সুইডেনে পেলাম কলকাতা থেকে কমদামে পদ্মার ইলিশ;এই প্রথম বার পাওয়া গেল খাসির মাংস,কেমন তার দাম?

  Рет қаралды 101,933

Bong in Sweden (বং ইন সুইডেন)

Bong in Sweden (বং ইন সুইডেন)

Күн бұрын

Пікірлер: 837
@ashokbhowmik3607
@ashokbhowmik3607 8 ай бұрын
আধুনিক যুগে বাংলার ঝাঁটা আর শিল নোড়া বিদেশে পাওয়া যাচ্ছে এটাই বিশাল ব্যাপার! আর পদ্মার ইলিশ! আহা! খুব ভালো লাগলো ব্লগটা।
@mausumidasgupta5316
@mausumidasgupta5316 8 ай бұрын
Sotti e bhaba jai na. Jio Bangali...joy Bangla bollam na.
@mousumidutta1588
@mousumidutta1588 8 ай бұрын
Ilish mach ta dekhtey kintu khub valo laglo..kintu tumi doi r sorshey eksathey diley .sorseh r sathey ilish alada matra aney.
@mousumidutta1588
@mousumidutta1588 8 ай бұрын
Eaki boley bagali ..bidesh ilsh vaba jai ..
@supriyasanyal3020
@supriyasanyal3020 8 ай бұрын
Valo ilish machh to akhon sob bideshi chole Jay suni...
@moubhattacharyya1141
@moubhattacharyya1141 8 ай бұрын
Bangladesh theke sobkichhui Europe e aashe.
@varisha...
@varisha... 8 ай бұрын
আজকের ভ্লগে তোমাদের বাজার করতে দেখে প্রথমেই যেটা মনে হলো.....যিনি ওখানে ওই দোকানটি খুলেছেন তিনি অসাধারণ উদ্যোগী একজন মানুষ....কত জিনিসের সম্ভার।এই সব জিনিসপত্র তো নিশ্চয়ই ওখানে আমদানি করতে হয়ে.... সত্যিই খুবই পরিশ্রমী ব্যাক্তি উনি। মৈনাক কে বলছি.... এটা বাংলাদেশের মানুষরাই পারে.... এটা মানতেই হবে। দারুণ সুন্দরভাবে মাছের রান্না করলে..... সত্যিই ওই দেশে এত সুন্দর করে নিজেদের দৈনন্দিন জীবনে ব্যবহার্য ও প্রয়োজনীয় সব কিছুতেই নিজেদের শিকড়কে যে ভাবে ধরে রেখেছো.....দেখে সত্যিই অবাক হতে হয়। এটা কিন্তু তোমাদের নিজেদের কৃতিত্বের স্বাক্ষর। খুব ভালো এবং সুস্থ থেকো তোমরা সকলে। অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো তোমাদের সকলের জন্য.... মিভানের জন্য কিঞ্চিত বেশি পরিমাণে..... ❤❤❤❤❤❤
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
হ্যাঁ কাকলী দি, ইউরোপে বাংলাদেশী মানুষ জনের খুব ভালো দোকান অনেক পাওয়া যায়,খুব সুন্দর কমেন্ট করলে তুমি,ভালো থেকো
@jhumahalder5632
@jhumahalder5632 5 ай бұрын
সত্যিই সব কিছু ই খুব ভালো লাগে❤❤
@soumitadasgupta8084
@soumitadasgupta8084 4 ай бұрын
Khub bhalo lage tomar video gulo.ki sundor market.Ilish mach toh darun.khub bhalo thako
@sumitadey7575
@sumitadey7575 8 ай бұрын
কত সুন্দর তোমাদের বাড়ির সামনেই ফুলে ভরা প্রকৃতি-সবুজে রাঙা। আমি মুগ্ধ হয়ে দেখছিলাম শুধু। হেঁসেলের জিনিসপত্র দেখে খুব খুশি হলুম। আর টক ঝাল মিষ্টি মাখানো আমার ভীষণ আদরের মাণিকজোড়ের খুনসুটিতে অনেকখানি টাটকা হয়ে গেলাম। আগামীকাল তেরো তারিখ-দুর্গাপুরে ভোট। মনপ্রাণ দিয়ে চাই জালি সরকার নিপাত যাক। এ বঙ্গে আর বাস করা যাবে না এই চোরগুলো থাকলে এটা আমার ব্যক্তিগত মত।
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
সুমিতা দি,আশা করি ভালো মত ভোট দিয়েছো,এই নিয়ে মৈনাকের সাথে ফোন করে কথা বলো,লাইসেন্স এর পরীক্ষা হয়ে যাক,এখানে ওর মতামত লেখা যাবেনা😁
@archanamukherjee7743
@archanamukherjee7743 7 ай бұрын
খুবই ভালো লাগলো ভিডিওটি রান্না গুলো দারুণ পারিবারিক গল্প অ তুলনীয় ভালো থেকো ভগবান তোমাদের মংগল করুন আরো উন্নতি করো।হরেকৃষ্ণ ।
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
আমাদের প্রণাম নিও তুমি অর্চনা দি,হরে কৃষ্ণ
@mousumychakravarty7374
@mousumychakravarty7374 8 ай бұрын
Excellent video Chandrima!but as a senior person I can only suggest you that don't fry d Ilish ,just saute for a minute and add d paste,it tastes much much better,fish remains soft and juicy.Please don't feel bad as giving you unwanted suggestions ❤❤
@mausumidasgupta5316
@mausumidasgupta5316 8 ай бұрын
Amar o ak e mot.
