Рет қаралды 320
স্ক্রিনে মোট ২৬ টি প্রশ্ন আসবে। ১০ মাল্টিপল চয়েস প্রশ্ন এবং ১৬ টি অডিও ভিজুয়াল প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্নের জন্য এক মিনিট করে টাইম বরাদ্দ থাকবে। যে পার্টিসিপ্যান্ট সবথেকে আগে এবং সব থেকে বেশি সঠিক উত্তর দেবে, সেই ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্বাচিত হবে। টাইম শেষ হওয়ার পরে কোনো উত্তর নেওয়া হবে না এবং সমস্ত উত্তর লাইভ চলাকালীন চ্যাটের মাধ্যমে দিতে হবে।
এই প্রতিযোগিতাটি সম্পূর্ণ জুনিয়রদের জন্য অর্থাৎ তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য।
আজকের পুরস্কার হিসেবে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের জন্য থাকছে গল্পের বই।
খেলার ফলাফল ঘোষণা হবে আগামী শনিবার।
কোন কিছু জানার থাকলে আপনারা ৯৩৮২৯৯৩৮৯১ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন।