দারুন, অপূর্ব এবং প্রামাণ্য ব্যখ্যা একেবারে দলিল সহ, আমি 65 বছর বয়সে আগে এসব শুনিনি, আশা করি অনেকেই শোনেননি, একজন প্রকৃত পন্ডিত হবার সব উপকরণ ই তোমার মধ্যে বর্তমান, পরমেশ্বর অনেক দূর তোমায় নিয়ে যান।
@SriSibaprosad2 жыл бұрын
আপনাদের আশীর্বাদ কাম্য
@themasteradditiongaming84612 жыл бұрын
দাদা, আপনি ভগবানকে চিনলেও পরম ঈশ্বরকে চিনেননি? ভগবান শব্দের ইংরেজি Lord, যেমন Lord brohma, Lord Bishnu, Lord Shiva! আর পরম ঈশ্বর শব্দের অর্থ God, G= Generator (সৃস্টি), O= Operator (স্থিতি বা পালন), D= Destroyer (প্রলয়)! অর্থাৎ ওঁম কার পরাক্রমশালী মহামায়া আদ্যশক্তি, তিনিই পরম ঈশ্বর? মুসলমানেরা তাদের প্রভুকে আল্লাহ বলে ডাকে কিন্তু একবারও গুগলের Wikipedia তে পড়ে দেখেছেন, তাদের আল্লাহ প্রকৃত অর্থে কে? মোহাম্মদের পিতার নাম ছিলো আব্দুল্লাহ অর্থাৎ মোহাম্মদের জন্মের আগেই হাজারো বছর আগে, আল্লাহ নামটি প্রচলিত ছিলো! তখন কাবা ঘরে ৩৩০টি দেব দেবীর মূর্তি ছিলো এবং তাদের আরাধ্য দেবী ছিলো লাদ, উর্জা এবং মান্নাত? এর মধ্যে উর্জা ছিলো, প্রধান আরাধ্য দেবী, যাকে সে সময়ের আরবীয় খৃস্টান, ইহুদি এবং সনাতনীরা আল্লাহ বলে ডাকতো? উর্জা শব্দের অর্থ উজালা অর্থাৎ আলো, আরবীতে নুর! যিঁনি ছিলেন ত্রিনয়না এবং দশহাত বিশিষ্ট প্রধান আরাধ্য দেবী এবং তাঁর বাহন ছিলো সিংহাসন! আর লাদ ছিলো জ্ঞানের দেবী এবং মান্নাত ছিলো অর্থ, সম্পদের দেবী? ঠিক একই সময়ে ইউরোপে আরাধোনা করা হতো ইথেনা, আফ্রিদীতি ও আনাকার এবং ভারতবর্ষের আসাম, পশ্চিমবঙ্গ এবং উরিষ্যায় আরাধনা করা হতো সরস্বতি, দূর্গা এবং লক্ষীর? অর্থাৎ পৃথিবীর তিনটি গুরুত্বপূর্ণ স্থানে, একই সেট আপে এবং একই ধ্যান ধারণায়, আফ্রিদীতি, উর্জা এবং দূর্গাকে পরম ঈশ্বর হিসেবে পূজা করা হতো! সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মোহাম্মদের দাদা এবং পিতা আব্দুল্লাহও দেবী উর্জাকে আল্লাহ নামে পূজা করতো? শুধু তাই নয়, মোহাম্মদ মিরাজে আল্লাহর সাথে দেখা করে এসে যখন বলেন, আমি আল্লাহর সাথে দেখা করে এসেছি, তখন সবাই বলেন, তুমি কি সেই উর্জার কথা বলছো, যাকে আমরা আল্লাহ বলে ডাকি? মোহাম্মদ বললেন, হ্যা আমি সেই