Рет қаралды 471
এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন সুন্দরবনের খালে (Sundarban Canal) কীভাবে হাত দিয়ে মাছ ধরা হয়। যদিও এভাবে হাত দিয়ে বিভিন্ন প্রকার মাছ-ই পাওয়া যায়, তবে কেন জানি ট্যাংরা মাছ-ই বেশি পাওয়া যায়। হাত দিয়ে মাছ ধরা (Hand Fishing) সহজসাধ্য কাজ নয়। কিন্তু এই ভিডিওতে উপস্থাপিত দুটি ’ছেলে কত সহজে পানির নিচে কাদার মধ্য থেকে মাছ ধরে আনতেছিলো। আশা করি, সুন্দরবনের (Sundarban) এই মাছ ধরার দৃশ্য আপনাদের ভালো লাগবে।
For Business Inquiries:
tarequeimtiaze@gmail.com