@aparnadey325
@aparnadey325 8 ай бұрын
দারুন দারুন ❤️❤️❤️দেখেও ভালো লাগছে। ইলিশ মাছ টা দেখে খুব ভালো লাগলো।
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
অপর্ণা দি,আমি ব্যস্ত ছিলাম,উত্তর দিতে পারিনি,কিছু মনে করোনা প্লিজ, অসংখ্য ধন্যবাদ তোমায়
@sudakshinamitra878
@sudakshinamitra878 8 ай бұрын
Darun laglo
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
ভালো থেকো তুমি সুদোক্ষিণা দি
@fb4374
@fb4374 4 ай бұрын
Very enterprising businessman
@MitaDas-g9y
@MitaDas-g9y 7 ай бұрын
mainaker ইলিশ ভাজা দেখে simple নস্টালজিক মতামত খুব ভালো লেগেছে। তোমার ইলিশ রান্নাটা দেখতে দারুন হয়েছে । তোমাদেরকে আমার খুব ভালো লাগে।
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
খুব ভালো থেকো তুমি মিতা দি,আন্তর্জাতিক মাতৃ দিবসের শুভেচ্ছা জানাই তোমায়
@bandhusundor.
@bandhusundor. 8 ай бұрын
Khub sundor laglo video ilish ranna Tao vhalo laglo ❤❤
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
তোমার ভালো লাগলেই আমি খুশি দিদি
@monalisasamui2878
@monalisasamui2878 8 ай бұрын
Bes valo hoyechhe elish ranna
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
ভালো থেকো তুমি মোনালিসা, অসংখ্য ধন্যবাদ তোমায়
@moloyadhikary7836
@moloyadhikary7836 8 ай бұрын
Sweden এও জে ঝাঁটা আর শীল নড়া পাওয়া যায় দেখে তো অবাক। আর পদ্মার ইলিশ অহ দেখেই জিভে জল। অসাধারণ লাগলো ব্লগ। ভালো থাকবেন আপনারা।
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
হ্যাঁ এই দোকান টা খুলে খুব উপকার হলো মলয় দা,ভালো থাকবেন দাদা
@babitapathak9074
@babitapathak9074 8 ай бұрын
যেমন সুন্দর প্রাকৃতিক পরিবেশ, মনের মতো বাজার আর তেমন মুখোরোচক তোমার রান্নার হাত সব নিয়ে আজকের ভিডিও একেবারে জমজমাট। সবাই ভাল থাকবে আর মিভান বাবুকে অনেক ভালোবাসা। ❤
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
ববিতা দি,আমি আগের পোস্ট এর কমেন্ট উত্তর দিতে পারিনি, ঠিক বলেছো তুমি, অসংখ্য ধন্যবাদ তোমায়
@anjanaroy4653
@anjanaroy4653 8 ай бұрын
আমিও আজ ইলিশ মাছ তিন পিস রান্না করতে করতে তোমার ভিডিও দেখলাম। আর কচু শাক মাথা দিয়ে। আর তোমার বাড়ীর কাছেই বাংলাদেশের শপিং মল হয়ে খুবই সুবিধা হলো তোমার। মৈনাকবাবু কাটা সহ ইলিশ একদম খাবেন না কিন্তু। চন্দ্রিমা তুমি বেছে দিও কাটা। কিছু মনে কোরো না এমনি বললাম। ভালোবাসা নিও।❤❤❤❤❤
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
অঞ্জনা দি,একদমই কিছু মনে করিনি,তুমি সব সময় ভালো কথাই বলব,খুব ভালো লাগে
@rinkujha5003
@rinkujha5003 8 ай бұрын
ইলিশ মাছ ভাজলে স্বাদ কমে যায়। তেলে একটু এপিঠ ওপিঠ করে তুলে নিলে সব থেকে ভাল স্বাদ হবে। দারুণ লাগলvlog ta। ভালথেক।❤❤❤❤❤
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
আচ্ছা রিঙ্কু দি,তোমার কথা মত চেষ্টা করবো পরের বার
@kankanachatterjee3565
@kankanachatterjee3565 8 ай бұрын
আজ ইলিশ মাছ রান্না দেখে ভীষন ভালো লাগলো।খুব সুন্দর দেখলাম আজকে মৈনাক কে সাজিয়ে খেতে দেওয়া।চন্দ্রিমা তুমিও একটু মাছ খাবে।মাছে ,ভাতে বাঙালি আমরা।
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
ঠিক বলেছো কঙ্কনা দি,ভালো থেকো তুমি
@troyee.sengupta
@troyee.sengupta 8 ай бұрын
❤❤❤ darun laglo vlog ta ❤❤❤❤ Chandrima di 100k hote cholche 🎉🎉🎉🎉😅😅😅 darun mon ta khusi lagche tomader ei success e ,,, 🎉🎉🎉🎉🎉🎉🎉 agam congratulations janai 😊😊😊😊
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
তোমার মত পরিবার পেয়েছি এটাই বড় প্রাপ্তি আমাদের ত্রয়ী,চ্যানেল শুরুর সময় ভাবিনি এত ভালোবাসা পাবো
@mayukhroy8745
@mayukhroy8745 8 ай бұрын
আজ ২৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ। ১২ ই মে ২০২৪ সন। আজ আমি আছি হিমাচল প্রদেশের উত্তর দিকের একটি পাহাড়ি গ্রাম kalpa Village। জায়গাটা খুব সুন্দর হিমালয় পর্বতের কোলে ছোট্ট একটি গ্রাম্য এলাকা। অসাধারন জায়গাটা। এই নিয়ে আমি এখানে ৩ বার এলাম। খুব ভালো লাগলো আজকের ব্লগ। সুইডেনে ইলিশ মাছ সত্যি দারুন। 😍😍😍😍🤩🤩🤩🤩🤩🤩। এখানে এখনো খুব ঠাণ্ডা। ভালো থেকো তোমরা। সদা আনন্দে থেকো সুস্থ থেকো
@somapaul1082
@somapaul1082 8 ай бұрын
May month ,April na
@mayukhroy8745
@mayukhroy8745 7 ай бұрын
@@somapaul1082 Change kore dilam