উর্জার কথা বলছি, যাকে তোমরা আল্লাহ বলে ডাকো! মজার বিষয় হচ্ছে, মুহাম্মদ কিন্তু একবারো বলেননি, তোমরা যে উর্জাকে আল্লাহ বলে ডাকছো সে একজন পরাক্রমশালী নারী কিন্তু আমার আল্লাহ একজন পরাক্রমশালী পুরুষ! সুতরাং তোমরা তাঁকে আল্লাহ বলে ডেকোনা, বরং রব, রাব্বি অথবা ইলাহ বলে ডাকো? আরো মজার বিষয় হচ্ছে, স্বয়ং আল্লাহ পবিত্র কুরআনে নিজেকে আল্লাহ নামে পরিচয় দিয়েছেন! অর্থাৎ আল্লাহও বলেননি ইহুদী, খৃস্টান এবং সনাতনীরা দেবী উর্জাকে আল্লাহ বলে ডাকে, কিন্তু আমি দেবী উর্জা নই, তাই আমি নিজেকে তোমাদের প্রভু হিসেবে আল্লাহ নামে নয়, ইলাহ নামে পরিচয় দিচ্ছি? সুতরাং তোমরা আমাকে আল্লাহ নামে নয়, ইলাহ নামে ডাকো! এখন আল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ শব্দটি এসেছে, ওঁম থেকে! ওঁম থেকে আলিফ, লাম, মীম এবং আলিফ, লাম, মীম থেকে আল্লাহ শব্দের উৎপত্তি হয়েছে? ওঁম এর "চন্দ্রবিন্দু" সংস্কৃততে আকার এর সংক্ষিপ্ত রুপ, "ও" লয় অর্থাৎ লকার এর সংক্ষিপ্ত রুপ এবং ওঁম এর পুটলি মকার এর সংক্ষিপ্ত রুপ! সুতরাং ওঁম এর অর্থ যেমন সৃষ্টি, স্থিতি এবং প্রলয় ঠিক তেমন আলিফ লাম মীম এর অর্থ সৃষ্টি, স্থিতি এবং প্রলয়? এবং আল্লাহ শব্দের অর্থ সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের পরম ঈশ্বর! সুতরাং ওঁম কার পরাক্রমশালী মহামায়া আদ্যশক্তি আর দেবী উর্জা এবং আল্লাহর মাঝে কোনো পার্থক্য নেই? মোহাম্মদ, বেদের এক এবং অদ্বিতীয়া প্রতিমা বিহীন পরম ঈশ্বরের প্রতিষ্ঠা করে গেছেন! সুতরাং মুসলমানেরাই সঠিক পথে আছে? বরং সনাতনীরাই বেদের এক ও অদ্বিতীয়া পরম ঈশ্বর, ওঁমকার পরক্রমশালী মহামায়া আদ্যশক্তিকে বাদ দিয়ে, নিকৃষ্ট এবং অপবিত্র লিংগের পূজো করছে? সুতরাং আমার সাথে বলুন, জয় পরম ঈশ্বর ওঁমকার মহামায়া আদ্যশক্তি! আর এসব লিংগের পূজো বাদ দিয়ে, পরম ঈশ্বর ওঁমকার মহামায়া দেবী দূর্গা এবং কালীর উপাসনা করুন আর দেখুন ভাগ্য কিভাবে খুলে! কিছুদিন আগেই নরেন্দ্র মোদী বলেছেন, মাকালী ভারতকে বাঁচাবে?জ্ঞানী ব্যক্তির জ্ঞানী কথা! তিঁনি একবারও বলেননি, শ্রি রাম, শ্রি কৃষ্ণ কিংবা মহাদেব বাঁচাবে? কারন তিঁনি পরম ঈশ্বরকে চিনেন, আপনিও চিনুন এবং স্বর্গ লাভ করুন!
