সুবর্ণ একটি মেয়ে ই নয়। ও আমাদের পোড়া বাংলার হাজার-হাজার মেয়ের প্রতীক। এই serial টা যতবার দেখি, ততবার কেঁদে ফেলি। কিছুতেই ধরে রাখতে পারিনা আমার চোখের অশ্রু। এই এখন কার বাংলার স্বাধীন মেয়েদের পিছনে লুকিয়ে আছে সুবর্নলতার মত মহিলার দীর্ঘ দিনের লড়াই। এবং, এই serial তো একেবারে আমার মন টা ছুঁয়ে দিল। এই পর্ব টি তেই সুবর্ণলতার জীবনকাহিনী শেষ হয় না। আমার চিরজীবন এই serial টা কে মনে থাকবে।
@chandrimapaul7814 Жыл бұрын
Arakom subarnolata jano ghare gare hoi
@sumonmondol7940 Жыл бұрын
Ekdom
@rupachakraborty59113 ай бұрын
অনন্যা চ্যাটার্জি অভিনেত্রী হিসেবে, ভারতবর্ষের শ্রেষ্ঠ পুরস্কার পাওয়া উচিত,, কিন্তু উনি এখন সিরিয়ালে সিনেমায় সুযোগ পান না, তবে ওনার মতো অভিনেত্রীর, এতো নিকৃষ্ট সিরিয়াল সিনেমায় অভিনয় না করে ভালোই করেছেন, প্রত্যেক টি অভিনেতা অভিনেত্রী, অতুলনীয়, মনে রাখবেন মানুষ চিরদিন, ফিরে ফিরে দেখবো
@jahanminds23 күн бұрын
আমিও যখন ই দেখি তখনই কেদে ফেলি
@pretamchandra97144 жыл бұрын
প্রত্যেকটি শিল্পীর এত ভালো অভিনয় সত্যি মনমুগ্ধকর। এমন কাহিনি আর এমন ভালো অভিনয় সত্যি মনের ভেতরে জায়গা করে নিয়েছে। সুবর্নলতা বেঁচে থাকুক প্রতিটি মানুষের হৃদয়ে। যত বার দেখি চোখের জল বাঁধ মানে না।
@soumighoshsunshine5482 Жыл бұрын
True
@bikramsaha60934 жыл бұрын
শেষযাত্রা সত্যি খুব কষ্টের। দেখে অঝরে কদলাম । সত্যি সত্যি বড়বাড়ির মেঝবউ এর শেষ যাত্রা বটে। এতো ভালো একটা গল্পের আজ অন্তিম দিন। সেটা ভেবেও এক প্রকার কষ্ট হচ্ছে। good presentation zee bangla.. আর আমার মনে হয় না এর মতো ভাল দ্বিতীয় কিছু পাবো বলে ❤
আমার দেখা সেরা ধারাবাহিক। অনবদ্য অভিনয়, স্পর্শকাতর চিত্রনাট্য ও সংলাপ। শেষের এই episode টা ছিল অভূতপূর্ব। চোখে জল চলে আসে প্রতিবার। মন টা ভারাক্রান্ত হয়ে যায়।
@ranjbabu38454 жыл бұрын
আহাঃ কী করুণ দৃশ্য । শেষ দৃশ্যে চোখদুটো একেবারে জলে ভরে গেল । সত্যিই রাঙা পায়ে কন্যা চলে । প্রথম জীবনে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি আর শেষ জীবনে শ্বশুরবাড়ি থেকে স্বর্গপুরী । চিরশান্তির চিরনিদ্রায় শায়িত হয়ে সুবর্ণলতা রাঙা পায়ে চিরকালের মতো চলে গেলেন আর রেখে গেলেন তাঁর সকল স্মৃতিকথা সকলের স্মরণে । সুবর্ণলতা চিরকাল অমর হয়ে থাকবেন সকলের মনে । এই পৃথিবী ছেড়ে যাবার পর এবার সুবর্ণলতার সাথে তার মা সত্যবতীর দেখা হবেই হবে। আর কোনো নবকুমার-মুক্তকেশী-প্রবোধ-প্রভাস-চাটুজ্জে বাড়ি এইসব কিছুর মতো কোনো বাধাই আর কোনোভাবেই সুবর্ণ আর তার মায়ের সাক্ষাতের পথে পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারবে না। বিয়ের পর থেকে পৃথিবীতে সুবর্ণলতার সাথে তার মায়ের কোনোদিনও স্বপ্নে ছাড়া মুখোমুখি দেখা হয়নি, কিন্তু মৃত্যুর পর স্বর্গে গিয়ে এবার সুবর্ণলতার সাথে তার মায়ের মুখোমুখি দেখা-সাক্ষাৎ হবেই হবে।
@shilpisvlog1764 жыл бұрын
❤
@rupaghosh6684 жыл бұрын
Oshadharon obhibyaekti apnar🙏🙏🙏
@ranjbabu38454 жыл бұрын
@@rupaghosh668 Thank You.
@ramlalsaha19474 жыл бұрын
Ekdam thik bolechen
@rakibmondal13994 жыл бұрын
Wow ki bhalo likhechen
@akhterjahan5104 жыл бұрын
আমার দেখা শ্রেষ্ঠ ধারাবাহিক। মুগ্ধতা নিয়ে দেখলাম। অনন্যার অভিনয় অসাধারণ! এখন দেখি না কেন??