@rubychakraborty4371
@rubychakraborty4371 8 ай бұрын
Khub valo laglo
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
তোমার ভালো লাগলেই আমি খুশি রুবী দি
@sharmilamukherjee2611
@sharmilamukherjee2611 8 ай бұрын
আবার তোমাদের দেখতে পেয়ে ভালো লাগলো । ভালো আবহাওয়া সাথে সুন্দর প্রকৃতি । প্রয়োজনীয় আর ইচ্ছে মতো জিনিস পেলে মনটা সত্যি খুব ভালো লাগে , এবার দেখো চন্দ্রিমা , এত দূর দেশে থাকার কষ্ট অনেকটা কম মনে হবে। এমনি করে আনন্দে থেকো , মিভান কে স্নেহাশীর্বাদ জানাই
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
শর্মিলা দি,আন্তর্জাতিক মাতৃ দিবসের শুভেচ্ছা জানাই তোমায়, অসংখ্য ধন্যবাদ আমার ব্লগ দেখার জন্য,ভালো থেকো সুস্থ থেকো
@sharmilamukherjee2611
@sharmilamukherjee2611 7 ай бұрын
@@bonginsweden মা হওয়ার আনন্দ তোমার সাথে ভাগ করে নিলাম চন্দ্রিমা , তোমাকেও মাতৃদিবসের অনেক শুভেচ্ছা
@RaghupatiRaghavRajaSITARAM
@RaghupatiRaghavRajaSITARAM 8 ай бұрын
Onek onek bhalobasa. Khub bhalo ranna dekhey mon vore jai.
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
আমাদের প্রণাম নিও তুমি দিদি
@saptadeepabiswas8503
@saptadeepabiswas8503 8 ай бұрын
Khoob bhalo choto kore khado ilish utsab... khoob bhalo...rose koshe bangaliana 🎉 mutton Sweden yummy 😋😋😋
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
ঠিক বলেছো তুমি সপ্ত দীপা দি,ভালো থেকো তুমি
@sandipsardar1476
@sandipsardar1476 8 ай бұрын
দারুন হয়েছে ইলিশ মাছ দেখে জিভে জল চলে আসলো 🥰🥰
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
খুব ভালো থেকো তুমি সন্দীপ ভাই
@SOUNAKBANERJEE-ic1ly
@SOUNAKBANERJEE-ic1ly 8 ай бұрын
Ilish Mach dekhe jibhe jol Chole elo Khoob valo recipe Khoob valo theko aunty
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
খুব ভালো থেকো তুমি সৌনোক, অসংখ্য ধন্যবাদ তোমায়
@nupurghosh8778
@nupurghosh8778 7 ай бұрын
khub valo laglo ajker blog,, r ranna dakhe to jiver jol atkatei parchi na,,,Sotty go bidesheo kivabe sob paoya jacche dakhe sotty obak lage,,,Mivan kintu khub good boy 💓
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
ভালো থেকো তুমি নুপুর দি, অসংখ্য ধন্যবাদ তোমায়
@Munmunsinharoy12
@Munmunsinharoy12 7 ай бұрын
Ufff!!!সর্ষে ইলিশ just দুর্দান্ত.... খুব ভালো লাগলো ❤❤❤
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
তোমার ভালো লাগলেই আমি খুশি মুনমুন দি
@suparnabiswas7692
@suparnabiswas7692 7 ай бұрын
সব মিলিয়ে ভিডিও টা খুব ভালো লাগলো চন্দীমা। তুমি ইলিশ মাছ খাও না অথচো কি সুন্দর করে রান্না করে মৈনাকে পরিবেশন করলে। খুব ভালো লাগলো।মিভান সোনা কে অনেক অনেক আদর ভালোবাসা আশির্বাদ।❤❤
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
খুব ভালো থেকো তুমি সুপর্ণা দি, অসংখ্য ধন্যবাদ তোমায়
@ankanmishra254
@ankanmishra254 8 ай бұрын
আমাদের এখানে কেউ শিল নোড়া ব্যবহার করতে চায না অথচ আপনি কিনতে চাইছেন। তবে আমার বাড়িতে এর প্রচলন আছে। আপনার রেসিপি গুলো খুব সুন্দর হয়েছে এবং মৈনাক বাবু ভীষণ তৃপ্তি করে খেয়েছেন। ভিডিও খুব সুন্দর করে উপভোগ করলাম।❤
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
ভালো থাকবেন অঙ্কন দা,আপনার ভালো লেগেছে শুনে ভালো লাগলো
@sanchitagoutam4262
@sanchitagoutam4262 8 ай бұрын
বিদেশে থেকে দেশের খাবারের স্বাদ পেয়ে মৈণাক ভাইয়ের আনন্দ প্রকাশ টা বড় ভালো লাগলো। মিভানকে অনেক আদর, ওকে বকবে না। ও তো চেষ্টা করছিল কফিটা কাপে ঢালবার জন্য❤❤
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
সঞ্চিতা দি,Mivaan কে আশীর্বাদ করো প্লীজ,খুব ভালো থেকো তুমি
@sanchitagoutam4262
@sanchitagoutam4262 7 ай бұрын
@@bonginsweden ❤❤
@ratnamajumder1933
@ratnamajumder1933 8 ай бұрын
তোমরা যে ওখানে এতো বাঙালি খাবার পেয়েছো, এটা দেখে ভালো লাগছে, অনেক সময় হয় কি কাছে টাকা থাকে But মনের মতো খাওয়ার পাওয়া যায় না. সেই জন্য বললাম... ভালো থেকো
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
হ্যাঁ রত্না দি,এই দোকান টা বাড়ির কাছে হয়ে বাঁচা গেলো,ভালো থেকো তুমি
@RukminiTalukder-dt7fb
@RukminiTalukder-dt7fb 8 ай бұрын