@bluepath42452 жыл бұрын
@@themasteradditiongaming8461 ওরে জিহাদি তোর মাদ্রাসায় গিয়ে এসব ভাট বকিস। আল তাকিয়া কম কর।
@chandanadhikari85892 жыл бұрын
অদিতির পুত্ররা আদিত্য। দিতির পুত্ররা নয়
@chandanadhikari85892 жыл бұрын
বাহঃ খুব সুন্দর ব্যাক্ষাটা লাগলো।
@Vedic_Religion1082 жыл бұрын
Just fantastic !! খুব সুন্দর দলিল ভিত্তিক আলোচনা আনেক কিছু জানলাম ৷
@tanzilislam13692 жыл бұрын
আপনার কথা শুনে খুব ভালো লাগলো। আমি এই তেত্রিশ "কোটি" দেবতা সম্পর্কে সুস্পস্ট ধারনা পেলাম । আসলেই জানার কোন শেষ নাই।
@SriSibaprosad2 жыл бұрын
ভালোবাসা নেবেন ভাই
@kalyandas17782 жыл бұрын
সম্পূর্ণ সঠিক তথ্য। অসংখ্য ধন্যবাদ। আপনাকে প্রনিপাত।
@sudhirsarkar81042 жыл бұрын
খুব সুন্দর আলোচনা করেছেন ৷ পরিস্কারভাবে ৩৩ কোটি দেবতা সর্ম্পকে জানতে পরলাম ৷
@simplelife31402 жыл бұрын
আপনার মতই এই অসাধারণ শাস্ত্রজ্ঞ পন্ডিত হিন্দু সনাতনীদের খুবই দরকার।
@purbayanpalit36902 жыл бұрын
Ekdomi
@MamuBagna-lc3rg7 ай бұрын
Devta ke Banai se
@MamuBagna-lc3rg7 ай бұрын
Devta ke Banai se
@MamuBagna-lc3rg7 ай бұрын
hindu dharm iblish Shaitan iblished Shaitan Bhagwan
@debabratajasu12Ай бұрын
সঠিক
@manojkdutto73682 жыл бұрын
অসাধারণ বিশ্লেষণ। ঋদ্ধ করেছেন আমার জ্ঞান ভান্ডারকে। ধন্যবাদ।
@subratamanna42432 жыл бұрын
জাগো, হিন্দু সমাজ জাগো। অতুলনীয় ব্যাখ্যা।
@sukhenmajhi52192 жыл бұрын
সত্য কথা ঈশ্বর আপনার মঙ্গল করুক
@soumenporel98692 жыл бұрын
জয় মহাকাল
@asokekumarchanda9031 Жыл бұрын
খুব সুন্দর, আপনাকে ধন্যবাদ।
@mukunsarkar3143 Жыл бұрын
আমি এক আধটু গীতা ভাগবত কিঞ্চিৎ চর্চা করি। কিন্তু তাতে তো এ সব কথা নেই।যা বলেছেন ভালোই লাগলো। এমন অজানা তথ্য জানানো র জন্য অনেক ধন্যবাদ আপনাকে উৎসাহিত করতে। সনাতন ধর্মের জয় হোক। রাধে রাধে। মদনমোহন দাস শিয়ালদা।।
@Surajit202422 жыл бұрын
Apni onek agiye jan ... Brother rahul hossain & dr. Jakir nayek er opobakkhar jobab dite hobe👍🏻
@sadhanahalder66292 жыл бұрын
অসাধারণ আপনার কথাগুলো তেত্রিশ কোটি শব্দের মানে জানলাম খুব ভালো লাগলো
@goutamdutta62762 жыл бұрын
দারুন দারুন, আগে শুনেছি কিন্তু আপনার ব্যাখ্যায় পরিষ্কার হলো।👌🏻👌🏻
@krishnaroy40812 жыл бұрын
সনাতনী জাগরনিতে আপনি এক জন গুরুত্বপূর্ণ প্রচারক। তথ্য সমৃদ্ধ ব্যাখ্যার জন্য অশেষ ধন্যবাদ। ভগবান মঙ্গল করুন।
