারণ অনেকেই প্রমাণ চায়।