Tomar vlog er opekkhay thaki,besh valo laglo ajker vlog,mivan k onek onek ador
@Wow_Friends_TU
@Wow_Friends_TU 8 ай бұрын
Onek onek bhalolaga r bhalobasha roilo tomar channel er jonno Khub khub bhalo thako , anonde thako Chandrima
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
খুব ভালো থেকো তুমি দিদি, অসংখ্য ধন্যবাদ তোমায়
@somachakraborty6552
@somachakraborty6552 7 ай бұрын
Nutun video khub bhalo laglo, tomader barir kache ato sundor bangali jiniser dokan dekhe khub bhalo laglo tomra sabai khub bhalo theko sustho theko ❤️❤️❤️❤️
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
সোমা দি,সুস্থ থেকো ভালো থেকো, অসংখ্য ধন্যবাদ তোমায় আমার ব্লগ দেখার জন্য
@arunade5369
@arunade5369 6 ай бұрын
Jeera bata diye hilsha fish bhalo lage watching from South Kolkata dhakuria
@bonginsweden
@bonginsweden 6 ай бұрын
খুব ভালো থেকো তুমি অরুণা দি,মৈনাকের বাড়ি নাক তলায় ১৯৪৭ থেকে, ও ঢাকুরিয়া তে টুইশন পড়তে যেতো,patha bhaban এর ছাত্র ছিল
@mozammelhossein8008
@mozammelhossein8008 8 ай бұрын
Bhalo laglo.
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
ভালো থাকবেন মোজাম্মেল সাহেব
@mandirakarfamondal1547
@mandirakarfamondal1547 8 ай бұрын
Darun darun vlogta..... Tobe okhane sobkichur dam kom... 👍🏾👍🏾
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
হ্যাঁ মন্দিরা দি,দাম এত কম দেখে আমিও চমকে উঠলাম
@anuvaganguly7407
@anuvaganguly7407 8 ай бұрын
চন্দ্রিমা মাছ রান্নাটা একদম perfect 👌. মিভান কে জানাই অনেক ভালোবাসা। সবাই ভাল থাকবে। ❤❤🎉
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
প্রণাম নিও Anuva কাকিমা
@gourinaha7182
@gourinaha7182 8 ай бұрын
খুব সুন্দর ভিডিও।❤ ভালো থাকো।সাথে একটা কাঁচা লংকা হলে আরো ভালো হত।
@anjanaguha5348
@anjanaguha5348 7 ай бұрын
Are bah Sweden e etto valo r sostha Ilish mach darun to …. Khub valo laglo vlog ta ❤
@linamukherjee6693
@linamukherjee6693 8 ай бұрын
সুন্দর একটা ব্লগ দেখলাম সবাই ভালো ছোট্ট মিভান কে অনেক ভালোবাসা দিও
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
অবশ্যই লীনা দি,খুব ভালো থেকো তুমি
@RukminiTalukder-dt7fb
@RukminiTalukder-dt7fb 8 ай бұрын
Tomar vloger opekkhay thaki,valo laglo,mivan k onek ador
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
রুক্মিণী দি,আন্তর্জাতিক মাতৃ দিবসের শুভেচ্ছা জানাই তোমায়, অসংখ্য ধন্যবাদ আমার ব্লগ দেখার জন্য,ভালো থেকো সুস্থ থেকো
@homechefroshni6415
@homechefroshni6415 8 ай бұрын
Ilish ta dekhe ki lov laglo😋😋 Puro video ta dekhlam.. khub valo laglo
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
খুব ভালো থেকো তুমি রোশনি দি
@rubyroy5791
@rubyroy5791 8 ай бұрын
খুব সুন্দর ব্লগ টা।ইলিশ মাছটা কিন্তু দারুন। সুদূর সুইডেনে থেকে ও দেশের সব জিনিসই পাচ্ছ এটা কিন্তু দারুন। খুব ভালো থেকো তোমরা। তোমাদের জন্য অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো ❤❤❤।
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
রুবী দি,সুস্থ থেকো ভালো থেকো, অসংখ্য ধন্যবাদ তোমায় আমার ব্লগ দেখার জন্য
@soumalibanerjee4915
@soumalibanerjee4915 8 ай бұрын
Khub valo laglo....potol gulo khub fresh dekhe mone holo.....elish mach ta darun😋😋😋😋❤❤❤❤khub valo theko
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
সত্যি সবজি গুলো খুবই ফ্রেশ ছিল Soumali,খুব উপকার হলো এই দোকান টা বাড়ির কাছে খুলে,ভালো থেকো তুমি
@susmitasamanta3912
@susmitasamanta3912 7 ай бұрын
Moinak dar choto choto purono golpo gulo shunte besh valo lage
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
অসংখ্য ধন্যবাদ সুস্মিতা দি,খুব ভালো থেকো তুমি
@tapasichandra750
@tapasichandra750 8 ай бұрын
খুব ভালো লাগলো তোমাদের বাজার পর্ব আর মাছ
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
তাপসী দি,আন্তর্জাতিক মাতৃ দিবসের শুভেচ্ছা জানাই তোমায়, অসংখ্য ধন্যবাদ আমার ব্লগ দেখার জন্য,ভালো থেকো সুস্থ থেকো
@agnimitrabose1711
@agnimitrabose1711 8 ай бұрын
Chandrima, tomader market kora deklam, khub Bhalo laglo.
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
অগ্নি দি,আন্তর্জাতিক মাতৃ দিবসের শুভেচ্ছা জানাই তোমায় , অসংখ্য ধন্যবাদ ,খুব ভালো থেকো তুমি
@Gopusona23
@Gopusona23 Ай бұрын
Khub sundor video ❤❤
@bonginsweden
@bonginsweden Ай бұрын
খুব ভালো থেকো তুমি দিদি
@chandannag2848
@chandannag2848 8 ай бұрын
Oma go ki darun..opurbo
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
ভালো থাকবেন চন্দন দা
@madhurisil1837
@madhurisil1837 8 ай бұрын
তোমার ভিডিও শুধু ভালো লাগে না.... রীতিমত অপেক্ষা করে বসে থাকি। তোমার আর মৈনাকের কথা খুব এনজয় করি। তুমি ইলিশ মাছ খাও না কিন্তু মাছভাজার তেল খাও শুনে বেশ মজা পেলাম 😊। খুব ভালো থেকো আর আমাদের এভাবেই আনন্দ দিতে থাকো।
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
মাধুরী দি,তোমার মত পরিবার পেয়েছি এটাই বড় প্রাপ্তি আমাদের,খুব ভালো থেকো তুমি
@rumaroy4211
@rumaroy4211 8 ай бұрын
AJ kar vidio ta kub valo laglo.amar ilish mach ta dakhe kub Khate echa korche ❤❤❤❤❤❤
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
রুমা দি,আন্তর্জাতিক মাতৃ দিবসের শুভেচ্ছা জানাই তোমায় , অসংখ্য ধন্যবাদ ,খুব ভালো থেকো তুমি
@longliveindia9298
@longliveindia9298 8 ай бұрын
100k hote cholche khub siggri onek subheccha roilo sobai sustho thakun bhalo thakun
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
১০০ কে হয়ে গেছে সৌম্য ভাই গতকাল, অসংখ্য ধন্যবাদ তোমায়
@swapnanilkar4786
@swapnanilkar4786 6 ай бұрын
Khuuub valo laglo. Oneekdin por abar apnader vlog dekhlam. Supermarket er shopping r shopping haul er vlogg dekhte amar khuub e valo lage, ami nijeo jai pray e supermarket. R bideshe bose bangalir ekta onnotomo abeg o valobasa, padma r ilish r khasir mangsho, r shukto, aha dekhe e mon bhore gelo. Amar nijer o egulo khuub e priyo. Khuub sundor laglo vlog ta. 🙂😊🥰.
@bonginsweden
@bonginsweden 5 ай бұрын
আপনার ভালো লাগলেই আমি খুশি স্বপ্ন নীল দা,ভালো থাকবেন দাদা,আপনার কমেন্ট পেয়ে খুব ভালো লাগলো
@rekhaghosh8723
@rekhaghosh8723 8 ай бұрын
Aj tomader sathey hilsa fish dekhe khub bhalo laglo.tomader jonno onek bhalo basa roilo.
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
Mivaan কে আশীর্বাদ করো প্লীজ রেখা দি
@rinisen1904
@rinisen1904 8 ай бұрын
Khub bhalo laglo. Tomar ranna to khub bhalo lagei ar sathe Mainak er galpo gulo shunteo darun lage❤
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
তোমার ভালো লাগলেই আমি খুশি রিনি দি
@madhurima5991
@madhurima5991 8 ай бұрын
চন্দ্রিমা তোমাদের ব্লগ আমাদের এত ভালো লাগে যে অনেক বার করে দেখি।আর নতুন ব্লগের আপেক্ষায় থাকি।
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
মধুরিমা দি,তোমার মত পরিবার পেয়েছি এটাই বড় প্রাপ্তি আমাদের
@madhurima5991
@madhurima5991 7 ай бұрын
@@bonginsweden তোমাদের পরিবার আর পরিবেশ আমাদের ও খুব ভালো লাগে।
@tulikaghosh3655
@tulikaghosh3655 8 ай бұрын
ভালো থেকো অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
আমাদের প্রণাম নিও তুমি তুলিকা দি
@AvijitCp
@AvijitCp 8 ай бұрын
খুব সুন্দর
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
ভালো থাকবেন অভিজিৎ দা, অসংখ্য ধন্যবাদ
@jayantichakraborty5105
@jayantichakraborty5105 7 ай бұрын
Sobi paoa Jay tomader. Okhane ,ei ekta subidha❤❤❤
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
হ্যাঁ জয়ন্তী দি,এটা ঠিক বলেছো,আন্তর্জাতিক মাতৃ দিবসের শুভেচ্ছা জানাই তোমায়
@smritilekha8309
@smritilekha8309 8 ай бұрын
Tomader. আমার. Khub. ভালো লাগে,
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
খুব ভালো থেকো তুমি স্মৃতি দি, অসংখ্য ধন্যবাদ তোমায়
@pallabisarkar9604
@pallabisarkar9604 8 ай бұрын
Khub sundor video...tomar ranna dekhte darun lage...khub valo laglo..mainak da r puchku ta k niye khub valo theko...❤
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
পল্লবী,তোমার বেবী কেমন আছে জানিয়ো প্লিস,সুস্থ থেকো তুমি
@pallabisarkar9604
@pallabisarkar9604 7 ай бұрын
@@bonginsweden valo ache didi... tomrao valo theko sustho theko sobai...❤️❤️
@NourinMondal-ju8rq
@NourinMondal-ju8rq 8 ай бұрын
কষ্ট করে করেছি খাবে না মানে😂😂😂😂😂😂। আমাদের জুটি আর তোমাদের জুটি একদম same to same ।ওই জন্য তোমাদের দেখতে খুব ভালো লাগে।
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
তোমার মত পরিবার পেয়েছি এটাই বড় প্রাপ্তি নৌরীন দি,খুব ভালো থেকো তুমি
@moushumiraychaudhury375
@moushumiraychaudhury375 8 ай бұрын
Amar o ilish mach bhaja r tel diye bhaat darun lage.tomar. presentation is unique kotha o bolo eto sundor kore ❤
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
মৌসুমী দি,সুস্থ থেকো ভালো থেকো, অসংখ্য ধন্যবাদ তোমায় আমার ব্লগ দেখার জন্য
@mscookingandothers
@mscookingandothers 7 ай бұрын
Khub laglo vlog ta
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
অসংখ্য ধন্যবাদ তোমায় দিদি
@Benajirparvin7
@Benajirparvin7 7 ай бұрын
সকাল সকাল তোমার ব্লগ টা দেখে খুব ভালো লাগলো, প্রাণ টোস্ট সত্যি খুব ভালো খেতে, আর ছোট বেলায় পিঠে কিল ভুল করলেই পড়ত এখন ঐ সব মধুর স্মৃতি গুলো ভাবতে কি যে ভালো লাগে ❤।।। আর ইলিশ মাছ একবার কাঁচা রান্না করে দেখবে দারুন টেস্ট ❤।।। ভালো থাকবে❤
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
বেনজির দি, আশা করি ভালো আছো তুমি,আমাদের প্রণাম নিও
@atasipurkayastha5326
@atasipurkayastha5326 7 ай бұрын
Amar mobile ta barite file aschilam. Ay pelam hate r first tomar video ta dekhchhi. Khub valo laglo. Tomra khub valo theko. Sabdhane theko...
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
তোমার মত পরিবার পেয়েছি এটাই বড় প্রাপ্তি আমাদের অতসী দি, খুব ভালো থেকো তুমি
@atasidawn5112
@atasidawn5112 8 ай бұрын
Very nice ❤❤fish ta darun ❤valo theko
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
তুমিও ভালো থেকো অতসী দি
@mithumalik1457
@mithumalik1457 8 ай бұрын
Darun lage tomader video
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
ভালো থেকো তুমি মিঠু দি
@joyetaroy6400
@joyetaroy6400 7 ай бұрын
Khub vlo lglo didivai vlog ta... Aiivba sundr ssundr vlog amdr dao.... 🥰🥰
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
খুব ভালো থেকো তুমি জয়িতা
@kaberighosh8932
@kaberighosh8932 7 ай бұрын
বাহ্ বাহ্ দারুন লাগলো 👏❤
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
ভালো থেকো তুমি কাবেরী দি
@sukantasamanta6268
@sukantasamanta6268 7 ай бұрын
খুব ভালো লাগলো। এখন তো দেখছি ইলিশ মাছ খেতে তোমাদের সুইডেনে যেতে হবে! ভালো থেকো।
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
চলে আসুন সুকান্ত দা
@sanghamitrabarman5464
@sanghamitrabarman5464 8 ай бұрын
Khub.. Khub sundor akta vlog upohar debar jonno.. Thaks... ❤️❤️Mibhan love you.. ❤️❤️
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
সঙ্ঘ মিত্রা দি,সুস্থ থেকো ভালো থেকো, অসংখ্য ধন্যবাদ তোমায় আমার ব্লগ দেখার জন্য
@kasturighosh6406
@kasturighosh6406 8 ай бұрын
তোমার গলাটা শুনলেই মনটা ভালো লাগে।তোমরা ভালো থেকো সুস্থ থেকো। ❤
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
খুব ভালো থেকো তুমি কস্তুরী দি, অসংখ্য ধন্যবাদ তোমায়
@PradipHazra-ps7dn
@PradipHazra-ps7dn 8 ай бұрын
আজ অনেকদিন পরে এত আনন্দ সহ্কারে তোমাদের শাক সব্জি কেনা দেখে খুব ভালো লাগলো।এমনিকরেই খুব খুব আনন্দে থেকো তোমরা ।মিভানকে অনেক অনেক আদর ।
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
ভালো থাকবেন প্রদীপ দা
@debabratasau8777
@debabratasau8777 8 ай бұрын
Ki darun test❤❤❤
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
অসংখ্য ধন্যবাদ দেবু দা,ভালো থাকবেন দাদা
@22419186
@22419186 7 ай бұрын
Ufffff ki osadharon ranna sothiii mainak da kopal kore ekjon ginni peyeche eta to boltei hobe ❤
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
কি বলি বলুন দাদা এই বিষয়ে,আমি চেষ্টা করি ,ভালো থাকবেন
@PapaiBhowmik-tc9ob
@PapaiBhowmik-tc9ob 8 ай бұрын
Khub sundor hoyeche didi vlog, valo thako.
