Light show ki regular hoy naki khali chutir diney ?
@deepdatta83436 ай бұрын
Darun jaigaa ....
@bhromonindia6 ай бұрын
সত্যিই দারুন সুন্দর জায়গা। গেলে মনে হয় ওখানে অনেকক্ষণ বসে পাহাড় দেখি।
@MentalVFX976 ай бұрын
স্যার সন্ঞয় গান্ধী হাসপাতালে বাংলাদেশের জন্য চিকিৎসা ব্যবস্থা কী প্রি হবে না টাকা লাগবে একটু বলবেন প্লিজ প্লিজ প্লিজ??
@bhromonindia6 ай бұрын
পুরো ফ্রি নয়। সবার যা টাকা লাগে সেটাই লাগবে।
@MentalVFX976 ай бұрын
@@bhromonindia এই খানে নিউরোলজির চিকিৎসা ব্যবস্থা কেমন। আর আমি ২ মাস আগে কল্যানী এইমসে গিয়েছিলাম। ওখান থেকে বলেছে আমার এম্বুলেশন ও সার্জারী করতে হবে তার জন্য তারা আমার কাছে ৪.৫ লাখ রুপি লাগবে বলছে। কিন্তু আমার পরিবারের পঙ্খে এতো টাকা বহন করা সম্ভব না। তাই আপনি যদি একটু যেনে বলতেন যে এই সঞ্চয় গান্ধী হাসপাতালে এম্বুলেশন ও সার্জারী করতে কতো টাকা লাগবে???
@seemamallik-k1f6 ай бұрын
স্যার, আপনার ভিডিও গুলো আমি দেখি আমার বেশ ভালো লাগে। আমার মেয়ে Cyber Security নিয়ে specialization করেছে । ব্যাঙ্গালোর এর কোনো কোম্পানির খোঁজ থাকলে দেবেন।
@bhromonindia6 ай бұрын
সব বড় কোম্পানিতে প্রয়োজন। ভবিষ্যতে এই স্কিল এর মার্কেট খুবই ভাল। সরকারি বেসরকারি সব জায়গায় এটা দরকার হচ্ছে ও আগামীতে আরও বেশি হবে।
@seemamallik-k1f6 ай бұрын
@@bhromonindia ধন্যবাদ
@seemamallik-k1f6 ай бұрын
আপনার কি জানা আছে ব্যাঙ্গালোরের কোন area তে সব startup company গুলো আছে।@@bhromonindia
@mintusarkar44986 ай бұрын
আমি বারিতে থেকে ডাক্তার বাবুর সাথৈ কথা বলে ঔষধ খাবো সেক্ষেত্রে ডাক্তার দেখবে কি online?
@bhromonindia6 ай бұрын
অনলাইন বুকিং নিন। practo এর মতো অ্যাপ এর মাধ্যমে ডাক্তার বাবুদের সাথে যোগাযোগ করতে পারবেন।
@mintusarkar44986 ай бұрын
@@bhromonindia sexualogist kon doctors bhalo please 🙏🙏🙏
@rabindranathghosh16526 ай бұрын
Name of the palace?
@bhromonindia6 ай бұрын
ভিডিও টাইটেল এই রয়েছে। আদিযোগী চিকবালাপুর
@aniknbasu68786 ай бұрын
To Bangalore theke koto kilometres
@bhromonindia6 ай бұрын
সঠিক মনে নেই তবে আমার বাড়ি থেকে মনে হয় ৯০ কিলোমিটার মতো।
@jahiruddinahmed57396 ай бұрын
দাদা শুভেচ্ছা নিবেন বাংলাদেশ থেকে আপনার ভিডিওটা দেখে ভালো লেগেছে,আমার মিসেস এর পাইলস এবং গ্যাস্ট্রলজি সমস্যা আমার এনাল ফিসার এবং ডার্মাটোলজি সমস্যা আমাদের জন্য চিকিৎসা র জন্য চেন্নাই ভালো হবে না ব্যাঙ্গালোর ভালো হবে? আমি সরকারি কর্মকর্তা সর্বোচ্চ 20 দিন সময় নেওয়া আর মধ্যম বাজেটের মধ্যে চিকিৎসা করাতে পারলে ভালো হয়। সেই দৃষ্টিকোণ থেকে চেন্নাইতে হলে কোন হাসপাতাল এবং ব্যাঙ্গালোরে হলে কোন হাসপাতাল এ বিষয়ে আমাকে যদি পরামর্শ দিতেন তাহলে উপকৃত হতাম, আপনার কল্যাণ কামনা করছি।
@bhromonindia6 ай бұрын