@SriSibaprosad2 жыл бұрын
🙏🌷
@srejansarkerantor748 Жыл бұрын
অসম্ভব সুন্দর তথ্য। মন চায় আরও শুনি।
@SriSibaprosad Жыл бұрын
প্রণাম
@futurenirman50882 жыл бұрын
দাদা ভগবান আপনাকে দীর্ঘ জীবি করুন ।
@sunilchatterjee99972 жыл бұрын
ভিডিও টি খুব ভালো লাগলো এবং যা এতদিন অস্পষ্টতার সংগে মিশে ছিল আজ পরিষ্কার হলো। ধন্যবাদ।
@debasishmukherjee38352 жыл бұрын
অসাধারণ ব্যাখ্যা। আপনার এই ভাবে উপস্থাপনা র জন্য অসংখ্য ধন্যবাদ। ভগবান আপনার মঙ্গল করুন এই ঈশ্বরের কাছে কায় মনবাক্যে প্রার্থনা করি।
@jutandeb28792 жыл бұрын
🙏ধর্মের এই জ্ঞান অবশ্যই সনাতন ধর্মাবলম্বীদের জানা উচিৎ। তথ্য প্রমানসহ অসাধারণ উপস্থাপনা🙏
@Prodyut-g5x Жыл бұрын
খুব খুবই সুন্দর যুক্তিপূর্ণ ব্যাখ্যা, আপনাকে অসংখ্যবার প্রণাম। 🙏🙏🙏🙏🙏🙏
@goldisold36122 жыл бұрын
অসাধারণ, অতুলনীয় আপনার ব্যাখ্যা।।স্মৃতি তে ধরে রাখার ক্ষমতা নেই,কিন্তু পরম শান্তি অনুভূত হচ্ছে।।
@SriSibaprosad2 жыл бұрын
প্রণাম
@amithkumar1386 Жыл бұрын
হরে কৃষ্ণ
@ratonroy68142 жыл бұрын
খুব খুব উপকৃত হলাম। অনেক দিন থেকেই এই কোটি অর্থ টি জানার ইচ্ছা ছিল যা আজ পূর্ণতা পেল। আমি ভাবতাম যে এতো দেব দেবী তো থাকার কথা না। ধন্যবাদ
@SriSibaprosad2 жыл бұрын
🙏🙏🙏
@tapaskumarchattopadhyay84442 жыл бұрын
অপূর্ব,আরো জানতে ইচ্ছে করে। নমস্কার নেবেন।
@worldpowerbd2 ай бұрын
হরে কৃষ্ণ খুব ভালো লাগলো ❤❤❤ ওঁর নমঃ শিবায়ঃ❤❤❤
@chotoarinjoy1290 Жыл бұрын
অসংখ্যা ধন্যবাদ আপনাকে ।এতো সুন্দর বাখ্যা দেওয়ার জন্য ।
@rockstardas44882 жыл бұрын
দারুন। দারুন। আন্তরিক ধন্যবাদ আপনাকে❤️
@rajaachaya6354 Жыл бұрын
নমস্কার , আপনার প্রচেষ্টাকে সাধুবাদ জানাই , সনাতন ধর্মের গুরুগম্ভীর বিষয়গুলোকে এত সহজ-সরলভাবে সাধারণের বোধগম্য করে তোলার জন্য অনেক ধন্যবাদ আপনাকে । ঈশ্বর আপনার মঙ্গল করুন জয় শ্রী কৃষ্ণ ।
@simplelife31402 жыл бұрын
অসাধারণ অসাধারণ অসাধারণ এক কথায় অনবদ্য অসাধারণ, অনেক সময় আমাদেরও মনে অনেক প্রশ্ন জাগে যে ৩৩ কোটি মানে কি? কি বোঝাতে চাইছে? কিন্তু সেই ভাবে কারোর কাছ থেকেই কোন সঠিক জবাব কখনোই পাইনি , আপনার এই ভিডিওটা এত ভাল হয়েছে ,এত অভূতপূর্ব উপস্থাপনা, যেটা আগে কখনো দেখিনি
@gourangamukherjee53162 жыл бұрын
অত্যন্ত প্রাঞ্জল এবং একই সঙ্গে সুললিত ব্যাখ্যা। বিশ্লেষণে সরসতা এবং প্রজ্ঞার দ্বৈত অবস্থান অপূর্ব!
@Om-pn4nf2 жыл бұрын
খুব ভালো লাগলো।এত সুন্দর করে বোঝানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাই।🙏🙏
@Rashidun3132 жыл бұрын
এরকম ব্যাখ্যা এর আগে শুনিনি। তবে এটা শুনেছি যে সৃষ্টিকর্তা এক এবং দ্বিতীয় কেউ নেই।
@হৃদয়েরভাষা-ড২হ2 жыл бұрын
প্রামানিক ব্যাক্ষা সহযোগে আলোচনা শুনে ভ্রান্তি নাশ হলো,,,,,, সনাতনী গন বিভ্রান্ত, তাদের এই অবস্থা থেকে উত্তরণের জন্য আপনার প্রচেষ্টাকে জানাই হার্দিক অভিনন্দন 🙏🏻,,,,,
আপনার মতো পন্ডিত যেন , প্রতিটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করে , তবেই হিন্দু বা সনাতনীদের চেতনা জাগ্রত হবে…/
@SriSibaprosad2 жыл бұрын
🙏🙏🙏
@joydebdas60372 жыл бұрын
উনার এই জ্ঞান আর মাধুর্য সত্যি তুলনা হীন। কিন্তু ভারত মাতার বীর সন্তানের ওর প্রয়োজন আছে। রানাপ্রতাপ। স্বামী জী। শিবাজী মাতা দূগ্গা রূপী কন্যা রানী ঝানসি ও দরকার আছে।
@darthvader6110 Жыл бұрын
ভাই কষ্ট পাবেন না কিন্তু এই দেব দেবি আপনাদের না। এই ৩৩ প্রকার দেব দেবি আর্য দের দেব দেবী। আপনি ত শুদ্র( মুলনিবাসি ভারতিয়)। বহিরাগত আরিয়ান দের দেব দেবী কে মানবেন কেন? আপনি কি জানেন না যে আপনাদের বেদ ধরার অনুমতি নেই? ভেদ ধরা ত দুরের কথা বেদের বানী শুনলে কানে গলিত শিশা ঢেলে দেওয়ার আদেশ ছিল। আপনাদের ছায়া ব্রাম্মন দের উপর পড়লে তারা অপবিত্র হয়ে যেত। পূর্ব পুরুষ দের ইতিহাস জানুন তাহলে আর বহিরাগত মধ্য এশিয়া থেকে আগত আরিয়ান দের দেব দেবী কে মানবেন না। আর যদি ইতিহাস জেনেও ভং ধরেন তাহলে আর কিছু বলার নেই। আর একটা কথা শুদ্র রা কোন সময় আরিয়ান সমাজ বা বৈদিক সমাজের অংশ ছিল না। আরিয়ান রা আসার আগে ভারতের মুলনিবাসি রা শিব, পারবতি, কালি, লক্ষি, কার্ত্তিক, গনেশের পুজা করত। তাই তাদের নাম আপনি বেদে খুজে পাবেন না। বেদের দেব দেবী দের সাথে মুলনিবাসি দেব দেবীর কোন মিল নেই
@srititusorkra6 ай бұрын
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ❤❤❤❤❤
@mousumidhibar64207 ай бұрын
অসাধারণ লাগলো, আপনাকে প্রোনাম দাদা🙏🙏
@sumona4655 Жыл бұрын
Hare Krishna 🙏 love from bangladesh 💕🇧🇩
@amitakshardas76982 жыл бұрын
খুব ভালো লাগছে। আপনি সঠিক তথ্য মানুষের সামনে তুলে ধরছেন।যদিও আমি আগে থেকেই জানতাম এই বিষয়ে তবুও আপনার প্রচেষ্টা অনবদ্য...
@SriSibaprosad2 жыл бұрын
🙏🙏🙏
@joychandmondal76662 жыл бұрын
সহস্র দনডবত, খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম। আরও জানতে চাই।
@harakrishnahararama26212 жыл бұрын
অনেক অজানা কে জানতে পারলাম ভগবান আপনার মঙ্গল করুন ধর্মে কর্মে আরো এগিয়ে চলুন । আপনি এভাবেই ভগবানের নাম গুন কীর্তন করে এগিয়ে চলুন। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে
সোনতনী বলতে গর্ববোধ করি কিন্তু এই সোনতনীদের কিছু অংশকে দাবিয়ে রাখার জন্য আমি খুব দুঃখিত।ঐ জন্য আমরা আজও পিছিয়ে পড়ে আছি। জাতপাত এর জন্য বেশি বেশি দায়ী। ভারতে যতখন এই জাতপাত শেষ না হবে ততদিন পর্যন্ত শান্তি আসবে না না না 😂😂😂😂😂😂 আমি রাজস্থান থেকে, মিলন কুমার বিশ্বাস
@Gkr6912 жыл бұрын
অতি অপূর্ব, অসাধারণ, অমায়িক এবং অত্যন্ত সাবলীল ব্যাখ্যা যা পূর্বে আমার জ্ঞান এর পরিধিতে অনুপস্থিত ছিল। অনেক ধন্যবাদ।
@SriSibaprosad2 жыл бұрын
🙏🙏🙏
@subirbhattacharjee94702 ай бұрын
নমস্কার, অতীব মনোমুগ্ধকর এবং শাস্ত্রীয় ব্যাখ্যা। অশেষ শুভকামনা, ধন্যবাদ।
@Shyemoldas159 ай бұрын
Kub vlo laglo,Harekrishno 🥰🙏❤️
@nondonbormon77512 жыл бұрын
হরিবোল প্রণাম আপনাকে 👏 খুব ভাল লাগলো
@rajasresarkar50232 жыл бұрын
অল্প কিছু কিছু বুঝতে পারলাম। ধন্যবাদ🙏
@kamalkrisnabar62132 жыл бұрын
অজ্ঞানতার অন্ধকার দুরিকরণের ব্যাখ্যা। সুন্দর, অতি সুন্দর 💛
@kpbiswas32382 жыл бұрын
অপূর্ব অদ্ভুত সুন্দর কথা বলেছেন নমস্কার জানাই আপনাকে
@dwijapadamajee6982 жыл бұрын
খুব সুন্দর। ভালো লাগল।
@sujatadas9685 Жыл бұрын
Khub valo lagloo .. Ami sobai k share korlam
@SriSibaprosad Жыл бұрын
Thank you
@AyonMallick42 жыл бұрын
Hare Krishna Radhe Radhe
@nabadwipspecialeducationspeech2 жыл бұрын
অপূর্ব ব্যাখ্যা এবং একদম সঠিক ব্যাখ্যা।
@9713817442 жыл бұрын
খুব সুন্দর ব্যাখ্যা। এটা অনেককে বলেও বোঝাতে পারিনা। আপনার শ্লোকের উৎস জেনে খুবই উপকৃত হলাম। অনেক ধন্যবাদ।
@rumachakrabortty9995 Жыл бұрын
অপূর্ব লাগলো. অনেক কিছু জানতে পারলাম. ধন্যবাদ.
@gurushivpranav77722 жыл бұрын
Wow Nice Many more such knowledge will b mostly welcomed.
@SagnikBhunia-h1b2 ай бұрын
Jay Ma Durga... Ma go tomar chorane koti koti pranam.....
@kanchankarmakar20442 жыл бұрын
আপনার বাচনভঙ্গী যথেষ্ট মনোগ্রাহী। আপনার কথাতেই আপনার সংস্কৃতি ও জ্ঞানের সীমা কিছুটা উপলব্ধি করা যায়। 🙏
@SriSibaprosad2 жыл бұрын
আমার প্রণাম নেবেন
@biddyutkanti14782 жыл бұрын
অনেক সুন্দর। ভালো লাগলো। এখন কিছু বলা জাবে।
@jalpaiguriviralkakuprakash98862 жыл бұрын
দারুন দারুন খুব সুন্দর, আজকে বুঝতে পারলাম আমাদের কোটির দেবতার নাম
@girindrachandraghosh69252 жыл бұрын
খুব সুন্দর। সঠিক তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ।
@Namo_media11 ай бұрын
অসাধারণ দাদা
@যোগেন্দ্রদেব2 ай бұрын
অতি সঠিক সিদ্ধান্ত এবং সুন্দর আলোচনা করেছেন আপনাকে নমস্কার জয় গৌর ভক্তবৃন্দ
@abhijitchatterjee15072 жыл бұрын
বিশেষ ভাবে অজ্ঞ ছিলাম, আপনার কাছে এই ধরনের আলোচনা শুনে আমার জ্ঞান অনেকখানি বেড়ে গিয়েছে, আপনার কাছে এই ধরনের অনেক ধার্মিক আলোচনা আরও আশা করছি। প্রণাম জানাই আপনাকে।
@samirsutar97182 жыл бұрын
নমস্কার, সত্যি আজ একটা অজ্ঞাত বিষয় জ্ঞাত হলাম। জয় শ্রী রাধে।
@mrinalkundu56782 жыл бұрын
প্রাঞ্জল , পরিষ্কার আলোচনা। প্রণাম 🙏
@rajibdas11892 жыл бұрын
এক কথায় অসাধারণ ব্যাখ্যা।
@mithunshil9582 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏💕🙏❣️🙏🙏 hare Krishna.. . ৷ ধন্যবাদ৷ দাদা৷
@amitmondal75832 жыл бұрын
অসাধারণ দাদা আপনার যুক্তি🙏🙏🙏🙏
@barunbag1708Ай бұрын
জানি জানার কোন শেষ নাই, সেই জন্যই এই ধরনের ভিডিও গুলো দেখে জানার চেষ্টা করে যায়। অসংখ্য ধন্যবাদ দাদা।
@mousumirpaakshala95662 жыл бұрын
এত প্রাসঙ্গিক বিশ্লেষণ এর আগে আমি কখনো ধন্যবাদ দাদা আরো কিছু জানার অপেক্ষায় রইলাম
@joyantabanik92672 жыл бұрын
আপনার মত একজন বিচক্ষন পন্ডিতের মাধ্যমে এই ৩৩ কোটি অর্থাৎ ৩৩ প্রকার দেবের বিস্তারিত ব্যাখ্যা জানতে পেরে আমি ধন্য হলাম। আপনার দীর্ঘ জীবন কামনা করি ভগবানের কাছে।
আমি ছোট বেলা শুনেছি 76 বৎসর পর আবার শুনলাম আপনাকে ধন্যবাদ
@SriSibaprosad2 жыл бұрын
🙏🙏🙏
@onimesbaray88412 жыл бұрын
দাদা আমি খুশি কারন আগে আমি জানতাম ৩৩ কোটি তো অনেক আর এখন থেকে জানতে পারলাম ৩৩ প্রকার।ধন্যবাদ আপনাকে দাদা, হরে কৃষ্ণ।
@rajibgoswami93372 жыл бұрын
Onek Valo laglo.
@somanandigrami57682 жыл бұрын
Somriddho holam bhai.bhalo theko.😊
@anupamsarkar58552 жыл бұрын
অসাধারণ ❤️🙏🙏🙏🙏
@alokemukherjee89732 жыл бұрын
খুব ভালো লাগলো।
@NoyonPanday8 ай бұрын
সত্য কথা সকলকে জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। আশাকরি এভাবে মানুষের ভুল ভেঙ্গে দিয়ে প্রকৃত বা বাস্তবতা তুলে ধরে সমাজকে অন্ধ বিশ্বাস থেকে মুক্ত করবেন। গৌরাঙ্গ পান্ডে- বাংলাদেশ।