@arupchakraboty71753 жыл бұрын
Amar o dakhe sob thake best serial. Next time Bokul kotha hole khub ananda pabo. Subarnalata is best
@shyampaul27223 жыл бұрын
Ha Amaro
@faridaparvin85434 жыл бұрын
মেজবউ আপনার জন্য মন কেঁদে উঠছে বারবার। ভাষা নেই কিছু লিখার স্তব্ধ হয়ে রইলাম।
@kauserahmedjamil33174 жыл бұрын
সেই ২০০৮-০৯ সালে জি বাংলায় দেখেছি মাত্র ৯-১০ বছর বয়সে,, আজ ১২ বছর পর দেখলাম ২০২০ সালে,,বাংলাদেশ থেকে বলছি সত্যি সুবর্ণলতা সিরিজ টা নিয়ে কমেন্ট করার নুন্যতম ভাষা আমার জানা নাই😓😓
@suparnadas45734 жыл бұрын
2008 সাল আর 2020 সালের পার্থক্য 12 বছর; 21 বছর নয়।
@marvelavengersbigfan33004 жыл бұрын
Gadhare tokhonto likhechilo 10*12bocgor chilo ackon to 21 22 i hobe mathamota
@gautamsardar17824 жыл бұрын
Apni bhul bol6en ata 2010 sale suru hoye6e ar 2012 sale ses hoye6e
@kuashkuash13924 жыл бұрын
Same dear
@rima11.comrima584 жыл бұрын
😭😭😭😭
@ranjanamukherjee96684 жыл бұрын
অপূর্ব !বড় বেশি সুন্দর।, বড় বেশি বাস্তব, বড় বেশি হৃদয় ছুঁয়ে যায়। অতুলনীয়।যেমন অভিনয় তেমনি কাহনী।। আবার যেন এমনটি আমরা পাই।
@kinkardey23983 жыл бұрын
🙏
@sanuaralam1985 Жыл бұрын
A kala subarnalata sholagalo .subarnalata ra iho jogota santi pai na .
@newcomer66054 жыл бұрын
আমার দেখা সর্বশ্রেষ্ঠ ধারাবাহিক, সারা জীবন মনে রাখব। জি বাংলা কে অনেক অনেক ধন্যবাদ।
@sawam9863 жыл бұрын
মনে পড়ে সুবর্ণলতা শুরু হবার কিছুদিন পর জি বাংলায় প্রথম শুরু হয় সিরিয়ালের চরিত্রদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তাতে প্রায় সব পুরস্কার সুবর্নলতাই জিতে নিয়েছিল।দর্শক ভালো জিনিসের কদর করতে জানে কিন্তু ভালো জিনিস পায় কোথায়!!
@ranibasu4132 жыл бұрын
আজকে চোখের জল থামাতে পারছিনা শত কোটি প্রনাম লেখিকাকে..... কী অনবদ্য অভিনয় প্রত্যেক চরিত্রের ..... এ যেন মেয়ে মানুষের জীবনের চরম সত্য...
@krishnaghosh89344 жыл бұрын
আহা,কি দেখলাম ; জীবন পরিপূর্ণ হয়ে গেল। কাহিনী, পরিচালনা চিত্রনাট্য, অভিনয় একাধারে অসাধারণ।জি বাংলা কে অনুরোধ বকুল কথা নিয়ে ও কিছু ভাবুন।এর মধ্যে সুবর্ণ র ভুমিকায় কিন্তু অনন্যা ই থাকবে। সকলের অভিনয়েই সমৃদ্ধ সুবর্ণ লতা কিন্তু অনন্যা তুমি মহান অভিনেত্রী। অনেক আশীর্বাদ 🙌 তোমায়। আনন্দে থেক।
@roypushpita3 жыл бұрын
জি বাংলার সব কটা সিরিয়াল খুব ভালো হয়েছে এবং হচ্ছে। তার মধ্যে সুবর্ণলতা সিরিয়াল টা সেরা। এর গল্প যেমন অসাধারন অভিনয় ও করেছে সব শিল্পী অপূর্ব। স্বার্থক হয়েছে মহাশ্বেতা দেবীর লেখা। অনেক মানুষের জীবনে এই গল্প ভালো ছাপ রেখে গেল। আমার প্রানের প্রিয় লেখিকা মহাশ্বেতা দেবী।
@subratapaul43293 жыл бұрын
@@roypushpita Na, Ashapurna Devi r lekha
@joyotibasu88834 жыл бұрын
বাংলা সিরিয়ালের জগতে, শ্রেষ্ঠ সিরিয়াল "সুবর্ন লতা"। পরিচালনা, সকলের অভিনয় , বিশেষ করে অনন্যার অভিনয়।।
@shampaguhadas83504 жыл бұрын
আমার জীবনের সবচেয়ে ভালো সিরিয়াল ,যা আমি সারা জীবন মনে রাখবো।
@shilpisvlog1764 жыл бұрын
❤
@tanushreesikder53684 жыл бұрын
Ei serial ta konodin vular noi
@sima8044 жыл бұрын
Amar o
@nayantaradey35784 жыл бұрын
আমি বারবার দেখবো সূবন লতা নয়ন তারা দে
@shyampaul27224 жыл бұрын
@@sima804 A.mar.o
@soumodeepghosh99223 жыл бұрын
ঠিক যেমন সুবর্লতার প্রতিভা মৃত্যুর সময় এসে সবাই বুঝতে পেরেছিলো ।। আমরাও ধারাবাহিকটির শেষ সময় বা তার পরে বুঝেছি এটা কী অমূল্য রত্ন ছিলো ।।
@debarchana3494 жыл бұрын
সবাই কে কাঁদিয়ে সুবর্ন ঘুমের দেশে ফিরে গেলো 😭😭 সারা জীবন শুধু লাঞ্ছনা পেয়ে গেলো 😭
@bhushandas28073 жыл бұрын
এই সিরিয়াল থেকে অনেক শিক্ষা গ্রহণ করলাম 🙂🙂সারা জীবন মনে থাকব এই সিরিয়ালের কাহিনী 🙂🙂😔😔
@saikatislampiash57614 жыл бұрын
The best serial in the history of bengali tv seriese....bar bar dekhte iccha kore...ajo ever green...last episode dekhe cokher pani atke rakha osomvob...