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
খুব ভালো লাগলো পাপাই তোমার কমেন্ট পেয়ে,খুব ভালো থেকো
@MithailoveBarsha
@MithailoveBarsha 8 ай бұрын
অসাধারণ একটি ব্লগ খুব ভালো লাগলো ❤❤
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
খুব ভালো থেকো তুমি বর্ষা দি, ভালো থেকো সুস্থ থেকো তুমি
@mahekahmed9842
@mahekahmed9842 7 ай бұрын
তোর ব্লগ দেখে মন টা ভালো হয়ে যায়ে, এত দূরে তবু্ও কত ভালো মাছ, মাংস, সবজি পাওয়া যাচ্ছে, আর আমি ইন্ডিয়া তে পাচ্ছি না। কত বছর হয়ে গেছে বড় ইলিশ খাই নি। এখানে পাওয়া যায়ে না। মটন ও ভালো না এখানে। মিভান কফি টা তোদের জন্য ঢালতে গিয়েছিল, ছোট্ট বাচ্চা । মাছের রেসিপি টা ভালো লাগলো আমি রুই দিয়েই বানিয়ে দেখবো। খুব ভালো থাকিস তোরা। ৩ জনকে অনেক অনেক ভালোবাসা ❤❤❤❤
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
Mahek দি,প্রণাম নিও আমাদের,হায়দরাবাদ এ ইলিশ পাওয়া যায় না ! যাঃ! খুব ভালো থেকো তুমি
@mahekahmed9842
@mahekahmed9842 7 ай бұрын
@@bonginsweden na edike tho pai ni ilish
@tapasbanerjee6091
@tapasbanerjee6091 7 ай бұрын
BD চাঁদপুরের পদ্মার ইলিশ ভালো হয়। একবার ইলিশের ফিশ ফ্রাই করে ফেলো।
@Moitranibanerjee8888
@Moitranibanerjee8888 8 ай бұрын
সবকিছু মিলিয়ে ভীষণ সুন্দর।
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
ভালো থেকো তুমি মৈত্রণী দি
@sanandasingha-du4yu
@sanandasingha-du4yu 8 ай бұрын
Darun hoyeche sorse bata diye ilish mach...amr fvrt 😋😋😋 khub sundor vlog❤❤❤❤
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
তাই নাকি সানন্দা দি! জেনে খুব ভালো লাগলো
@kakalikoley3769
@kakalikoley3769 8 ай бұрын
দারুন লাগলো!! কলকাতা থেকে ফিরে আরো সুন্দরী হয়ে গেছো আর আগে র থেকে অনেক উৎফুল্ল লাগছো... ভালো থেকো তোমরা❤❤❤
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
কাকলী দি, এতো প্রশংসা করো না😁♥️😍কিঞ্চিৎ লজ্জা লাগে বৈকি
@sonalighosh6040
@sonalighosh6040 8 ай бұрын
Khub sundor lagche vlog ta..... Ilish ta dekhe khub lov lagche....r dam ta o besh thik thak....
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
হ্যাঁ সোনালী,সত্যি কম,আমি অবাক হয়ে গেলাম,ভালো থেকো তুমি
@sonalighosh6040
@sonalighosh6040 7 ай бұрын
@@bonginsweden tomar reply pely khub valo lage ❤️
@SherajulIslam-sl4od
@SherajulIslam-sl4od 8 ай бұрын
দিদি আপনার ভিডিও অপেক্ষায় ছিলাম।পদ্দা ইলিশ অনেক ভালো লাগে।দিদি রান্না দেখে জিবে জল এসে গেছে।বাংলাদেশ
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
আমি সামান্য চেষ্টা করি সিরাজুল ভাইয়া,ভালো থাকবেন
@ranjanabanerjee8655
@ranjanabanerjee8655 8 ай бұрын
Aaj kaal bidesh e Kolkata er theke bhalo Ilish maach paoya jaye,khub bhalo laglo blog ta , bhalo theko
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
রঞ্জনা দি,সুস্থ থেকো ভালো থেকো, অসংখ্য ধন্যবাদ তোমায় আমার ব্লগ দেখার জন্য
@nilavchakraborty7734
@nilavchakraborty7734 7 ай бұрын
বাজার দেখতে সবসময় দারুন লাগে।। আর বাঙালি আইটেমগুলো দেখে তো mesmerized হয়ে যাচ্ছি 👌 প্যারাশুট কোকোনাট অয়েল ছাড়া মাথায় আর কোনো তেল দিইনা আরেকটা কথা, আমিও মাছ পছন্দ করিনা।
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
তাই নাকি নীলাভ দা ! ভালো থাকবেন দাদা
@nilavchakraborty7734
@nilavchakraborty7734 7 ай бұрын
@@bonginsweden ❤️
@nilavchakraborty7734
@nilavchakraborty7734 7 ай бұрын
@@bonginsweden হ্যাঁ, জলের প্রাণী বলতে আমি শুধু ভেটকি আর চিংড়ি খাই।
@kasturimukherjee7313
@kasturimukherjee7313 8 ай бұрын
Kub sundor laglo Dada and didi
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
কস্তুরী,আন্তর্জাতিক মাতৃ দিবসের শুভেচ্ছা জানাই তোমায় , অসংখ্য ধন্যবাদ ,খুব ভালো থেকো তুমি
@simapramanik1157
