Рет қаралды 358,678
এক ভয়ঙ্কর সুন্দর অরণ্যের নাম সুন্দরবন। এই বিস্তীর্ণ বনভূমিতে প্রায় একসঙ্গেই বাঘের সঙ্গে ঘর করেন সেখানকার অধিবাসীরা। তাঁরা বাঘের সঙ্গে লড়াই করে শুধু বেঁচে থাকার চেষ্টা করেন। মধু সংগ্রহ করতে গিয়ে কিংবা মাছ, কাঁকড়া ধরতে গিয়ে প্রায়ই বাঘের শিকারে পরিণত হন সেখানকার মানুষেরা। আবার কেউ কেউ বাঘের সঙ্গে লড়াই করে মৃত্যুমুখ থেকেও ঘরে ফিরে আসেন। এমনই এক জন সুন্দরবনের সোনা গাঁয়ের গৌর মাইতি। এই প্রথম বাঘের সঙ্গে তাঁর লড়াইয়ের সেই অভিজ্ঞতা ভাগ করে নিলেন তিনি। শুনল আনন্দবাজার অনলাইন।
#sundarban #royalbengaltiger #tigerfight
আনন্দবাজার অনলাইনের ভিডিয়ো দেখতে ক্লিক করুন: www.anandabaza...