@aparnadas33974 жыл бұрын
অসাধারণ একটি সিরিয়াল যা কোনও দিনও ভুলতে পারা যাবে না ।
@sonalidey44032 жыл бұрын
সত্যি এরকম সিরিয়াল আর দুটি হবেনা। প্রত্যেকের অভিনয় অনবদ্য।আর অনন্যা চট্টোপাধ্যায় সত্যি ই অনন্যা, আর বিশ্বনাথ ও। আশাপূর্ণা দেবীর লেখা কাহিনীকে এমন নিখুঁত ভাবে পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে যে মুগ্ধতাই শেষ কথা।আর মিউজিক ও তেমনি। কোথাও কোনো এতটুকু খুঁত নেই। সারা জীবনের মতো মনে দাগ কেটে গেল।যতবার দেখি ভালো লাগে। শেষের এপিসোড এ তো চোখের জল বাঁধ মানে না।
@mithilatithi1374 Жыл бұрын
যখনই মন খারাপ থাকে এই সিরিয়ালটা দেখা আরম্ভ করি। এরপর মনে হয় আমার মন খারাপগুলো অতি তুচ্ছ..... কষ্ট দিয়ে কষ্ট কাটিয়ে যায়।❤
@MsMahin-w8h Жыл бұрын
১০ বছর আগে যখন নাটকের শেষটা দেখে কষ্ট পেয়েছিলাম। ১০ বছর পরে দেখেও একি রকম কষ্ট পেলাম। নাটকের মধ্যে আমাদের অনেক কিছু শিখার আছে।
@anilaf1083 Жыл бұрын
সুবর্ণর জীবনে কোন কষ্টই থাকত না, যদি ছেলেগুলা মানুষ হইত। সন্তানের আঘাতগুলা সব চাইতে কষ্টের ছিল। মেয়েরা বাপ ভাই স্বামী সবার আঘাত সহ্য করার ক্ষমতা রাখে সন্তানের আঘাত সত্যিই সুবর্ণর মতন মেয়েদের শেষ করে দেয়
@mky6645 Жыл бұрын
Ata akta novel asha Purna davir
@clara3652 Жыл бұрын
@@mky6645 a Ha amra jani ei ta ashapurna devir novel theke adaption neoya... Ami nijeke sobjanta fotikchand vabchen naki?sob jaigai ek comment?
@chandrimasinha11 Жыл бұрын
@@mky6645novel ta jiboner opor ei thake ❤
@SaradaMajhi-s3w9 ай бұрын
জীবনের শেষ প্রান্তে এসে সন্তানের থেকে পাওয়া পাওয়ার শেষ আঘাতই মানুষের জীবনের সব আত্মত্যাগকে হেলায় চুরমার করে দেয়।মানুর দেওয়া কষ্টে সুবর্ণ নিজেকে শেষ করে দিল একেবারে।
@Indiastory20234 жыл бұрын
Mon ta khub ভারী হয়ে গেলো.. Mone হয় nijer খুব কাছের keo চলে গেলো .. সত্যিই eta সিরিয়াল না... এতো ভালো অভিনয় সত্যিই মনের খুব কাছের....
@joyasreemukherjee64324 жыл бұрын
I can't control my tears at this day. Every time when I see this, tears rolled down from my eyes.
@nazmunnahar66913 жыл бұрын
সুবর্ণলতা আমার জীবনে দেখা শ্রেষ্ঠ সামাজিক এবং শিক্ষনীয় সিরিয়াল। এত সুন্দর যে বলার কোনো ভাষা নেই। আশাপূর্ণা দেবীর এত সুন্দর লেখনী এবং এই লেখনীকে এত সুন্দর করে সিরিয়ালে প্রকাশ করা হয়েছে যা বলার কোনো ভাষা নেই। আর অভিনয় নিয়ে কি আর বলব। ছোট থেকে বড় সবার এত ভালো, এত জীবন্ত অভিনয় যে কখনো মনেই হয় নি তারা অভিনয় করছে। সুবর্ণ চরিত্রটা যতই দেখেছি আর ততই আশ্চর্য হয়েছি, মুগ্ধ হয়েছি। বার বার দেখলেও সিরিয়ালটি কখনো পুরনো হবে না, বার বার দেখতে ইচ্ছা করে। সিরিয়ালটি দেখতে দেখতে নিজেকে ওই পরিবারের একজন সদস্য মনে হয়েছে। প্রত্যেকটা এপিসোড দেখে মুগ্ধ হয়েছি। অনেক এপিসোড দেখে কেদেছি। কখনো কখনো কাদতে কাদতে চোখ ফুলিয়ে ফেলেছি। ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলোও অনেক সুন্দর কিন্তু মিউজিকের কারনে সংলাপগুলো শুনতে কষ্ট হয়েছে। সত্যিই এই সিরিয়ালের কথা কখনো ভুলব না, আজীবন মনে থাকবে।🇧🇩🇧🇩🇧🇩
@pradiptakumardas.1853 жыл бұрын
অসাধারণ একটা সৃষ্টি, আর প্রত্যেক এর অভিনয় ও অসাধারণ....... সেই ছোটো বেলায় মা এর সাথে দেখতাম তখন এত্ত কিছু বুঝতাম না..... আর এখন দেখে অবাক হয়ে যাই, শেষ দৃশ্য দেখে চোখে জল আর ধরে রাখতে পারলাম না..... আর অনন্যা তুমি সত্যি অনন্যা!!💓💓
@rinamukhopadhyay7833 жыл бұрын
সারা জীবনে এতো সুন্দর অসাধারণ সিরিয়াল দেখিনি, সমস্ত শিল্পী কে প্রণাম🙏🙏 আর আশাপূর্ণা দেবী কে সত কোটি প্রণাম🙏🙏 আর এই সিরিয়াল এর ডিরেক্টর আর সব কলা কুশলী কে প্রণাম🙏🙏
@ambikapakrey-kw3wd Жыл бұрын
আজকের পর্বটা দেখে নিজের চোখের জল আটকাতে পারলাম 😭😭😭 শুব ভালো একটা সিরিয়াল এখনকার সিরিয়ালের মত নয়😭😭😭😭🙏🙏🙏🙏🙏
@nurijannat6899 Жыл бұрын
সিরিয়ালটা আমার দেখা সর্বোত্তম সিরিয়াল,এতোটা চোখের পানি অন্য কোনো সিরিয়ালের জন্য পড়েনি।এতোসুন্দর কাহিনী!আর প্রতিটি অভিনয় শিল্পীর অভিনয় অসাধারণ❤❤।কমেন্ট ::২০২৩।।❤❤।
@lucky70682 Жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭
@manojdey92763 жыл бұрын
একজন জীবনে যখন খালি খালি মিথ্যা কথা শোনে.... বারবার বিশ্বাসে আঘাত পায়....তার জীবন বলে আর কিছুই থাকে না.... জীবনে সবচেয়ে কাছের মানুষের কাছে যখন বারবার আঘাত পায় তখন জীবনে বেঁচে থাকার কোনো মানেই হয় না....🙏🙏🙏....
@Sathya2992 жыл бұрын
এই জীবনটা পুরাই আমার মায়ের এতো সহ্য দ্বিতীয় সুবর্ণ লতা
@cockroaches1434 жыл бұрын
এই সিরিয়ালটা যখন শুরু হয়, তখন আমার বয়স ৮-৯ বছর , আজ ২১ বছর। আমার জীবনে দেখা সেরা চিত্রনাট্য এবং সিরিয়াল। প্রতিটা এপিসোড দেখতাম, ঐ বয়সে সব বুঝে উঠিনি, তবে আজ বুঝি। চোখে সেদিনও জল এসেছিল, আজও আসে। এখনো দেখি, প্রতিদিনই দেখি,শেষ হলেও দেখি।
@subarnasen85604 жыл бұрын
সত্যবতীর কিছু অংশ আমরা সুবর্ণলতার প্রথমে দেখেছি,যদি আশাপূর্ণা দেবীর এই ট্রিলজির তৃতীয় অংশ 'বকুলকথা' নিয়ে কাজ হয় তাহলে খুবই ভালো হয়।এটা আমাদের অনুরোধ রইল। 'সুবর্ণলতা' ধারাবাহিক আমাদের যা শিখিয়েছে তা সত্যিই ব্যাতিক্রমী প্রতিভার স্বাক্ষর। প্রতিটি চরিত্রের অভিনয়,চিত্রনাট্য,সংলাপ অসাধারণ। সকলকে সনির্বন্ধ আন্তরিক কৃতজ্ঞতা জানাই।🙏
@gautamraychaudhury55734 жыл бұрын
অসাধারণ উপন্যাসের অনন্য উপস্থাপনা.... সংলাপ আর সঙ্গীত এর চালিকাশক্তি....সাবুদি.. চিত্রাদির অভিনয় সম্পর্কে কিছু বলা আমাদের পক্ষে ধৃষ্ঠতা... একঝাঁক Group Theatre এর শিল্পীরা দেখিয়ে দিয়েছেন অভিনয় কোন পর্যায়ে নিয়ে গেলে চরিত্র এমন জীবন্ত হতে পারে....দেবপরনা ঈশিতা খুব ভালো করেছে.... বিশ্বনাথ সকলকে চমকে দিয়েছেন...আর সুবর্ণলতা নিজেকে অতিক্রম করেছেন প্রতিদিন..... সবসময়... "শুধু আবহমান নয়, এই অভিনয়ের জন্য এ দশকের শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে আমাদের কাছে অনন্য অনন্যা চট্টোপাধ্যায়".... উনি যে "কারুর বদান্যতায়" এখন Film করেন না উপযুক্ত চরিত্র ও সম্মান ছাড়া, তার জন্য ওঁর অভিনয় অনুরাগী হিসাবে গর্ব অনুভব করি.... আমার দেখা শ্রেষ্ঠ সিরিয়াল...Prime Time এ এখনও it will be huge eyeballs puller....Zee may think of putting this one again in Prime Time for newzen and millenials...Thanks to Zee for uploading...Why do not you go for a package?....
@krishnaghosh89344 жыл бұрын
Zee Bangla ke anurodh....Please prime time e ro akbar subarnalata dharabahik prochar korun...kritangya thakbo..
@bikramsaha60934 жыл бұрын
Kub valo likhechen.. Upnader moto manush ache bolei arokom kaj ar somman artist ra pan😊
@gautamraychaudhury55734 жыл бұрын
ভালো উপন্যাসের সঠিক চিত্রায়ণ উপযুক্ত অভিনয়ে এখনো সমাদৃত... কালজয়ী উপন্যাস সুবর্ণলতার মন ছুঁয়ে যাওয়া নিবেদন বোকা বাক্সকে সমৃদ্ধ করেছে.... এখনো এর ব্যবসায়িক মূল্য আছে TRP barometer অনুযায়ী....
@rupaghosh6684 жыл бұрын
Apni eto bhalo likhechen er opore aar shotti kono kotha hobe na. Proyojone ashun shobai campaign kore Ananya Chatterjee ke phiriye anar cheshta shuru kori. Apnader nischoi mone ache obhineta Kamu Mukherjee r kotha. Shesh boyoshe unio khub orthabhabe katiyechen. Ei oshamanyo protibhar khub kom upoyog hoyeche bangla cholochitro jogote. Plz amra shobai ektu kichu kori ashun. Jaate ei shilpeera shommaner shohit matha uchu kore beche thaken🙏🙏🙏
@gautamraychaudhury55734 жыл бұрын
@@rupaghosh668 defintely we could do...but the question is where to start..how to start and when to start...lot of practical,commercial and personal issues on behalf of Madam Ananya is also there and to be counted...Missing very much Rituparna Ghosh....Still for any good initiative we could think together...just ponder over it practically without being emotional... ভালো থাকবেন... সাবধানে থাকবেন...এই অসময়ে...