@simapramanik1157 8 ай бұрын
ইলিশ মাছটা দেখে জিভে জল চলে এলো।আমার সব থেকে প্রিয় মাছ ইলিশ দারুন স্বাদ। ভালো থেকো সবাই বাকি যেই ইলিশ টা আছে সেটার কিন্তু ভাগ চাই
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
জেনে খুব ভাল লাগলো সীমা দি,ব্যস্ত ছিলাম,তাই দেরি হলো উত্তর দিতে,কিছু মনে করোনা প্লিজ
@simapramanik1157
@simapramanik1157 7 ай бұрын
@@bonginsweden 2.3 k থেকে পরিচয়টা হলো ধীরে ধীরে সেই ছোট্ট পরিবার টা আজ ১লক্ষ সদস্যের 💝 অনেক ভালোবাসা তোমাকে দুজনকেই অনেক অনেক শুভেচ্ছা ❤️💝🥰
@mithumaity3060
@mithumaity3060 8 ай бұрын
Aj 12May aj mother's day.pritibir sab ma ra bhalo thakuk❤anek bhalobasa nio tomra.tomar bazar darun👍🏼
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
তোমাকেও শুভেচ্ছা জানাই মিঠু দি,খুব ভালো থেকো তুমি
@shikhachakraborty7469
@shikhachakraborty7469 8 ай бұрын
শিল নো ড়া , ঝাঁটা দেখে অবাক হলাম আর ইলিশ মাছ দেখে দারুন লোভ হলো সত্যি আমরা এত বড় তো পাই ই না আর দামে তো নয়ই।
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
হ্যাঁ শিখা দি,আমিও অবাক হয়ে গেলাম
@shipra_ray12233
@shipra_ray12233 8 ай бұрын
Mainak er kothagulo khub valo lage. Ekhane ilis er dam besi,sotti .
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
এটা ঠিক বলেছো শিপ্রা দি,দাম এত কম দেখে আমিও চমকে উঠলাম
@rokomarivlogs-159
@rokomarivlogs-159 8 ай бұрын
শিল নোড়া ঝাঁটা ইলিশ মাছ মাংস তোমাদের বাজার করা রান্না আর তোমার আর মৈনাকের বাঙালি য়ানা দেখে খুব ভালো লাগলো অনেক ভালোবাসা তোমাদের জন্য ❤❤❤❤
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
দিদি,আন্তর্জাতিক মাতৃ দিবসের শুভেচ্ছা জানাই তোমায় , অসংখ্য ধন্যবাদ ,খুব ভালো থেকো তুমি
@ritumakeoveracademyweprovi8560
@ritumakeoveracademyweprovi8560 8 ай бұрын
❤ valo laglo
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
ভালো থেকো তুমি ঋতু দি
@sutapabagchi8759
@sutapabagchi8759 8 ай бұрын
Happy Mother's day Chandrima khub bhalo theko shobai
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
তোমাকেও শুভেচ্ছা জানাই সুতপা দি,খুব ভালো থেকো তুমি
@bannyabhattacharjee4235
@bannyabhattacharjee4235 8 ай бұрын
Mainak. Atit ta mone rekheche bolei Or etoo progress 🥰
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
আমাদের প্রণাম নিও তুমি বন্যা দি
@abhishekgoswami1186
@abhishekgoswami1186 8 ай бұрын
Ei protibar khawar age dada j apnake thank you bole seta amar darun lage.... ❤
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
ভালো থেকো তুমি অভিষেক ভাই
@saradamisra24
@saradamisra24 8 ай бұрын
খুব সুন্দর রান্না করো তুমি চন্দ্রিমা। তোমার উপস্থাপনা এতো ভালো লাগে তাই আমি আর আমার মেয়ে দুজনেই অপেক্ষায় থাকি কখন তোমার ব্লগ আসবে। ভালো থেকো তোমরা সকলে আর এভাবেই সুন্দর সুন্দর ব্লগ উপহার দিতে থাকো ❤️
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
ভালো থেকো তুমি সারদা দি, অসংখ্য ধন্যবাদ তোমায়
@nandinidey763
@nandinidey763 8 ай бұрын
Khabar gulo dekhe aamar o lov hochhe khub😂 ,,,,darun ranna korecho ,,,aabar jokhon desh a aasbe oi khop khop thala aami tomai debo valobese 😊❤
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
আমাদের সৌভাগ্য হবে থালা পেয়ে নন্দিনী দি,খুব ভালো থেকো তুমি
@chayanchatterjee2491
@chayanchatterjee2491 8 ай бұрын
Chandrima ami tomar ranna dekhe ami nijeo ranna kori .Tomar moto kore try kori. Bhaloi hoi ranna gulo . Thank you. Bhalo theko.
@bonginsweden
@bonginsweden 7 ай бұрын
চয়ন দা, এবার কোনো কবিতা পেলাম না,😁 মজা করছিলাম,ভালো থাকবেন দাদা,আপনি অবশ্যই ভালো পারবেন
@chayanchatterjee2491
@chayanchatterjee2491 7 ай бұрын
@@bonginsweden ok next video te pathachchi.