চেন্নাই হলে অ্যাপোলো আর ব্যাঙ্গালোর হলে মনিপাল সব চেয়ে নামী। ব্যাঙ্গালোরের অন্য সকল নামি হাসপাতালের মধ্যে sakra world হসপিটালও খুবই ভাল। অনেকগুলি সমস্যার কথা বলছেন ফলে যেখানে সকল ধরনের চিকিৎসা হয় তেমন হাসপাতালের নাম করলাম যাতে সময় বাঁচে। এগুলি বেসরকারি হাসপাতাল , সরকারি জায়গায় গেলে সময় অনেক লেগে যাবে।
@jahiruddinahmed57396 ай бұрын
@@bhromonindia আন্তরিক ধন্যবাদ জানাই
@jiya_2026 ай бұрын
Dada upnar ph ta ektu deben,amara ভিক্টোরিয়া হসপিটাল এ দেখাতে যাবো বাচ্ছা নিয়ে তাই একটু হসপিটালের কাছে যদি কোনো সস্থায় লজ পাওয়া যায় বললে খুব উপুকৃত হয়।
@bhromonindia6 ай бұрын
ভিক্টোরিয়া হাসপাতাল বাকি সব হাসপাতাল যেমন nimhans, রাজীব গান্ধী হাসপাতাল, জয়দেভা হাসপাতাল এগুলির কাছাকাছি ফলে আমার দেখানো থাকবার জায়গাগুলিতে হোটেল নিলে অসুবিধা হবে না। আমার চ্যানেলের সস্তায় থাকবার হোটেল ভিডিওয়ের ৪ ও ৫ নম্বর পর্ব দেখুন একটা ভাল ধারণা পেয়ে যাবেন। হাসপাতাল ও থাকার জায়গা একই প্লেলিস্ট এ পাবেন।
@sadamhossain47236 ай бұрын
বলছি দাদা সেনজন হসপিটালে একটা ভিডিও বানান
@bhromonindia6 ай бұрын
দুটি ভিডিও ইতিমধ্যেই আছে।
@mintusarkar44986 ай бұрын
please help me ❤❤❤❤
@goes99976 ай бұрын
আচ্ছা বলুনতো জায়গা টা man মেড না ন্যাচারাল মেড? মনে হয়ে man made! প্রাকৃতিক সম্পদ বা পাহাড় বন বা forest greenary ধ্বংস করে এইসব করা কি উচিত? আরেকটা প্রশ্ন এই পাহাড় টা কি coembatore এর নীলগিরি রেঞ্জর পার্ট?
@bhromonindia6 ай бұрын
Man ও ন্যাচারাল কম্বিন্ডেড। Nature না থাকলে বাকিটা বানাত কিভাবে? প্রকৃতি নষ্ট করা নিয়ে আমার মত সাধারণ মানুষের কি বলবার আছে যেখানে ইশা ফাউন্ডেশন এর পলিটিক্যাল কানেকশন যে লেভেলের। প্রকৃতি নষ্ট করবার পক্ষে আমি নয় কিন্তু মানুষ নিজেও প্রকৃতির অংশ। ফলে প্রয়োজন প্রকৃতি থেকেই নিতে হবে আর তার ফলে প্রকৃতির একটু ক্ষতি হবেই। এবার দেখবার সেই ক্ষতি অন্য ভাবে পুষিয়ে দেয়া হয়েছে কিনা। আর এটা মানুষের প্রয়োজনের অংশ নাকি অতিরিক্ত সেটা সবার আলাদা ভাবে বিবেচ্য। তবে এর ফলে স্থানীয় মানুষের একটা আয়ের নতুন রাস্তা খুলেছে। অটো চালানো, খাবারের দোকান, অন্য সকল ছোট ব্যবসা, হোটেল ব্যবসাও চালু হয় যাবে খুব তাড়াতাড়ি। এটা কোয়ামবাটর এর থেকে অনেক দূরে। নীলগিরির সরাসরি অংশ তো নয় তবে ভূতত্ত্ব মতে পশ্চিমঘাটের অংশ হতেও পারে। পশ্চিম ঘাট এখানের থেকে ২-৩ শ কিলোমিটার দূরে। তবে মাঝে মাঝে বিক্ষিপ্ত পাহাড় রয়েছে। এটা তেমনই একটা জায়গা। এটা নন্দি পাহাড় রেঞ্জের অংশ বলে মনে হয়।
@sangeetasamanta35866 ай бұрын
Pahar dhongso kore,dhormer name eo ek binodon.purotai prokriti dhonsho kore,bidyut er opochoy kore ebong chasider jomi odhigrohon kore.political clout kaje lagiye.kangana Raut er moto manush eder bhokto.parliament obdhi pouche gelo.khub kharoap lage.tai ekhane thakleo jaini konodin.apnar vlog khub informative r sundor tai dekhi.bhalo thakben.
@bhromonindia6 ай бұрын
ভিডিও দেখবার জন্য ধন্যবাদ। বাকি বিষয়গুলি আপনাদের নিজস্ব মতামত।