@sayanmishra45553 жыл бұрын
😭😭😭😭চোখের জল ছাড়া আর কিচ্ছু বলার নেই। কত কষ্টের জীবন। রাজরাণী রাজরাণীর মতোই স্বর্গে গেল!
হ্যাঁ.... অনন্যা চট্টোপাধ্যায়কে আমরা এখন পাই না....কতটা উনি মিস করছেন জানিনা তবে আমরা ভীষণভাবে মিস করি...এর বলিষ্ঠ,মন ছুঁয়ে যাওয়া সংলাপ আর সঙ্গীত ও আবহসঙ্গীত এখনও অনুরণিত হয় অনুক্ষণ, বাজারী Serial এর মাঝে.... আশাপূর্ণা দেবীরও আশা পূরণ হতো হয়তঃ তাঁর উপন্যাসের এই সফল চলচ্চিত্রায়ন দেখে...
@chandrimasinha11 Жыл бұрын
Boro kotha ekhon script o erom nei je manush kede debe taai erao aj kaal kaar serial theke durei thake
@rupachatterjee6210 Жыл бұрын
মা গো সুবর্ণ লতা তুমি এদেশের ঘরে ঘরে জন্মায় আমাদের জন্য 😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏 আমার খুব প্রিয় সুবর্ণ লতা সিরিয়াল
@mouchatterjee96423 жыл бұрын
অসাধারণ অভিনয় দক্ষতা সবার মন ছুঁয়ে গেছে
@sayanidas30343 жыл бұрын
মৃত্যুপথযাত্রী সুবর্ণের ভূমিকায় অনন্যা অসাধারণ.... যুবতী সুবর্ণ থেকে মৃত্যু পর্যন্ত জীবনের এক একটি পর্যায় অনন্যা যেভাবে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন তা সত্যিই প্রশংসনীয়...এরকম উচ্চমানের সিরিয়াল আজকের সময়ে আর আশা করা যায় না
@leenamondal49464 жыл бұрын
আমার দেখা শ্রেষ্ঠ ধারাবাহিক....এই ধারাবাহিক দেখার পর আর অন্য কিছু দেখতে ইচ্ছা করে না....এই অন্তিম পর্বটি দেখার পর চোখের জল আর বাঁধ মানছে না.....
@md.abdulmalek84764 жыл бұрын
হ্যাঁ।এরকম উপস্থাপনা পাওয়া যাবে না আর।
@sutapamukherjee20914 жыл бұрын
Aamar life ay aato shundor serial aar khono dekhini aar dekhtaw pabona Oshadharsn acting .prroteker shishu shilpe raw daarun, aananya kay aami aamoron monay rakhbo.please aapni aabar z banglai pheray aashun.
@pretamchandra23984 жыл бұрын
অসাধারণ অভিনয় সকলের আর শিল্পীরাও চরিত্র গুলো এমন ভাবে ফুটিয়ে তুলেছেন যে মনে দাগ কেটে যায়।
@chandra_ni3163 жыл бұрын
এক কথায় অনবদ্য অভিনয়ের প্রতিভা এই সিরিয়ালে দেখা গিয়েছে আর আশাপূর্ণা দেবীর লেখনীর বিষয়ে কোনো কথাই ওঠে না,,অতিউত্তম❤️❤️❤️
@himangshudas96613 жыл бұрын
সুবর্ণলতার মরনেই বকুলকথার শুরু।❤️❤️❤️ অনবদ্য গল্প
@jayantimukherjee61423 жыл бұрын
অসাধারন অভিনয় অনন্যা র। বেঁচে থাকুক প্রতিটি মানুষের হৃদয়ে।
জীবনে সংঘর্ষে লড়তে লড়তে নিজেকেই নিজে চিনতে না নিজের নাম টা চিনতে না সেই মার্চ থেকে সুবর্ণ লতা সিরিয়াল দেখছি এত মন মুগ্ধ হয়ে দেখছি যে শেষ হয়ে যাক মন চায় ছে না মনে হচ্ছে আরও আরো অনেক কিছু জানার দেখার বাকি রয়ে গেল
@trishitaghosh26373 жыл бұрын
জ
@aparnadas33974 жыл бұрын
শেষ পর্ব যতবারই দেখি ততবার চোখ দুটো জলে ভরে আসে ।
@nayantaradey35784 жыл бұрын
কত সূবন লতা বারবর খাচায় বন্ধি হয় বারবার। কে রাখে তার খবর
@nayantaradey35784 жыл бұрын
এই নাটক কখনো ভূলার না।😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏
@nayantaradey35784 жыл бұрын
শেষ পব বাস্তব রুপ নিয়ে ফেলেছে।
@nayantaradey35784 жыл бұрын
সূবন লতা কখনো মরেনা।তাঁরা কারো মধ্যে বেঁচে থাকবে বারবার। 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭
@nayantaradey35784 жыл бұрын
এই নাটক দেখে আমার মরা স্বামীর কথা মনে করে দিল।😭😭😭😭😭😭😭😭😭😭
@sanjidarahmanoishe77863 жыл бұрын
সুবর্ণলতা যখন শুরু হয় তখন মাত্র ৮ বছরের আমি।আজ ১৯ বছর বয়সে এসে আবার দেখলাম সবগুলো পর্ব। শেষ হয়ে গেল সুবর্ণ।নিয়ে গেল তার এক জীবনের জমে থাকা অভিমান গুলো কে। সত্যি চোখের পানি ধরে রাখতে পারলাম না। সাবিত্রী চ্যাটার্জি, অনন্যা চ্যাটার্জি, বিশ্বনাথ বাসু, অভিজিৎ চক্রবরতি,অনির্বান গুহ,রাঞ্জিনি চ্যাটার্জি ,নীনা চক্রবর্তী ......অতুলনীয় অভিনয় প্রতিভা এনাদের। সত্যি ধন্যবাদ জানাতে হয় তাদেরকে। Love you 'সুবর্ণলাতা'.....from Bangladesh.
@Vlogbypujamammam Жыл бұрын
এরকম অন্তরে ছুঁয়ে যাওয়া সিরিয়াল আর হবে না। চোখের জল বাঁধ মানছে না 😭😭😭
@gmvn19 Жыл бұрын
আশাপূর্ণা দেবী র লেখা উপন্যাস তিনটি যদি না পড়ে থাকেন তাহলে পড়ুন । ভালো লাগবে ।
@sabiralipi92084 жыл бұрын
শেষ পর্ব গুলো অনেক অনেক ভালো লাগলো...... কোনদিন ভুলতে পারবো না এ-ই সিরিয়ালের কথা।খুবই touchy.😭😭😭😭😭😭
@monirai83034 жыл бұрын
A to valo natok
@joypaul72874 жыл бұрын
মন হলো আমি সুবর্নর খুব আপন😭😭😭 শেষের দিকের পর্বগুলা দুর্বল চিত্তের মানুষের জন্য নয়
@TwinkleBose3 жыл бұрын
ছোটবেলায় দেখতাম সিরিয়ালটা।আবার দেখার ইচ্ছে হলো।শেষ অংশে গান দেওয়ার জন্য আরও অসাধারন হয়ে উঠেছে।
@sheelasarkar9757 Жыл бұрын
Osadharon serial very heart touching moment😢😢😢😢😢😢😢😢 bidayee apnake shubornolata 🙏🙏
@endrikaepa6656 Жыл бұрын
হয়ত এই নিয়ে ৫ বার দেখলাম শেষ পর্বটা।যতবার দেখলাম ততবার কান্না আটকে রাখতে পারলাম না
@rimpianikbarua48805 ай бұрын
কি অপূর্ব এদের অভিনয়,, নিজে সুস্থ মানুষ হয়ে,,কি নিদারুণ একজন মৃত্যুশয্যা রোগীর অভিনয় করে যাচ্ছে। সত্তিকারের দক্ষ অভিনেত্রী ।❤
@subhankarkarmakar45542 жыл бұрын
আর তৈরী হবে না এইরকম সিরিয়াল। কাঁদিয়ে দিয়ে গেলো।এত সুন্দর অভিনয় কোনো সিরিয়াল এ দেখতে পায়নি।🙏🙏🙏🙏
@ayanachatterjee96072 жыл бұрын
সত্যি এক অপূর্ব সৃষ্টি। চোখে জল এসে যায় বারবার। এরকম সৃষ্টি আর হবে না বোধ করি। যুগের পরিবর্তন হলেও এই গল্প আজও ঘরে ঘরে সত্যি।
@paramitadalai40743 жыл бұрын
আমার জীবনের সবথেকে সেরা সিরিয়াল । তার আগে বলবো আশাপূর্ণা দেবীর কী অনবদ্য সৃষ্টি । আর তার সঙ্গে অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায় অসম্ভব অতুলনীয় অভিনয় । যা বলবো ওনার সম্বন্ধে তা ই কম পড়ে যাবে । এত্ত সুন্দর ভাবে সুবর্ণলতাকে ফুটিয়ে তোলা তা মনে হয় ওনার পক্ষেই কেবল সম্ভব ।এই সিরিয়াল দেখে কত রাত চোখের জলে বালিশ ভিজে গেছে , কেঁদে চোখ ফুলে গেছে । আর অন্যান্যদের অভিনয় ও অসাধারণ । এটি আমার মতে সর্বকালের সেরা সিরিয়াল ।
@bijoymondal630 Жыл бұрын
অসাধারণ চোখের জল আটকাতে পারলাম না
@sidhantapaul35013 жыл бұрын
এটা হল আমার দেখা সবথেকে অপূর্ব সিরিয়াল। সারা জীবন মনে রাখবো। সত্যিই একটা মানুষের জীবনে কত কষ্টই না আসে। সেটা অতিক্রম করেছে ওমন সময় যখন মেয়েরা লেখাপড়াও করতে পারতো না। অভিনয়টাও অসাধারন। কিছু বলবার উপায় নেই।
@akhterjahan5104 жыл бұрын
অসাধারণ কাহিনী, অসাধারণ অভিনয়।
@dhritiman00944 жыл бұрын
সত্যি এই শেষ পর্বটা দেখে চোখের জলের বাঁধ মানলো না😭
@riyadas90124 жыл бұрын
ঠিক বলেছ
@dhritiman00944 жыл бұрын
@@riyadas9012 হ্যাঁ এত সুন্দর সবাই চরিত্রগুলো ফুটিয়ে তুলেছে যে কোনটা 'Reel' আর কোনটা 'Real' বোঝায় যায় না.....সব মিলে মিশে গেছে
@rupaghosh6684 жыл бұрын
Ekhono chokhe jhapsha dekhchi
@anindyadasgupta64624 жыл бұрын
hajar baar dekhleo chokhe jol chole ashe...Ananya Chattopadhyay take a bow
@devolinabhattacharjee7770 Жыл бұрын
এই পর্বটি নিয়ে যাই লিখি না কেন তা আসলে নেহাতই কম হবে।আমি যতবারই দেখি ততোবারই চোখে জল আসে,গলা আটকে আসে।এত সাবলীল অভিনয়!!! অনন্যার সেরার সেরা অভিনয়। এত নাটক সিরিয়াল দেখি কিন্তু সুবর্ণলতার মতো প্রতিটি চরিত্র এত জীবন্ত আমার আর দেখা হয়নি। সুবর্ণ অন্য বউদের থেকে অনেক বেশিই পেয়েছে সত্যি, কিন্তু যাদের জন্য আদায় করেছে তাদেরকেই সে মনের মতো গড়ে তুলতে পারেনি।রক্তের ধারা বলে কথা। সন্তানের থেকে আঘাত মায়ের মেনে নিতে সত্যি খুব কষ্ট হয়। যুগ যুগ বেঁচে থাকবে আশাপূর্ণা দেবীর এই সৃষ্টি। 😢😢😢
@malobikayousuf63834 жыл бұрын
সুবর্ণলতার মাঝে আমি নিজেকে খুঁজে পাই বারবার! এই পর্বটা যতবার দেখি ততবার চোখ দিয়ে পানি পড়তে থাকে অঝোর ধারায়। সুবর্ণলতাকে আমি চিরদিন স্মরণ করব। আর অনন্যা চ্যাটার্জিকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই!💙💙💙💙💙
@shilpisvlog1764 жыл бұрын
💓❤
@gargidey5492 жыл бұрын
আমি যতদিন বাঁচবো। সুবর্ণ ততদিন বাঁচবে আমার মধ্যে। তার মৃত্যু নেই
@dipanwitadas37382 жыл бұрын
এইরকম একটি অনবদ্য ধারাবাহিক ও অসাধারণ অভিনয় না এর আগে কোনদিন সৃষ্টি হয়েছে, না আগামী দিনে কোনদিন হবে।
@kajalbiswas39396 ай бұрын
আসাধারণ ❤ আশাপূর্ণা দেবীর শ্রেষ্ঠ উপন্যাস , এর কোনো তুলনা হয় না ♥️♥️♥️♥️ চোখের জল মুছে যাচ্ছি একটানা কি নিখুঁত অভিনয় 🔥🔥🥰🥰🥰🥰🥰🥰🥰
@krishnabiswas16444 жыл бұрын
আমার দেখা সেরা সিরিয়াল, সব এপিসোড দেখলাম, অনেক কিছু শিখলাম, জানলাম, এই এপিসোড টা দেখার সময় খুব কাঁদলাম, খুব কষ্ট হচ্চিলো, 😭😭😭😭. এত সুন্দর একটা সিরিয়াল উপস্থাপনা করার জন্য zee Bengla কে অনেক ধন্যবাদ, আজ মন টা খারাপ লাগছে এটা ভেবে যে আর কোনো এপিসোড নেই এটাই হয়তো অন্তিম পর্ব.....
@Stabokb3 жыл бұрын
খুব খুব সত্যি কথা
@krishnaghosh12014 ай бұрын
প্রথমে ই লেখিকা কে আমার অন্তরে র প্রণাম জানাই। সেই সঙ্গে পরিচালক ও সকল অভিনেতা ও অভিনেত্রী দের ও আমার শুভেচ্ছা ও ভালোবাসা জানাই, বিশেষ করে অনন্যা যেন সত্যি ই সুবর্ণলতা । তুলনা হয়না।বার বার দেখেও আমার পুরনো হয় না।
@srabanibaul19423 жыл бұрын
চিরদিন মনে রাখার মতো সিরিয়াল। অনন্যা অভিনয় ও প্রত্যেক এর অভিনয় অসাধারণ। আর লেখিকা আশাপূর্ণা দেবীকে শতকোটি প্রনাম ও শ্রদ্ধা নিবেদন করি।
@SantanuBera-nt4th3 жыл бұрын
আজ বেলা তিনটে এই হলো দেখা শেষ পর্ব.চোখের জল আটকাচ্ছে না সার্থক এ জীবন সুবর্ণলতা দেখে.
@ছায়ানীড়-ঢ৫জ4 жыл бұрын
সব পর্ব দেখেছি এত সুন্দর অভিনয় বারবার মন কাড়ে
@shohanshumi3494 жыл бұрын
রাত ৩;৩২মিনিট বা;লাদেশ টাইম শেষ পব্ টা দেখে শেষ করলাম,, ভাষা নাই,শেষ মুহূর্তে এসে মনে হয়নি নাটক দেখছি,
@TamanaNazninDristi4 ай бұрын
Rat 3.07 Bangladesh time sesh korlam.2008 sale 1st dakhesilam Mot 4 bar dakha sesh holo Protibar e kanna kore, buk fate jai… 😢😢
@deblinadey82794 жыл бұрын
One of the finest writing of Ashapurna Devi. Wonderful acting by all the cast members. The book and the serial will always be close to my heart ❤️❤️❤️
@paushalimukherjee49423 жыл бұрын
সত্যি অনবদ্য।অনন্যার অভিনয় ও পরিচালনা দুই অসাধারন।সবার অভিনয় নিখুঁত।পরিচালকের সাফল্য।
@suranjaysarkarcreations38294 жыл бұрын
চোখের জল এসে গেল , এত সুন্দর ধারাবাহিক দেখ
@surajitbera20914 жыл бұрын
সত্যি অসাধারণ একটি সিরিয়াল যা প্রত্যেক মানুষের চোখে জল এনে দেয়😔😔😔
@sayanarts8714 жыл бұрын
সত্যি বকুল তার মায়ের যোগ্য সন্তান
@Catmeow14324 жыл бұрын
আমার পারুল কে বেশি ভালো লেগেছে। বকুলের দ্বারা তাঁর মায়ের স্বপ্ন পুরনে সে স্কুল যায়নি, আর বিয়েও করে নিয়েছে।
@swetachatterjee4644 жыл бұрын
@@Catmeow1432 দুজনেই খুব ভালো... Parul bakul subal ei 3 jonei sudhhu manush holo....
@rezauldulu55604 жыл бұрын
এই পর্বটা দেখে চোখ দিয়ে পানি চলে আসলো
@nasifnoor4 жыл бұрын
চোখে পানি চলে আসলো। প্রত্যকের এতো নিখুঁত অভিনয় আর কোথাও দেখেছি বলে মনে পরে না। সুবর্ণলতা দেখছি সেই লকডাউনের শুরু থেকে, প্রতিদিন ৪-৫ টা এপিসোড দেখতে দেখতে এতটা কানেক্টেড হয়ে গেছিলাম যে এখন সত্যি খুব মন খারাপ লাগছে। টিভিতে যখন দেখতাম তখন ছোটবেলার মোমেন্ট গুলো দেখা হয়নি। নিজেদের আলাদা বাসায় আসার পরের এপিসোড গুলোও দেখা হয়নি। মার্চের শেষে শুরু করে এই জুনে শেষ করলাম৷ তিন মাস সময় কোনদিক দিয়ে কাটলো বুঝতেই পারলাম না। সুবর্ণলতার মেকিং নিয়ে কোনো ভিডিও থাকলে আপলোড দিবেন। সুবর্ণলতার প্রত্যেককে ধন্যবাদ একটা মাস্টারপিস উপহার দেওয়ার জন্য৷
@kaberipaul42614 жыл бұрын
Akdom thik bolachan
@souravkaranjai1164 жыл бұрын
Amaro ek obostha. Prothom jakhon hoyechilo, dekhini. Ei lockdown ei dekha shuru, r ekhon roj na dekhe thakte pari na. eto bhalo serial.
কিছু লেখার ভাষা খুঁজে পাচ্ছি না। চোখ দিয়ে শুধু অঝর ধারা ঝরছে।❤️
@DeliciousDestination-k4o3 жыл бұрын
অমি আমার চোখের জল ধরো রাখতে পারলাম না, সত্যি অভূত্পূর্ব কাহিনি ও অভুতপূর্ব অভিনয়। বাঙলার প্রত্যেকটা ঘরে ঘরে যেনো সুবর্নালতার জন্ম হয়।
@mahaswetabanerjee19974 жыл бұрын
Amon serial ar kono din o hoba na kono din o na 😭😭😭😭 (Subarnalata) ar Ananya chaterjee speechless acting 😭❤️❤️❤️❤️😭 Sara jibon aye serial taka mona rakbo sara jibon 😔🥺😢
@irineshova99992 жыл бұрын
দুর্দান্ত অভিনয়.. চোখে পানি এনে দেয় এই অভিনয়...
@evamitra20053 жыл бұрын
সুবর্ণলতা শেষ হয়ে গেল। মনে হচ্ছে যেন একটা অধ্যায় শেষ হয়ে গেল। এক কথায় classic 👌👌 সুবর্ণলতা অমর হয়ে থাকবে সবার মনে। আশাপূর্ণা দেবীকে আর সব কলাকুশলীদের আমার প্রণাম জানাই।🙏🙏
@terracegarden32584 жыл бұрын
আমার খুবই ভালো লাগা সিরিয়ার যতবার দেখী আরও দেখতে ইচ্ছে যায়
@trackmusic1955 Жыл бұрын
আমার জীবনে এই সিরিয়াল টি অন্তত পাঁচ বার দেখেছি। সত্যি অনবদ্য অভিনয় প্রত্যেকটি মানুষের ❤
@ankitasarkar73654 жыл бұрын
Just finished watching the all the episodes of Subarnalata. It's by far the best Bangali Serial!! And Hatsoff to Anannya Chatterjee's acting. She acted soooooo well. I cried in this scene so much. Really, I have no words to Express How much I liked this Serial!!😍😍😍 Thank You, Zee Bangla for gifting us with this serial. IT IS THE BEST! LOVED IT!!❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Also this serial is so old. But it's so Evergreen, that even today, it's getting so much good response. This serial deserves more and more and more Love. THIS IS THE BEST BENGALI SERIAL EVER MADE!!!❤❤❤❤❤
@rupaghosh6684 жыл бұрын
The music is so haunting and soul stirring. As if, each note, each chord strike at the core of the heart and brings out the deepest of deep feelings. This is undoubtedly one of the best production of zee bangla
@ankitasarkar73654 жыл бұрын
Yes, you are absolutely correct 👍🏻
@anamikapaul7420 Жыл бұрын
Sottyi osadharon hoyechhe serial ta. Eto byastotar moddhyeo dubar dekhe fellam, onekta episode abar tinbaar kore. Story, direction, casting and protyeker obhinoy sobkichhu mile osadharon hoyechhe. Ananya Chatterjee darun bhabe choritotake futiye tulechhen ,aar shejo bou o borthakurjamai r choritre jara chhilen tader obhinoy o darun laaglo. Simply fantastic.
@xcherish_z3 жыл бұрын
আজো অনেক মেয়ে শশুর বাড়িতে সুবর্ণ লতার মতো গোমরে কাঁদে। সুবর্নলতার এই কষ্টটা এখনো হাজারো মেয়ে বয়ে বেড়ায়।আর যে পুরুষেরা মেয়েদের/ বৌদের সম্মান করেন তারা সংসারে আপন মানুষের কাছে তিরস্কৃত হয়।পুরা নাটক গৃহবন্দি বৌয়ের কষ্ট টা হৃদয় ছুয়ে গেল।
@MehediHasan-oy8xu2 жыл бұрын
চোখের জলে শেষ বিদায়। অসাধারণ নাটক সূবর্ণলতা❤️❤️❤️❤️